19/06/2022
চাকমা ভাষা শিক্ষার অনুমোদন দিল ত্রিপুরা রাজ্য সরকার...
স্কুল পর্যায়ে চাকমা ভাষা শিক্ষার অনুমোদন দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। ১৬ জুন ২০২২ রাজ্যের ককবরক অ্যান্ড আদার মাইনরিথি ল্যাঙ্গুয়েজস স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কর্তৃক একটি সরকারী বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে চাকমা ভাষা ছাড়াও অন্যান্য মাইনরিটি ভাষা যেমন- মগ, গারো, কুকি-মিজো, হালাম, মণিপুরী এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার প্রয়োজনীয় বই ও শিক্ষা সরঞ্জাম ডিপার্টমেন্ট কর্তৃক প্রিন্ট ও প্রকাশনের কাজ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে চাকমা ভাষার বই ও শিক্ষা সরঞ্জামাদি আগামী ৩০ জুন ২০২২ এর মধ্যে ডিপার্টমেন্ট কার্যালয় থেকে সংগ্রহ করতে চাকমা ভাষা পড়ানো হবে এমন স্কুলের প্রধান শিক্ষকদের অনুরোধ জানানো হয়েছে।
ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত চাকমা ভাষা শিক্ষা বই ও সরঞ্জামাদি হল-
১. অষ্টম শ্রেণীর চাকমা ভাষা টেক্সট বই
২. চাকমা ভাষা সাহিত্য ম্যাগাজিন
৩. চাকমা ভাষা শেখার পরিপূরক অন্যান্য সরঞ্জামাদি যেমন- চাকমা বর্ণমালা চার্ট
৪. চাকমা ভাষা ব্যাকরণ
৫. চাকমা ভাষা শিক্ষক গাইড
৬. চাকমা ভাষা সাহিত্যের বই ‘সুকতারা’ ও ‘চিগোন গল্প’।
এস. সিংহ, টিসিএস, উপ-পরিচালক, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা এর স্বাক্ষরে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো জানানো হয়।
ত্রিপুরা সরকারের এমন প্রশংসনীয় ভূমিকায় ত্রিপুরাস্থ চাকমা জনজাতিদের স্বভাষা চর্চা ও সুরক্ষার নিশ্চয়তা লাভ হবে নিঃসন্দেহে।
প্রসঙ্গত, ভারতের বিভিন্ন রাজ্যে চাকমারা অবস্থান করলেও এখন পর্যন্ত শুধু মিজোরাম ও ত্রিপুরা এ দুটি রাজ্যেই নিজস্ব ভাষায় পড়াশোনার সুযোগ লাভ করল।