09/02/2025
আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পথ দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক বৃদ্ধের, আহত আরও চার।
আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পথ দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের।আহত আরো চার।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন দীঘলবাক লিঙ্ক রোডে।জানা গেছে,রবিবার সকালে দীঘলবাক লিঙ্ক রোডের ইয়ামাহা সার্ভিসিং সেন্টারের সামনে TR05A/2118 নম্বরের একটি হাই স্পিড টমটম এবং একটি TR05G/1812 নম্বরের চার চাকার মালবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে।আর মুখোমুখি সংঘর্ষে হাই স্পিড টমটমটি দুমড়েমুচড়ে যায়।তাতে টমটমের সামনে বসে থাকা এক বৃদ্ধ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।সাথে গুরুতর ভাবে আহত হয় টমটম চালক সহ দুই শিশু ও এক মহিলা।প্রত্যক্ষদর্শীরা ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘড়ি ধর্মনগর দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।তবে আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।সাথে মৃত বৃদ্ধকে জেলা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।জানা গেছে,মৃত বৃদ্ধের নাম আব্দুল লতিফ।বাড়ি পূর্ব বটরসি এলাকায়।সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।জানা গেছে সকলেই কদমতলা থানাধীন ইছাই টুলগাও এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঘটে এই দূর্ঘটনা।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ।পুলিশ দূর্ঘটনা গ্রস্হ গাড়ি দুটিকে তাদের হেফাজতে নিয়ে একটি পথ দূর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।