Sojag Tripura

Sojag Tripura News means truth

15/09/2025

পূর্ব মেদিনীপুরে লংতরাই'র
“রাঁধুনি মিট ও ডিলার মিট"

তমলুক, ১৫ সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুরের তমলুকের আশীর্বাদ ভবনে রবিবার প্রখ্যাত এফ এম সি জি ব্র্যান্ড লংতরাই-এর উদ্যোগে “রাঁধুনি মিট ও ডিলার মিট – ২০২৫” অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বিশেষ আয়োজনে যোগ দেন দক্ষ রন্ধনশিল্পী, সম্মানিত ডিলার ও ডিস্ট্রিবিউটরবৃন্দ, যাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রন্ধনশিল্পীদের সৃজনশীল পরিবেশনা। অন্যদিকে ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে গঠনমূলক আলোচনা হয় বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। রন্ধন ও বাণিজ্যের এই অনন্য সমন্বয়কে উপস্থিত সকলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান দিপেন্দ্র নারায়ণ রায়। তিনি লংতরাই-এর এই প্রয়াসকে উচ্চ প্রশংসা করে বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু বাণিজ্যকে নয়, সমাজ ও ব্র্যান্ডের সম্পর্ককেও আরও দৃঢ় করে।” সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রসিদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান নন্দ দুলাল সাহা অ্যান্ড সন্স-এর প্রতিনিধিবৃন্দ, যাঁরা লংতরাই-এর অন্যতম বিশ্বস্ত পরিবেশক।

কোম্পানির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ, এইচ আর ম্যানেজার সুপ্রিয়া গোপ, এরিয়া সেলস ম্যানেজার প্রিন্স কুমার সিকদার এবং অন্বেষা সিংহ। বিশেষভাবে উল্লেখযোগ্য, লংতরাই-এর ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ নিজে অনুষ্ঠানে যোগ দিয়ে অতিথি ও অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন। তার নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং ব্র্যান্ডকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার দূরদর্শিতা সকলের প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত বিশিষ্টজনেরা একবাক্যে মত প্রকাশ করেন যে, ওনার নেতৃত্বে লংতরাই আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছাবে।

ত্রিপুরায় শিকড় রেখে শুরু হওয়া লংতরাই আজ পশ্চিমবঙ্গসহ সমগ্র পূর্ব ভারতের বাজারে সুপ্রতিষ্ঠিত একটি এফ এম সি জি ব্র্যান্ড। প্রতিষ্ঠাতা রতন দেবনাথের লক্ষ্য ত্রিপুরার গর্ব এই ব্র্যান্ডকে আগামী দিনে জাতীয় স্তরে এফ এম সি জি শিল্পের শীর্ষস্থানে প্রতিষ্ঠিত করা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী রাঁধুনি, খুচরো ব্যবসায়ী, ডিলার ও ডিস্ট্রিবিউটরদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা সমগ্র অনুষ্ঠানকে এক স্মরণীয় আবহে পরিণত করেছে।

15/09/2025

Engineer's day celebration at Agartala, Tripura by Govt of Tripura in association with IEI and other departments and Engineering Institutions.

Assam down town University Celebratesits 16th Foundation Day with Splendor----------------------------------------------...
15/09/2025

Assam down town University Celebrates
its 16th Foundation Day with Splendor
------------------------------------------------

Assam down town University (AdtU) commemorated its 16th Foundation Day with a grand celebration at the campus amphitheatre, uniting faculty, students, dignitaries, and guests to reflect on the university’s journey of academic excellence and social impact.

The day began with a ceremonial flag hoisting by Hon’ble Dean of Studies, Prof. Bandana Dutta, at the Bornadi Block, followed by the National Anthem and the AdtU Anthem, setting a tone of pride and unity.

The formal proceedings included the felicitation of distinguished guests and the inauguration of a special documentary by Chief Guest, Dr. Partha Sarathi Mahanta, Commissioner of Police, Guwahati. The documentary showcased AdtU’s milestones, while Dr. Mahanta’s keynote address inspired the audience with his vision and thought-provoking insights.

