Indi Newz

Indi Newz Indi Newz isn’t your run-of-the-mill news page. We’re not here to bombard you with mundane updates or clichéd soundbites.

No, my friends, we’re here to ignite your curiosity, spark conversations, and empower you with knowledge.

ঠান্ডা লেগে সর্দি জমে গেলে হাঁচি শুরু হয়। অনেকের আবার হাঁচি শুরু হলে থামতেই চায় না। একটানা হাঁচি, কাশি চলতেই থাকে। সেই স...
25/08/2024

ঠান্ডা লেগে সর্দি জমে গেলে হাঁচি শুরু হয়। অনেকের আবার হাঁচি শুরু হলে থামতেই চায় না। একটানা হাঁচি, কাশি চলতেই থাকে। সেই সঙ্গে চোখ থেকে অনবরত জল পড়ে। অ্যালার্জির সমস্যা বিশেষ করে ‘অ্যালার্জিক রাইনিটিস’ থাকলে এমন হতে পারে। আবার খাবারে অ্যালার্জি, পশুর লোম, ধুলো-ধোঁয়া অত্যাধিক দূষণ থেকে অ্যালার্জির কারণেও একটানা হাঁচি হতে পারে। হাঁচি শুরু হলেই যদি অ্যান্টিবায়োটিক খেয়ে নেন, তা হলে হাঁচি সেই মুহূর্তে কমবে ঠিকই, কিন্তু পাকাপাকি ভাবে সমস্যার সমাধান হবে না। তাই গোড়া থেকে এই সমস্যা নির্মূল করতে হবে। সে জন্যই গাদা গাদা ওষুধ না খেয়ে বরং কিছু ঘরোয়া টোটকায় ভরসা রাখুন। হাঁচি কেন হচ্ছে সেই কারণ আগে বুঝতে হবে। যদি দেখেন ধুলো-ধোঁয়া লাগলেই হাঁচি হয়, তা হলে বুঝতে হবে ‘ডাস্ট অ্যালার্জি’ আছে। অপরিচ্ছন্ন জায়গা, নির্মাণস্থল, ধুলো-বালি আছে এমন জায়গা এড়িয়ে চলুন। কারণ, শ্বাসনালিতে ধুলো ঢুকলেই প্রদাহ শুরু হবে, তখন হাঁচির পর হাঁচি হতে থাকবে। পোষ্যের লোম থেকেও অনেকের অ্যালার্জি হয়, একে বলে ‘পেট অ্যালার্জি’। তখন সেই মতো ব্যবস্থা নিতে হবে। দরকারে চিকিৎসকের পরামর্শ নিন। প্রচণ্ড ঠান্ডায় ‘কোল্ড অ্যালার্জি’ হয় অনেকের। বেশি ক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে হাঁচি শুরু হয়। আবার রাইনিটিস থাকলে মরসুম বদলের সময়ে হাঁচি-কাশির সমস্যা শুরু হতে পারে। হাঁচি থামানোর সবচেয়ে কার্যকরী উপায় হল বাষ্প নেওয়া। বড় পাত্রে ফুটন্ত জল নিয়ে তার উপরে তোয়ালে ঢাকা দিয়ে বাষ্প নিলে খুবই উপকার হতে পারে। এখন তো বিদ্যুৎচালিত বাষ্প নেওয়ার যন্ত্রও আছে। নিয়মিত বাষ্প নেওয়ার অভ্যাস করলে অ্যালার্জি জনিত হাঁচির সমস্যা থেকে রেহাই পাওয়া যেতে পারে।
ঠান্ডা লাগার ধাত থাকলে গরম পোশাক, সোয়েটার, স্কার্ফ সঙ্গে রাখা দরকার। শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে কান-মাথা ভাল করে চাদরে জড়িয়ে বসলে ভাল। সঙ্গে সবসময়ে ইনহেলার রাখা জরুরি।
প্রতি দিন সকালে নিয়ম করে উষ্ণ গরম জলে পাতি লেবুর রস ও মধু মিশিয়ে খেলেও উপকার হতে পারে। লেবুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
রাতে শোয়ার আগে এক চামচ মধু খেয়ে শুলেও হাঁচি-কাশির সমস্যা দূর হতে পারে। ঠান্ডা থেকে যাঁদের হাঁচি হয়, তাঁদের জন্য এই টোটকা খুবই কার্যকরী। ইউক্যালিপটাস তেলের গন্ধে হাঁচি থেমে যেতে পারে। রুমালে ২-৩ ফোঁটা ইউক্যালিপটাস তেল নিয়ে হাঁচির সময় ক্রমাগত শুঁকতে থাকুন। উপকার পেতে পারেন।
প্রত্যেক দিন অল্প সময় বার করে ব্রিদিং এক্সারসাইজ় করা জরুরি। এই ধরনের ব্যায়াম নিয়মিত অভ্যাস করলে ফুসফুসে বাতাস ঢোকা এবং বার করার পরিমাণ বাড়ে। ফলে ফুসফুসের শক্তিও বাড়ে। সর্দি, হাঁচি-কাশির মতো সমস্যা দূরে থাকে।
হাঁচির সমস্যা কমাতে প্রাণায়াম খুব কার্যকরী হতে পারে। অনুলোম-বিলোম অভ্যাস করতে পারেন। প্রথমে ডান দিকের নাকের ছিদ্র চেপে ধরে, বাঁ দিক দিয়ে শ্বাস নেওয়া ও ছাড়ার কাজ করতে হবে। পরে বাঁ দিকের নাকের ছিদ্র চেপে ধরে, ডান দিক দিয়ে শ্বাস গ্রহণ ও বর্জনের অভ্যাস করতে হবে। এই প্রাণায়ামে শ্বাস নেওয়া ও ছাড়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে হবে তিন ধাপে।
এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। হাঁচির সমস্যা থাকলে তা কী কারণে হচ্ছে জেনে নেওয়া জরুরি। অ্যালার্জির সমস্যা আছে কি না তা পরীক্ষা করলে ধরা পড়বে। তাই অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

