18/04/2025
"বিচারবিভাগ কি সংবিধানের ঊর্ধ্বে?" — উপরাষ্ট্রপতি ধনখড়ের বিস্ফোরক প্রশ্ন সুপ্রিম কোর্টকে ঘিরে
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সম্প্রতি সুপ্রিম কোর্টের কিছু কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে একাধিক বিস্ফোরক মন্তব্য, যা দেশের বিচার ব্যবস্থাকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
"ভারত সুপার পার্লামেন্ট বেছে নেয়নি" — সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন উপরাষ্ট্রপতি। বিশেষ করে আদালতের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে বিল সংক্রান্ত সিদ্ধান্তে 'নির্দেশ' দেওয়া নিয়ে তিনি বলেন, "আপনারা রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারেন না।"
ধনখড় ১৪২ নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতাকেও কটাক্ষ করে বলেন,
"এটি এক ধরনের নিউক্লিয়ার মিসাইল — যা ২৪x৭ গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ব্যবহারযোগ্য।"
তিনি আরও বলেন, দেশের মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছেন।
"একজন বিচারপতির বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।" এই অভিযোগ এনে তিনি বলেন —
"এদেশে যেকোনো সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে FIR করা যায়, এমনকি আমার বিরুদ্ধেও। কিন্তু একজন বিচারপতির বিরুদ্ধে FIR করতে গেলে বিচার বিভাগের অনুমতি লাগে — অথচ সংবিধানে এমন কিছু লেখা নেই। রাষ্ট্রপতি ও রাজ্যপাল ছাড়া কাউকে এই ধরনের আইনি সুরক্ষা সংবিধান দেয়নি।"
সবশেষে তিনি বলেন, "যদি এই ঘটনাটা সাধারণ মানুষের বাড়িতে ঘটত, তাহলে ব্যবস্থা নেওয়ার গতি হত ইলেকট্রনিক রকেটের মতো। কিন্তু এখন তা গরুর গাড়িও না।"
এই মন্তব্যগুলি শুধু নজর কেড়েছে না — বরং ভারতের বিচার ব্যবস্থা ও সংবিধানের ভারসাম্য নিয়ে নতুন করে জাতীয় আলোচনার দরজা খুলে দিয়েছে।
| |♠