Jum News Line24

Jum News Line24 Jummw news

01/05/2025
24/04/2025
16/03/2025

বাঘাইছড়িতে ইউপিডিএফ কতৃর্ক এক গৃহবধূর মোবাইলও টাকা ছিনতায়

বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের শিশুতলি গ্রামের বাদি চান চাকমার মেয়ে চিত্তি চাকমা(২৮) এক গৃহবধূর মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা ছিনতাই করেছে বলে স্হানীয় সুত্রে জানা গেছে।

গতকাল ১৫ মার্চ বিকালে কমন চাকমাও সোহেল চাকমার নেতৃত্বে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

শিশুতলি গ্রামের নাম প্রকাশের অনিশ্চুক এক ব্যক্তি voice of cht নিউজকে বলেন ইউপিডিএফের এক কালেক্টর জ্ঞান চাকমার সাথে চিত্তি চাকমার মধ্য প্রায় বছর কানিক ধরে অবৈধ সম্পর্ক ঘরে উঠলে জ্ঞান চাকমাকে অক্ষয় বাবু ওপরে (অলা) নির্দেশে শুকনোছড়া বদলি করা হয়। এবং গত ৯ মার্চ চিত্তি চাকমা তার এক আত্নীয় বাড়িতে বেড়াতে যাওয়ার নাম করে শুকনোছড়াতে জ্ঞান চাকমার সাথে অবৈধভাবে মেলামেশা করার সময়ে স্হানীয় যুব সমাজের কর্মীরা অক্ষয় বাবুকে বিষয়টি অবগত করে।

এবং অবৈধ মেলামেশার বিষয়টি প্রকাশ না করতে যুব সমাজকে নির্দেশনা দেয়া হয়।

উত্ত ঘটনাকে কেন্দ্র করে জ্ঞান আর চিত্তির মধ্য যাহাতে কোন যোগায়োগ না হয় অক্ষয় বাবুর নির্দেশে চিত্তির চাকমার মোবাইল ফোনটি জব্দ করা হয়।

এবং গতকাল নতুন দোকানে এলাকার মুরুব্বিদের দেকে চিত্তির চাকমা জেএসএসের সাথে তথ্য আদান প্রদান করার অভিয়োগে তার ফোনটি জব্দ করা হয়েছে বলে জানিয়ে দেন।

শিশুতলি গ্রামের আরেক ব্যক্তি বলেন ইউপিডিএফ নিজের কর্মীদের দোষ দামা চাপা রাখার জন্য চিত্তির চাকমাকে জেএসএসের তথ্য দাতা হিসেবে চালিয়ে দেন বলে মন্তব্য করেন।

বাঘাইছড়িতে প্রধান শিক্ষক পলাতক ইউপিডিএফ'কেদায়ি মন্তব্য স্হানীয়দের। রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের জার...
26/09/2024

বাঘাইছড়িতে প্রধান শিক্ষক পলাতক ইউপিডিএফ'কে
দায়ি মন্তব্য স্হানীয়দের।

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের জারুলছড়ি নতুন দোকান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরেন্টু চাকমা আজ তিন ধরে পলাতক রয়েছে বলে সানাজিক য়োগায়োগ মাধ্যমে ঘুর পাক খাচ্ছে। এবং অনেকেই দাবি করছে অরেন্টু চাকমা ৩০ লক্ষাধিক টাকা নিয়ে গনতান্ত্রিক ইউপিডিএফ দলে য়োগ দিয়েছে।

#এবার #আসুন বিস্তারিত আসল ঘটনায়

অরেন্টু চাকমা স্কুলটি প্রতিষ্ঠার পর হইতে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং অরেন্টু চাকমা তার সততার সহিদ স্কুলটি পরিচালনা করে এসে ছিলো। তবে স্কুলটি সম্পুন্ন ইউপিডিএফের নিয়ন্ত্রনে চলে এবং স্কুলটি নির্মাণের উদ্দ্যোগ ও ইউপিডিএফের বিরাট একটি অবদান বলে স্হানীয়রা জানতেন। স্কুলটি তদারকি দায়িত্ব ছিলো বাঘাইছড়ি ইউপিডিএফের সম্ময়নক #অক্ষয় চাকমা ওরফে (অলা)। খবর নিয়ে জানা যায় জারুলছড়ি শিক্ষকদের সাথে প্রতিমাসে একবার অক্ষয় বাবু আলোচনায় বসতো তবে আলোচনার মধ্য শিক্ষকদের কোন কথা বার্তা গুরুত্ব আরোপ করেনা অক্ষয়। শিক্ষকরা চাইতো তাদের নিয়মে পরিচালনা করতে আর অক্ষয় বাবু চাইতো সম্পুন্ন তার কমান্ডে স্কুলটি পরিচালনা করতে। এক পর্যায়ে শিক্ষক আর অক্ষয় বাবুর মাধ্য কিছু পাটল ধরতে থাকে। এবং স্কুলের বিষয়ে অরেন্টু আর অক্ষয় বাবুর মধ্য কিছু কথাকাটা কাটি হয়। রাগের মাতায় অরেন্টু চাকমা অক্ষয় বাবুর মোবাইল ফোনটি #দুরসেট করে কেটে দিলে সেখান থেকে অক্ষয় বাবু আবার অরেন্টু চাকমার উপরে ক্ষোভ জম্ম নেয়।

