
09/07/2025
করবুক মহকুমার অন্তর্গত রামভদ্রা সংলগ্ন জটানবাড়ি-মন্দিরঘাট সড়কে ৯ জুলাই ঘটে গেল ভূমিধ্বস। দুর্যোগের ফলে সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।”
“তবে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এসডিএম কারবুক-এর দুর্যোগ ব্যবস্থাপনা দল। অভিযান চালিয়ে কিছুক্ষণের মধ্যেই সড়ক থেকে ধ্বংসস্তুপ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে তোলা হয়।”