Independent News Tripura

Independent News Tripura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Independent News Tripura, Media/News Company, Agartala.

Tripura's Fearless 4th Pillar of Democracy- INT NEWS
The most Uncluttered news & views from the Northeast India delivered with the Gold Standard of Journalism by 'INDEPENDENT NEWS TRIPURA'

Contact us for Advertising opportunities:
[email protected]

12/01/2026

ICC এর #শর্ত! ভারতে খেলা হলে বাংলাদেশি দর্শকরা বাংলাদেশের #পতাকা ও জার্সি পড়তে পারবে না, বিশ্বকাপ দল থেকে মোস্তাফিজকে বাদ দিতে...! : প্রতিক্রিয়া দিলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

Independent News Tripura

#বাংলাখবর #ত্রিপুরা #বাংলাদেশ

12/01/2026

'মামুদ থেকে ঔরঙ্গজেব, বারবার মুসলিম শাসকদের হাতে ধ্বংস হয়েও অটুট সোমনাথ মন্দির! বহুবার এই পবিত্র স্থানে হামলা হয়েছে' : সোমনাথ মন্দিরের হাজার বছরের ইতিহাস স্মরণ করে বার্তা মোদীর
Independent News Tripura

#বাংলাখবর #ত্রিপুরা

বিজেপির  #জনবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ  #লড়াইয়ের ডাক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর!রাজ্য ও কেন্দ্রে বিজেপি সরকার...
12/01/2026

বিজেপির #জনবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ #লড়াইয়ের ডাক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর!

রাজ্য ও কেন্দ্রে বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও নিপীড়নের বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ ও তীব্র আন্দোলনের আহ্বান জানালেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য জিতেন চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন সমাজের নিপীড়িত ও দরিদ্র মানুষের কোনও ভবিষ্যৎ নেই।

আগরতলার মেলারমাঠ এলাকায় কৃষক ক্ষেত মজুর ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপুরা হরিজন উন্নয়ন কমিটির দশম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জিতেন চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিদিনই সংবাদমাধ্যমে নিপীড়িত শ্রেণি ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর প্রকাশ পাচ্ছে, যা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য মারাত্মক হুমকি।

জিতেন চৌধুরী অভিযোগ করেন, বিজেপি সরকার কর্পোরেট স্বার্থে জাতীয় সম্পদ বেসরকারি হাতে তুলে দিচ্ছে। প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রও কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। তাঁর মতে, সরকারি ক্ষেত্র বেসরকারিকরণ হলে সংরক্ষণ ব্যবস্থার কোনও ভবিষ্যৎ থাকবে না এবং এর ফলে দেশের নিপীড়িত ও পিছিয়ে পড়া মানুষ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবে।

সম্মেলনে প্রাক্তন বিধায়ক সুধন দাস ও রতন ভৌমিকও বক্তব্য রাখেন। সম্মেলনের শেষে সংগঠনের নতুন রাজ্য কমিটি ও সচিবমণ্ডলী গঠন করা হয়। শঙ্কর বর্মা হরিজন পুনরায় সভাপতি এবং পার্থ বাসফোর সম্পাদক নির্বাচিত হওয়ায় নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকল।
Independent News Tripura

#বাংলাখবর #ত্রিপুরা

12/01/2026

দেশের #প্রথম বন্দে ভারত স্লিপার! হাওড়া- #গুয়াহাটি (কামাখ্যা) রুটে।

আগামী ১৭ জানুয়ারি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নতুন ট্রেন সরাসরি যুক্ত করবে গুয়াহাটি - উত্তরবঙ্গ-কলকাতাকে।
Independent News Tripura

#বাংলাখবর #ত্রিপুরা

12/01/2026

'নেই কোন ভারতীয় #নথিপত্র! মেলাঘর থানার পুলিশ ১৫ #হাজার টাকা খেয়েছে, শাশুড়ির বাড়ি বাংলাদেশে, আমাকে #দালাল ধরিয়ে এনেছে' : বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ 'বাংলাদেশী' মেয়ের
Independent News Tripura

#বাংলাখবর #ত্রিপুরা #বাংলাদেশ

‘ভেনেজুয়েলার  #প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’, ভেনেজুয়েলা  #দখলে সিলমোহর দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প!ভেনেজুয়েলা (Venezuela)...
12/01/2026

‘ভেনেজুয়েলার #প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’, ভেনেজুয়েলা #দখলে সিলমোহর দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প!