নাম প্রকাশের অনিশ্চুক এক শিক্ষক বলেন স্কুলটি এখনো সরকারি হওয়ার অনেক দুরে আমরা বর্তমানে এলাকার ছাত্র ছাত্রীদের চিন্তা করে তবুও স্কুলটি ধরে রাখার জন্য নিয়মিত পাঠদান দেওয়ার চেষ্টা চালিয়ে নিচ্ছি কিন্তুু দুখের বিষয় #অক্ষয় বাবু আমাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন এক একটি নির্দেশনা দিয়ে থাকে যা সেট কখনো মেনে নেয়া যায়না। তবে আমরা তার পরেও #অক্ষয় বাবুর কথা আমরা মেনে নিয়ে চলতেছি।

নাম প্রকাশের অনিশ্চুক আরো এক শিক্ষক বলেন সরকারি স্কুলেও এত নিয়ম কানুন নেই জা আমাদের এখানে আছে। তিনি বলেন স্কুলে একবার মিটিং করে সকাল ১০টায় বললে রাত ৮ টা বাজেও মিটিং শেষ হয়না। তবে ভয়েও বলা যায়না।

স্কুল পরিচালনা কমিটির এক সদস্য বলেন আমরা নামে কমিটিতে আছি সব #অক্ষয় বাবুর কথা বার্তা দিয়ে আমাদের চলতে হয়। তিনি বলেন স্কুলটি ইউপিডিএফ নির্মান করেছে ভালো কথা কিন্তুু একজন রাজনৈতিক দলের কর্মী শিক্ষা প্রতিষ্ঠানে এত চাপাচাপি করা ঠিক নয় এইভাবে এত চাপাচাপি করলে পরে এক জন শিক্ষক ও থাকবে না বলেন মন্তব্য করেন।

#এবার আসুন #অরেন্টু চাকমা কেন পালিয়ে গেলো জুলাই মাসে একটি মাসিক আলোচনায় #অক্ষয় বাবু অরেন্টু চাকমার কাছ থেকে পুরো হিসাব নিকাশ চাইলে অরেন্টু চাকমা হিসাবের পাইলটি ভুলে বাড়িতে রেখে আছে এবং সেদিন আর মিটিং হয়নি #অক্ষয় বাবু ক্ষোভ হয়ে স্কুল ত্যাগ করে চলে যায়। এবং সেদিন রাতে #অক্ষয় বাবু মোবাইল ফোন করে অরেন্টু চাকমাকে সরাসরি বলে তুই কি লের বিয়ে পাশ গুরিনেই লেখা শিক্ষোছ তর দ মাস্তর গুরিবার যোগ্যতা নেই তর মত মাস্তর অভাব নেই বলে ফোনটি কেটে দে। এই নিয়ে অক্ষয় আর অরেন্টুর সাথে দিন দিন একে অপরে ক্ষোভ বাড়তে থাকে। শেষে সেপ্তেম্বর ১৪ তারিখ অরেন্টু চাকমা কিছু স্কুলের তহবিলের টাকা নিয়ে দিঘীনালা য় চলে যান। এবং অরেন্টু চাকমার তার নিজের ফেসবুক আইডি থেকে তিনি স্কুলের একটি টাকাও নিয়ে যায়নি বলে দাবি করে এবং স্কুলের তহবিলের টাকা সম্পুন্ন #অক্ষয় বাবুর মারপতে লেনডেন করা হয় বলেন। #অরেন্টু চাকমা তার পালিয়ে যাওয়ার বিষয়ে স্হানীয় এলাকাবাসিদের ফোন করে বলেন আমি একটি টাকা ও আত্নসাৎত করিনাই #অক্ষয় বাবুর জ্বালা যত্ব্র সহ্য না হয়ে আমি আমার মত করে চলে এসিছি। স্কুলটি চলুক আমিও চায়। তবে স্কুলে যতক্ষন #অক্ষয় বাবু নির্দেশনা থাকবে ততদিন স্কুলটি নরেবরে থাকবে।