নতুন পেনশন প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এটিকে বলা হচ্ছে ইউনিফায়েড পেনশন স্কিম বা ইউপিএস। শনিবার বিষয়টি স্থির হয় ক...
25/08/2024

নতুন পেনশন প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এটিকে বলা হচ্ছে ইউনিফায়েড পেনশন স্কিম বা ইউপিএস। শনিবার বিষয়টি স্থির হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এতে রয়েছে পারিবারিক পেনশন ও ন্যূনতম পেনশনের ব্যবস্থা। পেনশনের বিষয়টি আজ ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সরকারের ওই ঘোষণার ফলে উপকৃত হবে কেন্দ্রীয় সরকারের ২৩ লাখ কর্মী। কেন্দ্রের এই নতুন প্রকল্প কার্যকর হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে। অবসর নেওয়ার সময় কেন্দ্রীয় সরাকারি কর্মচারীদের দুটি পেনশন প্রকল্পের সুযোগ দেওয়া হবে। একটি হল ন্যাশনাল পেনশন স্কিম এবং অন্যটি হল ইউনাইটেড পেনশন স্কিম। বর্তমানে যারা ন্যাশনাল পেনশন স্কিমে রয়েছেন তাদেরও ইউনাইটেড পেনশন স্কিমের সুযোগ দেওয়া হবে।
কী রয়েছে কেন্দ্রের ইউনাইটেড পেনশন স্কিমে
শেষ ১২ মাসের গড় মাসিক বেসিক বেতনের ৫০% পেনশনের গ্যারান্টি।
যদি কোনো কর্মচারী কমপক্ষে ২৫ বছর পর্যন্ত কাজ করে, তাহলে অবসরের আগে শেষ ১২ মাসের গড় মাসিক বেসিক বেতনের কমপক্ষে ৫০ শতাংশ পেনশন হিসেবে পাওয়া যাবে।
যদি কোনো পেনশনভোগীর মৃত্যু হয়, তাহলে মৃত্যুর সময় পাওয়া পেনশনের ৬০ শতাংশ তার পরিবারের কাছে যাবে।
যদি ১০ বছর পর চাকরি ছেড়ে দেন, তাহলে ১০ হাজার টাকা পেনশন পাবেন।