ভেনেজুয়েলা (Venezuela) দখলে সিলমোহর দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! গোটা বিশ্বের তথ্যভাণ্ডার উইকিপিডিয়াতে সোমবার সকালে দেখা, ভেনেজুয়েলার কার্যকরী প্রেসিডেন্ট হিসাবে লেখা রয়েছে ট্রাম্পের নাম। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ডেলসি রডরিগেজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে বসিয়ে বকলমে দেশ চালাচ্ছেন ট্রাম্পই। কিন্তু একেবারে সরাসরি প্রেসিডেন্ট হিসাবেই লিখে দেওয়া হল ট্রাম্পের নাম!

ভারতীয় সময় সোমবার সকালে নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে একটি স্ক্রিনশট শেয়ার করেন ট্রাম্প। সেটা দেখে বোঝা যাচ্ছে, উইকিপিডিয়া পেজ থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে। ট্রাম্পের পরিচয় হিসাবে সবার উপরে রয়েছে তাঁর অফিশিয়াল পোর্ট্রেট। তারপরেই লেখা,’ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট’ অর্থাৎ ভেনেজুয়েলার কার্যকরী ‘শাসক’। খানিকক্ষণ পরে উইকিপিডিয়া থেকে ওই কথাটি সরিয়ে নেওয়া হয়। তবে ভাইরাল হয়ে গিয়েছে ট্রাম্পের পোস্ট করা স্ক্রিনশট।

গত ৩ জানুয়ারি গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় মার্কিন সেনা। মাত্র আধ ঘণ্টার অপারেশনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনা। ভেনেজুয়েলা থেকে মাদুরোকে নিয়ে এসে বন্দি করা হয়েছে মার্কিন জেলে। ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডেলসি রডরিগেজ। কিন্তু তেল বিক্রি থেকে শুরু করে বিদেশনীতি-কারাকাসের যাবতীয় কার্যকলাপ বকলমে নিয়ন্ত্রণ করছে ওয়াশিংটনই।

রবিবারই সোশাল মিডিয়ায় কোনও এক নেটিজেনের মত ছিল, ‘কিউবার প্রেসিডেন্ট হবেন বিদেশসচিব মার্কো রুবিও।’ সেই মন্তব্যে ট্রাম্পের উত্তর, ‘ব্যাপারটা হলে তো ভালোই হবে।’ তার পরের দিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প নিজের নাম ‘ঘোষণা’ করায় তুঙ্গে উঠেছে আন্তর্জাতিক মহলের চর্চা। এবার কি তাহলে একে একে ভেনেজুয়েলা-কিউবার মতো দেশগুলিতে উপনিবেশ গড়তে চলেছেন ট্রাম্প? কেবল বাজার দখল নয়, পুরোপুরি দেশ দখল করে তবেই ক্ষান্ত হবেন মার্কিন প্রেসিডেন্ট?

উল্লেখ্য, মাদুরোকে অপহরণের পরেই ট্রাম্প বলেছিলেন এবার ভেনেজুয়েলাকে পরিচালনা করবে ওয়াশিংটন। তবে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে ক্ষমতা না দিয়ে মাদুরো প্রশাসনের মন্ত্রী ডেলসিকে প্রেসিডেন্ট পদে বসান ট্রাম্প। এহেন পরিস্থিতিতে ট্রাম্পের সোশাল মিডিয়া পোস্ট কি ভেনেজুয়েলার উপর মার্কিন ‘দখলদারি’র সিলমোহর?
Independent News Tripura

#বাংলাখবর #ত্রিপুরা

বিবেকানন্দের জন্মজয়ন্তীতে  #কূটনৈতিক মাইলফলক: মোদী–শোলৎস বৈঠকে ভারত-জার্মানির চার  #ঐতিহাসিক চুক্তি!স্বামী বিবেকানন্দের...
12/01/2026

বিবেকানন্দের জন্মজয়ন্তীতে #কূটনৈতিক মাইলফলক: মোদী–শোলৎস বৈঠকে ভারত-জার্মানির চার #ঐতিহাসিক চুক্তি!

