আজকের আপডেটস

আজকের আপডেটস প্রতিদিনের খবরের আপডেট পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।

দুর্ঘটনায় প্রয়াত জ়ুবিন গার্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে সিঙ্গাপুরে মৃত্যু ৫২ বছর বয়সেপ্রয়াত সঙ্গীতশিল্পী জ়ুবিন গার্গ। সি...
19/09/2025

দুর্ঘটনায় প্রয়াত জ়ুবিন গার্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে সিঙ্গাপুরে মৃত্যু ৫২ বছর বয়সে

প্রয়াত সঙ্গীতশিল্পী জ়ুবিন গার্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘটেছে দুর্ঘটনা।

সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক। ২০ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল তাঁর। সূত্রের খবর, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। গায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। দুঃখপ্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানের আয়োজকের তরফে জানানো হয় স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের। আইসিইউ-তে ভর্তি করা হলে দুপুর আড়াইটা নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে। শোকপ্রকাশ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, “অসমের বড় ক্ষতি। ভাষায় প্রকাশ করতে পারব না জ়ুবিন আমাদের কাছে কী ছিল। যে শূন্যস্থান রেখে গেল তা পূরণ করা অসম্ভব।”

গত মে মাসে গুরুতর অসুস্থ হয়েছিলেন। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই সময় তাঁর ঘনিষ্ঠ বন্ধু রাজু বরুয়া বলেন, ‘‘জ়ুবিন বেশ কয়েক দিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। অসুস্থতা নিয়েই বুধবার রাতে তিনি নতুন অসমিয়া ছবি ‘ভাইমন দা’-এর প্রিমিয়ারে ছিলেন। সেখানে থাকাকালীন তিনি আচমকাই পেটে ব্যথা অনুভব করেন । তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।’’

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

মেডিকেল ইমেজিং পদ্ধতির একটি বিস্তারিত তুলনা: এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এবং পিইটি স্ক্যানএক্স-রে, সিটি স্ক্যান, এমআরআ...
04/09/2025

মেডিকেল ইমেজিং পদ্ধতির একটি বিস্তারিত তুলনা: এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এবং পিইটি স্ক্যান

এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এবং পিইটি স্ক্যান—এগুলো সবই বিভিন্ন ধরনের মেডিকেল ইমেজিং পদ্ধতি, যা শরীরের ভেতরের অবস্থা জানতে সাহায্য করে। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক, এবং আমি সেগুলোকে আরও গুছিয়ে এবং সহজভাবে তুলে ধরছি। এখানে প্রতিটি পদ্ধতির মূল পার্থক্যগুলো সংক্ষেপে দেওয়া হলো।

এক্স-রে (X-ray)

এক্স-রে একটি দ্রুত এবং সহজ ইমেজিং পদ্ধতি যা প্রধানত হাড়ের ছবি তোলার জন্য ব্যবহৃত হয়। এটি এক্স-রে বিকিরণ ব্যবহার করে শরীরের ভেতরের একটি দ্বিমাত্রিক (2D) ছবি তৈরি করে।

* উপকারিতা: এটি খুব দ্রুত হয় এবং খরচ কম। হাড় ভাঙা (fracture), ফুসফুসের সংক্রমণ (যেমন নিউমোনিয়া), বা কিছু টিউমার শনাক্ত করার জন্য এটি আদর্শ।

* সীমাবদ্ধতা: এটি নরম টিস্যু, যেমন পেশি বা অঙ্গ-প্রত্যঙ্গের ছবি ভালোভাবে দেখাতে পারে না। এতে সামান্য পরিমাণে বিকিরণ ব্যবহৃত হয়।

সিটি স্ক্যান (CT Scan)

সিটি স্ক্যান (কম্পিউটেড টমোগ্রাফি) হলো এক্স-রের একটি উন্নত সংস্করণ। এটি শরীরের চারপাশের বিভিন্ন কোণ থেকে অসংখ্য এক্স-রে ছবি তোলে এবং একটি কম্পিউটার সেগুলোকে একত্রিত করে শরীরের ভেতরের একটি ত্রিমাত্রিক (3D) ছবি তৈরি করে।

* উপকারিতা: এটি হাড়ের পাশাপাশি অঙ্গ-প্রত্যঙ্গ, রক্তনালী এবং টিস্যুর বিস্তারিত ছবি দিতে পারে। এটি জরুরি পরিস্থিতিতে অভ্যন্তরীণ আঘাত বা রক্তক্ষরণ শনাক্ত করার জন্য খুবই কার্যকর।