ভারতেই এমন এক গ্রাম রয়েছে যা শুধু ভারতের সবচেয়ে ধনী গ্রাম নয় এসিয়ার সবচেয়ে ধনী গ্রাম। গুজরাটের ভুজে রয়েছে এমনই এক গ্রাম-...
25/08/2024

ভারতেই এমন এক গ্রাম রয়েছে যা শুধু ভারতের সবচেয়ে ধনী গ্রাম নয় এসিয়ার সবচেয়ে ধনী গ্রাম। গুজরাটের ভুজে রয়েছে এমনই এক গ্রাম-মাধাপুর। এই গ্রাম বদলে দিয়েছে গ্রামের ধারনা।
ভুজের বাইরের দিকে এই গ্রামের মানুষের ফিক্সড ডিপোজিট রয়েছে ৭০০০ কোটি টাকার। শুধু মাত্র মাধাপুরেই রয়েছে ১৭টি ব্যাঙ্ক। সরকারি ব্যাঙ্ক ছাড়াও রয়েছে এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআইয়ের মতো ব্যাঙ্ক। আরও অনেক ব্যাঙ্ক ওই গ্রামে শাখা খোলার চেষ্টা করছে।
কীভাবে এতটা ধনী একটা গ্রাম? গ্রামটিতে রাস্তা, জল, স্যানিটেশনের খুব ভালো ব্যবস্থা রয়েছে। গ্রামে রয়েছে একাধিক বাংলো, বহু সরকারি, বেসরকারি স্কুল। আছে মন্দির, লেক। এই গ্রাম রয়েছে ৩২০০০ মানুষের বসবাস। এদের ৬৫ শতাংশই অনবাসী ভারতীয়। ওইসব এনআরআই-রাই কোটি কোটি টাকা জমা করেন গ্রামের ব্যাঙ্ক ও পোস্ট অফিসে।
গ্রামে রয়েছে ২০,০০০ বাড়ি। ১২০০ পরিবার। এদের অধিকাংশ থাকে আফ্রিকার কোনও না কোনও দেশে। বেশিরভাগেরই পেশা হল কনস্ট্রাকশন বিজনেস। এছাড়া অনেকে থাকেন কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডে। স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন প্রেসিডেন্ট পারুলবেন কারা সংবাদমাধ্যমে বলেন, বহু মানুষ দেশের বাইরে থাকেন। কিন্তু তারা গ্রামের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। তারা টাকা জমা রাখেন গ্রামের ব্যাঙ্কেই।

কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেন ইউটিউবে নেই! পাঁচবারের ব্য়ালন ডি'অর জয়ী,পর্তুগালের একমাত্র ইউরো কাপ জেতা অধিনায়ক...
25/08/2024

কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেন ইউটিউবে নেই! পাঁচবারের ব্য়ালন ডি'অর জয়ী,পর্তুগালের একমাত্র ইউরো কাপ জেতা অধিনায়ক চলে এসেছেন জনপ্রিয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্মেও। আল-নাসের সুপারস্টার এবার ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরও।
UR Cristiano চ্য়ানেল তৈরি করেই রোনাল্ডো লিখে ফেলেছেন ইতিহাস। স্রেফ ৯০ মিনিটে পেয়ে গিয়েছেন ১০ লক্ষ সাবস্ক্রাইবার্স! যা অভাবনীয় বললেও কম। এত কম সময়ে ইউটিউবে কেউ ১ মিলিয়ন সাবস্ক্রাইবার্স পাননি। যার জন্য় তাঁকে দেওয়া হয়েছে 'গোল্ডেন প্লে বাটন'। এখন প্রশ্ন মাত্র ২ দিনে রোনাল্ডোর ইউটিউব থেকে উপার্জন কত? শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে যদিও। রইল এই প্রতিবেদনে।
রোনাল্ডো ইতোমধ্য়ে বিগত ২ দিনে পোস্ট করেছেন ১৯টি ভিডিয়ো। প্রতিটি ভিডিয়োর দৈর্ঘ ১০ মিনিটের কাছাকাছি। এমনকী ছোট ছোট ভিডিয়ো গুলিও লক্ষাধিক ভিউজ পেয়েছে। এমনকী এই ১৯টি ভিডিয়োর মধ্য়ে তিনটি ভিডিয়ো ২০ মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে। সফটওয়ার কোম্পানি Thinkific -এর রিপোর্ট বলছে যে, রোনাল্ডোর ইউটিউব চ্য়ানেল প্রতি ১০০০ ভিউজের জন্য় ৬ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৫০৩ টাকা ৩৯ পয়সা) পেয়েছে। ধরে নেওয়া যাচ্ছে এক মিলিয়ন (১০ লক্ষ) ভিউজের জন্য় তাঁর উপার্জন হয়েছে ১২০০ থেকে ৬০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা ১০-৫০ লক্ষ টাকা)। রোনাল্ডোর ঝুলিতে এখনই মোট ১২১ মিলিয়ন ভিউজ এসেছে।
রোনাল্ডোর ভাবমূর্তি, বিজ্ঞাপন থেকে আয়, এবং লাভজনক স্পনসরশিপও এর সঙ্গে মিশেছে। মনে করা হচ্ছে যে তিনি ১০০ মিলিয়ন ডলারের বেশি কিছুই উপার্জন করে ফেলেছেন। ভারতীয় মুদ্রায় অঙ্কটা দাঁড়াচ্ছে ৮,৩৮,৯৮,৯০,০০০.০০ টাকা। এবার তাহলে বুঝে নিন ২ দিনেই সিআর সেভেন কী ঝড়টাই না তুলেছেন! ইনস্টাগ্রামে ৬৩৬ মিলিয়ন, ফেসবুকে ১৭০ মিলিয়ন ও এক্স হ্য়ান্ডেলে ১১২.৫ মিলিয়ন ফলোয়ার্স! নেটপাড়ায় বিশ্বের আর কোনও মানুষের এত ফলোয়ার্স নেই! সর্বকালের অন্য়তম সেরা ফুটবলার দুই দশকের বেশি সময়ে ধরে ফুটবলে ও মানুষের মনে রাজত্ব করেছেন। এবার ইউটিউবে রোনাল্ডোরাজ।

আসন্ন সপ্তাহটি ভারতের প্রাথমিক বাজারে ক্রিয়াকলাপের প্রতিশ্রুতি দেয়, তিনটি গুরুত্বপূর্ণ মেইনবোর্ড প্রাথমিক পাবলিক অফারি...
25/08/2024

আসন্ন সপ্তাহটি ভারতের প্রাথমিক বাজারে ক্রিয়াকলাপের প্রতিশ্রুতি দেয়, তিনটি গুরুত্বপূর্ণ মেইনবোর্ড প্রাথমিক পাবলিক অফারিং (আইপিও) বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করে৷ প্রিমিয়ার এনার্জি, একটি সৌর প্রযুক্তি সংস্থা, তার ₹2,830.40 কোটি টাকার অফার, নতুন ইক্যুইটি এবং একটি অফার-ফর-সেলের সমন্বয়ে চার্জের নেতৃত্ব দেয়৷