তবে জারুলছড়ি ফেসবুক পেইজ থেকে ৩০ লক্ষ টাকা অরেন্টু নিয়ে গেছে বলে পোষ্ট দিলাম।

30/07/2024

মানিকছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্টিত

মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি-

"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যে ৩০ জুলাই-৫ আগস্ট পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মতবিনিময় সভা করেছেন মানিকছড়ি উপজেলায় মৎস্য দপ্তর।
মঙ্গলবার বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদকর্মীদের উপস্থিতিতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মৎস্য উৎপাদন ও চাহিদা এবং মৎস্য বিভাগের গৃহীত নানা কর্মসূচী নিয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার।
তিনি জানান, উপজেলায় মাছের চাহিদা ১৩ মেট্রিক টন এবং উৎপাদন মাত্র ৪মেট্রিক টন। জনপদে পুকুর,ক্রীক বা লেক কম হওয়ার কারণে উৎপাদন কম। যার ফলে চাহিদার দ্বিগুণ মাছ সমতল থেকে আনতে হয়। এতে ভোক্তা পর্যায়ে ব্যয় বেড়ে যায়। জনপদে মৎস্য চাষবৃদ্ধিসহ হালদার পরিবেশ রক্ষায় সকলের এগিয়ে আসার প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সংবাদকর্মী অংগ্য মারমা।
অংগ্য মারমা
মানিকছড়ি উপজেলা
০১৮১৮১২৭৭৭৯

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে কথিত "বন্দুকযুদ্ধে" তিন জন নিহতের খবর পাওয়া গেছে।
19/05/2024

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে কথিত "বন্দুকযুদ্ধে" তিন জন নিহতের খবর পাওয়া গেছে।

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলী খেলায় যৌথভাবে  চ্যাম্পিয়ন তিনজনমিঠুন সাহা ,খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্...
19/05/2024

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলী খেলায় যৌথভাবে চ্যাম্পিয়ন তিনজন

মিঠুন সাহা ,খাগড়াছড়ি।

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত বলী খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে নারী বলীসহ ৩৬ জন বলী খেলোয়াড় অংশগ্রহণ নেন।

শুক্রবার (১৭ মে) বিকাল সাড়ে ৪টায় মর্মসিংহ ত্রিপুরা’র সভাপতিত্বে বলী খেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

ঐতিহ্যবাহী খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত বলী খেলা দেখতে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল খেলায় কেউ কাউকে হারাতে না পারায় কুমিল্লার শাহজালাল বলি ও খাগড়াছড়ির সুমন বলী এবং সৃজন বলীকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপসহ গ্রুপ পর্বের বিজয়ীদের মাঝে মেডেল এবং ট্রফি বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর প্রমুখ।

কুমিল্লার শাহজালাল বলি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় ১১৪তম আসরের চ্যাম্পিয়ন হয়েছিলেন। এছাড়াও সৃজন বলি বর্তমানে পার্বত্য চট্টগ্রামের শ্রেষ্ঠ বলী। তিনি রাঙ্গামাটিতে অনুষ্ঠিত পার্বত্য অঞ্চল বলি খেলায় পরপর দু’বার চ্যাম্পিয়ন হয়েছেন এবং সুমন বলীও বর্তমানে তরুণ বলী।

বান্দরবানে নবনির্মিত থেরাবাদ বুদ্ধিষ্ট একাডেমীর ভবনের উদ্বোধন ও পান্ডিচা সীমা জাদি ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বীর বাহাদ...
18/05/2024

বান্দরবানে নবনির্মিত থেরাবাদ বুদ্ধিষ্ট একাডেমীর ভবনের উদ্বোধন ও পান্ডিচা সীমা জাদি ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বীর বাহাদুর এমপি

॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানে নবনির্মিত থেরাবাদ বুদ্ধিষ্ট একাডেমীর ভবনের উদ্বোধন ও পান্ডিচা সীমা জাদি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) সকালে বান্দরবানের পারাহিতা বৌদ্ধ বিহার প্রাঙ্গনে পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত থেরাবাদ বুদ্ধিষ্ট একাডেমীর ভবনের উদ্বোধন ও পান্ডিচা সীমা জাদি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন ও জাদির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বান্দরবান সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী নেলিন চাকমা, সদস্য ক্যসাপ্রু, পৌর মেয়র মো. সামসুল ইসলাম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বান্দরবানের ট্রাস্টি হ্লাথোয়াই হ্রী মারমা সহ বিহারের দায়ক-দায়িকারা।
উৎসর্গ, পঞ্চশীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞ্ঞানন্দ মহাথের, লংগদু পুর্ণবাসন পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ঞানুত্তারা মহাথের, বাঘমারা পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সমা মহাথের, নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত খেমাচারা মহাথের, জ্ঞানরতœ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত সত্যজিৎ মহাথের, পারাহিতা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উঃ তিক্ষিন্দ্রিয় থেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।

Address

Shanti Pur
Agartala
799263

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jum News Line24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share