PTO News Express

PTO News Express PTO NEWS EXPRESS MANAGED BY PRESS TRUST ORGANISATION

11/03/2025
11/03/2025
হেতে বলে আবার,কলির অসুর, এলাকার আতঙ্ক,সব জান্তা।জানেন আমি কে ? ঐ বাক্যে ওনি যাকে তাকে ধম-কাতেন।বহু নেতা মন্ত্রী নাকি ওনা...
11/03/2025

হেতে বলে আবার,কলির অসুর, এলাকার আতঙ্ক,সব জান্তা।জানেন আমি কে ? ঐ বাক্যে ওনি যাকে তাকে ধম-কাতেন।বহু নেতা মন্ত্রী নাকি ওনার পকেটে থাকেন, যে কোন বিষয়,তারিনের আবার! পান্তা ভাত। বর্তমান সরকারের আমলে আবার আঙ্গুল ফূলে কলাগাছ।তিন তলা বাড়ি,নতূন গাড়ি,বাইক‌ আরও কত- কিছু।তাইনের মতের বিরুদ্ধে গেলে,কলা কৌশল করে, বিভিন্ন বিষয়ে ফাঁসানো ইনার বাম হাতের খেইল, মামলায় কাওকে ফাঁসানো তাইননের বংশ গত কৌশল যানা।কথায় কথায় মামলা সাজানো মূহুর্তের ব্যাপার।

"সংবিধান গৌরব অভিযান"কে কেন্দ্র করে আজ মন্দির নগরী উদয়পুরের রাজপথে ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা কমিটির উদ্যোগে আয়োজিত...
17/01/2025

"সংবিধান গৌরব অভিযান"কে কেন্দ্র করে আজ মন্দির নগরী উদয়পুরের রাজপথে ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা কমিটির উদ্যোগে আয়োজিত উদয়পুর শহরের রাজপথে এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় এবং পথসভায় অংশগ্রহণ করেন রাজ্য সরকারের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্য বিধানসভার বিধায়ক রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার,বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা সভাপতি অভিষেক দেব রায়, রাধাকিশোরপুর মন্ডল সভাপতি সানি সাহা সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দগন সহ অসংখ্য কার্যকর্তাগন।

রাজ্যে আরও পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পে সংযুক্ত করার তোড়জোড় শুরু করেছে শিক্ষা দপ্তর।রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলে...
07/01/2025

