Dainik Sambad

Dainik Sambad Dainik Sambad is a Bengali daily newspaper published from Agartala, the capital of the Indian state.

Dainik Sambad Online is a Bengali audio-visual news platform, providing latest news updates, breaking news, and in-depth analysis on any news.

19/07/2025

| বানারহাট হাই স্কুল থেকে উদ্ধার ১৩টি গোখরো সাপের বাচ্চা...

#দৈনিকসংবাদ

ত্রিপুরার উচ্চ আদালতের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং শনিবার তেলাঙ্গানার প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ ক...
19/07/2025

ত্রিপুরার উচ্চ আদালতের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং শনিবার তেলাঙ্গানার প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল যীষ্ণু দেববর্মণ।

দিল্লী AIMS-এর ভেন্টিলেশনে চিকিৎসাধীন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক, প্রকাশক তথা বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক। উনার ...
19/07/2025

দিল্লী AIMS-এর ভেন্টিলেশনে চিকিৎসাধীন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক, প্রকাশক তথা বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক। উনার শারীরিক অবস্থা প্রত্যক্ষ করেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং দ্রুত সুস্থতার কামনা করেন।

19/07/2025

গোপন খবরের ভিত্তিতে আজ দুপুরে পানিসাগর থানার বিশেষ অভিযানে একটি ৬ চাকার লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। সাথে আটক করা হল এক পাচারকারিকে। এ বিষয়ে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানান, পানিসাগর থানা এলাকার উপ্তাখালী নাকা পয়েন্টে স্পেশাল তল্লাশি অভিযান চালিয়ে শনিবার দুপুর বারোটা নাগাদ গোহাটি থেকে আগত একটি ডিম বোঝাই ছয় চাকার লরিকে আটকে সন্দেহমূলক ভাবে তল্লাশি চালিয়ে এক প্যাকেটে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । পানিসাগর থানা একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে । আটকৃত পাচারকারী যুবকের নাম মিলন সিনহা, বাড়ি ঊনকোটি জেলার কুমারঘাটে।

19/07/2025

চুরি যাওয়া বাইক উদ্ধার করে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার বাইকের প্রকৃত মালিকের হাতে তুলে দেন এনসিসি থানার পুলিশ। বিস্তারিত জানিয়েছেন ওসি প্রাজিত মালাকার

19/07/2025

সাংবাদিক সম্মেলনে ডা: রাকেশ বি সেট্টি।

19/07/2025

জনজাতিদের নিয়ে চলছে ষড়যন্ত্র। রাজনৈতিক দলগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে হাতিয়ার হিসেবে তাদের ব্যবহার করে আবেগের বশীভূত করে তাদের পরিচালিত করতে চাইছে কিছু আঞ্চলিক দল। এভাবেই নাম না করে তিপ্রা মথা দলের সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। নির্বাচনকে সামনে রেখে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত আদিবাসী কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ বাবু আরো বলেন, এডিসি নির্বাচনকে পাখির চোখ করে দলীয় পরিকল্পনার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করা নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ও ২৩ শে আগস্ট এডিসি দিবস পালন করা নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হয়। বর্তমান সরকারের আমলে আদিবাসী বঞ্চনা নিয়েও সরব হন আশীষ বাবু। আজকের এই বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেসের রাজ্য সভাপতি শব্দ কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্ব।

19/07/2025

স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত বাতিল করা, বর্ধিত জলকর, বিদ্যুৎ মাশুল, পাইপ লাইন গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি সহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে শনিবার সিপিআইএম এক বিক্ষোভ মিছিল ও জল বোর্ডের সামনে বিক্ষোভ সংঘটিত করে। এদিন মেলার মাঠ পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে এক সভায় মিলিত হয়। এদিনের মিছিলে নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তথা সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সদর জেলা সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।

19/07/2025

৩৫ নং ওয়ার্ডের অন্তর্গত পেয়ারি বাবুর বাগানে রাস্তায় জল জমে জনগণের কিছু সমস্যার সৃষ্টি করছিল। শনিবার সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন ৩৫ নং ওয়ার্ডের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর মনোজ কান্তি দেবরায় রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। পরিদর্শনকালে সেই এলাকার রাস্তা মেরামতের নির্দেশ দেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি এদিন তিনি রবিদাস পাড়ার উন্নয়নমূলক কাজও পরিদর্শন করেন।

19/07/2025

চলতি বছরের গত ১লা মে আগরতলা থেকে বাইসাইকেল চালিয়ে লেহ্ -লাদাখ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আগরতলার ধলেশ্বরের বাসিন্দা অজয় সাহা। ৫৯ বছর বয়সে বাইসাইকেল চালিয়ে ৪৭৬০ কিলোমিটার পথ অতিক্রম করে দুর্ধর্ষ সাহসিকতা নিয়ে লেহ্-লাদাখ পৌঁছে গিয়েছিল মাত্র ৬০ দিনের মাথায়।
উনার এই যাত্রার পেছনে মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের আগামী প্রজন্মকে সর্বদা সাইকেল চালাও এবং নিজের স্বাস্থ্য ঠিক রাখো, পরিবেশকে দূষণমুক্ত রাখো, এবং নিজের উপার্জিত অর্থ সাশ্রয় কর এই বার্তা দেওয়া।
উল্লেখ্য, শনিবার শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে উনাকে সম্বর্ধনা প্রদান করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা বিপ্লব কান্তি ভৌমিক সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই সংবর্ধনা প্রদান করা হয়।

19/07/2025

| পাঁশকুড়ার সেই কুড়কুড়ে কান্ডে মৃত ছাত্রটির সৎকারে সহযোগিতার হাত বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী...

#দৈনিকসংবাদ

19/07/2025

| ফলতার খালে ধরা পড়লো আট ফুট লম্বা কুমির!

#দৈনিকসংবাদ

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Sambad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Sambad:

Share