24/12/2025
পানিসাগর মহকুমার পেকুছড়ায় ধর্ম প্রচার গাড়িতে হামলা! সাময়িক উত্তেজনা পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে!!
অনুমতি ছাড়া হিন্দু জনবহুল এলাকায় ‘ওয়াজ মাহফিল’-এর মাইকিং, পানিসাগরে উত্তেজনা — পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে!পুলিশ প্রশাসন বা মহকুমা প্রশাসনের কোনো প্রকার পূর্বানুমতি ছাড়াই সনাতনী হিন্দু অধ্যুষিত এলাকায় ‘ওয়াজ মাহফিল’-এর মাইকিং করাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল পানিসাগরে।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন আগে একটি মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাহফিল আয়োজনের অনুমতি চাওয়া হলেও বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে প্রশাসনের তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও মাদ্রাসার পক্ষ থেকে একটি অল্টো গাড়ি (নম্বর: TR05C0762) নিয়ে হিন্দু জনবহুল এলাকায় মাইকিং শুরু করা হয়।স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন—কেন অনুমতি ছাড়া হিন্দু অধ্যুষিত এলাকায় ওয়াজ মাহফিলের ঘোষণা করা হচ্ছে। এই প্রশ্নকে ঘিরেই দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তর্কের মধ্যেই ঘটনাস্থলে আরও একটি বোলেরো গাড়ি (নম্বর: TR05G1705) এসে পৌঁছায়, যাতে প্রায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি ছিলেন।স্থানীয় সূত্রের দাবি, ওই সময় বাংলাদেশের দিপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে কিছু কটূক্তি করা হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা এবং উত্তেজনার মুহূর্তে দুটি গাড়িতেই ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পানিসাগর থানার পুলিশ এবং পানিসাগরের এসডিএম সুশান্ত দেববর্মা। পুলিশ ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।এই ঘটনাটি পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুছড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডে সংঘটিত হয়েছে। মাইকিংয়ে জড়িত চারজনকে ঘটনাস্থল থেকে নিরাপত্তার স্বার্থে পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।বর্তমানে পানিসাগর মহকুমায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।