Tripura Aaj Akhon

Tripura Aaj Akhon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tripura Aaj Akhon, News & Media Website, Agartala.

05/04/2023
09/02/2023

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের হাতে রক্তাক্ত দুই যুব সিপিআইএম কর্মী....

09/02/2023

চার বড়জলা কেন্দ্রের বামফ্রন্ট-কংগ্রেস সমর্থিত সিপিআইএমের সুদীপ সরকারের সমর্থনে বিশাল জনসংযোগ মিছিল...

08/02/2023

সিপিআইএম এর জীতেন্দ্র চৌধুরীকে তিপ্রামথা দলে সামিল হওয়ার আহ্বান জানালেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন...

07/02/2023

জনগণ ভোটের পরিবেশ তৈরি করছে বিজেপিকে তাড়াবার জন্য জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী

06/02/2023

ত্রিপুরা প্রাক বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক অশান্তি এবং সংঘর্ষ , কাঠগড়ায় শাসকদল বিজেপি...

পুলিশের সামনেই সিপিআইএম এবং বিজেপি'র কর্মীদের মধ্যে সংঘর্ষ বাগবাসা অঞ্চলে । বামেদের অভিযোগ, হঠাৎ বিজেপির কর্মীরা বাকবিতন্ডা শুরু করে আক্রমণ করে বসে । আক্রান্ত হন সিপিআইএমের এক যুব নেতা অমিতাভ দত্ত । তাও আবার পুলিশের উপস্থিতিতে ।

সোমবার সকালে বাঁধারঘাট কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের একটি বুথ অফিসে ভাঙচুর চালায় বিজেপি । এরপর চলে সিপি আই এম কর্মীদের বাড়িতে ঢুকে ভুকে আক্রমন ।

রবিবার রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পূজন বিশ্বাসের ওপর আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ।

04/02/2023

বামেদের মানিক সরিয়ে হীরক রাজ্যে ফের বিজেপির মানিকের প্রয়োজন কেন?

পাঁচ বছর আগে বামেদের সরিয়ে ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার এনেছিল মানুষ । জনগণকে ডবল মুখ্যমন্ত্রী উপহার দিয়েছে বিজেপি । মানিক সরকারের নেতৃত্বাধীন বাম সরকারকে উৎখাত করতে খোদ প্রধানমন্ত্রী জনসভায় দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন 'মুঝে মানিক নেহি হীরা চাহিয়ে' । কিন্তু হীরক রাজ্যের হীরের টুকরো মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কেনো সরিয়ে কেন্দ্র -রাজ্য অচল -বদল করে ডাক্তার মানিক সাহাকে আনতে হল । জনসমক্ষে এর জবাব এখনো দেয়নি শাসক বিজেপি । জবাব মেলেনি বামেদের মানিক সরিয়ে হীরক রাজ্যে ফের বিজেপির মানিকের প্রয়োজন কেন?

01/02/2023

গণহারে তৃণমূল বর্জন শুরু হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াতে...

রাজ্য জয়ের স্বপ্ন দেখিয়ে অর্ধেক আসনে প্রার্থী দিতে না পারলেও কোন্দল থেমে নেই ত্রিপুরা তৃণমূলেও । প্রদেশ তৃণমূল সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের উপর অনাস্থা জানিয়ে গণহারে তৃণমূল বর্জন শুরু হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াতে ।


31/01/2023

দুর্নীতিবাজদের কাছে বিক্রি হয়েছেন নেতারা: বিজেপি নেত্রীর কন্যা কুন্তলা বিশ্বাস

উচ্চমাধ্যমিক পাশের জাল সার্টিফিকেট দিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন । এটা জানা সত্ত্বেও টিংকু রায়কে উনকোটি জেলার চণ্ডীপুর থেকে প্রার্থী করেছে দল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং সম্বিত পাত্রের দুর্নীতিবাজ নেতার কাছে বিক্রি হয়ে গিয়েছেন । এমন কথা যিনি বলছেন তিনি বিরোধী দলের কেউ নন । বিজেপি নেত্রীর কন্যা কুন্তলা বিশ্বাস । তাঁর দাবি, উনকোটি জেলায় বিজেপি সংগঠনের যখন কেউ ছিল না তখন তাঁর পরিবার সংগঠন গড়ে তোলার ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছে । সব দেখেশুনে অনেকদিন চুপ করে থাকলেও টিংকু রায়কে দল টিকিট দেওয়ায় সামাজিক মাধ্যমে তিনি বাধ্য হয়েই সরব হয়েছেন । সামাজিক মাধ্যমে কুন্তলা সিনহার এই বক্তব্য ভাইরাল হচ্ছে সর্বত্র । আসুন শুনে নি কি বলছেন উনকোটি জেলার বিজেপি নেত্রীর মেয়ে কুন্তলা ।

31/01/2023

ত্রিপুরা বিধানসভা ভোটে মহাজোটের ইঙ্গিত

ভোট বাজারের বড় খবর । ফাঁস করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী নিজেই । মঙ্গলবার সকালে জীতেন্দ্র চৌধুরীকে ফোন করেছেন ত্রিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেব বর্মণ। চল্লিশ আসনে প্রার্থী দিলেও উপজাতি অধ্যুষিত সাব্রুম আসনে জীতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে কাউকে প্রার্থী করেনি মথা । এবার শুরু অন্য সব আসন নিয়েও ভাবনা ।

30/01/2023

ত্রিপুরার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন কের চৌমোহনী এলাকা থেকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন এস ডি এম অফিসে ।

29/01/2023

Tripura Vote 2023: বিজেপির অতৃপ্ত কর্মীদের রোষে আগুন জ্বলছে ত্রিপুরার রাস্তায়.......

Address

Agartala
799002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura Aaj Akhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tripura Aaj Akhon:

Share