News view 365. Com

News view 365. Com This is the Official page of NEWS VIEW 365 News Channel.

Here you Can find all the latest news of Agartala, Tripura.India You can also watch live news of NEWS VIEW 365 in the Live TV on our youtube channel,
Like & follow for latest news of India

18/09/2025

#সিধাই থানার গাঁ\জা বিরোধী অভিযানে হামলা গাঁ/জা চাষীদের, চললো গু\লি,পুলিশের কড়া হুশিয়ারি গাঁ/জা চাষীদের,৪ জনের বিরোদ্ধে পুলিশের মামলা

*খোয়াই সীমান্ত থেকে বিপুল পরিমাণ নকল সূর্য কয়েল জব্দ, বাজারমূল্য প্রায় ₹১.৫ লক্ষ*নিজস্ব সংবাদদাতা, গোপাল সিং, ত্রিপুরাখো...
18/09/2025

*খোয়াই সীমান্ত থেকে বিপুল পরিমাণ নকল সূর্য কয়েল জব্দ, বাজারমূল্য প্রায় ₹১.৫ লক্ষ*

নিজস্ব সংবাদদাতা, গোপাল সিং, ত্রিপুরা

খোয়াই সীমান্তবর্তী সিঙ্গিছড়া এলাকায় বুধবার গভীর রাতের অভিযানে বাংলাদেশ থেকে অবৈধভাবে তোলা ১০ কার্টন (মোট ৩০০ প্যাকেট) নকল সূর্য ব্র্যান্ডের কয়েল আটক করেছে পুলিশ। এই সফল তল্লাশি অভিযান নেতৃত্ব দেন এসআই ফ্রান্সিস হলাম ও তাঁর দল। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৫০,০০০ টাকা বলে পুলিশ সূত্র জানিয়েছে। পুলিশ জানায়, এই সব কয়েল সীমান্তের বেড়া সংলগ্ন স্থল থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ঢুকানো হচ্ছিল। ঘটনাস্থল থেকে গাড়ি কিংবা পাচারের উদ্দেশ্যপ্রণোদিত সরঞ্জামও কন্ট্রোল করে নেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে কোনো গ্রেপ্তারি না হওয়ায় পাচারের সঙ্গে যুক্ত দালাল-চক্রকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয় জনগণের মতে, “সীমান্তঘেষা এলাকায় নকল পণ্য ও পাচারের চেষ্টা নিয়মিতভাবে দেখা যায়। আমাদের নজরদারি ও অভিযান আরও তীব্র করা হচ্ছে—তাই আজকের মতো এমন একটা অভিযান সম্ভব হয়েছে।” সীমান্তবর্তী খোয়াই অঞ্চলে নকল ও অবৈধ পণ্যের মজুত ও পাচার প্রতিহত করতে পুলিশ-সশস্ত্র বাহিনীর যৌথ তল্লাশি অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

*খোয়াইয়ে উৎসব মরসুমের আগে পুলিশের দবঙ্গগিরি, বছরজুড়ে ব্যাপক সাফল্য, পুলিশের জালে এক বাংলাদেশী নাগরিক*✨ নিজস্ব সংবাদদাতা,...
18/09/2025

*খোয়াইয়ে উৎসব মরসুমের আগে পুলিশের দবঙ্গগিরি, বছরজুড়ে ব্যাপক সাফল্য, পুলিশের জালে এক বাংলাদেশী নাগরিক*

✨ নিজস্ব সংবাদদাতা, গোপাল সিং, ত্রিপুরা ✨

নেশামুক্ত খোয়াই গড়ার লক্ষ্যে পুলিশের দবঙ্গগিরি অব্যহত। গাড়ি চেকিং, টহলদারিতে খোয়াই থানার তৎপরতা তুঙ্গে। অবৈধ চোরাচালান এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আসন্ন উৎসব মরসুমকে সামনে রেখে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে ৭০ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গে যৌথভাবে জাতীয় সড়কের ধারে খোয়াই থানার অন্তর্গত বড়বাঘাই এলাকায় গাড়ি তল্লাশি অভিযান চালানো হয়। পাশাপাশি আজ একজন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হলো খোয়াই থানার পুলিশ। ধৃতের নাম জয়ন্ত সরকার (পিতা—ব্রজেন্দ্র সরকার), বাড়ী শ্রীমঙ্গল, বাংলাদেশ।

