Northeast Herald

Northeast Herald Northeast India's premiere News and Views based web portal.

24/12/2025

বাংলাদেশে হিন্দুদের উপর প্রতিনিয়ত অত্যাচার ও হিন্দু ভাই দিপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ও বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল। আগরতলা আনন্দময়ী কালীবাড়ি থেকে এই রেলি শুরু হয় আখাউড়া চেকপোষ্টে গিয়ে তা শেষ হওয়ার কথা। কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের সামনে এসে পুলিশ তাদের রেলি আটকে দেয় এবং পুলিশের সাথে বিশ্ব হিন্দু, বজরঙ্গ দলের ধস্তাধস্তি চলে।

এক নজিরবিহীন ও সময়োপযোগী পদক্ষেপে সনাতনী হিন্দু নাগরিকরা সরাসরি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে গিয়ে ত্রিপুরার কৈলাশহ...
24/12/2025

এক নজিরবিহীন ও সময়োপযোগী পদক্ষেপে সনাতনী হিন্দু নাগরিকরা সরাসরি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে গিয়ে ত্রিপুরার কৈলাশহর সীমান্তে বাংলাদেশি সীমান্তরক্ষীদের (বিজিবি) সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন, বিক্ষোভকারীরা বিজিবির সামনে মুহাম্মদ ইউনূসের একটি ছবিতে জুতা দিয়ে আঘাত করে।

24/12/2025

পানিসাগর মহকুমার পেকুছড়ায় ধর্ম প্রচার গাড়িতে হামলা! সাময়িক উত্তেজনা পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে!!

অনুমতি ছাড়া হিন্দু জনবহুল এলাকায় ‘ওয়াজ মাহফিল’-এর মাইকিং, পানিসাগরে উত্তেজনা — পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে!পুলিশ প্রশাসন বা মহকুমা প্রশাসনের কোনো প্রকার পূর্বানুমতি ছাড়াই সনাতনী হিন্দু অধ্যুষিত এলাকায় ‘ওয়াজ মাহফিল’-এর মাইকিং করাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল পানিসাগরে।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন আগে একটি মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাহফিল আয়োজনের অনুমতি চাওয়া হলেও বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে প্রশাসনের তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও মাদ্রাসার পক্ষ থেকে একটি অল্টো গাড়ি (নম্বর: TR05C0762) নিয়ে হিন্দু জনবহুল এলাকায় মাইকিং শুরু করা হয়।স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন—কেন অনুমতি ছাড়া হিন্দু অধ্যুষিত এলাকায় ওয়াজ মাহফিলের ঘোষণা করা হচ্ছে। এই প্রশ্নকে ঘিরেই দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তর্কের মধ্যেই ঘটনাস্থলে আরও একটি বোলেরো গাড়ি (নম্বর: TR05G1705) এসে পৌঁছায়, যাতে প্রায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি ছিলেন।স্থানীয় সূত্রের দাবি, ওই সময় বাংলাদেশের দিপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে কিছু কটূক্তি করা হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা এবং উত্তেজনার মুহূর্তে দুটি গাড়িতেই ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পানিসাগর থানার পুলিশ এবং পানিসাগরের এসডিএম সুশান্ত দেববর্মা। পুলিশ ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।এই ঘটনাটি পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুছড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডে সংঘটিত হয়েছে। মাইকিংয়ে জড়িত চারজনকে ঘটনাস্থল থেকে নিরাপত্তার স্বার্থে পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।বর্তমানে পানিসাগর মহকুমায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

