Ratna datta

Ratna datta Chairperson, Agartala Municipal Corporation Central Zone | Corporator AMC Ward No 20

তৃতীয়ার সন্ধ্যায় রাজধানী আগরতলার  নেতাজি প্লে ফোরাম সেনটার এর দূর্গা পূজার প্যান্ডেল উদ্বোধন করেন ৮টাউন বড়দোওয়ালী বিধা...
02/10/2025

তৃতীয়ার সন্ধ্যায় রাজধানী আগরতলার নেতাজি প্লে ফোরাম সেনটার এর দূর্গা পূজার প্যান্ডেল উদ্বোধন করেন ৮টাউন বড়দোওয়ালী বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় সাথে ছিলেন আগরতলা পুরো নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়, বিজেপি রাজ্য সভাপতি শ্রী রাজিব ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব মহাশয় সহ বিশিষ্ট জনেরা।

29/09/2025

আমরা যখন মন্দের উপর ভালোর জয় উদযাপন করি, মা দুর্গা যেন আমাদেরকে ন্যায়ের দিকে পরিচালিত করে। মা দুর্গার প্রেমময় আলিঙ্গনে, সান্ত্বনা, শক্তি এবং চিরন্তন আশীর্বাদ পান। দুর্গাপূজার শুভ উপলক্ষ আপনার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি

এই শারদউৎসবে মেতে উঠেছে সমগ্র ত্রিপুরা বাসী ....মাননীয় মুখ্যমন্ত্রী Dr.Manik Saha মহোদয়ের উপস্থিতিতে নেতাজী প্লে ফোরামের...
26/09/2025

এই শারদউৎসবে মেতে উঠেছে সমগ্র ত্রিপুরা বাসী ....

মাননীয় মুখ্যমন্ত্রী Dr.Manik Saha মহোদয়ের উপস্থিতিতে নেতাজী প্লে ফোরামের দূর্গা পেন্ডেলের শুভ উদ্ভোদনে অংশ গ্রহণ করি ॥

জয় দুগ্গা মা 🙏🏻

৪ঠা অক্টোবর মায়ের গমন অনুষ্ঠানকে সামনে রেখে রাজবাড়ীর সামনে থেকে মহারানী তুলসিবতি স্কুল পর্যন্ত স্থান পরিদর্শন ও আলোচনা...
26/09/2025

৪ঠা অক্টোবর মায়ের গমন অনুষ্ঠানকে সামনে রেখে রাজবাড়ীর সামনে থেকে মহারানী তুলসিবতি স্কুল পর্যন্ত স্থান পরিদর্শন ও আলোচনা সভায় অংশ গ্রহন করি ॥

উপস্থিত ছিলেন মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়
উপস্থিত ছিলেন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়( ভাইস চেয়ারম্যান ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর )।
উপস্থিত ছিলেন ডঃ শৈলেশ কুমার যাদব। (CEO
আগরতলা স্মার্ট সিটি লিমিটেড )
তৎ সঙ্গে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।

আমাদের ২০নং ওয়ার্ডের সকল অংশের মা বোনরা আজ অত্যন্ত ভাবে খুশি মাননীয় মুখ্যমন্ত্রী Dr.Manik Saha মহোদয়ের হাত দিয়ে শারদীয় দ...
25/09/2025

আমাদের ২০নং ওয়ার্ডের সকল অংশের মা বোনরা আজ অত্যন্ত ভাবে খুশি মাননীয় মুখ্যমন্ত্রী Dr.Manik Saha মহোদয়ের হাত দিয়ে শারদীয় দুর্গোউৎসবের উপহার পেয়ে ....

আজ ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের অন্তর্গত ২০ নং ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা মহোদয় সঙ্গে সকল মা বোনদের হাতে এই পূজার উপহার তুলে দেই ॥

৪১নং ওয়ার্ডের সকলের প্রিয় কর্পোরেটর  অভিজিৎ ঘোষ ভাই আজ ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। আমার নিজের অন্তরস্থল থেকে এবং ২...
24/09/2025

৪১নং ওয়ার্ডের সকলের প্রিয় কর্পোরেটর অভিজিৎ ঘোষ ভাই আজ ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন।

আমার নিজের অন্তরস্থল থেকে এবং ২০ নং ওয়ার্ড ও সেন্ট্রাল জোনের সমস্ত সদস্যদের পক্ষ থেকে ঈশ্বরের কাছে অভিজিৎ ভাইয়ের আত্মার চিরশান্তি কামনা করি।

ওঁম শান্তি 🙏🏻

24/09/2025

তারিখ - ২৪ সেপ্টেম্বর ২০২৫

*ওয়ার্ড ২০*
বেলা ১০.০০ ঘটিকায়, মাননীয় মুখ্যমন্ত্রী পুজো উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং নিজহাতে বস্ত্র বিতরণ করবেন।
*স্থান: উজ্জয়ন্ত রাজপ্রাসাদ*
*সময়: বেলা ১০.০০ ঘটিকায়

রক্তদান মহৎ কাম ...রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী Dr.Manik Saha মহোদয়ের উদ্যোগে প্রত্যেক জায়গায় আযোজিত হচ্ছে রক্তদান শিবির ...
23/09/2025

রক্তদান মহৎ কাম ...

রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী Dr.Manik Saha মহোদয়ের উদ্যোগে প্রত্যেক জায়গায় আযোজিত হচ্ছে রক্তদান শিবির ॥

তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা প্রদেশ ওবিসি মোর্চার উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবিরে অংশ গ্রহণ করি ॥

 #ত্রিপুরায়_আপনাকে_স্বাগতম!এই ঐতিহাসিক উপলক্ষে,মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে উষ্ণ অভ্যর্থনা জানাই
23/09/2025

#ত্রিপুরায়_আপনাকে_স্বাগতম!

এই ঐতিহাসিক উপলক্ষে,
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে উষ্ণ অভ্যর্থনা জানাই

Address

Agartala
799001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ratna datta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share