এদিকে চলতি বছরজুড়ে খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস, খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ডি. কুদিয়ারাসু, খোয়াই থানার ভারপ্রাপ্ত ওসি কৃষ্ণধন সরকার, সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি রঞ্জিত সরকার ও মহিলা থানার ওসি মীণা দেববর্মার তৎপরতায় একাধিক উল্লেখযোগ্য অভিযান এখন পর্যন্ত পরিচালিত হয়েছে যেমন— ক্যানাবিস (গাঁজা): জুলাই ২০২৫-এ দুইটি পৃথক অভিযানে আনুমানিক ২০৭ কেজি গাঁজা উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ₹৫০ লক্ষ। এ ঘটনায় অন্তত ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা ট্যাবলেট: সেপ্টেম্বর ২০২৫-এ তেলিয়ামুরা ও চাকমাঘাট এলাকায় বিশেষ অভিযানে আনুমানিক ₹৩.১ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এ ঘটনায় অন্তত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ মদ (IMFL ও বিদেশি মদ): খোয়াই থানা, সুভাষপার্ক পুলিশ ফাঁড়ি ও মহিলা থানার তল্লাশিতে একাধিকবার কয়েক ডজন থেকে শুরু করে বেশ কয়েকটি কার্টন বোতল উদ্ধার হয়েছে। উদাহরণস্বরূপ, এক অভিযানে আনুমানিক ৭২ বোতল (৭৫০ মি.লি.) জব্দ করা হয়েছে, আবার অন্য অভিযানে ৬ কার্টন মদ ধরা পড়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অন্তত ৭ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। তবে পুলিশের স্থানীয় সোশ্যাল মিডিয়া পোস্টে আরও কয়েকটি ঘটনায় ব্যক্তিদের আটক করার উল্লেখ থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, উৎসব মরসুমের আগেই খোয়াইতে পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানাচ্ছেন খোয়াইবাসী। স্থানীয় মানুষ আশা করছেন, ধারাবাহিক তৎপরতায় খোয়াই জেলা ও মহকুমা অবৈধ ব্যবসার শৃঙ্খল থেকে একদিন মুক্তি পাবে এবং সমাজ আরও নিরাপদ হয়ে উঠবে।

18/09/2025

গন্ডাছড়ায় টিএসসিবি ও আরবিআই-এর যৌথ উদ্যোগে আর্থিক সচেতনতা শিবির; KYC সম্পর্কে সচেতন করা হলো ৩০০ গ্রাহককে

18/09/2025

উদয়পুর অমরপুর সড়কে রুটিন নাকা চেকিং চালানোর সময় পাঁচজন অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ! ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উদয়পুর মহারানী ফাঁড়ি থানার অন্তর্গত মহারানী নাকা পয়েন্টে।

18/09/2025

বিশালগড় বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৯ জন ব্যবসায়ীদের ৯২,৩৪,১৩০ টাকা ক্ষতিপূরণ তুলে দিলেন বিধায়ক

18/09/2025

লংতরাইভ্যালী মহকুমায় ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে আবারো গুরুতর অভিযোগ তুললেন গ্রাহকরা।

18/09/2025

কৈলাসহর আদালত চত্তরের পাশের একটি হোটেলের বারান্দায় গভীর রাতে যুবক ও যুবতীর শা*রী*রি*ক স*ম্প*র্কের সিসি টিভি ফুটেজ ফাঁ*স হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকেই গোটা কৈলাসহর জুড়ে চা*ঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

18/09/2025

খোয়াই জেলা সদর শহরে মহকুমা প্রশাসনের অভিযান বিভিন্ন দোকানে

18/09/2025

ভোট চোর, গদি ছোড় এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে কৈলাসহর জেলা কংগ্রেসের আহবানে শহরের নেতাজি কর্নারে প্রকাশ্য এক সমাবেশ অনুস্টিত হয়েছে

18/09/2025

সুরমা কেন্দ্রের মঙ্গলসিং পাড়াতে একত্রিশ পরিবারের ১৪৫ জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করে

18/09/2025

গোকুলনগর রাস্তার মাথা যাত্রীবাহী অটো ও মাল বোঝাই মেজিক ট্রাকের সংঘর্ষ আহত তিন!

গোকুলনগর রাস্তারমাথা এলাকায় TR01B2229 নাম্বারে একটি যাত্রীবাহী অটো গাড়ির সাথে আগরতলা বিশালগড় গামী TR08A1938 নাম্বারে একটি মাল বুঝাই মেজিক ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় যাত্রীবাহী অটো গাড়িতে থাকা সুভাষ কর্মকার, সুকুমার ভৌমিক সহ এক মহিলা। আহতদের উদ্ধার করে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নিনির্বাপক দপ্তরে কর্মীরা। বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে আহতদের আগরতলা জিডিপি হাসপাতালে রেফার করা হয়।

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when News view 365. Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share