Tripura Update

Tripura Update All Tripura Latest News এর জন্য পেইজটা ফলো করে আমাদের পাশে থাকুন।।
কোন প্রকারের এড " Tripura Update " ফেইসবুক পেইজে দেওয়ার জন্য আমাদেরকে মেসেজ করুন.

রাস্তায় দুর্ঘটনাগ্রস্থ আহত কোন ব্যক্তিকে এক ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে গেলে তাকে ২৫ হাজার টাকা পুরস্কার দেবে সরকার। জান...
02/07/2025

রাস্তায় দুর্ঘটনাগ্রস্থ আহত কোন ব্যক্তিকে এক ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে গেলে তাকে ২৫ হাজার টাকা পুরস্কার দেবে সরকার। জানালেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

জয় মা ত্রিপুরা সুন্দরী 🌺🌺🙏🏻 বড় মাকে কেউ এড়িয়ে যাবেন না 🌺🌺🔱🕉🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🕉🕉🕉??🕉🕉🔱🔱🔱🔱🔱🕉🕉🕉🕉🕉🕉
28/06/2025

জয় মা ত্রিপুরা সুন্দরী 🌺🌺🙏🏻
বড় মাকে কেউ এড়িয়ে যাবেন না 🌺🌺🔱🕉🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🕉🕉🕉??🕉🕉🔱🔱🔱🔱🔱🕉🕉🕉🕉🕉🕉



27/06/2025

জয় জগন্নাথ 🙏

27/06/2025

🙏 জয় জগন্নাথ 🙏

শুভ রথযাত্রা।❤️✨ 2025 জগতের নাথ যিনি, তিনিই জগন্নাথ।❤️জগন্নাথ দেব সবার মঙ্গল করুক, সবাইকে সুস্থ রাখুক।❤️✨জয় জগন্নাথ।⭕‼️...
27/06/2025

শুভ রথযাত্রা।❤️✨ 2025
জগতের নাথ যিনি, তিনিই জগন্নাথ।❤️
জগন্নাথ দেব সবার মঙ্গল করুক, সবাইকে সুস্থ রাখুক।❤️✨

জয় জগন্নাথ।⭕‼️⭕

 #প্রসঙ্গে_pink_Autoআগরতলা শহরে যানজট কমানোর উদ্দেশ্যে সরকার এক অদ্ভুত উপায় বের করেছে। আগরতলা শহরের অটোগুলি গোলাপী রঙ কর...
18/06/2025

#প্রসঙ্গে_pink_Auto
আগরতলা শহরে যানজট কমানোর উদ্দেশ্যে সরকার এক অদ্ভুত উপায় বের করেছে। আগরতলা শহরের অটোগুলি গোলাপী রঙ করে ফেলা হবে,- তাতে আগরতলা মিউনিসিপালিটি এলাকার বাইরের কোন নন-গোলাপী অটোকে আগরতলা শহরে ঘোরাফেরা করতে দেখলেই ট্রাফিক এবং সিন্ডিকেট পাকরাও করবে। অর্থাৎ আগরতলা শহরে নন-গোলাপী অটো মানেই চোর-অপরাধীর মত চলাফেরা করতে হবে।

শুধুমাত্র দুটো ক্ষেত্রে নন-গোলাপী অটোকে আগরতলা শহরে ঢুকতে দেওয়া হবে।

(১) যদি আগরতলার বাইরের কোন রোগী নিয়ে আগরতলায় হাসপাতালে আসে।

(২)যদি আগরতলা এয়ারপোর্টে প্যাসেঞ্জার নিয়ে আসে।

দুটো ক্ষেত্রেই যথাযথ প্রমান সাথে থাকতে হবে। রোগীর কাগজপত্র বা এয়ারপোর্টের টিকিট দেখাতে হবে।

সরকার যানজট কমাতে গিয়ে আরেক জট পাকিয়ে ফেলছে না তো?

★ আগরতলা শহরের বাইরের অটোগুলি যখন আগরতলায় আসে, - হয়ত রিজার্ভ যাত্রী নিয়ে আসে, - নতুবা যাদের পার্মিট আছে তারাই আসে। অবৈধ কোন উপায়ে তো আসেনা। শুধুমাত্র গোলাপী রঙের উপর ভিত্তি করে তাদেরকে এইভাবে শহরে হেনস্থার সম্মুখীন হবার উপায় সৃষ্টি করে এক অদ্ভুত ঝামেলার জন্ম দেবে না তো প্রশাসন?