24/12/2025

রামনগর বিধানসভা কেন্দ্র সিপিএমের জনসভায় দুষ্কৃতীদের হামলা l

24/12/2025

নেতাকে ধরেও ছেড়ে দিলেন বিশালগড় থানার ওসি ! প্রশ্ন উঠছে কেন ?
বিশালগড় থানার পুলিশ কানু নমঃ পাড়ার সুমন বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, সমরজিৎ বিশ্বাসর বাড়ি এবং আশপাশ থেকে গাঁজা সহ নেশা সামগ্রী উদ্ধার করেছে। তখনই এক গাঁজা চাষীর বাড়ি থেকে পুলিশ তিনটি বাইক বাজেয়াপ্ত করে। অভিযান শেষে ফেরার পথে হঠাৎ পুলিশের গাড়ি আটকে দেন রাষ্ট্রবাদী নেতা কৃষ্ণজিৎ বণিক। তিনি দাবি করেন সেখানে তারও বাইক আছে। বিশালগড় থানার ওসি গাড়ি থেকে নেমেই নেতাকে ধরে ফেলেন এবং গাড়িতে উঠার নির্দেশ দেন। কিন্তু নেতার পরিচয় বেরিয়ে আসতেই ওসি বাবু তাকে ছেড়ে দেন। প্রশ্ন উঠছে, নেতার বাইক নেশা কারবারির বাড়িতে কেন ?

24/12/2025

বক্সনগরে পুলিশি অভিযানে প্রায় তিনটি স্থানে দেড় লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংসঃ

24/12/2025

অরুণাচল প্রদেশের কোনও এক জায়গায় নিখোঁজ নাবালক-নাবালিকাদের উপস্থিতি টের পাওয়া গেছে। জানালেন কৈলাসহর থানার ওসি।
কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়ে বিপন্ন রাজ্যের যুবকদের উদ্ধারে তৎপর হয়েছে প্রশাসন। পরিবারের অভিযোগের ভিত্তিতে কৈলাসহর থানায় মামলা ২৩শে ডিসেম্বর রুজু হয়েছে। অরুণাচল প্রদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে নিখোঁজ যুবকদের খোঁজ চালানো হচ্ছে। খুব শীঘ্রই কৈলাসহর থেকে একটি বিশেষ পুলিশ দল অরুণাচলের উদ্দেশ্যে রওনা হবে বলে জানা গেছে।
https://neherald.com/tripura/arunachal-police-launch-search-to-rescue-30-child-labourers-trafficked-from-tripura

24/12/2025

অনিল সরকারের পুত্র অভিজিৎ সরকার সোমবার সকালে দশটায় কলকাতা এপোলো হসপিটাল চিকিৎসাাধীন অবস্থায় মারা যায়। আজ সকালে অভিজিৎ সরকারের মরণদেহ নিয়ে আসা হয় নিজ বাসভবনে , উনাকে দেখতে আসেন , বিরোধী দলনেতা জিতেন চৌধুরী , তিপ্রা মথা দলের বিধায়ক বিশ্বকেতু দেববর্মা, সহ মথা ও সিপিএম কর্মীরা।

24/12/2025

বাংলাদেশে হিন্দুদের উপর প্রতিনিয়ত অত্যাচার ও হিন্দু ভাই দিপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ও বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল। আগরতলা আনন্দময়ী কালীবাড়ি থেকে এই রেলি শুরু হয় আখাউড়া চেকপোষ্টে গিয়ে তা শেষ হবে জানা যায়।

24/12/2025

চুরি যাওয়া ৯ টি বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় পশ্চিম থানার উদ্যোগে। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক, এডিশনাল এসপি ধ্রুবনাথ , ওসি রানা চ্যাটার্জি।

24/12/2025

পূর্ব থানায় রাজ্যের 500 বেশী অটোরিক্সা শ্রমিকদের আর্থিক, মানষিক ,এবং প্রতিদিন ট্রাফিক দের হয়রানি শিকার হতে হচ্ছে বাজাজ কোম্পানির কারনে পাশাপাশি অটোরিক্সা শ্রমিকদের আরো অনেক বিষয় নিয়ে আজ পূর্ব থানায় সেই কোম্পানির নামে এফ আই আর করা হয়।সেখানে সেই দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় শ্রমিকরা ।

23/12/2025

নাবালিকা নির্যাতন কাণ্ডে অভিযুক্ত রনজিৎ পাল চৌধুরীর রহস্যজনক ভাবে মৃত দেহ উদ্ধার!তদন্তে ধর্মনগর থানার পুলিশ।

Address

HGB Road, Opposite Sarkar Nursing Home, Agartala (West)
Agartala
799001

Alerts

Be the first to know and let us send you an email when Northeast Herald posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Northeast Herald:

Share