রাজ্যে আরও পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পে সংযুক্ত করার তোড়জোড় শুরু করেছে শিক্ষা দপ্তর।রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে।কেননা বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা দপ্তর। বর্তমানে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলের বেহাল অবস্থা। নিত্য সময়ে যার খেসারত দিচ্ছে ছাত্রছাত্রীরা। ২০২৪ সালে রাজ্যে বিদ্যাজ্যোতি স্কুলের দশম ও দ্বাদশে শোচনীয় ফলাফল হয়। সম্প্রতি বিদ্যাজ্যোতি প্রকল্পে থেকে সাঁইত্রিশটি স্কুলকে বাতিলের জন্যেও শিক্ষা দপ্তরে বৈঠক হয়। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর গৃহীত সিদ্ধান্ত হিমঘরে চলে যায়। তবে এখন পরিকাঠামো উন্নয়ন তো দূর অস্ত, উল্টো ন্যূনতম পরিকাঠামো ছাড়া নতুন পঁচিশটি স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর।
শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, এ লক্ষ্যে জেলা, মহকুমা সহ রাজধানী মিলিয়ে প্রায় ৮৮টি সরকারী স্কুলকে প্রথম পর্যায়ে নির্বাচিত করেছে শিক্ষা দপ্তর। এর মধ্যে ছয়টি স্কুল এডিসি এলাকায় অবস্থিত । এখন এই ৮৮টি স্কুল থেকে পঁচিশটি স্কুলকে বাছাই করা হবে। এ লক্ষ্যে শিক্ষা দপ্তরে দৌঁড়ঝাপ শুরু হয়ে গিয়েছে। যদিও বিদ্যাজ্যোতি স্কুলে পাঠরত ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই। শুধু তাই নয়, বর্তমান ১২৫টি স্কুলের অধিকাংশে গ্রন্থাগার নেই। আর যে সব স্কুলে গ্রন্থাগার আছে, এই স্কুলগুলিতে আবার পাঠ্যবই নেই। বসার বেঞ্চ নেই, ব্ল‍্যাক বোর্ড নেই। পানীয় জল নেই, নেই শৌচাগার।
অবাক করার বিষয় হল রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে ১৪০০ জন শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে। যা আজ অবধি হয়নি। মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল প্রথমে ১০০টি বিদ্যাজ্যোতি স্কুলে একাডেমিক কাউন্সিলার একশ জন, স্পেশাল এডুকেটর একশজন, ফিজিক্যাল এডুকেশন টিচার একশজন, প্রি-প্রাইমারি টিচার প্রত্যেকটি স্কুলের জন্য তিনজন, পিজিটি শিক্ষক শিক্ষিকা যথাক্রমে সোসিওলজি পঁচাত্তরজন, সাইকোলজি পঁচাত্তরজন, জিওগ্রাফি পঁচাত্তরজন, ইকনোমিক্স পঁচাত্তরজন, লাইব্রেরিয়ান একশজন, স্টাফ নার্স, আয়া সহ ১৪০০ জন, শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে। যা আজ অবধি নিয়োগ হয়নি। যার খেসারত প্রদান করছে ছাত্রছাত্রীরা। উল্টো বর্তমান বিদ্যাজ্যোতি স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়ন না করে আরও পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে এনে সিবিএসই-র পাঠ্যক্রম চালুর পথে শিক্ষা দপ্তর। ফলে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে এসে পড়বে। জানা গেছে, ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলের পশ্চিম জেলায় রয়েছে ত্রিশটি স্কুল, ঊনকোটি জেলায় এগারোটি, গোমতী জেলায় যোলটি, দক্ষিণ জেলায় বারোটি, উত্তর জেলায় পনেরোটি, সিপাহিজলা জেলায় ষোলটি, খোয়াই জেলায় বারোটি এবং ধলাই জেলায় তেরোটি বিদ্যালয় রয়েছে। রহস্যজনক বিষয় হলো সিবিএসই প্রশ্নপত্রে এই বিদ্যাজ্যোতি প্রকল্পের ১২৫টি স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসলেও প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ছিল হতাশাজনক।
উল্লেখ্য, বিদ্যাজ্যোতি স্কুলে একই নিয়োগ নিয়ে দু’বার মন্ত্রিসভায় বৈঠকও হলো। তবে নিয়োগ অধরা। ফলে রাজ্যের বেকার যুবক যুবতীদের ক্ষোভও চরমে উঠেছে।

দায়িত্ব পাবার পরদিন ই দলীয় কাজে আগরতলা যাবার পথে গোমতী জেলা হাসপাতালে গিয়ে উদয়পুরবাসী জনৈক রোগীর সরজমিনে এসে খোঁজখবর নেন...
07/01/2025

দায়িত্ব পাবার পরদিন ই দলীয় কাজে আগরতলা যাবার পথে গোমতী জেলা হাসপাতালে গিয়ে উদয়পুরবাসী জনৈক রোগীর সরজমিনে এসে খোঁজখবর নেন ভারতীয় জনতা পার্টির রাধাকিশোরপুর মন্ডলের নবনির্বাচিত সভাপতি সানি সাহা। রোগী সহ পরিজনদের চোখে মুখে এক আনন্দের অনুভূতি প্রকাশ পায়।

★★★ নতুন আতঙ্ক হিউম্যানমেটানিউমো ভাইরাস 😘এবার করোনা নয় নতুন ভাইরাস হিউম্যানমেটানিউমো ভাইরাস।সংবাদ  সুত্রে জানা যায়, হু হ...
07/01/2025