নিবিড়ভাবে অনুসরণ করছে ECOS ইন্ডিয়া মোবিলিটি অ্যান্ড হসপিটালিটি, একটি বিশুদ্ধ অফার-ফর-সেলের মাধ্যমে ₹601.2 কোটি তোলার লক্ষ্য। বাজার স্টাইল রিটেল, উল্লেখযোগ্য বিনিয়োগকারী রেখা রাকেশ ঝুনঝুনওয়ালার দ্বারা সমর্থিত, তার অধীরভাবে প্রত্যাশিত আইপিওর সাথে ত্রয়ীকে রাউন্ড আউট করে, যদিও মূল্যের বিবরণ গোপন থাকে৷
এসএমই সেগমেন্ট
বিভিন্ন অফার দেখে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) সেগমেন্টটি ছাড়িয়ে যাওয়ার মতো নয়, ছয়টি কোম্পানি তাদের টুপি রিংয়ে নিক্ষেপ করেছে। ভারতীয় ফসফেট তার রাসায়নিক উত্পাদন ব্যবসার জন্য তহবিল সংগ্রহের জন্য সপ্তাহের সূচনা করে৷ Jay Bee Laminations এবং Vdeal System অনুসরণ করে, যথাক্রমে বৈদ্যুতিক এবং অটোমেশন সেক্টরের প্রতিনিধিত্ব করে। প্রযুক্তি-কেন্দ্রিক প্যারামেট্রিক্স টেকনোলজিস, উপকরণ বিশেষজ্ঞ অ্যারন কম্পোজিট, এবং নির্মাণ সরবরাহকারী আর্কিট নুউড ইন্ডাস্ট্রিজ SME লাইনআপ সম্পূর্ণ করে, যা পাবলিক বাজারে ট্যাপিং শিল্পের প্রশস্ততা প্রদর্শন করে।
দেখার জন্য নতুন তালিকা
বিভিন্ন এক্সচেঞ্জ জুড়ে আটটি নতুন তালিকার দিকেও বিনিয়োগকারীদের নজর থাকবে। ইন্টারআর্ক বিল্ডিং প্রোডাক্টস এবং ওরিয়েন্ট টেকনোলজিস প্রধান বাজারগুলিতে তাদের আত্মপ্রকাশ করতে প্রস্তুত, যখন NSE ইমারজ প্ল্যাটফর্ম ফোরকাস স্টুডিও, ব্রেস পোর্ট লজিস্টিকস, আইডিয়াল টেকনোপ্লাস্ট ইন্ডাস্ট্রিজ এবং কিউভিসি এক্সপোর্টকে স্বাগত জানায়। বিএসই এসএমই প্ল্যাটফর্ম দেখতে পাবে রিসোর্সফুল অটোমোবাইল এবং র‌্যাপিড মাল্টিমোডাল লজিস্টিকস ট্রেডিং শুরু করবে, যা সপ্তাহের উত্তেজনাকে বাড়িয়ে দেবে।
সেকেন্ডারি মার্কেটে ইতিবাচক সেন্টিমেন্টের মধ্যে আইপিও কার্যকলাপের উচ্ছ্বাস আসে। উল্লেখযোগ্যভাবে, ধূসর বাজারের পর্যবেক্ষকরা কিছু আসন্ন তালিকার জন্য উল্লেখযোগ্য প্রিমিয়ামের রিপোর্ট করেছেন, যেখানে Interarch বিল্ডিং প্রোডাক্ট এবং ওরিয়েন্ট টেকনোলজিস শেয়ার তাদের ইস্যু মূল্যের তুলনায় 35-40% প্রিমিয়ামের নেতৃত্ব দিচ্ছে। বাজার স্টাইল রিটেলের অফার-ফর-সেল অংশ বাদ দিয়ে সপ্তাহের আইপিওগুলি ₹4,000 কোটির বেশি সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে। এই উল্লেখযোগ্য পরিসংখ্যানটি ভারতীয় বাজারে নতুন ইক্যুইটি অফারগুলির জন্য বর্তমান শক্তিশালী ক্ষুধাকে আন্ডারস্কোর করে। কোম্পানীগুলি মূলধন বাড়াতে এবং প্রারম্ভিক বিনিয়োগকারীদের জন্য প্রস্থান করার সুযোগটি ব্যবহার করছে, যখন খুচরা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একইভাবে এই নতুন বিনিয়োগের সুযোগগুলিতে অংশ নিতে আগ্রহী বলে মনে হচ্ছে।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর দুর্নীতি দমন শাখা রবিবার প্রাক্তন আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ...
25/08/2024

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর দুর্নীতি দমন শাখা রবিবার প্রাক্তন আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার আত্মীয়দের সাথে যুক্ত কলকাতার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে।

