The Uncutz

The Uncutz Our channel is a fresh new take on the news. We started up so that we can bring U the News, not Views

07/11/2025

স্কুলবাস দূর্ঘটনায় কি বলছেন প্রত্যক্ষদর্শীরা শুনুন...

07/11/2025

ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুল বাস। মনফোর্ট স্কুলের এই বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়। গুরুতর আহত ৮ থেকে ৯ জন ছাত্রছাত্রী। ঘটনা কাঁঠালতলি বাইপাস সড়কে।

07/11/2025

এই ভালোবাসা অকৃত্রিম! জুবিন গর্গের স্মৃতিতে কান্নাভেজা গলায় 'মায়াবিনী' গাইলেন এক খুদে ভক্ত।

বিহার বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট, প্রথম দফায় ভোট পড়েছে ৬৪.৬৬ শতাংশ!বিহারের ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ...
06/11/2025

বিহার বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট, প্রথম দফায় ভোট পড়েছে ৬৪.৬৬ শতাংশ!

বিহারের ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। প্রাথমিক হিসেবে রাজ্যে ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৬৪.৬৬ শতাংশ, যা বিহারের ইতিহাসে সর্বোচ্চ।

06/11/2025

"আমার মেয়র, তোমার মেয়র"-বাংলা স্লোগানে বিজয় উদযাপন মামদানির!

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন জোহরান মামদানি। তার এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাঙালি সম্প্রদায়ের। আর তাই তো বিজয় উদযাপন অনুষ্ঠানে মামদানির কণ্ঠে শোনা গেলো বাংলা স্লোগান।

বুধবার (৫ নভেম্বর) সমর্থকদের উদ্দেশে মামদানি স্লোগান তুলে বলেন, ‘আমার মেয়র, তোমার মেয়র’। আর সমর্থকেরা একসঙ্গে প্রতিধ্বনি দেন, ‘মামদানি, মামদানি।’


04/11/2025

ছত্তিশগড়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্রায় ১০ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে৷ হতাহত বহু।

চিকিৎসা শিক্ষা প্রত্যাশীদের জন্য আরেকটি সুখবর!জাতীয় চিকিৎসা কমিশন (এনএমসি) ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আগরতলার ডঃ বি.আর. ...
04/11/2025

চিকিৎসা শিক্ষা প্রত্যাশীদের জন্য আরেকটি সুখবর!
জাতীয় চিকিৎসা কমিশন (এনএমসি) ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আগরতলার ডঃ বি.আর. আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে অতিরিক্ত ৫০টি এমবিবিএস আসন অনুমোদন করেছে।
এর ফলে, টিএমসিতে মোট এমবিবিএস ভর্তির সংখ্যা ১০০ থেকে বেড়ে ১৫০ হয়েছে, যার ফলে ত্রিপুরায় মোট এমবিবিএস আসন ৪৫০ হয়েছে।

04/11/2025

🎸 আগরতলায় ফোক-রকের 'তন্ময় ম্যাজিক'! বাংলার লোকগান এবার আধুনিক সুরে⚡

🌟আগামী ৮ই নভেম্বর, লোকঐতিহ্য আর রকের এনার্জি-র এক বিদ্যুৎ ঝলকানি দেখতে প্রস্তুত হোক আগরতলা।

বিশেষ প্রতিবেদন, আগরতলা:

লোকসংগীতের সেই চেনা সুর, যা মাটির গন্ধ আর ঐতিহ্যের গল্প বলে—তা যখন আধুনিক রকের দুরন্ত গতির সঙ্গে মেশে, জন্ম নেয় এক অন্যরকম উন্মাদনা। আর এই ফোক-রক ফিউশন-এর অন্যতম জনপ্রিয় শিল্পী তন্ময় কর এবং তাঁর দল এবার সেই 'ম্যাজিক' নিয়ে আসছেন আগরতলার মঞ্চে।

আগামী ৮ই নভেম্বর, ২০২৫, মুক্তি সংঘ - রামনগর ৫-৬ প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। এটি কেবল একটি কনসার্ট নয়, এটি বাংলার চিরায়ত লোকসংস্কৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য।

🔥 ঐতিহ্যবাহী সুরে রকের বিস্ফোরণ :

তন্ময় করের পারফরম্যান্সে দর্শকরা একই সঙ্গে খুঁজে পাবেন মেদিনীপুরের পরিচিত 'আয়না-চিরন' বা বাঁকুড়ার 'এ ফিতা'-এর মতো খাঁটি লোকসংগীতের গভীর আবেগ। কিন্তু সেই আবেগ থাকবে আধুনিক মিউজিকের এক শক্তিশালী মোড়কে। লোক ঐতিহ্যের উদযাপন করাই এই সন্ধ্যার মূল লক্ষ্য।

আয়োজক 'সাহারা বয়েজ' এবং কৃতজ্ঞতায় 'মুক্তি সংঘ' জানিয়েছে: "আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলার লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে এক ভিন্ন স্বাদে পৌঁছে দেওয়া। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এই জরুরি উদ্যোগটি সঙ্গীতপ্রেমীদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দেবে বলে আমরা আশাবাদী।"

⭐ উন্মাদনা তুঙ্গে
ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই 'পাওয়ার-প্যাকড' পারফরম্যান্স নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে। ৮ই নভেম্বরের সন্ধ্যাটি যে আগরতলা তথা ত্রিপুরার সঙ্গীতপ্রেমীদের জন্য এক স্মরণীয় রাত হতে চলেছে, তা বলাই বাহুল্য। লোকগানের প্রাণ আর রকের উদ্দামতা—এই দুইয়ের যুগলবন্দী দেখতে তৈরি থাকুন!