* সীমাবদ্ধতা: এক্স-রের চেয়ে এতে অনেক বেশি বিকিরণ ব্যবহৃত হয়।

এমআরআই (MRI)

এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি। এটি শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের ভেতরের ছবি তৈরি করে, কোনো বিকিরণ ব্যবহার করে না।

* উপকারিতা: এটি নরম টিস্যু, যেমন মস্তিষ্ক, মেরুদণ্ড, পেশি, লিগামেন্ট এবং কার্টিলেজ পরীক্ষা করার জন্য সবচেয়ে নির্ভুল পদ্ধতি।

* সীমাবদ্ধতা: স্ক্যানটি বেশ সময়সাপেক্ষ এবং সিটি স্ক্যানের চেয়েও বেশি ব্যয়বহুল। যাদের শরীরে ধাতব যন্ত্র (যেমন পেসমেকার) আছে, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ।

পিইটি স্ক্যান (PET Scan)

পিইটি স্ক্যান (পজিট্রন এমিশন টমোগ্রাফি) একটি কার্যকারিতা-ভিত্তিক পরীক্ষা। এতে সামান্য পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ শরীরে প্রবেশ করানো হয়, যা শরীরের সক্রিয় কোষগুলোকে চিহ্নিত করে।

* উপকারিতা: এটি ক্যান্সার কোষের কার্যকলাপ, টিউমারের বিস্তার এবং চিকিৎসায় শরীর কতটা সাড়া দিচ্ছে তা মূল্যায়ন করতে সাহায্য করে। এটি ক্যান্সার ছাড়াও স্নায়ু এবং কার্ডিওভাসকুলার রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয়।

* সীমাবদ্ধতা: এটি প্রধানত মেটাবলিক কার্যকলাপ দেখায়, শরীরের গঠন বা অ্যানাটমি নয়। প্রায়শই পিইটি স্ক্যানের সাথে সিটি বা এমআরআই স্ক্যান করা হয়, যাতে কার্যকারিতা এবং গঠন উভয়ই দেখা যায়।

দ্রুত সারসংক্ষেপ

* এক্স-রে: হাড়ের জন্য দ্রুত এবং সস্তা।

* সিটি স্ক্যান: এক্স-রের চেয়ে বিস্তারিত, জরুরি অবস্থার জন্য ভালো, কিন্তু বেশি বিকিরণ ব্যবহার করে।

* এমআরআই: বিকিরণমুক্ত, নরম টিস্যুর জন্য সবচেয়ে নির্ভুল, তবে ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ।

* পিইটি স্ক্যান: কোষের কার্যকলাপ (যেমন ক্যান্সার) বিশ্লেষণ করে।

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

পৃথিবীর ইতিহাসে প্রথম এবং শেষবারের মতো একটি হাতিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।১৯১৬ সালের ২৩ সেপ্টেম্বর।আমেরিক...
22/08/2025

পৃথিবীর ইতিহাসে প্রথম এবং শেষবারের মতো একটি হাতিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
১৯১৬ সালের ২৩ সেপ্টেম্বর।
আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের কিংস্টন শহরে ঘটেছিল মানবসভ্যতার অন্যতম এক নিষ্ঠুর ঘটনা। পৃথিবীর ইতিহাসে প্রথম এবং শেষবারের মতো একটি হাতিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

হাতিটির নাম ছিল ‘বিগ ম্যারি’। পাঁচ টনের এই এশীয় হাতি বহু বছর ধরে স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস ট্রাভেলিং সার্কাস-এর প্রধান আকর্ষণ ছিল। অসাধারণ কসরত ও শান্ত স্বভাবের জন্য সে দর্শকদের প্রিয়পাত্র হয়ে উঠেছিল। মালিক চার্লি স্পার্কসের পরিবার ছোটবেলায়ই তাকে কিনে এনেছিল, আর তখন থেকেই ম্যারি ছিল দলের অপরিহার্য সদস্য।