Cultural vibrancy marked the day, with performances of Borgeet, Bhortaal, modern songs, and traditional dances such as the Boro Dance and a Fusion Dance, highlighting the rich talent and diversity of the AdtU community.

In their addresses, Hon’ble Chancellor Dr. N. N. Dutta and Vice Chancellor Prof. N. C. Talukdar shared the university’s vision for the future, applauding the dedication and collective efforts that have elevated AdtU to its present standing.

A key highlight of the occasion was the release of the AdtU magazine by Guest of Honour, Sri Naresh Kalita, Editor of Niyamiya Barta. His inspiring address further enriched the event. The ceremony also recognized excellence across the university community through awards for student achievements, faculty distinction, innovative teaching, impactful research, long service, and outstanding support staff. Nearly ₹50 lakh was awarded in recognition of contributions by research publishers, academic and non-academic staff.

The celebration concluded with the singing of the Assam State Anthem and a heartfelt Vote of Thanks by the Chairperson, leaving the audience with cherished memories of the day.

The 16th Foundation Day was a true testament to Assam down town University’s values of knowledge, innovation, and community engagement, reaffirming its mission to shape the future through quality education and holistic development.

The traditional Neermahal Jal Utsav 2025 will be held at Rajghat in Melaghar from September 12th -14th, 2025. Join us to...
11/09/2025

The traditional Neermahal Jal Utsav 2025 will be held at Rajghat in Melaghar from September 12th -14th, 2025.
Join us to experience boat races, group yoga asana competition, swimming competition, cultural shows & more.

আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষ্যে রাজ্য সরকারের সমস্ত দপ্তর বন্ধ থাকবে বলে জানা...
10/09/2025

আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষ্যে রাজ্য সরকারের সমস্ত দপ্তর বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সাধারণ প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করেছে। তবে এই সময়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কাজ চলমান রাখতে কিছু কর্মচারীকে দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে।

10/09/2025

হোটেল পোলো টাওয়ারের
পুজোর মহাভোজ - ২০২৫

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১০ সেপ্টেম্বর : দুর্গোৎসব উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর (ষষ্ঠী থেকে দশমী) পর্যন্ত আগরতলার হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত হবে পুজোর মহাভোজ - ২০২৫।

সাংবাদিক সম্মেলন করে হোটেল পোলো টাওয়ার্স গ্রুপের ক্লাসটার জেনারেল ম্যানেজার গুঞ্জন কুমার জানান, এক বছরের প্রতীক্ষার পর আবারও ফিরে এলো দুর্গোৎসব। তাই আবারও হোটেল পোলো টাওয়ার আগরতলায় তাদের Three81 রেস্টুরেন্টে নিয়ে এসেছে পুজোর মহাভোজ - ২০২৫। পুজো উপলক্ষ্যে আগরতলাবাসীদের অথেন্টিক বাঙালি যাবারের স্বাদ দিতে তারা বিগত বছরের মতন এবারও বিশাল আয়োজন করেছেন। উল্লেখ্য, এইবার সিস্টার গুড়ো মশলার সহ আয়োজনে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১২টা অবধি এই মহাভোজের আয়োজন করা হয়েছে। আরও বিস্তারিত জানতে তাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করার অনুরোধ করেন। আর তাদের অফিসিয়াল রেডিও পার্টনার 92.7 Big FM শুনতে থাকুন, যাতে আপনারা আকর্ষণীয় অফার ও প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন রকমের চিত্তাকর্ষক পুরস্কার ও কমপ্লিমেন্টারি পুজোর মহাভোজ বুফের ভাউচারসহ কমপ্লিমেন্টারি নাইট স্টে পেতে পারেন আগরতলাস্থিত হোটেল পোলো টাওয়ারে। বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে ওয়েলকাম ঢাক, বাউল মিউজিক ও অথেনটিক বাঙালি খাবারের সুব্যবস্থা।

সারেগামাপা মঞ্চে অনন্যা ও কিষানসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ৯ সেপ্টেম্বর : 'জি বাংলা' আয়োজিত জনপ্রিয় রিয়েলিটি শ...
10/09/2025