★★★ নতুন আতঙ্ক হিউম্যানমেটানিউমো ভাইরাস 😘

এবার করোনা নয় নতুন ভাইরাস হিউম্যানমেটানিউমো ভাইরাস।সংবাদ সুত্রে জানা যায়, হু হু করে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে চিনে।পড়শি দেশে সংক্রমণ ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই নয়া ভাইরাস নিয়ে চিন্তার ভাজ কপালে। সংবাদানুযায়ী, ভারতে প্রথম হিউম্যানমেটানিউমো ভাইরাস ( HMPV) আক্রান্তের সন্ধান মিলেছে ব্যাঙ্গালোরে। কিন্তু কী এই এইচএমপিভি? এর উপসর্গই বা কী রয়েছে? মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, ২০০১ সালে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাসের সন্ধান পাওয়া যায়। সাধারণত এই ভাইরাসের স্থায়িত্ব ৩ থেকে ৬ দিন। তবে সংক্রমণের গুরুতর হলে, রোগের স্থায়িত্বও বাড়ে। এইচএমপিভি সংক্রমণ থেকে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে। হিউম্যান মেটানিউমোভাইরাস এবং কোভিড-১৯-র উপসর্গের সাদৃশ্য রয়েছে অনেকটাই। এই ভাইরাস আক্রমনে শ্বাসযন্ত্রে সমস্যা হয়। জ্বর, সর্দি, কাশি, গলা ধরা, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়। সম্প্রতি চিনে এই ভাইরাস যথেষ্ট বিস্ফোরক আকার নিয়েছে। তাই আমাদেরকেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করার একান্তই প্রয়োজন।

কনকনে ঠান্ডা আর কুয়াশার মাঝে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত গাড়ি বোঝাই শ্রমিক কর্মস্থলে যাবার সময় উদয়পুরের দুধপুস্করীনি এ...
04/01/2025

কনকনে ঠান্ডা আর কুয়াশার মাঝে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত গাড়ি বোঝাই শ্রমিক কর্মস্থলে যাবার সময় উদয়পুরের দুধপুস্করীনি এলাকায় দূর্ঘটনার কবলে পরে গাড়ি। স্হানীয় এলাকাবাসীদের তৎপরতায় আহতদের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দু-দুইটি গাড়ি করে উদ্ধার করে চিকিৎসার জন্য টেপানীয়া স্হিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। অবস্থার গুরুত্ব অনুধাবন করে একদল চিকিৎসক আহতদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করেন। আহত এক জনকে উন্নত চিকিৎসা পরিষেবা নিতে আগরতলায় স্হানান্তরিত করা হয়।