ঘটনার সূত্রপাত হয় যখন অভিজ্ঞ মাহুতকে সরিয়ে দিয়ে নতুন মাহুত রেড এল্ড্রিক্সকে হাতির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। আগের অভিজ্ঞতা থাকলেও নতুন জায়গার হাতির ব্যাপারে রেড ছিল অনভিজ্ঞ। এক প্রদর্শনীর সময়, ম্যারি যখন পেছনের দুই পায়ে দাঁড়িয়ে কসরত দেখাচ্ছিল, রেড অকারণে লোহার শিক দিয়ে তার কানে আঘাত করতে থাকে। ব্যথা ও উত্তেজনায় ক্ষিপ্ত হয়ে ম্যারি তাকে মাটিতে ফেলে পায়ে পিষে দেয়।

এই ঘটনার পর হাতিকে ঘিরে শহরে চরম উত্তেজনা আর ক্ষোভ ছড়িয়ে পড়ে। জনতার দাবি—“খুনি” হাতির শাস্তি চাই, নইলে তারা সার্কাস বয়কট করবে। মালিক বোঝানোর চেষ্টা করলেও কেউ শুনল না যে রেডের নিষ্ঠুরতা ও অনভিজ্ঞতাই দুর্ঘটনার মূল কারণ। কেউই চার্লি স্পার্কসের কোনও শো দেখতে যাচ্ছিল না এই ঘটনার প্রতিবাদে। সার্কাসটি একসময় প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। অবশেষে জনরোষ প্রশমনের জন্য মালিককে রাজি হতে হল ম্যারিকে হত্যা করতে।

কীভাবে ম্যারিকে হত্যা করা হবে, তা নিয়ে নানান প্রস্তাব এল। কেউ বলল গুলি করে হত্যা করা হোক, কেউ বলল ট্রেনে পিষে ফেলা হোক, আবার কেউ বিদ্যুৎস্পৃষ্ট করে মারার প্রস্তাব দিল। কিন্তু শেষমেশ ঠিক হল—ম্যারিকে ক্রেনে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হবে, আর তা স্বচক্ষে দেখার জন্য নাগরিকদের ডাকা হবে।

হাজারো মানুষ সেদিন জড়ো হয় এক অবলা জীবের “বিচার” দেখতে। ভারী চেন দিয়ে ম্যারিকে ক্রেনের হুকে বাঁধা হয়। চালু হতেই এক ঝটকায় তাকে ২০ ফুট ওপরে তুলে নিল ক্রেন। কিন্তু ভারে চেন ছিঁড়ে সে মাটিতে পড়ে যায়—মেরুদণ্ড ও পা ভেঙে যায়, রক্ত ঝরতে থাকে। তবু উন্মত্ত জনতা দয়া দেখায়নি। পুনরায় গলায় চেন বেঁধে উপরে তোলা হয় তাকে। প্রবল আওয়াজ আর ছটফটানিতে কেঁপে ওঠে দিক-বেদিক, তারপর চিরনিস্তব্ধতা। জনতার উল্লাসে সেদিন ভেঙে যায় মানবতার সমস্ত সীমা—“খুনি হাতি” তার প্রাপ্য শাস্তি পেয়েছে।

কিন্তু প্রশ্ন রয়ে যায়—সেদিন কি সত্যিই খুনি মারা গিয়েছিল? নাকি ফাঁসির দড়িতে ঝুলেছিল মানবতা, সহানুভূতি ও সভ্যতার মুখোশ? ইতিহাস আজও সেই উত্তর খুঁজে বেড়ায়।

লেখা: সৈকত বিশ্বাস

ছবি: সংগৃহীত

#সৈকত_বিশ্বাস ©️ #কথোপকথন #বংDoze

পেজটি ভালো লাগলে লাইক ও ফলো করে আমাদের উৎসাহ জোগাবেন, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
15/08/2025

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

ইতিহাসে এই প্রথমবার: সূর্যের দক্ষিণ মেরুর ছবি!আমরা প্রতিদিন সূর্য দেখি, কিন্তু তার মেরুগুলো কখনো চোখে পড়ে না। এতদিন বিজ্...
17/06/2025

ইতিহাসে এই প্রথমবার: সূর্যের দক্ষিণ মেরুর ছবি!

