Tripura Bangla News

Tripura Bangla News Welcome to Akashvani Agartala (Tripura) News

মেলাঘরে ডাকাতি ও খুন কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ডও হতে পারে : পুলিশ সুপার l সিপাহীজলা জেলার মেলাঘরের কলমক্ষেতে ডাকাতি ও খুন...
14/08/2025

মেলাঘরে ডাকাতি ও খুন কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ডও হতে পারে : পুলিশ সুপার l সিপাহীজলা জেলার মেলাঘরের কলমক্ষেতে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত অভিযুক্তদের মৃত্যুদণ্ডও হতে পারে বলে জানালেন জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা। বুধবার সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে গ্রানতলি গরুরবান্দ স্কুলে অনুষ্ঠিত শান্তি বৈঠকে তিনি একথা বলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সোনামুড়া থানার গ্রানতলি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে ঘটে চাঞ্চল্যকর ডাকাতি। গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল ৮০ বছরের বৃদ্ধ শান্তি রঞ্জন দাসকে নির্মমভাবে খুন করে এবং তাঁর স্ত্রী নমিতা দাসকে এলোপাতারি আঘাত করে। ডাকাতরা ভেবেছিল তিনি মারা গেছেন। কিন্তু পরদিন সকালে জ্ঞান ফিরে পেয়ে নমিতা দাস প্রতিবেশীদের ঘটনাটি জানান। মুহূর্তেই গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।পুলিশের তৎপরতায় সেদিনই সোনামুড়া থানার ওসি তাপস দাস তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়।

বুধবারের শান্তি বৈঠকে উপস্থিত বক্তারা একমত হয়ে বলেন- অপরাধীর কোন জাত বা ধর্ম নেই। সে শুধুই অপরাধী, আর তার শাস্তি হওয়া উচিত। কাঁঠালিয়ামুড়ার ১৪৬ জন গ্রামবাসী অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে জেলার পুলিশ সুপার ও মহকুমা শাসকের কাছে আবেদনপত্র জমা দেন।

শান্তি বৈঠকে পুলিশ সুপার ছাড়াও সোনামুড়ার এসডিপিও, মহকুমা শাসকসহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের আশা, বৈঠকের পর এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় থাকবে এবং আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

বর্তমান সরকার ত্রিপুরায় মূল্যবোধের মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষার বিকাশে জোর দিয়েছে। প্রাচীন সময়ে ভারতবর্ষ ছিল সমস্ত পৃথিবীর ...
14/08/2025

বর্তমান সরকার ত্রিপুরায় মূল্যবোধের মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষার বিকাশে জোর দিয়েছে। প্রাচীন সময়ে ভারতবর্ষ ছিল সমস্ত পৃথিবীর নিকট জ্ঞান লাভের অন্যতম গন্তব্য। কিন্তু বিদেশি শক্তির প্রভাবে তা বিনষ্ট হয়েছিল। বুধবার আগরতলায় বড়দোয়ালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি অনুষ্ঠান এবং কৃষ্টি ভবনের দ্বারোদঘাটন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ ) মানিক সাহা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা অন্তহীন। এর কোনও বিকল্প নেই। জ্ঞান ও অজ্ঞানের মধ্যে সেতুবন্ধন করে প্রকৃত শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠান হলো যে কোনও শিক্ষার্থীর পীঠস্থান। কিন্তু কেবলমাত্র পুথিগত বিদ্যাতেই শিক্ষিত না হয়ে দেশ ও সমাজের জন্য সকল ছাত্রছাত্রীকে এগিয়ে আসতে হবে। তবেই আগামীদিনে সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব।

মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত জাতীয় শিক্ষানীতি, নিপুণ ত্রিপুরা, সহর্ষ কর্মসূচি, টিস্কোয়াফ, বিদ্যাজ্যোতি বিদ্যালয়, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, সুপার ৩০, প্রি-প্রাইমারি পঠন পাঠন কর্মসূচি চালু, প্রয়াস কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় ১৪০ জন ছাত্রীকে স্কুটি প্রদান, ৪২৬টি বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষা চালু, নবম শ্রেণিতে পাঠরত ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রায় ১ লক্ষ ২২ হাজার বাইসাইকেল প্রদান, রাজ্যের ৮৫৪টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে বলে জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ৪০ নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা টুটু বণিক প্রমুখ।

