কালের সময়

কালের সময় খবর মানেই কালের সময় - দ্রুত, নির্ভুল, সবার আগে!

বিজে পির কোর কমিটির বৈঠকে ডাক পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্...
29/10/2025

বিজে পির কোর কমিটির বৈঠকে ডাক পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব দেব, রতন নাথ ।

মঙ্গলবার  দুপুর ৩.২৭  মিনিটে মনুঘাট পেট্রোল পাম্প এলাকায় একটি যান দুর্ঘটনা ঘটে, তাতে এক স্কুল পড়ুয়া ছাত্র আহত হয়,
14/10/2025

মঙ্গলবার দুপুর ৩.২৭ মিনিটে মনুঘাট পেট্রোল পাম্প এলাকায় একটি যান দুর্ঘটনা ঘটে, তাতে এক স্কুল পড়ুয়া ছাত্র আহত হয়,

নেপালের জেল থেকে পালিয়ে আসা পাকিস্তানি মহিলা আটক সাব্রুমে !সাব্রুমে আটক পাকিস্তানি মহিলা। গুপ্তচর কিনা তদন্ত করতে আগরতলা...
12/10/2025

নেপালের জেল থেকে পালিয়ে আসা পাকিস্তানি মহিলা আটক সাব্রুমে !
সাব্রুমে আটক পাকিস্তানি মহিলা। গুপ্তচর কিনা তদন্ত করতে আগরতলা থেকে রওনা হয়েছেন ত্রিপুরার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা।
#ব্রেকিং

দলের রাজ্য কার্যালয়ে যেতে না পেরে প্রতিবাদে MBB বিমানবন্দর চত্বরে অবস্থানে বসলেন রাজ্য সফরে আসা তৃণমূল কংগ্রেসের প্রতিনি...
08/10/2025

দলের রাজ্য কার্যালয়ে যেতে না পেরে প্রতিবাদে MBB বিমানবন্দর চত্বরে অবস্থানে বসলেন রাজ্য সফরে আসা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্য সদস্যারা।

  দূর্গা পূজার প্রাক মুহূর্তে কৈলাশহর পুলিশের বিরাট সাফল্য, প্রচুর পরিমাণ বিলাতি মদ সহ এক ব্যক্তি কে আটক করেছে কৈলা শহর ...
28/09/2025

দূর্গা পূজার প্রাক মুহূর্তে কৈলাশহর পুলিশের বিরাট সাফল্য, প্রচুর পরিমাণ বিলাতি মদ সহ এক ব্যক্তি কে আটক করেছে কৈলা শহর থানার পুলিশ।

খোয়াই সীমান্ত থেকে বিপুল পরিমাণ নকল সূর্য কয়েল জব্দ, বাজারমূল্য প্রায় ₹১.৫ লক্ষ!
18/09/2025

খোয়াই সীমান্ত থেকে বিপুল পরিমাণ নকল সূর্য কয়েল জব্দ, বাজারমূল্য প্রায় ₹১.৫ লক্ষ!

বুধবার বক্সনগর সীমান্ত এলাকায় বিশেষ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করতে সক্ষম হয় বিএসএফ।...
17/09/2025

বুধবার বক্সনগর সীমান্ত এলাকায় বিশেষ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করতে সক্ষম হয় বিএসএফ। ধৃত মহিলার নাম রাবিয়া খাতুন, তিনি বক্সনগরের বাসিন্দা।

বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাবিয়া খাতুনের কাছ থেকে প্রায় দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মহিলাকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাদক চক্রের সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী।

17/09/2025

অবৈধ সম্পর্ক, মিথ্যে মামলা ও দ্বিতীয় বিয়ে নিয়ে চাঞ্চল্য!

প্রতিবেদনমাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে।বুধবার গোমতী জেলার...
17/09/2025

প্রতিবেদন
মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে।বুধবার গোমতী জেলার প্রশাসনিক মহলের উদ্যোগে যাবতীয় ব্যবস্থাপনা পরিদর্শন করা হয়। এদিন গোমতী জেলার জেলা শাসক এবং সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।পরিদর্শনের মূল লক্ষ্য ছিল মন্দির প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল ও ভক্তদের সুবিধার দিকে বিশেষ নজর দেওয়া। প্রধানমন্ত্রী মোদীর সফরকে কেন্দ্র করে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। পাশাপাশি মন্দির এলাকায় সৌন্দর্যায়ন ও অবকাঠামোগত উন্নয়নের কাজও জোরকদমে এগিয়ে চলছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আগমন ঐতিহাসিক গুরুত্ব বহন করবে। তাই এই সফরকে স্মরণীয় করে তুলতে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পিআর বারী থানা মামলা ৭৮/২০১৭ এর চমৎকার তদন্তের জন্য এসআই পঙ্কজ বিশ্বাসকে অভিনন্দন। আদালত অভিযুক্তকে আইপিসি ২৭৯, ৩৩৭ এবং ...
17/09/2025

পিআর বারী থানা মামলা ৭৮/২০১৭ এর চমৎকার তদন্তের জন্য এসআই পঙ্কজ বিশ্বাসকে অভিনন্দন। আদালত অভিযুক্তকে আইপিসি ২৭৯, ৩৩৭ এবং ৩০৪এ ধারায় সশ্রম কারাদণ্ড দিয়েছে।
Congratulations to SI Pankaj Biswas for his excellent investigation of PR Bari PS Case 78/2017. The court has convicted the accused with rigorous imprisonment under IPC 279, 337 & 304A of IPC. Tripura Police

17/09/2025

বক্সনগর ফরেস্ট অফিস সংলগ্ন বক্সনগর টু বিশালগড় সড়কের রাস্তার মোর নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ থেকে ৩০ ফুট খাদে পড়ে যায় একটি ডি আই গাড়ি। এতে গাড়ির চালক কম বিস্তর আহত হয় বলে জানা গেছে।

*একাধিক দাবিতে বিশালগড় মহকুমা শাসকের নিকট জেলা কংগ্রেসের ডেপুটেশান*ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে বিশালগড় জেল...
16/09/2025

*একাধিক দাবিতে বিশালগড় মহকুমা শাসকের নিকট জেলা কংগ্রেসের ডেপুটেশান*

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে বিশালগড় জেলা কিষান কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে বিশালগড় মহকুমা শাসকের নিকট একাধিক বিষয়ের ডেপুটেশান।

Address

Agartala

Telephone

+916374858066

Website

Alerts

Be the first to know and let us send you an email when কালের সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কালের সময়:

Share