04/11/2025
🎸 আগরতলায় ফোক-রকের 'তন্ময় ম্যাজিক'! বাংলার লোকগান এবার আধুনিক সুরে⚡
🌟আগামী ৮ই নভেম্বর, লোকঐতিহ্য আর রকের এনার্জি-র এক বিদ্যুৎ ঝলকানি দেখতে প্রস্তুত হোক আগরতলা।
বিশেষ প্রতিবেদন, আগরতলা:
লোকসংগীতের সেই চেনা সুর, যা মাটির গন্ধ আর ঐতিহ্যের গল্প বলে—তা যখন আধুনিক রকের দুরন্ত গতির সঙ্গে মেশে, জন্ম নেয় এক অন্যরকম উন্মাদনা। আর এই ফোক-রক ফিউশন-এর অন্যতম জনপ্রিয় শিল্পী তন্ময় কর এবং তাঁর দল এবার সেই 'ম্যাজিক' নিয়ে আসছেন আগরতলার মঞ্চে।
আগামী ৮ই নভেম্বর, ২০২৫, মুক্তি সংঘ - রামনগর ৫-৬ প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। এটি কেবল একটি কনসার্ট নয়, এটি বাংলার চিরায়ত লোকসংস্কৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য।
🔥 ঐতিহ্যবাহী সুরে রকের বিস্ফোরণ :
তন্ময় করের পারফরম্যান্সে দর্শকরা একই সঙ্গে খুঁজে পাবেন মেদিনীপুরের পরিচিত 'আয়না-চিরন' বা বাঁকুড়ার 'এ ফিতা'-এর মতো খাঁটি লোকসংগীতের গভীর আবেগ। কিন্তু সেই আবেগ থাকবে আধুনিক মিউজিকের এক শক্তিশালী মোড়কে। লোক ঐতিহ্যের উদযাপন করাই এই সন্ধ্যার মূল লক্ষ্য।
আয়োজক 'সাহারা বয়েজ' এবং কৃতজ্ঞতায় 'মুক্তি সংঘ' জানিয়েছে: "আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলার লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে এক ভিন্ন স্বাদে পৌঁছে দেওয়া। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এই জরুরি উদ্যোগটি সঙ্গীতপ্রেমীদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দেবে বলে আমরা আশাবাদী।"
⭐ উন্মাদনা তুঙ্গে
ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই 'পাওয়ার-প্যাকড' পারফরম্যান্স নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে। ৮ই নভেম্বরের সন্ধ্যাটি যে আগরতলা তথা ত্রিপুরার সঙ্গীতপ্রেমীদের জন্য এক স্মরণীয় রাত হতে চলেছে, তা বলাই বাহুল্য। লোকগানের প্রাণ আর রকের উদ্দামতা—এই দুইয়ের যুগলবন্দী দেখতে তৈরি থাকুন!