
20/08/2025
ত্রিপুরা ফটো জার্নালিস্টস
অ্যাসো'র চিত্র প্রদর্শনী শুরু
সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১৯ আগস্ট: বিশ্ব চিত্র দিবস হল ফটোগ্রাফি শিল্প, ইতিহাস, এবং এর বিকাশকে উদযাপন করার একটি বার্ষিক আন্তর্জাতিক অনুষ্ঠান। এই দিনটি বিশ্বজুড়ে ফটোগ্রাফারদের তাদের কাজ ভাগ করে নেওয়া, ফটোগ্রাফির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এই শিল্পমাধ্যমটির প্রতি তাদের ভালবাসা উৎকর্ষ তুলে ধরার দিন।মঙ্গলবার ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনর উদ্যোগেও যথাযথ মর্যাদায় দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন থেকে শুরু হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৩৮ জন সাংবাদিকের ৭৫ টি ছবি নিয়ে চিত্র প্রদর্শনী।
আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিন দিনের চিত্র প্রদর্শনীর সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজ্যের পর্যটন পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের ডি আই জি কৃষ্ণেন্দু চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রনব সরকার, সমাজসেবী সুব্রত চক্রবর্তীসহ বিশিষ্ট সাংবাদিক, চিত্র সাংবাদিক ও সংবাদ জগতের কর্মীরা। অতিথিরা প্রত্যেকেই শুধু রাজ্যের মধ্যে নয় জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রেও রাজ্যের চিত্র সাংবাদিকদের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অভিষেক দেববর্মা। সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি বক্তব্য রাখেন সভাপতি প্রলয় জিৎ পাল। ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যসোসিয়েশন এবছর ২৫শে পা দিয়েছে। এইটি রৌপ্য জয়ন্তী বর্ষ। এই বছর বহুমুখী চিন্তা ভাবনার রূপরেখা বাস্তবায়ন করার কথা সকলের আলোচনায় উঠে এসেছে। ১৯ আগস্ট থেকে ২১ আগস্ট ২০২৫ তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী থাকবে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। রোজ সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রদর্শনী সর্ব সাধারণের জন্যে খোলা থাকবে। সংগঠনের পক্ষ থেকে এই চিত্র প্রদর্শনীকে সার্বিক সফল করে তোমার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।