আমরা প্রতিদিন সূর্য দেখি, কিন্তু তার মেরুগুলো কখনো চোখে পড়ে না। এতদিন বিজ্ঞানীরাও সূর্যের দক্ষিণ মেরুর সঠিক ছবি দেখেননি। কিন্তু এবার, ইতিহাসে প্রথমবারের মতো, সূর্যের দক্ষিণ মেরুর ছবি তুলতে সক্ষম হয়েছে একটি বিশেষ মহাকাশযান — যার নাম Solar Orbiter।

সূর্য শুধু আলো ও তাপ দেয় তা নয়, বরং এর চারপাশের পরিবেশ, চৌম্বক ক্ষেত্র, সৌর ঝড়—এসব কিছুই আমাদের পৃথিবীর আবহাওয়া ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলে। তাই সূর্যকে বুঝতে হলে, তার চারপাশের প্রতিটি দিক জানতে হয় — বিশেষ করে মেরু অঞ্চল।

Solar Orbiter: কে এই মহাকাশযান?

Solar Orbiter হলো ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) এবং NASA এর একটি যৌথ প্রকল্প। ২০২০ সালে মহাকাশে পাঠানো হয় এই যানটিকে, যার মূল উদ্দেশ্য হলো সূর্যের অজানা দিকগুলো জানা।

এবার এল সেই প্রতীক্ষিত ছবি

২০২৫ সালের মার্চে, Solar Orbiter এমন একটি কক্ষপথে প্রবেশ করে, যেখান থেকে সরাসরি সূর্যের দক্ষিণ মেরুর ছবি তোলা সম্ভব হয়। এই ছবিগুলোতে আমরা প্রথমবারের মতো দেখতে পাই সূর্যের সেই অংশ, যা এতদিন শুধু কল্পনাতেই ছিল।

ছবিতে সূর্যের চৌম্বক রেখা, গ্যাসীয় ঘূর্ণি এবং তাপমাত্রার পরিবর্তন স্পষ্ট দেখা গেছে — যা আমাদের সৌরবায়ুর অনেক অজানা তথ্য তুলে ধরবে।

কেন এটা এত গুরুত্বপূর্ণ?

সূর্যের চৌম্বক ক্ষেত্র মূলত তার মেরু অঞ্চল থেকে শুরু হয়। এই ক্ষেত্রই আমাদের পৃথিবীতে সৌরঝড় পাঠায়, যা GPS, স্যাটেলাইট, এমনকি ইন্টারনেটেও প্রভাব ফেলে। সূর্যের ১১ বছরের সৌরচক্র বোঝার জন্য মেরুর পরিবর্তন বুঝতে পারা অত্যন্ত জরুরি। এই প্রথমবার মেরুর ছবি পাওয়ায়, বিজ্ঞানীরা এবার সূর্যচক্র কীভাবে কাজ করে তা আরও ভালোভাবে জানতে পারবেন।

ভবিষ্যতের পরিকল্পনা

Solar Orbiter আগামী কয়েক বছরে আরও উঁচু কক্ষপথে যাবে। ২০২৬ সালে এটি সূর্যের ২৪ ডিগ্রি উপরে উঠে যাবে, আর ২০২৯ সালে পৌঁছাবে ৩৩ ডিগ্রি অক্ষে। তখন আমরা আরও স্পষ্ট এবং গভীর পর্যবেক্ষণ করতে পারব।

এই প্রথমবার আমরা সূর্যের দক্ষিণ মেরুকে দেখেছি। এটি শুধু ছবি নয়, বরং সূর্য ও সৌরজগতের ভবিষ্যৎ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা।

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

Seat 11A : বেঁচে ফেরা দুই জনই বসেছিলেন একই আসনে, ১১এ (Seat 11A)দু’টি ভিন্ন বিমান দুর্ঘটনা। মাঝে সময়ের ব্যবধান ২৭ বছর। কি...
16/06/2025

Seat 11A : বেঁচে ফেরা দুই জনই বসেছিলেন একই আসনে, ১১এ (Seat 11A)

দু’টি ভিন্ন বিমান দুর্ঘটনা। মাঝে সময়ের ব্যবধান ২৭ বছর। কিন্তু বেঁচে ফেরা দুই জনই বসেছিলেন একই আসনে, ১১এ (Seat 11A)।

সাম্প্রতিক এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া যাত্রী, ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ ছিলেন ১১এ-তে। আশ্চর্যভাবে ঠিক একই আসনে বসেই ১৯৯৮ সালে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন থাই অভিনেতা-গায়ক রুয়াংসাক লয়চুসাক (Ruangsak Loychusak)।

এই অসম্ভব মিল প্রকাশ্যে আসতেই বিস্ময়ের ঢেউ উঠেছে সামাজিক মাধ্যমে। অনেকেই একে ‘১১এ-এর অলৌকিকতা’ (Miracle seat 11A survivor) হিসেবে আখ্যা দিচ্ছেন।

কী বলছে রুয়াংসাকের অভিজ্ঞতা?

