Online Tripura

  • Home
  • Online Tripura

Online Tripura This is the Official page of Online Tripura . Please do like and follow our page.
(3)

16/07/2025

কৈলাসহর-ধর্মনগর সড়ক অবরোধ করে কংগ্রেস!

ঊনকোটি জেলা হাসপাতালের জরাজীর্ণ অবস্থা নিয়ে এবং জেলা হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিসেবা নিয়ে রীতিমতো কৈলাসহর-ধর্মনগরের রাস্তা অবরোধ করে সরব হলেন বিধায়ক বিরজিত সিনহার নেতৃত্বে চন্ডীপুর ব্লক যুব কংগ্রেস। মঙ্গলবার দুপুরে কৈলাসহরের ভগবান নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের সম্মুখে বিধায়ক বিরজিত সিনহার নেতৃত্বে কৈলাসহর-ধর্মনগর রাস্তা অবরোধে করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শনে বিধায়ক বিরজিত সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মো: বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা, যুব কংগ্রেস নেতা দ্বীপ সিনহা, সানু চৌধুরী সহ আরও অন্যান্যরা। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন বিধায়ক বিরজিত সিনহা জানান যে, রাজধানী আগরতলা থেকে কয়েক শত কিলোমিটার দূরে অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের পরিসেবা নিয়ে কয়েকবার রাজ্য বিধানসভায় স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নজরে নেওয়ার পরও আজ অব্দি ঊনকোটি জেলা হাসপাতালের কোনো পরিবর্তন হয়নি। তীব্র জরাজীর্ণ অবস্থায় রয়েছে জেলা হাসপাতাল। জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে, বিশুদ্ধ পানীয়জল নেই, গোটা ঊনকোটি জেলা হাসপাতাল অপরিস্কার ও অপরিচ্ছন্ন, হাসপাতালের টয়লেট বাথরুম ব্যবহারের অযোগ্য, কোনো ধরনের টেন্ডার ছাড়াই ঔষধ ক্রয় করা হচ্ছে। এতসবের পরও জেলা হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন। জেলা হাসপাতালের এই অবস্থা নিয়ে বিধায়ক বিরজিত সিনহা ঊনকোটি জেলাশাসকের তীব্র সমালোচনা করেন। জেলাশাসকের পক্ষ থেকে জেলা হাসপাতালের চিকিৎসা পরিসেবা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার ফলে জেলাশাসকের তীব্র সমালোচনা করেন বিরজিত সিনহা। তাছাড়া ঊনকোটি জেলা হাসপাতালের রোগী কল্যান সমিতির ভুমিকা নিয়েও সরব হয়েছেন বিধায়ক বিরজিত সিনহা। রোগী কল্যান সমিতির পক্ষ থেকে কোনো ধরনের বৈঠক ডাকা হয়না। বিরজিত সিনহা একজন জনপ্রতিনিধি হওয়া স্বত্বেও উনাকে রোগী কল্যান সমিতির বৈঠকে আমন্ত্রণ করা হয়না বলেও জানান। প্রায় এক ঘন্টা জেলা হাসপাতালের সম্মুখে কৈলাসহর-ধর্মনগর রাস্তা অবরোধ করার পর জেলা হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্টের নিকট ডেপুটেশন প্রদান করে যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা।

15/07/2025

রান্নার গ্যাসের দাবিতে সড়ক অবরোধে মাতৃশক্তি!

ধলাই জেলার ছৈলেংটা এলাকায় গ্যাস না পাওয়ায় ছৈলেংটা থেকে মনু যাত্তয়ার রাস্তা অবরোধ করে গ্রাহকরা ।

15/07/2025

টি এস আর নবম বাহিনী টি এস আর ক্যাম্পের হেডকোয়াটারে সাত দিন ব্যাপী এক প্রশিক্ষন কর্মশালার শুভ সূচনা করা হয়।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সকলের প্রথমে বিশেষ ভূমিকা পালন করে সিভিল ডিফেন্স ও আপদা মিত্রের সদস্যরা । এদেরকে সঠিকভাবে প্রশিক্ষন প্রদানকরে সঠিকভাবে গড়েতোলার দায়িত্ব হাতেনিলো টি এস আর নবম বাহিনীর জোওয়ানরা।

