Online Tripura

Online Tripura This is the Official page of Online Tripura . Please do like and follow our page.
(2)

24/11/2025

লড়াই শেষ, সকল মিথ্যেকে ঠেলে দিয়ে সত্যি আজ প্রয়াত ধর্মেন্দ্র, বয়স হয়েছিল ৯০।। সোমবার, নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

24/11/2025

কৈলাসহরে বন্দুক হাতে আটক ৪ যুবক!

কৈলাসহর শহরের তিলকপুর এলাকায় রবিবার রাত আনুমানিক ১০টা নাগাদ রাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন স্থানীয় বাসিন্দারা চার যুবকের হাতে বন্দুক দেখতে পান। ঘটনাটি ঘটে তিলকপুর এলাকায় ঊনকোটি হাসপাতাল সংলগ্ন এলাকায়। এলাকার মানুষ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ওই যুবকদের ঘিরে ফেলেন। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জনতা তাদের আটক করে উত্তম-মধ্যম দেয়।

23/11/2025

রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ক বজায় রাখার সুন্দর নিদর্শনের বার্তা যুব নেতার ।।

23/11/2025

রাজধানী আগরতলার জয়নগর ও জয়পুর এর মাঝামাঝি এলাকা থেকে এক ড্রাগ পাচারকারী কে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। সে দীর্ঘদিন ধরে বটতলা এলাকায় বিভিন্ন বেশে এসে ড্রাগ বিক্রি করতো বলে পুলিশের কাছে খবর রয়েছে। তার কাছ থেকে প্রচুর পরিমাণে ড্রাগস ও একটি স্কুটি আটক করে পশ্চিম থানার পুলিশ। এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান

23/11/2025

খুমলং এলাকায় পরিদর্শন করলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ।।

23/11/2025

হুঁশিয়ারি দিলেন মেয়র !

দুর্গাচৌমুহনি বাজার ব্যবসায়ী সমিতি নতুন অস্থায়ী ১২ জনের কমিটি গঠন করা হয়। এবং এই নতুন কমিটিতে যারাই দুর্নীতির সাথে জড়িয়ে থাকবে তাদেরকে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তা মেয়র দীপক মজুমদারের।

23/11/2025

ভারতীয় জনতা পার্টি দলের একজন একনিষ্ঠ কর্মী সুমন দেববর্মা মথার দ্বারা আক্রান্ত হয় খবর পেয়ে আগরতলা জিবি হাসপাতালে মুখ্যমন্ত্রী যান এবং দোষীদের শাস্তির দাবি জানান।

🙏🌺 আজকের দর্শনে মাতা ত্রিপুরা সুন্দরী 🌺🙏
23/11/2025

🙏🌺 আজকের দর্শনে মাতা ত্রিপুরা সুন্দরী 🌺🙏

আজ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাজ্য...
23/11/2025

আজ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।।

23/11/2025

বিজেপি র অন্তর্কলহ! প্রকাশ্যে, বিধায়িকার ছবি ফেস্টুনে না থাকায় ক্ষোভে ফেটে পড়লেন ।। ঘটনা
কমলাসাগর বিধানসভা কেন্দ্র সংগঠিত এক ফুটবল টুর্নামেন্টের সভা মঞ্চে ।।

23/11/2025

ফেনাইল সহ নানান পরিষ্কার সামগ্রী বিক্রির অভিযোগ সুপারভাইজার এর বিরুদ্ধে , আই জি এম হাসপাতালে ।।

23/11/2025

পুরুষ সুপারভাইজারের হাতে আক্রান্ত মহিলা সুপারভাইজার প্রতিবাদে বিক্ষোভ আইজিএম হাসপাতালে সাফাই কর্মীদের
ঘটনা বিবরণ জানা গেছে গতকাল আইজিএম হাসপাতালে ।।

Address

Agartala
799001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online Tripura:

Share