
05/08/2025
তেলিয়ামুড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় এক লরি চালকের মৃত্যু ঘিরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, যদি কারো গাফিলতির প্রমাণ মেলে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ঘিরে প্রশাসনিক তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে।