05/10/2024
আপনাদের কি সেই দিনের কথা মনে আছে? যখন বিকেল মানেই ছিল মাঠে ছুটে যাওয়া। কেউ ব্যাট হাতে ক্রিকেট খেলছে, কেউ পায়ে ফুটবল নিয়ে দৌড়াচ্ছে। আমাদের সবার একটাই চিন্তা ছিল—আজ কত রান করলে প্রেস্টিজ বাঁচবে, কত গোল করলে সহজে জেতা যাবে। সেই দিনগুলো ছিল যেন জীবনের সবচেয়ে সুন্দর আর নির্ভেজাল সময়।
কিন্তু সময় থেমে থাকে না, জীবন বদলায়। দায়িত্বের বোঝা আসে। সেই বন্ধু বা বড় ভাইটার কথা মনে আছে, যে প্রতিদিন নিয়ম করে মাঠে আসত? এখন আর তাকে মাঠে দেখা যায় না। দিনের পর দিন সে কাজে ডুবে থাকে, সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে লড়াই করে। এখন তার চিন্তা একটাই, “কিভাবে সংসারের খরচ মেটানো যাবে, কিভাবে সব কিছু ঠিকঠাক চলবে।”
এটাই তো আমাদের বাস্তবতা। যে মানুষটা একসময় মাঠের সেরা খেলোয়াড় ছিল, সে আজ জীবনের কঠিন বাস্তবতায় কাজের ভেতর ডুবে আছে। ক্রিকেট বা ফুটবল খেলার কথা তো দূরের ব্যাপার, তার জীবনে সেই আনন্দের জায়গাটাই হারিয়ে গেছে। কয়েক বছর পর যখন সে আবার দেশে ফিরে মাঠে আসে, বল হাতে নেয়, কিন্তু তার হাত কাঁপে। বল ওয়াইড যায়, আর লাইনে থাকে না। ব্যাট হাতে নিলেও, বলের আগে ব্যাট চালানোর সুযোগই পায় না। শরীর ভারী হয়ে গেছে, দৌড়াতে গেলে ক্লান্তি এসে যায়।
এই সময় হয়তো সবার সামনে সে হেসে বলে, “আগের সেই দিন কি আর আছে?”
এই কথাটা শুধু তার নয়, আমাদের সবার মনেই প্রতিধ্বনি তোলে। আমরা সবাই ভাবি, আসলেই কি সেই আগের দিনগুলো আর ফিরে আসবে?
আমাদের দেশের লাখ লাখ মানুষ জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমায়। তারা জীবন বদলে ফেলে। নিজেদের স্বপ্ন, শখ, ভালোবাসা সব ফেলে রেখে তারা কাজের সন্ধানে দূর দেশে যায়। প্রতিদিন তারা সেই পুরনো দিনগুলোর কথা ভাবে। খেলার মাঠ, বন্ধুদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো খুব মিস করে।
আমরা যারা দেশে আছি, হয়তো বুঝতে পারি না কতটা ত্যাগ স্বীকার করতে হয়। তাদের কাছে শুধু টাকা কামানোই সব নয়, তারা যে নিজেদের আনন্দ, শখ, আর সেই নির্ভেজাল দিনগুলোও হারিয়ে ফেলে।
আজ যদি আমরা আমাদের সেই প্রবাসী ভাই-বোনদের কথা ভাবি, তাদের সেই জীবন থেকে হারিয়ে যাওয়া আনন্দগুলোর কথা ভাবি, তাহলে বুঝতে পারব, তাদের মনেও প্রতিদিন সেই একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে— “আগের সেই দিন কি আর আছে?”
আসলে দিন হারায়নি, আমরা হারিয়ে ফেলেছি। তবে পুরনো স্মৃতিগুলোই হয়তো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান হয়ে থেকে যায়। কখনো কখনো মাঠে ফিরে গেলে, পুরনো বন্ধুদের সাথে সময় কাটালে, হয়তো আমরা কিছুটা হলেও সেই দিনগুলো ফিরিয়ে আনতে পারি।
তাই যারা এখনো খেলতে পারো, সময় দাও মাঠে, বন্ধুদের সাথে সময় কাটাও। সময় চলে যায়, কিন্তু স্মৃতি থেকে যায়। আর সেই স্মৃতিগুলোই হয়তো একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে।
“আগের সেই দিন কি আর আছে?” হয়তো নেই, কিন্তু সেই দিনগুলোর স্মৃতি আমাদের সবার মনে আজও বেঁচে আছে।