Sojag Tripura

Sojag Tripura News means truth

ত্রিপুরা ফটো জার্নালিস্টসঅ্যাসো'র চিত্র প্রদর্শনী শুরুসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১৯ আগস্ট: বিশ্ব চিত্র দিবস হল ফ...
20/08/2025

ত্রিপুরা ফটো জার্নালিস্টস
অ্যাসো'র চিত্র প্রদর্শনী শুরু

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১৯ আগস্ট: বিশ্ব চিত্র দিবস হল ফটোগ্রাফি শিল্প, ইতিহাস, এবং এর বিকাশকে উদযাপন করার একটি বার্ষিক আন্তর্জাতিক অনুষ্ঠান। এই দিনটি বিশ্বজুড়ে ফটোগ্রাফারদের তাদের কাজ ভাগ করে নেওয়া, ফটোগ্রাফির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এই শিল্পমাধ্যমটির প্রতি তাদের ভালবাসা উৎকর্ষ তুলে ধরার দিন।মঙ্গলবার ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনর উদ্যোগেও যথাযথ মর্যাদায় দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন থেকে শুরু হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৩৮ জন সাংবাদিকের ৭৫ টি ছবি নিয়ে চিত্র প্রদর্শনী।

আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিন দিনের চিত্র প্রদর্শনীর সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজ্যের পর্যটন পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের ডি আই জি কৃষ্ণেন্দু চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রনব সরকার, সমাজসেবী সুব্রত চক্রবর্তীসহ বিশিষ্ট সাংবাদিক, চিত্র সাংবাদিক ও সংবাদ জগতের কর্মীরা। অতিথিরা প্রত্যেকেই শুধু রাজ্যের মধ্যে নয় জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রেও রাজ্যের চিত্র সাংবাদিকদের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অভিষেক দেববর্মা। সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি বক্তব্য রাখেন সভাপতি প্রলয় জিৎ পাল। ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যসোসিয়েশন এবছর ২৫শে পা দিয়েছে। এইটি রৌপ্য জয়ন্তী বর্ষ। এই বছর বহুমুখী চিন্তা ভাবনার রূপরেখা বাস্তবায়ন করার কথা সকলের আলোচনায় উঠে এসেছে। ১৯ আগস্ট থেকে ২১ আগস্ট ২০২৫ তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী থাকবে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। রোজ সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রদর্শনী সর্ব সাধারণের জন্যে খোলা থাকবে। সংগঠনের পক্ষ থেকে এই চিত্র প্রদর্শনীকে সার্বিক সফল করে তোমার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মেঘবালিকা'র অষ্টমবর্ষপূর্তি ২৭ আগস্টসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২০ আগস্ট : আগামী ২৭ আগষ্ট ২০২৫ আগরতলায় আসছে সা র...
20/08/2025

মেঘবালিকা'র অষ্টম
বর্ষপূর্তি ২৭ আগস্ট

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২০ আগস্ট : আগামী ২৭ আগষ্ট ২০২৫ আগরতলায় আসছে সা রে গা মা পা চ্যাম্পিয়ন অর্কদীপ মিশ্র এবং তার দল 'দ্য ফোক ডায়েরিজ'। 'মেঘবালিকা'র অষ্টম বর্ষপূর্তি উদযাপনে এই সুরের মহাযজ্ঞে আপনিও সামিল হোন। প্রবেশপত্র বীনামূল্যে সংগ্রহ করুন 'ত্রিপুরা দর্পণ' অফিস (কর্ণেল চৌমুহনী) বা মেঘবালিকা'র সদস্যাদের কাছ থেকে।

২৭শে আগষ্ট ২০২৫
রবীন্দ্র ভবন হল নং- ১

অবশেষে এস টি পি জি টি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো TRBT
18/08/2025

অবশেষে এস টি পি জি টি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো TRBT

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্টস্ অ্যাসোসিয়েশন আয়োজিত ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনীতে সকলকে সাদর আমন...
18/08/2025

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্টস্ অ্যাসোসিয়েশন আয়োজিত ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনীতে সকলকে সাদর আমন্ত্রণ। আপনাদের ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে একবার ঘুরে যাওয়ার অনুরোধ রইল।

তারিখ : ১৯-২১ আগস্ট
স্থান : আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন
সময় : সকাল ১১:৩০ থেকে সন্ধ্যা ০৮:৩০ পর্যন্ত

হাওড়া নদী ও কাটাখাল সংলগ্ন বাঁধের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি।
18/08/2025

হাওড়া নদী ও কাটাখাল সংলগ্ন বাঁধের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি।

