যা ব তী য়

যা ব তী য় job alert, information, news, entertainment

Permanently closed.
19/08/2024
18/08/2024

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার রাজবাড়ী থেকে আজ কলকাতার আর. জি কর হাসপাতাল এর ধর্ষিতা ডাক্তার এর ঘটনাকে কেন্দ্র করে এক বিরাট প্রতিবাদী মিছিল সংঘটিত হয়। অপরাধীকে চরম শাস্তি এবং ভবিষ্যতে আর কোনো নারীর যাতে এই দুর্ঘটনার কবলে পড়তে না হয় সেই দাবী জানানো হয়।

মানে.. যাচ্ছেতাই!!
18/08/2024

মানে.. যাচ্ছেতাই!!

সকল রেশন কার্ড হোল্ডারদের জন্য বিশেষ বার্তা
18/08/2024

সকল রেশন কার্ড হোল্ডারদের জন্য বিশেষ বার্তা

The Education Department has issued a show cause notice on the heads of two Vidyajyoti Schools for their failure to impl...
06/08/2024

The Education Department has issued a show cause notice on the heads of two Vidyajyoti Schools for their failure to implement various instructions and negligence in duty. NC Sharma, Director of Education has asked the heads of the schools to reply within seven days.

The notice was served to the principal of Khowai Government English Medium School Ratan Debbarma vice-principal Krishna Das and the principal of Bir Chandra Pur Class XII School Karuna Debbarma.

It is learned that the senior officers of the department recently visited all the schools of the sub-division and found gross mismanagement in these two schools. Both are Vidyajyoti schools and follow the CBSE syllabus but they could not follow the CBSE pattern in class work as well as in preparing the questions.

ফের বড়সড় দুর্ঘটনায় ভারতীয় রেল! হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের ১৮ বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা...
30/07/2024

ফের বড়সড় দুর্ঘটনায় ভারতীয় রেল! হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের ১৮ বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ চক্রধরপুরের রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা। এখনও পর্যন্ত অনেক যাত্রী আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ভোরের দিকে লাইনচ্যুত হয় হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি এক্সপ্রেস। ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে যায় ট্রেন। মঙ্গলবার চক্রধরপুর রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ২০ জন। তবে আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেনের ১৮টি কামরা। এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে রেলের টিম। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। হাওড়া থেকে ছেড়েছিল ট্রেন। গত ২ মাসে এই নিয়ে ৩ বার ট্রেন দুর্ঘটনা ঘটল।

তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হলেন ত্রিপুরার জিষ্ণু দেব্বৰ্মন
28/07/2024

তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হলেন ত্রিপুরার জিষ্ণু দেব্বৰ্মন

2024 সালের ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি 65% বিনা প্রতিদ্বন্দ্বিতায় 'জিতেছে'শুক্রবার যাচাই-বাছাইয়ের প...
20/07/2024

2024 সালের ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি 65% বিনা প্রতিদ্বন্দ্বিতায় 'জিতেছে'

শুক্রবার যাচাই-বাছাইয়ের পরে যে তথ্য বেরিয়ে এসেছে তাতে দেখা গেছে যে ক্ষমতাসীন বিজেপি এই বছরের পঞ্চায়েত নির্বাচনে গড়ে 65 শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। 2019 সালে, বিজেপি পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 96 শতাংশ আসন জিতেছিল।

রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, ত্রিস্টার পঞ্চায়েত নির্বাচনে মোট আসন সংখ্যা 6909। মোট 10,164টি মনোনয়ন জমা দেওয়া হয়েছে। 11 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ। শুক্রবার যাচাই-বাছাই শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে দেখা গেছে, মাত্র ৩৫ শতাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী দলের প্রার্থীরা। 2019 পঞ্চায়েত নির্বাচনে, বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 96 শতাংশ আসন জিতেছে।

পুলিশের উচ্চপদস্থদের নিষ্ক্রিয় ভূমিকার কারণে বিরোধীরা সব আসনে প্রার্থী দিতে পারেনি বলে অভিযোগ করেছে বিরোধীরা। অনেক জায়গায় বিজেপির দুষ্কৃতীরা বিরোধী প্রার্থীদের পুলিশের সামনে তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়।

রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, আগে রাজ্যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ছিল 591টি। এবার তা বেড়ে 606-এ দাঁড়িয়েছে। ADC বাদে 606টি গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 6370টি। তার মধ্যে বিজেপি রয়েছে। মনোনয়ন জমা দিয়েছেন ৬৩৩৭টি আসনে। সিপিআই(এম)-এর জন্য 1441টি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। কংগ্রেস 810টি গ্রাম পঞ্চায়েত কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে। 231টি পঞ্চায়েত আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন টিপ্রমোথা। সিপিআই-এর জন্য 3 জন, সিপিআই (এমএল)-এর জন্য 4 জন প্রার্থী এবং 167 জন স্বতন্ত্র প্রার্থী পঞ্চায়েতে মনোনয়ন জমা দিয়েছেন। গ্রাম পঞ্চায়েতে মোট ৮৯৯৭টি মনোনয়ন জমা পড়েছে। বাকি 4349 গ্রাম পঞ্চায়েত আসনে মাত্র একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। অর্থাৎ 2021টি গ্রাম পঞ্চায়েতের আসনে ভোট হবে।