১৯৯৮ সালের ১১ ডিসেম্বর, রুয়াংসাকের তখন ২০ বছর বয়স। থাই এয়ারওয়েজের ফ্লাইট TG261-এ তিনি ছিলেন, যা ল্যান্ডিংয়ের সময় দক্ষিণ থাইল্যান্ডে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ১৪৬ জন যাত্রীর মধ্যে ১০১ জন নিহত হন। রুয়াংসাক অলৌকিকভাবে বেঁচে যান (Thai Airways TG261 survivor), আর তাঁর আসন ছিল ঠিক ১১এ।

যখন তিনি শুনলেন যে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই-১৭১ (AI171)-এর একমাত্র বেঁচে থাকা ব্যক্তি ১১এ-তেই ছিলেন, যেন জীবনের সেই সময়টা চোখের সামনে ভেসে ওঠে তাঁর। তারপর ফেসবুকে তিনি থাই ভাষায় একটি পোস্ট লেখেন। যার অর্থ খানিক এমন, ‘ভারতের একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে রয়েছেন একজন। তাঁর আসনও ছিল ১১এ- ঠিক আমারই মতো!’

তিনি জানিয়েছেন, যদিও নিজের ১৯৯৮ সালের বোর্ডিং পাসটি তাঁর কাছে নেই, কিন্তু সে সময়ের বিভিন্ন সংবাদ প্রতিবেদনে ছিল তাঁর সিট ১১এ-এর তথ্য।

দুর্ঘটনার পর রুয়াংসাক দীর্ঘ প্রায় ১০ বছরের কাছাকাছি বিমানে সফর করতে পারেননি। বিভিন্ন সাক্ষাৎকারেও জানিয়েছেন, কীভাবে আতঙ্ক ও অতজনের মধ্যেও তাঁর বেঁচে ফেরার ‘আফশোস’ তাঁকে তাড়া করে বেরিয়েছে। এই জীবনটা একদমই যেন তাঁর ‘দ্বিতীয় জীবন’। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য। মাত্র ৬০০-৮০০ ফুট উঁচুতে উঠে বিমানটি আচমকাই নেমে আসে এবং একটি মেডিক্যাল কলেজের হোস্টেলে ধাক্কা মেরে জ্বলে ওঠে।

AI 171 বিমানের যাত্রী ছিলেন বিশ্বাস কুমার রমেশ। বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়লেও প্রাণে বেঁচে যান। হাসপাতালের বিছানায় শুয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একসময় মনে হচ্ছিল, আমিও বুঝি মারা যাব। চোখ খুলে বুঝতে পারি এখনও বেঁচে আছি। তখনই সিটবেল্ট খুলে যেভাবে পারি বের হয়ে আসি।’

এই অলৌকিক বেঁচে ফেরা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে। সাধারণত এই সিট কেউ নিতে চান না, কিন্তু অনেকেই এখন টিকিট কাটার সময় ১১এ সিটটি খুঁজে নিচ্ছেন। কেউ কেউ বলছেন ‘এটাই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান আসন।’

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

বিমানবন্দরে পৌঁছোতে ১০ মিনিট দেরি, মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ভূমি চৌহান।  বিমানবন্দরে পৌঁছোতে ১০ মিনিট দেরি হয়েছিল।...
13/06/2025

বিমানবন্দরে পৌঁছোতে ১০ মিনিট দেরি, মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ভূমি চৌহান।

বিমানবন্দরে পৌঁছোতে ১০ মিনিট দেরি হয়েছিল। মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ভূমি চৌহান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমার পুরো শরীর এখনও কাঁপছে!' ভূমি অনাবাসী ভারতীয়। থাকেন ব্রিটেনের ব্রিস্টলে। তার স্বামীও সেখানেই থাকেন। ছুটি কাটাতে দেশে এসেছিলেন ভূমি। বৃহস্পতিবারের বিমানে আবার ব্রিটেনে ফেরার কথা ছিল তার। তবে ১০ মিনিট দেরি হওয়ার কারণে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।