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর তাৎপর্যপূর্ণ দিনে ভারত-জার্মানি কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাল। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎসের নয়াদিল্লি সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নিরাপত্তা, প্রযুক্তি, শিক্ষা ও ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থাসহ চারটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিগুলিকে ভবিষ্যতের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুদূরপ্রসারী রোডম্যাপ হিসেবে দেখা হচ্ছে, যা দুই দেশের সম্পর্ককে আরও কৌশলগত ও বহুমাত্রিক করে তুলল।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ চুক্তিটি হয়েছে কৌশলগত খনিজ ও সেমিকন্ডাক্টর প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে। স্মার্টফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তির মেরুদণ্ড হিসেবে বিবেচিত সেমিকন্ডাক্টর খাতে জার্মানির প্রযুক্তিগত দক্ষতা ভারতের উৎপাদন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাও এই বৈঠকের অন্যতম বড় অর্জন। দুই নেতা এ বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী মোদী প্রতিরক্ষা সহযোগিতাকে ভারত-জার্মানি আস্থার স্তম্ভ হিসেবে উল্লেখ করে প্রতিরক্ষা বাণিজ্য ও যৌথ উৎপাদন জোরদার করতে একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরির সিদ্ধান্তের কথা জানান।

পাশাপাশি উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং আয়ুর্বেদকে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করে তোলার বিষয়েও সমঝোতা হয়। বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ইউক্রেন ও গাজা সঙ্কট প্রসঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি সন্ত্রাসবাদকে মানবতার জন্য এক গুরুতর হুমকি আখ্যা দিয়ে এ বিষয়ে ভারত ও জার্মানির যৌথ ভূমিকার উপর জোর দেন।
প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমানে দুই হাজারেরও বেশি জার্মান কোম্পানি ভারতে সক্রিয়ভাবে কাজ করছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের গভীরতা ও বিশ্বাসের প্রতিফলন।

স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, স্বামীজি ভারত ও জার্মানির মধ্যে দার্শনিক ও সাংস্কৃতিক সেতুবন্ধনের স্বপ্ন দেখতেন। অন্যদিকে চ্যান্সেলর ওলাফ শোলৎস তাঁর বক্তব্যে মহাত্মা গান্ধীর আদর্শের প্রতি শ্রদ্ধা জানান এবং গুজরাট সফরের সময় গান্ধীজির সঙ্গে সংশ্লিষ্ট একটি ঐতিহাসিক স্থান পরিদর্শনের কথা উল্লেখ করেন।

সব মিলিয়ে, এই সফর ও স্বাক্ষরিত চুক্তিগুলি স্পষ্ট করে দিল—ভারত ও জার্মানি কেবল কূটনৈতিক অংশীদার নয়, বরং ভবিষ্যতের বৈশ্বিক রাজনীতিতে একে অপরের গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী হিসেবেই এগিয়ে চলেছে।
Independent News Tripura

#বাংলাখবর #ত্রিপুরা

হিন্দু-বৌদ্ধ নিধন থেকে  #ভারতের অবস্থান, তারেকের প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক  #বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হ...
12/01/2026

হিন্দু-বৌদ্ধ নিধন থেকে #ভারতের অবস্থান, তারেকের প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক #বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

Independent News Tripura

#বাংলাখবর #ত্রিপুরা #বাংলাদেশ

11/01/2026

ফটিকরায় হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীর #নীরবতায় তীব্র ক্ষোভ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর! ফটিকরায়ে হিংসার জন্য সেই কেন্দ্রের ‘ #মুরুব্বী’ কে দায়ী করলেন বিরোধী দলনেতা!!

