আজকের আপডেটস

আজকের আপডেটস প্রতিদিনের খবরের আপডেট পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।

দুর্ঘটনায় প্রয়াত জ়ুবিন গার্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে সিঙ্গাপুরে মৃত্যু ৫২ বছর বয়সেপ্রয়াত সঙ্গীতশিল্পী জ়ুবিন গার্গ। সি...
19/09/2025

দুর্ঘটনায় প্রয়াত জ়ুবিন গার্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে সিঙ্গাপুরে মৃত্যু ৫২ বছর বয়সে

প্রয়াত সঙ্গীতশিল্পী জ়ুবিন গার্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘটেছে দুর্ঘটনা।

সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক। ২০ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল তাঁর। সূত্রের খবর, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। গায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। দুঃখপ্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানের আয়োজকের তরফে জানানো হয় স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের। আইসিইউ-তে ভর্তি করা হলে দুপুর আড়াইটা নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে। শোকপ্রকাশ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, “অসমের বড় ক্ষতি। ভাষায় প্রকাশ করতে পারব না জ়ুবিন আমাদের কাছে কী ছিল। যে শূন্যস্থান রেখে গেল তা পূরণ করা অসম্ভব।”

গত মে মাসে গুরুতর অসুস্থ হয়েছিলেন। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই সময় তাঁর ঘনিষ্ঠ বন্ধু রাজু বরুয়া বলেন, ‘‘জ়ুবিন বেশ কয়েক দিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। অসুস্থতা নিয়েই বুধবার রাতে তিনি নতুন অসমিয়া ছবি ‘ভাইমন দা’-এর প্রিমিয়ারে ছিলেন। সেখানে থাকাকালীন তিনি আচমকাই পেটে ব্যথা অনুভব করেন । তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।’’

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

মেডিকেল ইমেজিং পদ্ধতির একটি বিস্তারিত তুলনা: এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এবং পিইটি স্ক্যানএক্স-রে, সিটি স্ক্যান, এমআরআ...
04/09/2025

মেডিকেল ইমেজিং পদ্ধতির একটি বিস্তারিত তুলনা: এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এবং পিইটি স্ক্যান

এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এবং পিইটি স্ক্যান—এগুলো সবই বিভিন্ন ধরনের মেডিকেল ইমেজিং পদ্ধতি, যা শরীরের ভেতরের অবস্থা জানতে সাহায্য করে। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক, এবং আমি সেগুলোকে আরও গুছিয়ে এবং সহজভাবে তুলে ধরছি। এখানে প্রতিটি পদ্ধতির মূল পার্থক্যগুলো সংক্ষেপে দেওয়া হলো।

এক্স-রে (X-ray)

এক্স-রে একটি দ্রুত এবং সহজ ইমেজিং পদ্ধতি যা প্রধানত হাড়ের ছবি তোলার জন্য ব্যবহৃত হয়। এটি এক্স-রে বিকিরণ ব্যবহার করে শরীরের ভেতরের একটি দ্বিমাত্রিক (2D) ছবি তৈরি করে।

* উপকারিতা: এটি খুব দ্রুত হয় এবং খরচ কম। হাড় ভাঙা (fracture), ফুসফুসের সংক্রমণ (যেমন নিউমোনিয়া), বা কিছু টিউমার শনাক্ত করার জন্য এটি আদর্শ।

* সীমাবদ্ধতা: এটি নরম টিস্যু, যেমন পেশি বা অঙ্গ-প্রত্যঙ্গের ছবি ভালোভাবে দেখাতে পারে না। এতে সামান্য পরিমাণে বিকিরণ ব্যবহৃত হয়।

সিটি স্ক্যান (CT Scan)

সিটি স্ক্যান (কম্পিউটেড টমোগ্রাফি) হলো এক্স-রের একটি উন্নত সংস্করণ। এটি শরীরের চারপাশের বিভিন্ন কোণ থেকে অসংখ্য এক্স-রে ছবি তোলে এবং একটি কম্পিউটার সেগুলোকে একত্রিত করে শরীরের ভেতরের একটি ত্রিমাত্রিক (3D) ছবি তৈরি করে।