15/07/2025

প্রতিটা বর্ষায় বিলোনীয়া শহর জলমগ্ন হচ্ছে। শহরের স্মৃতি মন্দির এলাকার আমলা পাড়ার জনগণকে সবচেয়ে বেশি বর্ষার জমা জলে ভোগতে হয়। চলিত মাসের প্রথম দিকে দুই দিনের অবিরাম বর্ষনে গোটা বিলোনীয়া শহর জলমগ্ন হয়ে পড়েছিল। বৃষ্টি বন্ধ হওয়ার সাথে জল ও নেমে গেছে। কিন্তু আমলাপাড়া এলাকায় বর্ষার জল এক কোমড় পর্যন্ত হয়ে অনেক দিন জমা থাকে। ফলে জনগণ কে ভীষন অসুবিধার মধ্যে পড়তে হয়। বর্ষার জল নিস্কাষনের জন্য আমলা পাড়ার মহিলারা জোটবদ্ধ হয়ে জেলা শাসকে দৃষ্টিতে নেওয়ার পর মঙ্গলবার জেলা শাসক, পুর পরিষদের চেয়ারম্যান, এসডিএম, পুর পরিষদের স্থানীয় কাউন্সিলর সহ সরোজমিনে আমলা পাড়ার জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। স্থানীয় মহিলাদের বক্তব্য জাতীয় সড়ক হওয়ার পর গত তিন বছর ধরে এলাকায় জল জমে যাচ্ছে। জমা জল বের হওয়ার কোন ব্যবস্থা নেই। তার খেসারত দিতে হচ্ছে এলাকাবাসীদের। জেলা শাসক মহঃসাজিদ পি মহিলাদের সাথে কথা বলে জানান, জাতীয় সড়কের দুই পাশে ড্রেন করে জল নেমে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য পিডব্লিউডি, ওয়াটার রিসোর্স, এন এইচডিসিএল, পুর পরিষদের ইঞ্জিনিয়ার দের নিয়ে কমিটি করে ড্রেইন এবং জল নিস্কাষনের জন্য ফান্ড করে বরাদ্দ দিতে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। জেলা শাসক মহিলাদের আস্বস্ত করে বলেন আগামী বর্ষার আগে এই জল জমার সমস্যার সমাধান হয়ে যাবে। শহরে বর্ষার জল নিস্কাষনের জন্য আরো দুই তিনটা পাম্প দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জেলা শাসক জানিয়েছেন।

15/07/2025

ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে যুবকদের আস্থার প্রতীক রাম ভক্ত প্রভু বজরংবলীর প্রতি সিপি আই এম নেতা শংকর প্রসাদ দত্ত যে অসম্মানজনক ভাষা ব্যবহার করেছে তারই প্রতিবাদের ধিক্কার মিছিল অনুষ্ঠিত করা হয়। মিছিলটি মেলার মাঠ সিপি আই এম পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এবং পরবর্তীতে হনুমান চালিশা পাঠ করা হয়।

15/07/2025

ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে যুবকদের আস্থার প্রতীক রাম ভক্ত প্রভু বজরংবলীর প্রতি সিপি আই এম নেতা শংকর প্রসাদ দত্ত যে অসম্মানজনক ভাষা ব্যবহার করেছে তারই প্রতিবাদের ধিক্কার মিছিল অনুষ্ঠিত করা হয়।

15/07/2025

ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে যুবকদের আস্থার প্রতীক রাম ভক্ত প্রভু বজরংবলীর প্রতি সিপি আই এম নেতা শংকর প্রসাদ দত্ত যে অসম্মানজনক ভাষা ব্যবহার করেছে তারই প্রতিবাদের ধিক্কার মিছিল অনুষ্ঠিত করা হয়।

15/07/2025

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জল নেই পাঁচ দিন ধরে! ঘটনা খোয়াই

15/07/2025

মাটির নিচ থেকে উদ্ধার ১৬ লক্ষ টাকার গাঁজা!আটক যুবক!! ঘটনা সোনামুড়া থানাধীন ইন্দুরিয়া এলাকায়।

15/07/2025

'রাষ্ট্রবাদী' দুই গোষ্ঠীর মারপিট ঊণকোটি জেলা হাসপাতালে !

15/07/2025

মানুষ যাবে তো, কোথায় যাবে ? একে তো মহার্ঘ বিদ্যুৎ তার উপর সারাদিন অপেক্ষা করেও টাকা জমা দিতে পারেন না । এই ঘটনাটি সেকেরকোট দারোগাবাড়ি বিদ্যুৎ অফিসে।

15/07/2025

প্রকাশ্যে রাজপথে বল পরীক্ষায় দুই গাড়ি চালক!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online Tripura:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share