ভূমি জানান, বিমানবন্দরে যাওয়ার পথে আহমেদাবাদের যানজটে ফেঁসে গিয়েছিলেন তিনি। ওই যানজটের কারণেই এ যাত্রায় তিনি রক্ষা পেয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরে সম্পূর্ণ বিধ্বস্ত ভূমি। তিনি বলেন, 'আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমার ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন।' বিমানে উঠতে না পেরে বিমানবন্দর ছেড়ে গুজরাটের বাড়িতে ফিরে আসেন ভূমি। দুপুর দেড়টা নাগাদ বিমানবন্দর ছাড়েন তিনি। দুর্ঘটনার খবর ছড়ানোর পরে বিমানবন্দরের কী পরিস্থিতি, তা আর দেখা হয়নি ভূমির। তবে রাস্তায় অনেক পুলিশের গাড়ি দেখেছেন তিনি। বৃহস্পতিবারর দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরে উদ্দেশ্যে যাওয়ার পথেভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। দুপুর ১টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। মাত্র ৬২৫ ফুট উপরে ওঠার পরেই গুজরাটের মেঘানিনগরে একটি ছাত্রাবাসের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান।

বিমানটিতে মোট ২৪২ জনছিলেন। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, দুর্ঘটনায় সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এখনও পর্যন্ত শতাধিক দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরই আহমেদাবাদে হাসপাতালের বাইরে ছুটে এসেছেন যাত্রীদের পরিজনেরা। তাদের চোখেমুখে উৎকণ্ঠার ছাপ। প্রিয়জনকে এক ঝলক দেখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কাকুতি মিনতি করছেন তারা। দুর্ঘটনার পরে প্রশাসনকে উদ্ধারকাজে সাহায্যের জন্য প্রায় ১৩০ জন সেনাকর্মীকে আহমেদাবাদে মোতায়েন করা হচ্ছে। ভারতীয় সেনার ওই দলের মধ্যে রয়েছে। 'ক্যুইক অ্যাকশন টিম' (কিউএটি), ডাক্তার এবং অন্য প্রতিনিধিরা। তৈরি রাখা হয়েছে সেনা হাসপাতালও।

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা! ১২ জুন ২০২৫ তারিখে গুজরাটের আহমেদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্...
12/06/2025

গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা!

১২ জুন ২০২৫ তারিখে গুজরাটের আহমেদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান (ফ্লাইট নম্বর AI171) দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ওড়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। এটি আহমেদাবাদের মেঘানিনগর এলাকায় একটি মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়ে।

বিভিন্ন সংবাদ সূত্র অনুযায়ী, বিমানে প্রায় ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর প্রায় সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে, আহমেদাবাদের সিভিল হাসপাতালে কর্মরত চিকিৎসকদের একাংশ ৩১৭ জনের মৃত্যুর দাবি করেছেন, যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত এই সংখ্যা নিশ্চিত করা হয়নি। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন যে, ২৪২ জন আরোহীর কেউই বেঁচে নেই।

দুর্ঘটনাস্থল থেকে দাউ দাউ করে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে এবং উদ্ধার কাজ চলছে। বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনায় গুজরাটের ১৬তম প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও বিমানে ছিলেন বলে জানা গেছে, তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

টাটা গোষ্ঠী নিহতদের পরিবার পিছু ১ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছে। ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, বিমানটি টেক অফের পরেই কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং সম্ভবত প্রপালশন সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছিল।

এই ঘটনাটি ভারতের সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে। অন্তত ১৩৩ জনের মৃত্যু হয়েছে...
12/06/2025

আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে। অন্তত ১৩৩ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।

১১জুন রাতের আকাশে আসছে "স্ট্রবেরী মুন"! চাঁদ ও তারার মায়ায় মগ্ন যারা, তাদের জন্য অপেক্ষা করছে এক অসাধারণ জ্যোতির্বৈজ্ঞ...
11/06/2025

১১জুন রাতের আকাশে আসছে "স্ট্রবেরী মুন"!