* উপকারিতা: এটি হাড়ের পাশাপাশি অঙ্গ-প্রত্যঙ্গ, রক্তনালী এবং টিস্যুর বিস্তারিত ছবি দিতে পারে। এটি জরুরি পরিস্থিতিতে অভ্যন্তরীণ আঘাত বা রক্তক্ষরণ শনাক্ত করার জন্য খুবই কার্যকর।

* সীমাবদ্ধতা: এক্স-রের চেয়ে এতে অনেক বেশি বিকিরণ ব্যবহৃত হয়।

এমআরআই (MRI)

এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি। এটি শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের ভেতরের ছবি তৈরি করে, কোনো বিকিরণ ব্যবহার করে না।

* উপকারিতা: এটি নরম টিস্যু, যেমন মস্তিষ্ক, মেরুদণ্ড, পেশি, লিগামেন্ট এবং কার্টিলেজ পরীক্ষা করার জন্য সবচেয়ে নির্ভুল পদ্ধতি।

* সীমাবদ্ধতা: স্ক্যানটি বেশ সময়সাপেক্ষ এবং সিটি স্ক্যানের চেয়েও বেশি ব্যয়বহুল। যাদের শরীরে ধাতব যন্ত্র (যেমন পেসমেকার) আছে, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ।

পিইটি স্ক্যান (PET Scan)

পিইটি স্ক্যান (পজিট্রন এমিশন টমোগ্রাফি) একটি কার্যকারিতা-ভিত্তিক পরীক্ষা। এতে সামান্য পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ শরীরে প্রবেশ করানো হয়, যা শরীরের সক্রিয় কোষগুলোকে চিহ্নিত করে।

* উপকারিতা: এটি ক্যান্সার কোষের কার্যকলাপ, টিউমারের বিস্তার এবং চিকিৎসায় শরীর কতটা সাড়া দিচ্ছে তা মূল্যায়ন করতে সাহায্য করে। এটি ক্যান্সার ছাড়াও স্নায়ু এবং কার্ডিওভাসকুলার রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয়।

* সীমাবদ্ধতা: এটি প্রধানত মেটাবলিক কার্যকলাপ দেখায়, শরীরের গঠন বা অ্যানাটমি নয়। প্রায়শই পিইটি স্ক্যানের সাথে সিটি বা এমআরআই স্ক্যান করা হয়, যাতে কার্যকারিতা এবং গঠন উভয়ই দেখা যায়।

দ্রুত সারসংক্ষেপ

* এক্স-রে: হাড়ের জন্য দ্রুত এবং সস্তা।

* সিটি স্ক্যান: এক্স-রের চেয়ে বিস্তারিত, জরুরি অবস্থার জন্য ভালো, কিন্তু বেশি বিকিরণ ব্যবহার করে।

* এমআরআই: বিকিরণমুক্ত, নরম টিস্যুর জন্য সবচেয়ে নির্ভুল, তবে ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ।

* পিইটি স্ক্যান: কোষের কার্যকলাপ (যেমন ক্যান্সার) বিশ্লেষণ করে।

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

পৃথিবীর ইতিহাসে প্রথম এবং শেষবারের মতো একটি হাতিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।১৯১৬ সালের ২৩ সেপ্টেম্বর।আমেরিক...
22/08/2025

পৃথিবীর ইতিহাসে প্রথম এবং শেষবারের মতো একটি হাতিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
১৯১৬ সালের ২৩ সেপ্টেম্বর।
আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের কিংস্টন শহরে ঘটেছিল মানবসভ্যতার অন্যতম এক নিষ্ঠুর ঘটনা। পৃথিবীর ইতিহাসে প্রথম এবং শেষবারের মতো একটি হাতিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

হাতিটির নাম ছিল ‘বিগ ম্যারি’। পাঁচ টনের এই এশীয় হাতি বহু বছর ধরে স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস ট্রাভেলিং সার্কাস-এর প্রধান আকর্ষণ ছিল। অসাধারণ কসরত ও শান্ত স্বভাবের জন্য সে দর্শকদের প্রিয়পাত্র হয়ে উঠেছিল। মালিক চার্লি স্পার্কসের পরিবার ছোটবেলায়ই তাকে কিনে এনেছিল, আর তখন থেকেই ম্যারি ছিল দলের অপরিহার্য সদস্য।