গলা ও পাকস্থলীতে ব্লেড চালিয়ে আত্ম*হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি যুবক l কোন এক বিষয়কে কেন্দ্র করে নিজ ঘরে আত্ম*ঘাতী হও...
14/08/2025

গলা ও পাকস্থলীতে ব্লেড চালিয়ে আত্ম*হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি যুবক l কোন এক বিষয়কে কেন্দ্র করে নিজ ঘরে আত্ম*ঘাতী হওয়ার চেষ্টা যুবকের। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায় বুধবার সন্ধ্যারাতে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জনমনে।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যারাতে তেলিয়ামুড়া থানা এলাকার কালিটিলা গ্রামের বাসিন্দা রাকেশ মালাকার নিজ ঘরে ধারালো ব্লেইড দিয়ে আত্ম*হত্যার চেষ্টা করেন।

তাঁর এই পদক্ষেপের কারণ হিসাবে রাকেশ জানিয়েছে, এলাকার লোকজন তাঁকে ড্রাগস সেবন করে বলে প্রায়শই বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যারাতে সে নিজ ঘরে আত্ম*হত্যার সিদ্ধান্ত নেয়। ধারালো ব্লেইড দিয়ে নিজের গলা, পাকস্থলী এবং দুই হাত কেটে আত্ম*হত্যার চেষ্টা করেন। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে তাঁরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করছেন বলে জানায় রাকেশ মালাকার।

তৃষ্ণা অভয়ারণ্যের দশটি মনিটর লেজার্ড পাচারকালে গ্রেফতার যুবক
12/08/2025

তৃষ্ণা অভয়ারণ্যের দশটি মনিটর লেজার্ড পাচারকালে গ্রেফতার যুবক

সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত ঠাকুরমুড়া গ্রামে নেক্কারজনক এক ঘটনার অভিযোগে গ্রেফতার হলেন বাবুল দেবনাথ নামে এ...
12/08/2025

সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত ঠাকুরমুড়া গ্রামে নেক্কারজনক এক ঘটনার অভিযোগে গ্রেফতার হলেন বাবুল দেবনাথ নামে এক ব্যক্তি। অভিযোগ, বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগে তিনি তার দূর সম্পর্কের ভাগ্নিকে যৌন নির্যাতন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাবুল দেবনাথ নিজেকে সোনামুড়া আদালতের চতুর্থ শ্রেণীর কর্মচারী বলে দাবি করেছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বাবুল দেবনাথকে আটক করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়। একইসাথে তারা প্রশাসনের কাছে দাবি তুলেছেন, শিশু সুরক্ষার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া হোক।

স্থানীয়দের মতে, এই ঘটনায় আবারও সামনে এল ত্রিপুরায় শিশু নির্যাতনের ঘটনা বাড়বাড়ন্ত। সমাজকর্মীরা বলছেন- "শুধু আইন করলেই হবে না, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতনতা জরুরি।"

তিন কুখ্যাত ডাকাত গ্রেফতার কদমতলায়
31/07/2025

তিন কুখ্যাত ডাকাত গ্রেফতার কদমতলায়

মাণিক্যনগরে রাস্তার বেহাল অবস্থা l রাস্তার অবস্থা এতটাই বেহাল ও চলাচলের অযোগ্য যে গর্ত, কাদামাটিতে একাকার হয়ে যেন ধানের...
30/07/2025

মাণিক্যনগরে রাস্তার বেহাল অবস্থা l রাস্তার অবস্থা এতটাই বেহাল ও চলাচলের অযোগ্য যে গর্ত, কাদামাটিতে একাকার হয়ে যেন ধানের জমিতে চারা রোপন করার উপযুক্ত হয়ে রয়েছে। ঘটনা সিপাহীজলা জেলার মাণিক্যনগরে।

