Media City Live

Media City Live Your Voice, Your Choice ......

30/10/2025

পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার লাইভ ভিডিও প্রকাশ্যে।

29/10/2025


বিজয়ওয়াড়া রেল স্টেশনে ঘুর্ণিঝড় #মন্থার প্রভাব। দেখুন ভাইরাল সেই ভিডিও।

20/10/2025

#মিডিয়া_সিটি_লাইভ পরিবারের পক্ষ থেকে রাজ্যবাসীকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।

18/10/2025

#ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আ*গু* ন। ৩৪টি দমকল ইঞ্জিনেও হিমশিম খাচ্ছে তারা। পুরো এলাকায় কালো ধোয়ায় আচ্ছন্ন।

16/10/2025

চুরি করার অভিনব কৌশল....!!

দেখুন ভাইরাল সেই ভিডিও।

12/10/2025

সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি #নিউ_মালঞ্চ_ওয়েলফেয়ার সোসাইটির।

আগরতলা প্রতিনিধি,
সাইবার অপরাধ এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে রাজ্যের মানুষকে সচেতন করার লক্ষ্যে আজ লেম্বুছড়া কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে নিউ মালঞ্চ ওয়েলফেয়ার সোসাইটি। সেই সাথে এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই সচেতনতা মূলক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএসএনএলের জেনারেল ম্যানেজার শংকরলাল মিনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির ডিরেক্টর প্রফেসর মোকলেস কুমার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ নন্দদুলাল মন্ডল প্রমূখ। সাইবার ক্রাইম সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে নিউ মালঞ্চ ওয়েলফেয়ার সোসাইটির এধরনের কর্মকান্ডের প্রশংসা করেন অনুষ্ঠানের উদ্বোধক শঙ্করলাল মিনা। এ ধরনের অনুষ্ঠান সাইবার ক্রাইম সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে পারবে বলে আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।তাছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা রাজু চ্যাটার্জী, সভাপতি সুশান্ত রায়, সম্পাদক অনামিকা চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবক সুরজিৎ চক্রবর্তী, বুল্টি চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য তনয় দেব সহ অন্যান্যরা।

05/10/2025

দেখুন কিভাবে চা দোকানে এসে হুমকি দিয়েছিল চাঁদাবেপারিরা! তাদের চাহিদামতো টাকা না দেওয়ায় দোকান ভাঙচুর করা হয় চড়িলাম পুরানবাড়ি এলাকায়!! নাক বাচাতে পরবর্তীতে তারাই রাস্তা অবরোধে বসেন।

  বিশালগড় অফিসটিলা স্কুল সংলগ্ন একটি কাঠের ফার্নিচারের দোকানে প্রকাশ্যে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা এক দুর্বৃত্তের।...
03/10/2025



বিশালগড় অফিসটিলা স্কুল সংলগ্ন একটি কাঠের ফার্নিচারের দোকানে প্রকাশ্যে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা এক দুর্বৃত্তের। অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানান দোকানী।

03/10/2025

অজগর সাপের হাত থেকে বানরকে রক্ষা করতে জলকামান ব্যাবহার। দেখুন ভাইরাল সেই ভিডিও।

28/09/2025

আগরতলা প্রতিনিধি,
নিউ মালঞ্চ ওয়েলফেয়ার সোসাইটি'র উদ্যোগে শারদোৎসব উপলক্ষে কোমলমতি শিশুদের নিয়ে হেরিটেজ পার্কে রাজ্য ভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের মনকে আরো বিকশিত করতেই তাদের এই উদ্যোগ। আগামী দিনেও এইরকম কার্যক্রম জারি থাকবে বলে জানান তারা। তাদের মূল উদ্দেশ্য হল সাইবার ক্রাইম ও সাইবার সিকিউরিটিকে এওয়ারনেস করা। তাছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা রাজু চ্যাটার্জী, সভাপতি সুশান্ত রায়, সম্পাদক অনামিকা চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবক সুরজিৎ চক্রবর্তী, বুল্টি চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য তনয় দেব সহ অন্যান্যরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যবাসী।

মানিক-বিপ্লবকে নিয়ে স্বদলীয়দের মধ্যেই গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে। এবার গোলাঘাটি বিধানসভার কলকলিয়া দুর্গা চৌমুহনী শাসকদলের ...
19/08/2025

মানিক-বিপ্লবকে নিয়ে স্বদলীয়দের মধ্যেই গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে। এবার গোলাঘাটি বিধানসভার কলকলিয়া দুর্গা চৌমুহনী শাসকদলের দলীয় অফিসের অভ্যন্তরেই থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছবিতে কালী ছিটিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অভ্যন্তরেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।। নিজেদের মধ্যেই চলছে দোষারোপের ছড়াছড়ি।

16/07/2025

জিমে চুরির চেষ্টা। চোরকে জিম করিয়ে সায়েস্তা দিল ট্রেনার। দেখুন ভাইরাল সেই ভিডিও।

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when Media City Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

যে কোনো ধরনের প্রমোশন করানোর জন্য এখুনি আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করুন

মজার মজার জোকস পড়তে আর আমাদের সঙ্গে আড্ডা দিতে এই পেজ এ লাইক দিন......