সিবিআই সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, এই অভিযানে সারা শহর জুড়ে ডাঃ ঘোষ এবং তার পরিবারের সাথে যুক্ত 15টি অবস্থান জড়িত। সিবিআইয়ের একটি দল রবিবার সকালে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন এবং টক্সিকোলজির প্রদর্শক ডাঃ দেবাশীষ সোমের বাসভবনেও পৌঁছেছে," তারা পিটিআইকে জানিয়েছে। এর আগে, কলকাতা হাইকোর্টের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) নিজাম প্যালেসে সিবিআই অফিসে প্রয়োজনীয় নথি সরবরাহ করেছিল। এই তথ্যে দ্রুত কাজ করে, সিবিআই একটি এফআইআর দায়ের করেছে এবং শনিবার আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে একটি অনুলিপি জমা দিয়েছে। কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় দিয়েছে, যা 17 সেপ্টেম্বর পেশ করার কথা। এর আগে, মঙ্গলবার, শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণ ও হত্যার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) কাছে হস্তান্তর করার নির্দেশ দেয়। গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে ওই প্রশিক্ষণার্থী চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। আদালত সিবিআইকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় দিয়েছে, যা 17 সেপ্টেম্বর পেশ করা হবে। গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে ওই প্রশিক্ষণার্থী চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও, পাভেল দুরভকে প্যারিসের উত্তরে লে বুর্গেট বিমানবন্দরে ফরাসি কর্তৃপক্ষ গ্র...
25/08/2024

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও, পাভেল দুরভকে প্যারিসের উত্তরে লে বুর্গেট বিমানবন্দরে ফরাসি কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে।
টেলিগ্রাম অ্যাপ সংক্রান্ত একটি ওয়ারেন্টের অধীনে তার ব্যক্তিগত এলাকায় আসার পর তাকে আটক করা হয়। আটকের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
Pavel Durov হল 39 বছর বয়সী মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও, যেটি বিশ্বের শীর্ষ পাঁচটি ডাউনলোড করা অ্যাপের মধ্যে একটি এবং এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে 950 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে।টেলিগ্রাম 2013 সালে পাভেল দুরভ এবং তার ভাই নিকোলাই দুরভ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পাভেল দুরভ আর্থিক এবং আদর্শিক সহায়তা নিশ্চিত করে যেখানে নিকোলাই দুরভ প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।
ফোর্বস ম্যাগাজিনের মতে, পাভেল দুরভ রাশিয়ার জুকারবার্গ নামে পরিচিত কারণ তিনি 22 বছর বয়সে Vkontakte তৈরি করেছিলেন, যা রাশিয়ার বৃহত্তম সামাজিক নেটওয়ার্ক হিসাবে পরিচিত এবং তার আনুমানিক $15.5 বিলিয়ন সম্পদ রয়েছে।
দুরভ 2021 সালের আগস্টে একজন ফরাসি নাগরিক হয়েছিলেন। 2017 সালে তিনি নিজেকে এবং টেলিগ্রাম দুবাইতে স্থানান্তরিত করেছিলেন এবং ফরাসি মিডিয়া অনুসারে তিনি সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্বও পেয়েছেন। তিনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দ্বৈত জাতি সেন্ট কিটস অ্যান্ড নেভিসেরও একজন নাগরিক, মিডিয়া রিপোর্ট অনুযায়ী।
ফোর্বস ম্যাগাজিন অনুসারে, পাভেল দুরভকে রাশিয়া ছেড়ে যেতে হয়েছিল কারণ তিনি তার সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের এনক্রিপ্ট করা ডেটা সরবরাহ করতে রাশিয়ান গোপন পরিষেবাকে সহযোগিতা করেননি।
2018 সালে, রাশিয়া তার ব্যবহারকারীদের এনক্রিপ্ট করা বার্তাগুলিতে সুরক্ষা পরিষেবাগুলিকে অ্যাক্সেস দেওয়ার জন্য আদালতের আদেশ মেনে না চলার পরে টেলিগ্রামকে ব্লক করা শুরু করে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে মস্কোতে ব্যাপক বিক্ষোভ এবং এনজিওগুলোর সমালোচনা হয়েছে।

10/08/2024

ইউপিআইয়ের নিয়মে বড় বদল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এবার থেকে এই পদ্ধতিতে গ্রাহকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত জমা ...
10/08/2024

