কালের সময়

কালের সময় খবর মানেই কালের সময় - দ্রুত, নির্ভুল, সবার আগে!

কুমারঘাট থানা পুলিশের বড় সাফল্য প্রচুর পরিমাণ প্যাকেট আটক!
14/09/2025

কুমারঘাট থানা পুলিশের বড় সাফল্য প্রচুর পরিমাণ প্যাকেট আটক!

রবিবার নীরমহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যের সাংস্কৃতিক দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দ...
14/09/2025

রবিবার নীরমহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যের সাংস্কৃতিক দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, “অপসংস্কৃতি যা আমরা আগে দেখেছি, সেখান থেকে বেরোতে হলে গণআন্দোলন প্রয়োজন।” মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে, বর্তমান সরকার ত্রিপুরার গ্রামীণ সংস্কৃতির বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মহিলাদের ক্ষমতায়ন, সমাজের প্রতিটি স্তরে সংস্কৃতিচর্চার প্রসার এবং ঐতিহ্য রক্ষার প্রতি সরকারের অঙ্গীকারের কথাও তিনি তুলে ধরেন। তাঁর দাবি, রাজ্যে আগে এ ধরনের পরিস্থিতি কখনও তৈরি হয়নি, আজ মানুষ সংস্কৃতির সঙ্গে নতুনভাবে যুক্ত হচ্ছে।উল্লেখ্য, নীরমহল জল উৎসবকে ঘিরে এবারের সমাপ্তি অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং মানুষের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে এক বিশেষ মাত্রা দেয়। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে উৎসবের মূল বার্তা স্পষ্ট হয়—ত্রিপুরার ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানের আবহে তাই সংস্কৃতি চর্চা, সামাজিক মূল্যবোধ ও ঐক্যের বার্তাই বেশি করে প্রতিফলিত হয়।

12/09/2025

প্রতিবেশী যুবকের সঙ্গে নিখোঁজ দুই সন্তানের জননী।

11/09/2025

অসহায় মহিলার টাকা আত্মসাৎ! বিশালগড় গ্রামীণ ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে থানায় মামলা!

কাঠালিয়া–থালিবারি সড়কে গাড়ি থেকে ৪৫ কেজি গাঁ/* জা উদ্ধার।
09/09/2025

কাঠালিয়া–থালিবারি সড়কে গাড়ি থেকে ৪৫ কেজি গাঁ/* জা উদ্ধার।

চুরি হয়ে যাওয়া বাইক এবং গাড়ি সহ দুই যুবক কে আটক  করলো আমতলী থানার পুলিশ।
28/08/2025

চুরি হয়ে যাওয়া বাইক এবং গাড়ি সহ দুই যুবক কে আটক করলো আমতলী থানার পুলিশ।

প্রয়াত হয়েছেন দেবদাস বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তরে কর্মরত ছিলেন। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ...
18/08/2025

প্রয়াত হয়েছেন দেবদাস বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তরে কর্মরত ছিলেন। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে তিনি কাজ করেছেন। কর্মজীবনে তিনি একজন দক্ষ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। রবিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সদ্য মহাকাশ-ফেরত ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা দেখা করলেন প্রধানমন্ত্রী Narendra Modi র সাথে। শুভাংশু শুক্লার সাথে সাক্ষ...
18/08/2025

সদ্য মহাকাশ-ফেরত ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা দেখা করলেন প্রধানমন্ত্রী Narendra Modi র সাথে।

শুভাংশু শুক্লার সাথে সাক্ষাতের পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শুভাংশু শুক্লার সঙ্গে দারুণ আলাপচারিতা হয়েছে। আমরা মহাকাশে তাঁর অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং ভারতের উচ্চাকাঙ্ক্ষী গগনযান মিশন-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ভারত শুভাংশু'র কৃতিত্বের জন্য গর্বিত।

গোটা দেশ যখন ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠেছে, তখন রাজ্যের গ্রাম পাহাড়ের গিরিবাসীরা তাদের ন্যূনতম মৌলিক অধিকার আ...
16/08/2025

গোটা দেশ যখন ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠেছে, তখন রাজ্যের গ্রাম পাহাড়ের গিরিবাসীরা তাদের ন্যূনতম মৌলিক অধিকার আদায়ের জন্য আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে করবুক ব্লকের অন্তর্গত চেলাগাঙ এডিসি ভিলেজে শুক্রবার সকালে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানালো বেতছড়া, ধনঞ্জয় পাড়া ও নতুন পাড়ার বিক্ষুব্ধ জনজাতিরা।

সাংগঠনিক ভাবে ঝাড়খন্ডে AICC -এর অবজারভারের দায়িত্ব পেলেন রাজ্যের কংগ্রেস বিধায়ক Sudip Roy Barman
16/08/2025

সাংগঠনিক ভাবে ঝাড়খন্ডে AICC -এর অবজারভারের দায়িত্ব পেলেন রাজ্যের কংগ্রেস বিধায়ক Sudip Roy Barman

15/08/2025

১৫ই আগস্ট এই দিনে ভারতীয় জনতা মজদুর সেল (BJMC) পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের জন্য সংগ্রামীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

15/08/2025

প্রতাপঘর মন্ডলের উদ্যোগে যোগেন্দ্রনগর নেতাজি সংঘ মাঠে ৭৯ তম স্বাধীনতা দিবসের উপলক্ষে ৭৯ টি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য,মন্ডল প্রেসিডেন্ট স্বপ্না দাস!

Address

Agartala

Telephone

+916374858066

Website

Alerts

Be the first to know and let us send you an email when কালের সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কালের সময়:

Share