এলাকাবাসীর অভিযোগ মাণিক্যনগর কালীবাড়ি থেকে কলমচৌড়া যাওয়ার বাইপাস রাস্তাটির চেহারা খুবই করুণ। গ্রামবাসীরা পঞ্চায়েতের প্রধানের কাছে বারবার দাবি জানিয়ে আসছেন সংস্কারের জন্য। রাস্তার অবস্থা খুবই বেহাল। চলাচলের অনুপযুক্ত। রাস্তা দিয়ে পারাপার হওয়া খুবই কষ্ট। প্রায় সময় গাড়ির চাকা গর্তে পড়ে যায়। গ্রামবাসী এসে ধাক্কা দিয়ে কোন রকমে গাড়িগুলিকে পার করে দেয়।

৪-৫ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। গ্রামবাসী রাস্তা সংস্কারের জন্য দাবি করলে প্রশাসনের তরফে বলা হয় সংস্কার করে দেওয়া হবে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই গ্রামবাসীরা এখন নিজেদের উদ্যোগে রাস্তা ও ড্রেন থেকে মাটি কাদা সরিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করছেন।

ত্রিপুরায় শাসক দলের নেতার ঘরেই নেশা কারবারি l শাসক দলের নেতারা বলে বেরান নেশা মুক্ত ত্রিপুরা গড়তে হবে, আর ওই নেতাদের ঘর...
25/07/2025

ত্রিপুরায় শাসক দলের নেতার ঘরেই নেশা কারবারি l শাসক দলের নেতারা বলে বেরান নেশা মুক্ত ত্রিপুরা গড়তে হবে, আর ওই নেতাদের ঘরেই নেশার সাম্রাজ্য। ঘটনা খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে। নেশা কারবারি গ্রেফতার হওয়ার পর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে।
স্থানীয়দের বক্তব্য, এ যেন সর্ষের মধ্যেই ভূত।

বিশেষ করে বর্তমান সময়ে রাজ্য সরকার এবং শাসক দল বা বলা যায় শাসকদলের নেতারা নেশা মুক্ত রাজ্য গঠনের দাবি তুলছেন। কিন্তু এই সমস্ত নেতাদেরই যখন ঘরে নেশার বিস্তার হয় বা নেতাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদতেই যখন নেশার বিস্তার ঘটে তখন কিন্তু বলা যেতেই পারে সর্ষের মধ্যেই ভূত।

সম্প্রতি তেলিয়ামুড়া শহরের জয়নগর এলাকাতে চুরির ঘটনা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এরমধ্যে একজন ব্রাজিল দেববর্মা, যার বাড়ি কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুঞ্জমুড়ায়। ব্রাজিল দাবি করেছে সে ড্রাগসের নেশায় আসক্ত, শুধু আসক্ত না ব্রাজিল এলাকায় ড্রাগসের প্রসারের সাথে যুক্ত।

ব্রাজিলের ব্যক্তিগত পরিচয় হচ্ছে তার বাবা সুনীল দেববর্মা শাসকদলের মণ্ডল স্তরের নেতা। তার কাকা প্রিয় মোহন দেববর্মা শাসকদলের যুব সংগঠনের শীর্ষ স্তরের নেতা। একই বাড়িতে যখন দুই জন নেতা থাকছেন, এই নেতারা নেশার বিরুদ্ধে স্লোগান তুলছেন, আর তাদের বাড়িতেই নেশার সাম্রাজ্যের বিস্তার ঘটছে।

এদিকে ব্রাজিল সহ অন্যান্য ধৃতদের তেলিয়ামুড়া থানার পুলিশ আইন অনুযায়ী আদালতে প্রেরণ করেছে। পুলিশের বক্তব্য তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে আরও চাঞ্চল্যকর খবর হচ্ছে চুরির ঘটনায় নেশায় আসক্ত বা নেশার সাম্রাজ্যের পৃষ্ঠপোষক ব্রাজিলকে রাতে নাকি থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য একাংশ শাসকদলের নেতাদের দৌড়ঝাঁপ হয়েছে।

উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে ছাত্রীদের উপর হামলাকারী দুষ্কৃতীদের গ্ৰেফতরের দাবিতে আবারও পথ অবরোধ করল...
25/07/2025

উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে ছাত্রীদের উপর হামলাকারী দুষ্কৃতীদের গ্ৰেফতরের দাবিতে আবারও পথ অবরোধ করল ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এর কর্মী সমর্থকরা।

উল্লেখ্য, ২২ এপ্রিল ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে একটি ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত কয়েকজন যুবক মহাবিদ্যালয়ের ভেতরে গিয়ে বিশেষ করে ছাত্রীদের উপর আক্রমণ চালায় এবং দু'জন ছাত্রী গুরুতর আহত হয় বলে অভিযোগ।

তাদেরকে দমকল কর্মীরা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেই ঘটনায় দোষী ব্যক্তিদের নাম দিয়ে থানায় অভিযোগ জানানোর পরেও গ্রেফতার করা হয়নি দুষ্কৃতীদের।

গ্রেফতার না করার প্রতিবাদে বুধবার দুপুর থেকে রাত অব্দি ধর্মনগর থানার সামনে পথ অবরোধ করা হয়। পরবর্তীতে অতিরিক্ত জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা অবরোধস্থলে যাওয়ার পর এবিভিপি-এর কর্মী সমর্থকরা ১২ ঘণ্টা সময়সীমা বেঁধে দেয় দুষ্কৃতীদের গ্রেফতার করার জন্য।

তারপরেও আজ গ্রেফতার না করার কারণে এবিভিপি -এর কর্মী সমর্থকরা আবারও থানার সম্মুখে পথ অবরোধে শামিল হয়। জানা যায় এবারকার আন্দোলন আরও বৃহত্তর। বর্তমানে ধর্মনগর থানার সামনে পথ অবরোধ চলছে। এদিকে ধর্মনগর থানায় অবস্থান করছে উত্তর ত্রিপুরার জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

বেহাল রাস্তায় উল্টে গেল গাড়ি, প্রশাসনকে কাঠগড়ায় তুললেন স্থানীয়রা l যে রাস্তায় বাইসাইকেল আরোহীরাও ঝুঁকি নিয়ে চলাচল কর...
24/07/2025

বেহাল রাস্তায় উল্টে গেল গাড়ি, প্রশাসনকে কাঠগড়ায় তুললেন স্থানীয়রা l যে রাস্তায় বাইসাইকেল আরোহীরাও ঝুঁকি নিয়ে চলাচল করেন সেই রাস্তায় বৃহস্পতিবার এক বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হল ডিআই গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার মেলাঘর পূর্ব চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বানিয়া ছড়া সেতু সংলগ্ন একটি গ্রামীণ রাস্তায়। এই রাস্তাটি গোমতী নদীর একেবারে ধারে অবস্থিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের বন্যায় রাস্তার একটি বড় অংশ ধসে পড়ে নদীতে চলে যায়। এর ফলে রাস্তাটি একেবারে ভয়ঙ্কর রূপ নিয়েছে। কিন্তু এতদিনেও প্রশাসন বা পঞ্চায়েত এর কোন সংস্কার করেনি। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার এই ভাঙা অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এই রাস্তা এখন আতঙ্কের।

বৃহস্পতিবার একটি ডিআই গাড়ি ভাঙা রাস্তা পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং একটি গাছের সঙ্গে আটকে যায়।সৌভাগ্যবশত গাড়িতে থাকা কেউই গুরুতর আহত হননি। তবে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল।

স্থানীয়দের অভিযোগ, এই ভাঙা অংশটি পঞ্চায়েত চাইলে রেগার কাজের মাধ্যমে সাময়িকভাবে হলেও মেরামত করতে পারত। কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে কোন উদ্যোগ নেওয়া হয়নি। জনসাধারণের প্রশ্ন আর কত দুর্ঘটনা হলে সংস্কারের কথা ভাববে প্রশাসন। এলাকার মানুষ এখন অবিলম্বে এই রাস্তার ভাঙা অংশটি সংস্কারের দাবি করেছেন। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলন করা হবে।

বিপজ্জনক হয়ে উঠেছে অসম-আগরতলা জাতীয় সড়কের কুমারঘাট থেকে বিরাশিমাইল যাওয়ার কাঞ্চনছড়া এলাকার একটি অংশ। সঠিক সংষ্কারের অভ...
21/07/2025

