02/10/2025
তৃতীয়ার সন্ধ্যায় রাজধানী আগরতলার নেতাজি প্লে ফোরাম সেনটার এর দূর্গা পূজার প্যান্ডেল উদ্বোধন করেন ৮টাউন বড়দোওয়ালী বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় সাথে ছিলেন আগরতলা পুরো নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়, বিজেপি রাজ্য সভাপতি শ্রী রাজিব ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব মহাশয় সহ বিশিষ্ট জনেরা।