চাঁদ ও তারার মায়ায় মগ্ন যারা, তাদের জন্য অপেক্ষা করছে এক অসাধারণ জ্যোতির্বৈজ্ঞানিক বিস্ময়! আসছে 'স্ট্রবেরি মুন' ২০২৫, যা রাতের আকাশকে আলোকিত করবে এক ভিন্ন রূপে। এই মনোমুগ্ধকর পূর্ণিমা দেখা যাবে আগামী ১১ জুন রাতে, তবে এর শোভা ১০ জুন সকাল থেকে ১২ জুন পর্যন্ত তিন দিন ধরে আকাশে বিরাজমান থাকবে। নাসার মতে, ১১ জুনের রাতে এর সৌন্দর্য হবে সবচেয়ে উপভোগ্য।

স্ট্রবেরি মুন: একটি ঐতিহ্যবাহী নামকরণ

জুন মাসের পূর্ণিমার চাঁদকে স্ট্রবেরি মুন বলা হয়। এই নামটি এসেছে উত্তর আমেরিকার আদিবাসী উপজাতিদের কাছ থেকে। কারণ, এই সময়েই স্ট্রবেরি ফল পাকার মরসুম শুরু হয়। যদিও এই চাঁদের রঙ স্ট্রবেরির মতো গোলাপি বা লাল হয় না, এটি একটি প্রতীকী নাম যা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের গভীরতা বোঝায়। ইউরোপে একে 'রোজ মুন' (Rose Moon) নামেও ডাকা হয়, আবার কিছু অঞ্চলে এটি 'হট মুন' (Hot Moon) নামে পরিচিত।

বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং দৃশ্যমানতা

এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য কোনো দূরবীনের প্রয়োজন নেই। খালি চোখেই এই চাঁদ দেখা যাবে। সন্ধ্যার পর থেকে রাতভর আকাশ পরিষ্কার থাকলে যেকোনো খোলা জায়গা থেকে— যেমন ছাদ, খোলা মাঠ বা পার্ক থেকে— এই অসাধারণ দৃশ্য উপভোগ করা সম্ভব।

প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধন

স্ট্রবেরি মুন কেবল একটি পূর্ণিমা নয়, এটি প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য সংযোগস্থল। এই চাঁদ যেমন প্রাকৃতিক সৌন্দর্যের বার্তা দেয়, তেমনই আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন কৃষিজ ঐতিহ্য এবং ঋতু পরিবর্তনের তাৎপর্য। এটি সত্যিই এক চন্দ্র বিস্ময় যা আমাদের নক্ষত্রখচিত আকাশের প্রতি এক নতুন মুগ্ধতা নিয়ে আসে।

স্ট্রবেরি মুনের এই অসাধারণ ক্ষণটি আপনি কীভাবে উপভোগ করার পরিকল্পনা করছেন?

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

ট্রেন যাত্রা হবে আরও সহজ! ভারতীয় রেলের নতুন SwaRail অ্যাপ এখন আপনার হাতে! ট্রেন যাত্রা হবে আরও সহজ! ভারতীয় রেলের নতুন ...
08/06/2025

ট্রেন যাত্রা হবে আরও সহজ! ভারতীয় রেলের নতুন SwaRail অ্যাপ এখন আপনার হাতে!

ট্রেন যাত্রা হবে আরও সহজ! ভারতীয় রেলের নতুন SwaRail অ্যাপ এখন আপনার হাতে!

আর বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা অ্যাপের প্রয়োজন নেই! ভারতীয় রেলওয়ে নিয়ে এসেছে তাদের নতুন SwaRail অ্যাপ, যা আপনার ট্রেন যাত্রাকে করে তুলবে আরও সুবিধাজনক এবং ঝামেলামুক্ত। CRIS দ্বারা তৈরি এই 'সুপার অ্যাপ'টি বর্তমানে বিটা টেস্টিং-এ আছে এবং খুব শীঘ্রই এটি সকলের জন্য উপলব্ধ হবে।

SwaRail অ্যাপে আপনি কী কী সুবিধা পাবেন?

* টিকিট বুকিং: সংরক্ষিত, অসংরক্ষিত এবং প্ল্যাটফর্ম টিকিট, সবকিছুই বুক করুন এক ক্লিকে!

* লাইভ ট্রেন স্ট্যাটাস: আপনার ট্রেনের বর্তমান অবস্থান এবং দেরির আপডেট পান রিয়েল-টাইমে।

* PNR স্ট্যাটাস: সহজেই আপনার PNR স্ট্যাটাস চেক করুন।

* কোচ পজিশন ফাইন্ডার: প্ল্যাটফর্মে আপনার বগি কোথায় থাকবে, তা আগে থেকেই জেনে নিন।

* ট্রেনে খাবার অর্ডার: যাত্রাপথে পছন্দের খাবার অর্ডার করুন পার্টনার ভেন্ডরদের থেকে।