সারেগামাপা মঞ্চে অনন্যা ও কিষান

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ৯ সেপ্টেম্বর : 'জি বাংলা' আয়োজিত জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা মঞ্চে গান গাইবার সুযোগ পেলেন রাজ্যের দুই প্রতিভাবান শিল্পী অনন্যা সরকার ও কিষান দাস।

রাজ্যের একমাত্র মহিলা পরিচালিত ব্যান্ড 'মেঘবালিকা'র হাত ধরে ত্রিপুরা ছাড়াও অন্যান্য রাজ্যের মঞ্চে দাপিয়ে বেড়িয়েছেন অনন্যা সরকার। বর্তমানে তিনি পৌঁছালেন 'জি বাংলা' আয়োজিত জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা মঞ্চে। অবিরাম গান গেয়ে মাতিয়ে চলেছেন মঞ্চ। জাতীয় স্তরের মঞ্চে অনন্যা সরকারের এই অনন্য যাত্রায় তাকে শুভেচ্ছা জানিয়েছে 'মেঘবালিকা'। এদিকে রাজ্যের সন্তান কিষান দাসও 'জি বাংলা' আয়োজিত জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা মঞ্চে গান গাইবার সুযোগ পেয়েছেন। তারা যাতে সেরার সেরা হয়ে উঠতে পারে এটাই কামনা রাজ্যবাসীর। সামাজিক মাধ্যমে দুই প্রতিভাবান সংগীত শিল্পীকে প্রতিনিয়ত শুভেচ্ছা জানাতে লক্ষ্য করা যাচ্ছে।
Ananya Sarkar Meghbalika

10/09/2025

FASHION STUDIO & AJANTA TEXTILES
Sarees & Salwars - United & Best offers
Surya Chowmuhani, Beside Sreeleathers HGB Road, Agartala, Tripura (W)

উন্মত্ত জনতার দখলে নেপালেরসংসদ ভবন, পদত্যাগ প্রধানমন্ত্রীরবিশেষ প্রতিনিধি ।। ৯ সেপ্টেম্বর : অবশেষে আন্দোলনকারীদের চাপের ...
09/09/2025

উন্মত্ত জনতার দখলে নেপালের
সংসদ ভবন, পদত্যাগ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি ।। ৯ সেপ্টেম্বর : অবশেষে আন্দোলনকারীদের চাপের মুখে ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। সংসদ ভবনের সমস্ত দরজা খুলে দিল সেনা। দরজা খুলতেই ঢুকে পড়ল উন্মত্ত জনতা। নেপালের অর্থমন্ত্রীকে ফেলে মারধর। প্রাণ বাঁচাতে দৌড়। বিদ্রোহীদের হাতে ঘুরছে সেনার অস্ত্র।

আজ উপ-রাষ্ট্রপতি নির্বাচনসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : আজ (মঙ্গলবার) দেশের উপ-রাষ্ট্রপতি পদে নির...
09/09/2025

আজ উপ-রাষ্ট্রপতি নির্বাচন

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : আজ (মঙ্গলবার) দেশের উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন। চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন নরেন্দ্র মোদিসহ অন্যান্য দলের সাংসদরা।

আচমকা অবসর নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। আজ তাঁর উত্তরসূরি নির্বাচন হবে। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ভোট গণনা। মঙ্গলবার রাতের মধ্যেই জানা যাবে, দেশের পরবর্তী উপ-রাষ্ট্রপতি কে হচ্ছেন।

09/09/2025

Grand Opening of New Showroom
FASHION STUDIO & AJANTA TEXTILES
Sarees & Salwars - United
Surya Chowmuhani, Beside Sreeleathers HGB Road, Agartala, Tripura (W)

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাউথ কোরিয়াকে হারিয়ে ভারত এশিয়া চ্যাম্পিয়ন।
09/09/2025

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাউথ কোরিয়াকে হারিয়ে ভারত এশিয়া চ্যাম্পিয়ন।

Address

Agartala

Telephone

+919862148951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sojag Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sojag Tripura:

Share