05/10/2025
লক্ষ্মী পূজার আগের রাতে চড়িলামে চক্রান্তের গন্ধ ! এসডিপিও'র নেতৃত্বে পুলিশ মোতায়েন পুরানবাড়ি এলাকায়। এই এলাকার এক দোকানে চাঁদার জন্য ভাঙচুর হয়েছিল। পরে অভিযুক্তদের অভিভাবকরা রাস্তা অবরোধ করে দোকান বন্ধের দাবি জানান। সেই দোকানকে কেন্দ্র করে ফের রাতে ঝামেলার খবর রটেছিল।