* রেল মদদ (Rail Madad): কোনো অভিযোগ জানাতে বা সাহায্যের জন্য সরাসরি অ্যাপ থেকেই রেলওয়েতে যোগাযোগ করুন।

* পার্সেল ও ফ্রেইট অনুসন্ধান: পার্সেল এবং মাল পরিবহনের বিষয়ে খোঁজখবর নিন।

* R-Wallet: অ্যাপের মধ্যেই ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে দ্রুত এবং সুরক্ষিত পেমেন্ট করুন।

* রিফান্ড আবেদন: টিকিট বাতিল বা মিস হলে সহজেই রিফান্ডের জন্য আবেদন করুন।

* বহুভাষিক সমর্থন: অ্যাপটি একাধিক ভারতীয় ভাষায় ব্যবহার করা যাবে।

SwaRail অ্যাপের মাধ্যমে ভারতীয় রেল এখন আপনার হাতের মুঠোয়! এটি আপনার রেল যাত্রার অভিজ্ঞতাকে সম্পূর্ণরূপে বদলে দেবে।

আপনারা কি SwaRail অ্যাপটি ব্যবহার করার জন্য উৎসাহিত?

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

এই মহাবিশ্বে আপনার অবস্থান কোথায়?আমি কোথায়?উত্তর: ভারতে।ভারত কোথায়?উত্তর: এশিয়াতে।এশিয়া কোথায়?উত্তর: পৃথিবীতে, যার...
04/06/2025

এই মহাবিশ্বে আপনার অবস্থান কোথায়?

আমি কোথায়?

উত্তর: ভারতে।

ভারত কোথায়?

উত্তর: এশিয়াতে।

এশিয়া কোথায়?

উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমিটার (৭,৯২৬ মাইল)।

পৃথিবী কোথায়?

উত্তর: ৪.৬ বিলিয়ন বছর পুরনো সৌরজগতের তৃতীয় গ্রহ।

সৌরজগত কোথায়?

উত্তর: এটি অবস্থিত মিল্কিওয়ে (Milky Way) গ্যালাক্সির এক প্রান্তে, 'Orion Arm' নামক অঞ্চলে। মিল্কিওয়ে গ্যালাক্সিতে আনুমানিক ১০০ থেকে ৪০০ বিলিয়ন তারা রয়েছে।

মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়?

উত্তর: এটি "লোকাল গ্রুপ" নামে পরিচিত একটি গ্যালাক্সি গুচ্ছে (galaxy group) অবস্থিত, যেখানে আরও ৫০টির মতো গ্যালাক্সি আছে।

লোকাল গ্রুপ কোথায়?

উত্তর: এটি অবস্থিত "ভিরগো সুপারক্লাস্টার"-এর একটি অংশ হিসেবে, যা হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত।

ভিরগো সুপারক্লাস্টার কোথায়?

উত্তর: এটি "লেনিয়া কিয়া সুপারক্লাস্টার" (Laniakea Supercluster)-এর একটি শাখা, যার ব্যাস প্রায় ৫২০ মিলিয়ন আলোকবর্ষ!

তাহলে এই সুবিশাল গ্যালাক্সি, ক্লাস্টার, সুপারক্লাস্টার—সবই কি মহাবিশ্ব?

উত্তর: মোটেই না। এগুলো মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ। আধুনিক বিজ্ঞান বলছে, আমরা পুরো মহাবিশ্বের মাত্র ৪-৫% বুঝতে পেরেছি। বাকি ৯৫% হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি—যা এখনো রহস্যের অন্ধকারে আচ্ছন্ন।

ভাবুন তো!

আমি, একটি মানুষ, একটি দেশ, একটি মহাদেশ, একটি গ্রহ, একটি তারামণ্ডল, একটি গ্যালাক্সি, একটি ক্লাস্টার, একটি সুপারক্লাস্টার... এভাবে একের পর এক মহাবিশ্বের স্তরের মধ্যে এক বিন্দু!

এই অসীম বিস্তারের মাঝে আমার আপনার অস্তিত্ব কতটুকু ক্ষুদ্র, আর সেই ক্ষুদ্র কেউ যদি চিন্তা করে সৃষ্টিকর্তা বলতে কোন কিছু নেই ! সবকিছু এমনি এমনি হয়ে গেছে ! তাহলে সে ব্যক্তিকে অবশ্যই বোকা বলতে হবে ।।

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when আজকের আপডেটস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share