জানা গেছে, এ বছর ৩৫টি পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৪২৩টি। এর মধ্যে বিজেপির ৪৩৩ প্রার্থী, সিপিআই (এম) এর ২০৫ প্রার্থী, কংগ্রেসের ১১২ জন, টিপ্রমোথার ১৫ জন এবং সিপিআই (এমএল)-এর ২ জন প্রার্থী। ) তাদের মনোনয়ন জমা দিয়েছেন। মোট ৭৮৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। 190টি পঞ্চায়েত সমিতির আসনে একজন করে প্রার্থী রয়েছে। ফলস্বরূপ, পঞ্চায়েত সমিতির 423টি আসনের মধ্যে 233টি আসনে ভোট হবে।

একইভাবে, 8টি জেলা পরিষদের 116টি আসনের মধ্যে মাত্র 2টি আসনে একজন করে প্রার্থী রয়েছে। বাকি ১১৪টি আসনে একাধিক প্রার্থী রয়েছেন। অর্থাৎ জেলা পরিষদের ১১৬টি আসনের মধ্যে ১১৪টি আসনে ভোট হবে। জেলা পরিষদে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন ১৬০ জন। সিপিআই(এম) থেকে 115 জন, কংগ্রেসের 98 জন, সিপিআই থেকে 1 জন, টিপরা মাথা থেকে 3 জন, আমারা বাঙালি থেকে 2 জন এবং 5 জন স্বতন্ত্র প্রার্থী জেলা পরিষদে মনোনয়ন জমা দিয়েছেন। জেলা পরিষদে মোট মনোনয়ন জমা পড়েছে ৩৮৪টি।

রাম নগরের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্ট থেকে স্বামী-স্ত্রী নিচে ঝাঁপ, স্ত্রী গুরুতরআগরতলার রাম নগর আবাসিক এলাকার স্বাভাবি...
20/07/2024

রাম নগরের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্ট থেকে স্বামী-স্ত্রী নিচে ঝাঁপ, স্ত্রী গুরুতর

আগরতলার রাম নগর আবাসিক এলাকার স্বাভাবিক নিশাচর নীরবতা শেষ পর্যন্ত ভেঙ্গে যায়, ডঃ বিশ্বজিৎ সূত্রধর এবং তার স্ত্রী রূপা সূত্রধর, তাদের তৃতীয় তলার অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে পড়ে এবং ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ তাদের জিবিপি হাসপাতালে নিয়ে যায়। স্ত্রীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

বিশদ বিবরণ প্রদানকারী পুলিশ সূত্রে জানা গেছে যে গতকাল রাত 1-00 টার দিকে ফায়ার ব্রিগেড চৌমুহুনির রাজ্য পুলিশ সদর দফতরের বিপরীতে রাম নগর এলাকায় 'শিবালয়' অ্যাপার্টমেন্ট থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। অ্যাপার্টমেন্টের এসি মেশিনের বিস্ফোরণের কারণে এখনও বিশাল আওয়াজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে, স্থানীয় লোকজনকে সতর্ক করে যারা ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সদর দফতরের বেশ কয়েকজন পুলিশ কর্মী। তারা দ্বিতীয় তলায় একটি অ্যাপার্টমেন্টের মালিক ডাঃ বিশ্বজিৎ সূত্রধর এবং তার স্ত্রী রূপা সূত্রধরকে মাটিতে যন্ত্রণায় কাতরাচ্ছেন।

ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ কর্মীরা 'শৈবালয় অ্যাপার্টমেন্ট'-এর সামনের দিকে ছুটে আসেন এবং বিশ্বজিৎ সূত্রধর এবং রূপা সূত্রধর দম্পতিকে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আইসিইউতে রুপা সূত্রধরের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রুপা সূত্রধরের জীবন ভারসাম্যের মধ্যে ঝুলছে যদিও তার স্বামী সুস্থ হওয়ার পথে। পুলিশ সূত্রে জানা গেছে, শীতাতপ নিয়ন্ত্রিত মেশিনের বিস্ফোরণে স্নায়বিক প্রতিক্রিয়ায় দম্পতি নিচে ঝাঁপ দিয়ে থাকতে পারে। এটি গত বহু বছর ধরে আগরতলায় এবং তার আশেপাশে মাশ-রুম বৃদ্ধির নিবন্ধিত উচ্চ-বৃদ্ধি অ্যাপার্টমেন্টগুলির নির্মাণের গুণমান নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে।

20/07/2024
18/07/2024

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, এবার উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস

Address

Agartala
799003

Alerts

Be the first to know and let us send you an email when যা ব তী য় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share