31/07/2025
আমাদের সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে—
*আমরা কখনোই টাকার বিনিময়ে রক্ত দান বা গ্রহণ করি না। এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক ও মানবিক উদ্যোগ।*
আজকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমি সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই:
🔴 *যদি কেউ রক্তদানের বিনিময়ে টাকা দাবি করেন বা রোগীর পরিবারের কাছ থেকে আসা-যাওয়ার খরচের জন্য অর্থ চান, তাহলে সেটি আমাদের সংগঠনের নীতির সম্পূর্ণ বিরোধী।*
🔴 *এমন কাউকে পাওয়া গেলে আমরা সেই সদস্যকে দ্রুত শনাক্ত করে গ্রুপ থেকে বহিষ্কার করার উদ্যোগ নেব।*
📌 আমাদের অনুরোধ, যদি কোনও রকম সমস্যায় থাকেন, তাহলে দয়া করে সরাসরি গ্রুপ অ্যাডমিনদের সাথে যোগাযোগ করুন। আপনার সমস্যা আমাদের জানান।
আমরা চেষ্টা করব যথাসাধ্য সহযোগিতা করতে, যেন আপনি রোগীর পাশে দাঁড়াতে পারেন এবং মানবিকতার এই কাজে অংশ নিতে পারেন।
❤️ আমরা হৃদয় থেকে চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমাদের একমাত্র উদ্দেশ্য – *রক্ত দিয়ে জীবন বাঁচানো, কোনোভাবেই অর্থ লেনদেন নয়।*
আসুন, সকলে মিলে এই শুভ উদ্যোগকে সুন্দর ও পবিত্র রাখি।
– *Heartfelt Heaven Blood Donor Cell এডমিন*