★ সিন্ডিকেট ও ট্রাফিক অতি উৎসাহিত হয়ে বহিরাগত নন-গোলাপী অটোদের সাথে দুর্ব্যাবহার ও অত্যাচার করলে তার দায়ভার কে নেবে? সিন্ডিকেটগুলি অতি সক্রিয় হয়ে গন্ডগোল পাকাবে না তো? অযথা শত্রু সৃষ্টি করবে না তো? সব সিন্ডিকেটের লোকেরা তো আর ভদ্রলোক নয়!! শহরে অটো ড্রাইভারদের মধ্যে ঝগড়াঝাটি বাড়বে তাতে।

★ আগরতলার গোলাপী অটো যদি কোন কারনে আগরতলার বাইরের এলাকায় যায় প্যাসেঞ্জার নিয়ে,- তখন কি হবে? যদি তাদেরকে তখন আগরতলার বাইরের অটো ড্রাইভাররা মিলে হেনস্থা করে তবে?

★ বাইরের কোন অটো এয়ারপোর্টে প্যাসেঞ্জার নিয়ে আসার সময় হয়ত যাত্রীর কাছে টিকিট থাকবে প্রমানস্বরূপ। কিন্তু প্যাসেঞ্জার ড্রপ করে ফেরার সময় ড্রাইভার কি প্রমান দেখাবে? এয়ারপোর্ট অথরিটি কোন টোকেন দেবে তাদের?

★ গোলাপী অটো কি আগরতলার বাইরের এলাকায় যেতে পারবেনা? সেই ব্যাপারে স্পষ্টভাবে বলা হয় নি। যদি গোলাপি অটো রাজ্যের সর্বত্র অবাধ যাতায়াত করার ক্ষমতা লাভ করে তবে তো ঝামেলা বাড়বে। আগরতলার বাইরের অটো ড্রাইভাররা গোলাপী অটো দেখলেই চাকার হাওয়া বের করে দেবে।।

ভয়ঙ্করতম বিমান দূর্ঘটনা।আজ বেলা দেড়টার পর। গুজরাটে আমেদাবাদের আকাশে।আমেদাবাদ থেকে লন্ডনগামী উড়ান। এয়ার ইন্ডিয়া।২৩০জ...
12/06/2025

ভয়ঙ্করতম বিমান দূর্ঘটনা।
আজ বেলা দেড়টার পর। গুজরাটে আমেদাবাদের আকাশে।
আমেদাবাদ থেকে লন্ডনগামী উড়ান। এয়ার ইন্ডিয়া।
২৩০জন যাত্রী, ১২ জন বিমানকর্মী।
দাউদাউ জ্বলছে। দূর থেকে দেখা যাচ্ছে বিধ্বংসী আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া।
অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক খবর ভারতবাসীর জন্য।

🌺জয় মা কসবেশ্বরী কালী মাতা🌺
09/06/2025

🌺জয় মা কসবেশ্বরী কালী মাতা🌺

🌺 জয় মা ত্রিপুরেশ্বরী 🌺
08/06/2025

🌺 জয় মা ত্রিপুরেশ্বরী 🌺

    আমি রমেন চক্রবর্তী, বাড়ি  মলয়নগর ভোলন দে পাড়া, গত সপ্তাহে আমি কলেজে যাওয়ার পথে একটি ফাইলে আধার কার্ড,পিআরটিসি, ম...
07/06/2025


আমি রমেন চক্রবর্তী, বাড়ি মলয়নগর ভোলন দে পাড়া, গত সপ্তাহে আমি কলেজে যাওয়ার পথে একটি ফাইলে আধার কার্ড,পিআরটিসি, মাধ্যমিক মার্কশিট, এডমিট কার্ড ,উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড, এনরোলমেন্ট কার্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজগুলি আমি ভুলবশত হারিয়ে ফেলি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমার এই নাম্বারে (8837214385/9862427207) যোগাযোগ করলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব ধন্যবাদ।
Contact number: 8837214385/
9862427207

Address

Agartala
Agartala
799001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tripura Update:

Share