15/09/2025
পূর্ব মেদিনীপুরে লংতরাই'র
“রাঁধুনি মিট ও ডিলার মিট"
তমলুক, ১৫ সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুরের তমলুকের আশীর্বাদ ভবনে রবিবার প্রখ্যাত এফ এম সি জি ব্র্যান্ড লংতরাই-এর উদ্যোগে “রাঁধুনি মিট ও ডিলার মিট – ২০২৫” অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বিশেষ আয়োজনে যোগ দেন দক্ষ রন্ধনশিল্পী, সম্মানিত ডিলার ও ডিস্ট্রিবিউটরবৃন্দ, যাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রন্ধনশিল্পীদের সৃজনশীল পরিবেশনা। অন্যদিকে ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে গঠনমূলক আলোচনা হয় বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। রন্ধন ও বাণিজ্যের এই অনন্য সমন্বয়কে উপস্থিত সকলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান দিপেন্দ্র নারায়ণ রায়। তিনি লংতরাই-এর এই প্রয়াসকে উচ্চ প্রশংসা করে বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু বাণিজ্যকে নয়, সমাজ ও ব্র্যান্ডের সম্পর্ককেও আরও দৃঢ় করে।” সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রসিদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান নন্দ দুলাল সাহা অ্যান্ড সন্স-এর প্রতিনিধিবৃন্দ, যাঁরা লংতরাই-এর অন্যতম বিশ্বস্ত পরিবেশক।
কোম্পানির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ, এইচ আর ম্যানেজার সুপ্রিয়া গোপ, এরিয়া সেলস ম্যানেজার প্রিন্স কুমার সিকদার এবং অন্বেষা সিংহ। বিশেষভাবে উল্লেখযোগ্য, লংতরাই-এর ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ নিজে অনুষ্ঠানে যোগ দিয়ে অতিথি ও অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন। তার নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং ব্র্যান্ডকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার দূরদর্শিতা সকলের প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত বিশিষ্টজনেরা একবাক্যে মত প্রকাশ করেন যে, ওনার নেতৃত্বে লংতরাই আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছাবে।
ত্রিপুরায় শিকড় রেখে শুরু হওয়া লংতরাই আজ পশ্চিমবঙ্গসহ সমগ্র পূর্ব ভারতের বাজারে সুপ্রতিষ্ঠিত একটি এফ এম সি জি ব্র্যান্ড। প্রতিষ্ঠাতা রতন দেবনাথের লক্ষ্য ত্রিপুরার গর্ব এই ব্র্যান্ডকে আগামী দিনে জাতীয় স্তরে এফ এম সি জি শিল্পের শীর্ষস্থানে প্রতিষ্ঠিত করা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী রাঁধুনি, খুচরো ব্যবসায়ী, ডিলার ও ডিস্ট্রিবিউটরদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা সমগ্র অনুষ্ঠানকে এক স্মরণীয় আবহে পরিণত করেছে।