Independent News Tripura

#বাংলাখবর #ত্রিপুরা

11/01/2026

#প্রধানমন্ত্রিত্বে সাংবিধানিক বাধা নেই, তবে ভারত একটি #হিন্দু রাষ্ট্র! ভারতের সভ্যতাগত চরিত্রে প্রধানমন্ত্রির পদটি থাকবেই হিন্দুর—হিমন্ত বিশ্ব শর্মা

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সংবিধানে কোনো ধর্মীয় বাধা নেই—এ কথা স্পষ্ট করলেও দেশের সভ্যতাগত চরিত্রের নিরিখে প্রধানমন্ত্রী পদটি বরাবরই একজন হিন্দুর কাছেই থাকবে বলে মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সংবিধানে কোনো বাধা নেই। যে কেউ ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন।” তবে একইসঙ্গে তিনি যোগ করেন, ভারত একটি হিন্দু রাষ্ট্র! ভারত মূলত হিন্দু সভ্যতার ওপর প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র এবং সেই সভ্যতাগত ধারাবাহিকতার কারণেই তিনি নিশ্চিত যে প্রধানমন্ত্রী পদে সর্বদাই একজন হিন্দুই অধিষ্ঠিত থাকবেন।

হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সংবিধান ও দেশের বহুত্ববাদী কাঠামোর প্রসঙ্গ টেনে একদিকে যেমন তাঁর বক্তব্য নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে সমর্থকদের মতে এটি ভারতের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত বাস্তবতারই প্রতিফলন।
Independent News Tripura

#বাংলাখবর #ত্রিপুরা

  : তারেক রহমানের নেতৃত্বে আগামীর  #বাংলাদেশ গঠনের প্রত্যাশা ভারতের, বিএনপি– #ভারত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎভারত ও বাং...
11/01/2026

: তারেক রহমানের নেতৃত্বে আগামীর #বাংলাদেশ গঠনের প্রত্যাশা ভারতের, বিএনপি– #ভারত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রত্যাশা প্রকাশ করেছেন—তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাও তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের সম্পর্ককে স্থিতিশীল ও ফলপ্রসূ রাখার বিষয়ে মতবিনিময় করেন।

হুমায়ুন কবির আরও বলেন, বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, পারস্পরিক আস্থা জোরদার এবং দুই দেশ কীভাবে সহযোগিতার ক্ষেত্রগুলোতে এগিয়ে যেতে পারে—সে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ভবিষ্যৎ যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা উঠে আসে।

সাক্ষাতে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং চেয়ারম্যানের প্রেস সচিব সাহলে শিবলী।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বৈঠক দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে এবং ভবিষ্যতে বাংলাদেশ–ভারত সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে।
Independent News Tripura

#বাংলাখবর #ত্রিপুরা

হাজার বছরের ঐতিহ্যের সাক্ষী  #সোমনাথ স্বাভিমান পর্বে প্রধানমন্ত্রী মোদি, ৭২ ঘণ্টার ‘ওঁ’ জপ ও মনোমুগ্ধকর  #ড্রোন শো!গুজরা...
11/01/2026

হাজার বছরের ঐতিহ্যের সাক্ষী #সোমনাথ স্বাভিমান পর্বে প্রধানমন্ত্রী মোদি, ৭২ ঘণ্টার ‘ওঁ’ জপ ও মনোমুগ্ধকর #ড্রোন শো!

গুজরাটের ঐতিহ্যবাহী সোমনাথ মন্দিরে অনুষ্ঠিত ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এ অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাজার বছরের বিশ্বাস ও ঐতিহ্যকে স্মরণ করে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তিনি ৭২ ঘণ্টাব্যাপী ‘ওঁ’ (Aum) ধ্যান ও জপে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর ড্রোন শো, যেখানে আলো ও প্রযুক্তির মেলবন্ধনে সোমনাথ মন্দিরের ইতিহাস, আধ্যাত্মিকতা এবং ভারতের সাংস্কৃতিক উত্তরাধিকার তুলে ধরা হয়। আকাশজুড়ে ভেসে ওঠে ধর্ম, সংস্কৃতি ও জাতীয় গৌরবের নানা চিত্র, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।

দেশ-বিদেশ থেকে আগত ভক্ত, সাধু-সন্ত ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সোমনাথ স্বাভিমান পর্ব এক ঐতিহাসিক ও স্মরণীয় আধ্যাত্মিক উৎসবে পরিণত হয়।
Independent News Tripura

#বাংলাখবর #ত্রিপুরা

Address

Agartala

Website

Alerts

Be the first to know and let us send you an email when Independent News Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share