04/11/2025

🎸 আগরতলায় ফোক-রকের 'তন্ময় ম্যাজিক'! বাংলার লোকগান এবার আধুনিক সুরে⚡

আগামী ৮ই নভেম্বর, লোকঐতিহ্য আর রকের এনার্জি-র এক বিদ্যুৎ ঝলকানি দেখতে প্রস্তুত হোক আগরতলা।

বিশেষ প্রতিবেদন, আগরতলা:
লোকসংগীতের সেই চেনা সুর, যা মাটির গন্ধ আর ঐতিহ্যের গল্প বলে—তা যখন আধুনিক রকের দুরন্ত গতির সঙ্গে মেশে, জন্ম নেয় এক অন্যরকম উন্মাদনা। আর এই ফোক-রক ফিউশন-এর অন্যতম জনপ্রিয় শিল্পী তন্ময় কর এবং তাঁর দল এবার সেই 'ম্যাজিক' নিয়ে আসছেন আগরতলার মঞ্চে।

আগামী ৮ই নভেম্বর, ২০২৫, মুক্তি সংঘ - রামনগর ৫-৬ প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। এটি কেবল একটি কনসার্ট নয়, এটি বাংলার চিরায়ত লোকসংস্কৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য।

🔥 ঐতিহ্যবাহী সুরে রকের বিস্ফোরণ
তন্ময় করের পারফরম্যান্সে দর্শকরা একই সঙ্গে খুঁজে পাবেন মেদিনীপুরের পরিচিত 'আয়না-চিরন' বা বাঁকুড়ার 'এ ফিতা'-এর মতো খাঁটি লোকসংগীতের গভীর আবেগ। কিন্তু সেই আবেগ থাকবে আধুনিক মিউজিকের এক শক্তিশালী মোড়কে। লোক ঐতিহ্যের উদযাপন করাই এই সন্ধ্যার মূল লক্ষ্য।

আয়োজক 'সাহারা বয়েজ' এবং কৃতজ্ঞতায় 'মুক্তি সংঘ' জানিয়েছে: "আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলার লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে এক ভিন্ন স্বাদে পৌঁছে দেওয়া। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এই জরুরি উদ্যোগটি সঙ্গীতপ্রেমীদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দেবে বলে আমরা আশাবাদী।"

⭐ উন্মাদনা তুঙ্গে
ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই 'পাওয়ার-প্যাকড' পারফরম্যান্স নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে। ৮ই নভেম্বরের সন্ধ্যাটি যে আগরতলা তথা ত্রিপুরার সঙ্গীতপ্রেমীদের জন্য এক স্মরণীয় রাত হতে চলেছে, তা বলাই বাহুল্য। লোকগানের প্রাণ আর রকের উদ্দামতা—এই দুইয়ের যুগলবন্দী দেখতে তৈরি থাকুন!

04/11/2025

আগামী ১৬ নভেম্বর বিলোনীয়াতে আসছেন বলিউডের বিশিষ্ট সংগীতশিল্পী পলক মুচ্ছল। Unity Promot Fest 2025 গান গাইবেন তিনি।

03/11/2025

১২ বছর আগে যে শহর মহিলা ক্রিকেট দলকে অবহেলা করেছিল! সেই শহর তথা মুম্বাই থেকেই নতুন স্বপ্নপূরণের শুরু ভারতের মহিলা ক্রিকেটারদের। জয়ের পর শহর জুড়ে উচ্ছাস। এই হোটেলটিতে ছিলেন মহিলা দলের ক্রিকেটেররা।

সবথেকে বড় সাপোর্টার, সেই ঠাকুমাই হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালের বিছানায়!টুর্নামেন্টে আমনজ্যোত যখন নিজের সেরাটা উজার করে ...
03/11/2025

সবথেকে বড় সাপোর্টার, সেই ঠাকুমাই হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালের বিছানায়!

টুর্নামেন্টে আমনজ্যোত যখন নিজের সেরাটা উজার করে চলেছেন, সেইসময় তাঁর পরিবারে চলছে তীব্র সঙ্কট। তাঁর পরিবার অবশ্য সেই সঙ্কটের কথা তাঁকে আঁচও পেতে দেয়নি। যাতে বিশ্বকাপ থেকে তাঁর ফোকাস না নড়ে যায়। সম্প্রতি হার্ট অ্যাটাক হয় আমনজ্যোতের ঠাকুমার। তাঁর পরিবার ক্রমাগত হাসপাতালে আটকে। কিন্তু, এই কঠিন পরিস্থিতির আঁচ আমনজ্যোতের ওপর আসতে দেয়নি তাঁর পরিবার। তাঁর পরিবার চেয়েছে মেয়ে বিশ্বকাপে ফোকাস করুক।

Address

Agartala
799001

Alerts

Be the first to know and let us send you an email when The Uncutz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Uncutz:

Share

Category