বিপজ্জনক হয়ে উঠেছে অসম-আগরতলা জাতীয় সড়কের কুমারঘাট থেকে বিরাশিমাইল যাওয়ার কাঞ্চনছড়া এলাকার একটি অংশ। সঠিক সংষ্কারের অভাবে ভেঙে পড়ছে জাতীয় সড়কের অংশ। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কের উপযুক্ত সংষ্কারের দাবি যান চালক থেকে শুরু করে স্থানীয়দের।

কৃষকের জমিতে মই দিয়ে ধানের চারা রোপণ করলেন বিধায়ক l কৃষকের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতার এক অনন্য নজির স্থাপন করলেন সিপাহী...
21/07/2025

কৃষকের জমিতে মই দিয়ে ধানের চারা রোপণ করলেন বিধায়ক l কৃষকের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতার এক অনন্য নজির স্থাপন করলেন সিপাহীজলা জেলার বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন। সম্প্রতি পাওয়ার ট্রিলার দিয়ে জমিতে হাল চাষের পর এবার তিনি গরু দিয়ে হাল চাষ করে সাধারণ মানুষের মন জয় করে নিলেন। শুধু হাল চাষ নয়, জমিতে মই দিয়ে ধানের চারা রোপনের কাজেও অংশ নেন তিনি।

সাথে ছিলেন বিজেপির বক্সনগর মণ্ডলের একাধিক কার্যকর্তা ও কর্মী। ঘটনা আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথে।

জানা গেছে, বুথ সভাপতি ফারুক মিয়া শারীরিক অসুস্থতার কারণে জমির কাজ করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে বিধায়ক স্বয়ং এলাকাবাসী ও দলীয় কার্যকর্তাদের নিয়ে ফারুক মিয়ার জমিতে পৌঁছে যান এবং স্বহস্তে হাল চাষ শুরু করেন। পরে মই দিয়ে ধানের চারা রোপণের কাজও করেন। এমন দৃশ্য দেখতে এলাকার বহু নারী-পুরুষ ভিড় করেন ফসলের মাঠে।

বিধায়ক তফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, এই কাজে নেমে আমার বাবার কথা মনে পড়ে গেছে। তিনি কৃষক ছিলেন। আমি বাবার সাথে ছোটবেলায় ধান চাষ করেছি। আজ সেই স্মৃতি ফিরে এল। কৃষক আমাদের অন্নদাতা, তাদের পাশে থাকা আমার কর্তব্য। তিনি জানান কিছুদিন আগেই বক্সনগরের কৃষকদের জন্য ৩০টি মিনি পাওয়ার ট্রিলার, ৫টি বড় পাওয়ার ট্রিলার প্রদান করা হয়েছে। আগামীতে আরও ৫০টি পাওয়ার ট্রিলার, হ্যান্ড উইটার, সার ও উন্নতমানের বীজ কৃষকদের প্রদান করা হবে। পাশাপাশি সোলার সেচ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎবিহীন অবস্থাতেও সেচের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় এক কৃষক বলেন, এমন বিধায়ক আমরা কোনদিন দেখিনি। তিনি মাঠে নেমে আমাদের সাথে কাজ করেন। আগে পঞ্চায়েতে ধর্ণা দিতে হত। এখন চাওয়ার আগেই সব পাওয়া যায়। এলাকার মহিলা দীপালি দাস বলেন, আমি এতদিন শুধু শুনেছি বিধায়ক মানুষের পাশে থাকেন। কিন্তু আজ নিজের চোখে দেখলাম। একজন বুথ সভাপতির জমিতে নেমে কাজ করছেন, এটা আমাদের কাছে আনন্দের।

এই কর্মসূচিতে ছুটির দিন হওয়ায় সরকারি দুই কর্মচারীও স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। তারা জানান, বিধায়কের এই জনদরদি মনোভাব দেখে তারাও মুগ্ধ। সমগ্র বক্সনগরে বিধায়কের এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে। কৃষকদের মধ্যে ফিরে এসেছে নতুন উদ্যম।

Address

Agartala

Telephone

+9613379011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share