ইউপিআইয়ের নিয়মে বড় বদল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এবার থেকে এই পদ্ধতিতে গ্রাহকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন কর। বৃহস্পতিবার, ৮ অগস্ট মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে যা ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
এতোদিন পর্যন্ত ইউপিআইতে কর বাবদ সর্বোচ্চ জমা দেওয়া যেত এক লাখ টাকা। এবারের মুদ্রানীতি কমিটির বৈঠকে যা ৫ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এ দিন বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ‘আম জনতার মধ্যে ইউপিআই পেমেন্টের ঝোঁক বাড়ছে। সেদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পাশাপাশি, স্টক মার্কেট ও বিমায় লগ্নির ক্ষেত্রেও ইউপিআই লেনদেনের পরিমাণ বাড়িয়েছে আরবিআই। ইউপিআইয়ের মাধ্যমে গ্রাহক ২ লক্ষ টাকার শেয়ার কেনা-বেচা করতে পারবেন। বিমা ও আইপিও-র ক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে খরচ করা যাবে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা। তবে সাধারণ লেনদেনের পরিমাণ ১ লাখ টাকা রেখেছে আরবিআই।
এ ছাড়া ইউপিআইতে ‘ডেলিগেট পেমেন্টস’ নামের একটি নতুন ফিচার লঞ্চ করার কথা ঘোষণা করছে আরবিআই। এর মাধ্যমে একজন গ্রাহক নিজের পছন্দ মতো কোনও ব্যক্তিকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই পেমেন্টের অনুমতি দিতে পারবেন। এক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির আলাদ কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন নেই।

তা হলে চলুন জেনে নিই, কী ভাবে দাড়ির যত্ন করবেন।১) দাড়ি রাখার সাধ থাকলে পকেটে রাখুন আলাদা চিরুণি। বিভিন্ন নামী দোকান বা...
09/08/2024

তা হলে চলুন জেনে নিই, কী ভাবে দাড়ির যত্ন করবেন।

১) দাড়ি রাখার সাধ থাকলে পকেটে রাখুন আলাদা চিরুণি। বিভিন্ন নামী দোকান বা অনলাইনে সহজেই মেলে দাড়ির জন্য বিশেষ চিরুণি। চুল ও দাড়ির চরিত্র আলাদা। তাই চিরুণিও আলাদা রাখুন।

২) দাড়ি নিয়মিত ছাঁটা দরকার। তাই সপ্তাহে এক বার করে দাড়ি ট্রিম করুন।

৩) দাড়ির ছাঁট ঠিক রাখতে বিয়ার্ড ট্রিমার দরকার। দাড়ির যত্নের জন্য নানা রকম ছোট ট্রিমার পাওয়া যায় বাজারে। তা চার্জ দেওয়াও যায়। চুলের ট্রিমার নয় কিন্তু। তাই দেখে কিনবেন।

৪) রেজ়ার ব্যবহার করলে তা সব সময় পরিষ্কার ও দূষণমুক্ত রাখুন।

৫) দাড়িতে নতুন স্টাইল করতে চাইলে দাড়ি গজানোর পরেই তাকে ট্রিম করবেন না। একটু বড় হোক দাড়ি, তার পর স্টাইলের সিদ্ধান্ত নিন।

৬) শীত হোক বা গ্রীষ্ম, দাড়িতে ময়শ্চারাইজ়ার লাগাতেই হবে। দাড়ি রুক্ষ হয়ে গেলে দেখতে মোটেও ভাল লাগে না। তাই ময়েশ্চারাইজ়ার আর দাড়ির জন্য আলাদা তেল অবশ্যই ব্যবহার করতে হবে।

৭) রোদে বেরোলে মুখে যেমন সানস্ক্রিন মাখেন, তেমনই দাড়ির জায়গাটুকু বাদ দিলে হবে না। দাড়ির নীচের ত্বকে লাগাতে হবে সানস্ক্রিন, এতে ত্বকে কালচে ছোপ পড়বে না, দাড়িও চকচক করবে।

৮) চুলে শ্যাম্পু করে কন্ডিশনার লাগানোর সময় দাড়িতেও কন্ডিশনিং করতে হবে।

৯) ঘন সুন্দর দাড়ি চাইলে নিয়মিত এসেনশিয়াল অয়েল লাগাতে হবে দাড়িতে। তবে এসেনশিয়াল তেল অনেকের সহ্য হয় না। তাই আপনি ব্যবহার করবেন কি না তা চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন।

Address

Agartala
799001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indi Newz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share