First Despatch

First Despatch A premier news website which focuses especially on Tripura and other parts of the country and the world at large.

First Despatch is committed to publish authentic, accurate and balanced news and maintain a high standard of professional ethics.

15/10/2025

গ্র্যানডিউস ক্লাব সংলগ্ন মহারাজগঞ্জ বাজার এলাকায় একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার পুলিশ এবং পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

15/10/2025

ত্রিপুরার চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে রাজ্য সরকার এইমস (AIIMS) দিল্লির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ১৫ অক্টোবর নয়াদিল্লির ত্রিপুরা ভবনে মুখ্যমন্ত্রী Dr.Manik Saha উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মুখ্যমন্ত্রী জানান, এই চুক্তির মাধ্যমে রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিকে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা ও সুপার স্পেশালিটি পরিষেবার উৎকর্ষ কেন্দ্রে পরিণত করা হবে। তিনি আরও বলেন, আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবি পন্থ হাসপাতালকে দিল্লির এইমসের মডেলে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন 'মেডিকেল হাবে' রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এই সহযোগিতা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার গুণমান বৃদ্ধিতে সহায়ক হবে।

14/10/2025

ত্রিপুরা স্টেট এমএসএস সেল ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলার নজরুল কলাক্ষেত্রে ৫৭ তম এনএসএস দিবস (NSS Day 2025) উদযাপন ও রাজ্যভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ১৬ জন এনএসএস ভলান্টিয়ার, ৪ জন প্রোগ্রাম অফিসার এবং ২ জন রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত ভলান্টিয়ারকে সংবর্ধনা দেওয়া হয়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, ডেপুটি অধিকর্তা প্রবাল কান্তি দেব, অধিকর্তা এল. ডারলং সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

14/10/2025

ধর্ম নগর উত্তর ত্রিপুরা প্রধান কার্যালয় উদ্যোগে তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির তৃতীয় বর্ষের ত্রিপুরা প্রদেশ সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী Sudhangshu Das এবং ২৫ কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস। এছাড়াও, সমিতির কর্মকর্তারাও যোগ দেন।

14/10/2025

আগরতলার রামঠাকুর স্কুলে রাতের বেলায় চোরেরা হানা দিয়ে নগদ টাকা সহ বেশ কিছু জিনিসপত্র চুরি করেছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। পূর্ব আগরতলা থানার পুলিশি অভিযানে অবশেষে দুজন চোরকে আটক করা হয়েছে। পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ এই বিষয়ে জানিয়েছেন।

14/10/2025

র্তমানে যুবসমাজ বেকারত্বের কারণে দিশেহারা হয়ে বেআইনী ও অনিশ্চিত পথে জীবিকা খুঁজছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির উদাসীনতায় এই সমস্যা আরও বাড়ছে, কারণ সরকারি দপ্তরে লক্ষাধিক শূন্যপদ পূরণ হচ্ছে না। নিয়োগ দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। এর প্রতিবাদে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ ওর্গানাইজেশন (AIDYO) সকল শূন্যপদ পূরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, নিয়োগ দুর্নীতিতে কঠোর শাস্তি সহ সুনির্দিষ্ট কর্মসূচির দাবি জানিয়েছে। এই দাবিতে সংগঠনটি সর্বভারতীয় প্রতিবাদের অঙ্গ হিসাবে প্যারাডাইস চৌমূহনীতে বিক্ষোভ সভা করে এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে।

14/10/2025

স্থানীয় বিজেপি বুথ সভাপতি শিবু সাহার বিরুদ্ধে চাঁদা নিয়ে হুমকি এবং রিকশা চালকের মেয়েদের উপর শ্রীলতাহানির অভিযোগে মামলা করেও পদক্ষেপ না পাওয়ায় পরিবার মহিলা কমিশনের দ্বারস্থ হয়। পরে মহিলা কংগ্রেসও কমিশনে ব্যবস্থা গ্রহণের দাবিতে গেলেও চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে পারেনি। মঙ্গলবার মহিলা কংগ্রেস পূর্ব থানায় দ্রুত শিবু সাহাকে গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন দেয়। থানা কর্তৃপক্ষ জানায়, তদন্ত চলছে, তবে কোনো প্রমাণ মেলেনি। অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মহিলা কংগ্রেস।

14/10/2025

আগরতলার এজিএমসি ও জিবিপি হসপিটালের কনফারেন্স হলে গোবিন্দ বল্লভ পান্ত হসপিটালের ৬৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা ও রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান মিনা রানী সরকার। স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, এজিএমসির প্রিন্সিপাল ডাঃ অনুপ কুমার সাহা, এনএইচএম মেম্বার সেক্রেটারি ডাঃ নুপুর দেববর্মা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হসপিটালের আধিকারিকরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেন।

14/10/2025

আমতলী থানার নেতাজি কলোনির শিব ও কালী মন্দিরে গতকালের চুরির ঘটনায় পুলিশ আজ এক চোরকে গ্রেপ্তার করে চুরি যাওয়া জিনিস উদ্ধার করেছে। তবে, এই চুরির ঘটনায় আরও চোর জড়িত থাকার সন্দেহে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

14/10/2025

পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে "তামাকমুক্ত যুব অভিযান ৩.০" ও যুবকদের মধ্যে এইচআইভি/এইডস সচেতনতার জন্য রেড রান ম্যারাথন অনুষ্ঠিত হলো আগরতলার উমাকান্ত একাডেমি মাঠে। ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলা শাসক বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য আধিকারিকরা এতে উপস্থিত ছিলেন। নেশার কবল থেকে যুবকদের বাঁচাতে এই সচেতনতামূলক উদ্যোগ। বিভিন্ন সংগঠন ও স্কুলের ছাত্রছাত্রীরা ম্যারাথনে অংশ নেয়।

13/10/2025

আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস-২০২৫ উপলক্ষে আগরতলা পশ্চিম জেলার উদ্যোগে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এর মূল লক্ষ্য। পশ্চিম ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয় থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। র‍্যালিতে পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার, সহকারী জেলাশাসক অরূপ দেব এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

13/10/2025

আজ রামঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটলো। গত শনিবার স্কুল বন্ধের পর চোরের দল বিভিন্ন শ্রেণিকক্ষ ও অফিস রুমের তালা ভেঙে হানা দেয়। সকালে স্কুল খোলার পর বিষয়টি জানা গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ রোজ চোর ধরলেও এত চুরির ঘটনা কীভাবে ঘটছে, সেটাই এখন বড় প্রশ্ন।

Address

Agatala
Agartala

Alerts

Be the first to know and let us send you an email when First Despatch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to First Despatch:

Share