স্বাধীনতা দিবস পালিত শান্তিরবাজারেসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। শান্তিরবাজার, ১৫ আগস্ট : সারা রাজ্যের সঙ্গে শান্তিরবাজার মহ...
17/08/2025

স্বাধীনতা দিবস পালিত শান্তিরবাজারে

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। শান্তিরবাজার, ১৫ আগস্ট : সারা রাজ্যের সঙ্গে শান্তিরবাজার মহকুমায়ও যথাযোগ্য মর্যাদায় ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ের মাঠে অয়োজিত মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক প্রমোদ রিয়াং।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সদস্য শম্ভু মানিক, শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা, মহকুমা শাসক মনিষ কুমার সাহা, মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা প্রমুখ।

17/08/2025

গৌরীশঙ্কর বস্ত্রালয়ের বিভিন্ন অফার

গৌরীশঙ্কর বস্ত্রালয়ের বিভিন্ন পুজোকালেকশান ও কেনাকাটার সূচনাসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১৭ আগস্ট : আসন্ন শারদ উৎ...
17/08/2025

গৌরীশঙ্কর বস্ত্রালয়ের বিভিন্ন পুজো
কালেকশান ও কেনাকাটার সূচনা

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১৭ আগস্ট : আসন্ন শারদ উৎসব উপলক্ষ্যে রাজধানীর মসজিদ রোডস্থিত গৌরীশঙ্কর বস্ত্রালয়ের বিভিন্ন পুজো কালেকশান ও কেনাকাটার আনুষ্ঠানিক সূচনা হয় রবিবার। এদিন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের ইন্দ্রাত্মানন্দ জী মহারাজের হাত ধরে এই বিশেষ কেনাকাটার উদ্বোধন হয়।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে গৌরীশঙ্কর বস্ত্রালয়ের বিভিন্ন পুজো কালেকশান ও কেনাকাটার আনুষ্ঠানিক সূচনা করেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের ইন্দ্রাত্মানন্দ জী মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, বিশিষ্ট সমাজ সেবিকা জয়া দেব, অভিনয় জগতের অন্যতম শিল্পী রাজ্যের গর্ব সায়ন্তিকা নাথ, সমিতির সম্পাদক জয়ন্ত সাহা, গৌরীশঙ্কর বস্ত্রালয়ের কর্ণধার প্রফুল্ল চক্রবর্তীসহ অন্যান্য অতিথিরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌরীশঙ্কর বস্ত্রালয়ের কর্মকর্তারা জানান, আসন্ন শারদ উৎসব উপলক্ষ্যে এবারের পুজো কালেকশান ও কেনাকাটায় গাড়ি, স্কুটিসহ বিভিন্ন ধামাকাদার অফারের পাশাপাশি এবারের পুজোয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের রকমারি শাড়ি, কুর্তি সবই পাওয়া যাবে সুলভ মূল্যে। এছাড়া কর্নাটকের মাইসোর সিল্ক থেকে শুরু করে পৈঠানি, বেনারসের মাশরু কাতান, টিসু বেনারসি, ব্যাঙ্গালোর সাটিন, জামদানি ব্লাউজসহ সবই পাওয়া যাবে একই ছাদের তলায়। শাড়ি কেনাকাটায় থাকছে ১০০ টাকা থেকে শুরু করে ২৫% অব্দি ছাড়। গ্রাহকদের সুবিধার্থে ফার্স্ট ফ্লোরে থাকছে কুর্তির জন্য আরও বড় কাউন্টার‌। সেই সাথে সমিতির যৌথ উদ্যোগে থাকছে এক বিরল অফার যাতে করে প্রতিটি এক হাজার টাকা কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। লাকি বিজেতারা পেয়ে যাবেন প্রথম পুরস্কার হিসেবে গাড়ি। সেই সাথে থাকছে স্কুটি ও অনেক পুরস্কার।

রাজধানীর দুর্গাবাড়িতে দেবী মাতা মনসা বন্দনা।
17/08/2025

রাজধানীর দুর্গাবাড়িতে দেবী মাতা মনসা বন্দনা।

16/08/2025

১৭ আগস্ট আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তনীদের এক প্রদর্শনী ম্যাচ।
উদ্বোধক : মুখ্যমন্ত্রী মানিক সাহা

জন্মাষ্টমীর শুভেচ্ছা 🌼🕯️🎈
16/08/2025

জন্মাষ্টমীর শুভেচ্ছা 🌼🕯️🎈

Address

Agartala

Telephone

+919862148951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sojag Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sojag Tripura:

Share