02/01/2025

ডেটাহীন প্যাক চালুর নির্দেশ ট্রাইয়ের

শুধুমাত্র ভয়েস কল এবং টেক্সট মেসেজের জন্য রিচার্জ প্ল্যান ভাউচার চালু করতে নির্দেশ দিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইণ্ডিয়া বা ট্রাই। সেই সাথে দশ টাকার টপআপ ভাউচারও চালু করতে বলেছে।
যাদের ডেটার প্রয়োজন নেই বা ডেটা কেনার সামর্থ নেই তাদের দিকে লক্ষ্য রেখে ট্রাই এই নির্দেশ জারি করেছে। মোবাইল গ্রাহক সুরক্ষায় ট্রাইয়ের এটা এক বড়সর পদক্ষেপ বলে মনে করছে ভোক্তারা।
টেলিকম কনজিউমার প্রটেকশনের
১২তম সংশোধনীর মাধ্যমে ট্রাই গ্রাহক স্বার্থ সংশ্লিষ্ট উক্ত নির্দেশাবলি পাঠিয়ে দিয়েছে দেশের মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছে।
২০১৬ সালে রিলায়েন্স জিও মোবাইল পরিষেবায় পা রাখার পর পরই দেশের সবগুলি মোবাইল অপারেটর ডেটা বিহীন রিচার্জ প্যাক ক্রমান্বয়ে প্রত্যাহার করে নেয়। অর্থাৎ পৃথকভাবে শুধুমাত্র ভয়েস কল ও ট্রেক্সট মেসেজের জন্য কোনও ধরনের রিচার্জ প্যাক নেই। ডেটা সহ প্যাক কিনতে বাধ্য হচ্ছে গ্রাহকরা। এর ফলে দেশের দরিদ্র অংশের মানুষ এবং বয়স্ক নাগরিকরা, যাদের ডেটা বা ইন্টারনেটের দরকার নেই বা তারা ইন্টারনেট ব্যবহারও করেন না,
তাদের ডেটাযুক্ত রিচার্জ প্যাক কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। ট্রাইয়ের নির্দেশে এখন থেকে দেশের লক্ষ লক্ষ মোবাইল ফোন ব্যবহারকারী নি:সন্দেহে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। ডেটা বিহীন প্যাকগুলির মূল্য নিশ্চিতভাবে অনেক কম হবে। এছাড়াও ট্রাইয়ের নির্দেশ, স্পেশাল ট্যারিফ ভাউটার (এসটিভি) এবং কম্বো ভাউটার (সিভি)-এর মেয়াদ ৯০ দিন থেকে বৃদ্ধি করে ৩৬৫ দিন বা এক বছর করতে হবে। এক্ষেত্রে দুটি বিকল্পও থাকতে পারে। টপআপ ন্যূনতম দশ টাকা থাকতে হবে। এতে গ্রামের প্রান্তিক দরিদ্র অংশের মানুষ রিচার্জ করে মোবাইল চালু রেখে প্রিয়জনদের সাথে কথা বলার সুযোগ পান।
বিগত কয়েকবছর ধরে দেশের প্রান্তিক মানুষের আর্থিক অক্ষমতাকে উপেক্ষা করে একের পর এক ট্যারিফ চালু করছিল সংস্থাগুলি। এবার এর লাগাম টেনে ধরল ট্রাই।

সংবাদ সূত্রে প্রকাশ, আজকেও জামিন পেলোনা বাংলাদেশের সনাতনী ধর্ম গুরু চিন্ময় কৃষ্ণ দাস। জামিন নামঞ্জুর করলো মহামান্য আদালত...
02/01/2025

সংবাদ সূত্রে প্রকাশ, আজকেও জামিন পেলোনা বাংলাদেশের সনাতনী ধর্ম গুরু চিন্ময় কৃষ্ণ দাস।
জামিন নামঞ্জুর করলো মহামান্য আদালত।

শুভ নববর্ষের শুভেচ্ছা রইল সকলের প্রতি।
01/01/2025

শুভ নববর্ষের শুভেচ্ছা রইল সকলের প্রতি।

01/01/2025

বাজারে ঘুরছে দু'টি নামজাদা জনপ্রিয় ব্র্যান্ডের জাল ওষুধ! দুটি ওষুধই প্রতিদিন বহু মানুষ খেয়ে থাকেন। সম্প্রতি কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই দুটি ওষুধ হলো অ্যালকেমের গ্যাস অম্বলের ওষুধ প্যান ৪০ (প্যান্টোপ্রাজ়োল) এবং গ্ল্যাক্সো স্মিথক্লাইনের অ্যান্টিবায়োটিক অগমেন্টিন ৬২৫ ডুয়ো (অ্যামক্সিসিলিন প্লাস পটাশিয়াম ক্ল্যাভুলানেট)। CDSCO জানিয়েছে, প্যান ৪০র ২৩৪৪৩০৭৪ এবং ৮২৪ডি০৫৪ ব্যাচের ওষুধগুলি জাল। পাশাপাশি CDSCO আরও ১১১টি ওষুধের গুণমান মানোত্তীর্ণ নয় বলে জানিয়েছে।

Address

Agartala
799001

Alerts

Be the first to know and let us send you an email when PTO News Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share