ঘটনার সূত্রপাত হয় যখন অভিজ্ঞ মাহুতকে সরিয়ে দিয়ে নতুন মাহুত রেড এল্ড্রিক্সকে হাতির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। আগের অভিজ্ঞতা থাকলেও নতুন জায়গার হাতির ব্যাপারে রেড ছিল অনভিজ্ঞ। এক প্রদর্শনীর সময়, ম্যারি যখন পেছনের দুই পায়ে দাঁড়িয়ে কসরত দেখাচ্ছিল, রেড অকারণে লোহার শিক দিয়ে তার কানে আঘাত করতে থাকে। ব্যথা ও উত্তেজনায় ক্ষিপ্ত হয়ে ম্যারি তাকে মাটিতে ফেলে পায়ে পিষে দেয়।

এই ঘটনার পর হাতিকে ঘিরে শহরে চরম উত্তেজনা আর ক্ষোভ ছড়িয়ে পড়ে। জনতার দাবি—“খুনি” হাতির শাস্তি চাই, নইলে তারা সার্কাস বয়কট করবে। মালিক বোঝানোর চেষ্টা করলেও কেউ শুনল না যে রেডের নিষ্ঠুরতা ও অনভিজ্ঞতাই দুর্ঘটনার মূল কারণ। কেউই চার্লি স্পার্কসের কোনও শো দেখতে যাচ্ছিল না এই ঘটনার প্রতিবাদে। সার্কাসটি একসময় প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। অবশেষে জনরোষ প্রশমনের জন্য মালিককে রাজি হতে হল ম্যারিকে হত্যা করতে।

কীভাবে ম্যারিকে হত্যা করা হবে, তা নিয়ে নানান প্রস্তাব এল। কেউ বলল গুলি করে হত্যা করা হোক, কেউ বলল ট্রেনে পিষে ফেলা হোক, আবার কেউ বিদ্যুৎস্পৃষ্ট করে মারার প্রস্তাব দিল। কিন্তু শেষমেশ ঠিক হল—ম্যারিকে ক্রেনে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হবে, আর তা স্বচক্ষে দেখার জন্য নাগরিকদের ডাকা হবে।

হাজারো মানুষ সেদিন জড়ো হয় এক অবলা জীবের “বিচার” দেখতে। ভারী চেন দিয়ে ম্যারিকে ক্রেনের হুকে বাঁধা হয়। চালু হতেই এক ঝটকায় তাকে ২০ ফুট ওপরে তুলে নিল ক্রেন। কিন্তু ভারে চেন ছিঁড়ে সে মাটিতে পড়ে যায়—মেরুদণ্ড ও পা ভেঙে যায়, রক্ত ঝরতে থাকে। তবু উন্মত্ত জনতা দয়া দেখায়নি। পুনরায় গলায় চেন বেঁধে উপরে তোলা হয় তাকে। প্রবল আওয়াজ আর ছটফটানিতে কেঁপে ওঠে দিক-বেদিক, তারপর চিরনিস্তব্ধতা। জনতার উল্লাসে সেদিন ভেঙে যায় মানবতার সমস্ত সীমা—“খুনি হাতি” তার প্রাপ্য শাস্তি পেয়েছে।

কিন্তু প্রশ্ন রয়ে যায়—সেদিন কি সত্যিই খুনি মারা গিয়েছিল? নাকি ফাঁসির দড়িতে ঝুলেছিল মানবতা, সহানুভূতি ও সভ্যতার মুখোশ? ইতিহাস আজও সেই উত্তর খুঁজে বেড়ায়।

লেখা: সৈকত বিশ্বাস

ছবি: সংগৃহীত

#সৈকত_বিশ্বাস ©️ #কথোপকথন #বংDoze

পেজটি ভালো লাগলে লাইক ও ফলো করে আমাদের উৎসাহ জোগাবেন, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
15/08/2025

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when আজকের আপডেটস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share