Online Tripura

Online Tripura This is the Official page of Online Tripura . Please do like and follow our page.
(1)

07/09/2025

শান্তির বাজার রেলষ্টেশন থেকে দুইজন নাইজেরিয়ানকে সন্দেহ জনক আটক করলো স্থানীয় লোকজনেরা!

শুক্রবার রাতে শান্তির বাজার রেলষ্টেশনে দুই নাইজেরিয়ান ব্যক্তিকে বিলোনিয়া নিয়েযাবার জন্য বিলোনিয়াথেকে এক অটোচালক আসে। এতেকরে স্থানীয় অটোচালক ও স্থানীয় লোকজনদের মধ্যে সন্দেহজাগে। সকলেমিলে দুই নাইজেরিয়ানকে আটককরে। এইখবর শুনারপর দ্রুততারসহিত ঘটনাস্থলে ছুটে যান শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত ও এস আই সমীর বিশ্বাস। উনারা ঘটনাস্থলেগিয়ে দুই নাইজেরিয়ানকে ঘটনাস্থলথেকে উদ্ধারকরে থানার নিয়েআসে। থানায় দুইনাইজেরিয়ানকে নিয়েআসে তদন্তকরে দেখাযায় দুইজনের নিকট বৈধ পাসপোর্ট ও ভিসা রয়েছে। যারফলে পুলিশ বর্তমানসময়ে দুইনাইজেরিয়ানকে জিঞ্জেসাবাদ চালাচ্ছে উরা কি উদ্দ্যেশ্যে এসেছে এবং কোথায় যাবে। উদের পাসপোর্ট এবং ভিসা বৈধকিনা তার তদন্তকরছে পুলিশ। উদের সঙ্গে জরিতথাকা বিলোনিয়ার অটোচালকে আটক করে জিঞ্জেসাবাদ করছে পুলিশ। দুই নাইজেরিয়ানকে থানায় নিয়েআসার বিষয়ে সংবাদমাধ্যমের সামনে জানালেন মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পি দের্বমা। শান্তির বাজার রেলষ্টেশনে কোনোপ্রকারের জি আর পি পুলিশ নাথাকায় প্রতিনিয়ত রেলষ্টেশনকে বিভিন্নপ্রকারের অবৈধকাজ করারজন্য বেছে নেওয়াহচ্ছে। রেলষ্টেশনে জি আর পি পুলিশ থাকলে হয়তো এইধরনের অবৈধকাজ হতোনা বলে দাবিকরছে স্থানীয় লোকজনেরা। এখন দেখারবিষয় শান্তির বাজার রেলষ্টেশনে অপরাধ দমনে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে।

06/09/2025

মৃত্যুর ৮ বছর পর কেউ কিভাবে জমি বিক্রির দলিলে সাক্ষর করলেন ? সেই প্রশ্নের উত্তর জানতে থানার দ্বারস্থ কদমতলা ব্লকের ফুলবাড়ির শাহিন আহমেদ চৌধুরী।

জালিয়াতি ও ভুতুড়ে কান্ডের শিরোনামে ধর্মনগর মহকুমার সাব-রেজিষ্টি অফিস।মৃত ব্যক্তির স্বাক্ষরে এক ব্যক্তির জায়গা অপর ব্যক্তির নামে।অভিযোগ,থানায় মামলা।

দীর্ঘ আট বছর পূর্বে মৃত ব্যক্তিও ভুমি বিক্রি করতে পারে!দালাল চক্র এতটাই সক্রিয় যে,উক্ত ভূমি নামজারি করে আবার নিজের স্ত্রীর নামে হস্তান্তরও করে দিয়েছে।এমন চাঞ্চল্যকর ঘটনা উঠে আসলো উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার ফুলবাড়ি এলাকা থেকে।সেই সাথে ধর্মনগর মহকুমা অফিসের চরম জালিয়াতি আরো একবার প্রকাশ্যে বেরিয়ে এলো।অভিযোগ এক ব্যক্তির জায়গা অপর এক ব্যক্তির নামে নামজারি হয়ে গেছে,অথচ আট বছর পূর্বে মৃত ব্যক্তি ওই জায়গার দলিলে স্বাক্ষর করেছেন বলেও উল্লেখ রয়েছে। এমনই এক ভূতুড়ে কান্ড সংগঠিত হলো ধর্মনগর মহকুমাধীন কদমতলা ব্লক এলাকার ফুলবাড়ি পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের বাসিন্দা শাহীন আহমেদ চৌধুরীর সাথে। তিনি সহ উক্ত ভূমির উত্তরাধিকারীরা দীর্ঘ লাঞ্ছনার পর শনিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনা তুলে ধরেন। তিনি জানান, উনার মা আজিনা বিবির নামে ১৪০ শতক(৭০ গন্ডা) টিলা,ও লুঙ্গা জমি রয়েছে। কিন্তু ২০০৮ সালের আগস্ট মাসে উনার মা অর্থাৎ,ভুয়ো জমি বিক্রেতা ঐ মহিলা মৃত্যুবরণ করেছেন।তারপর যথারীতি ওই জায়গার উত্তরাধিকারী হিসাবে শাহীন আহমেদ সহ অন্যান্যরা মালিকানাধীন গ্রহণ করেন।কিন্তু ২০১৬ সালের ১৩ই জুলাই উক্ত জায়গা এলাকারই প্রভাবশালী বর্তমান শাসক দলীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মকরম আলী বলে এক ব্যক্তি দখল করে এবং নিজের নামে দলিল ও পর্চা বাগিয়ে নেয়। আশ্চর্যের বিষয় ওই দলিল ও পর্চায় মৃত মহিলা তথা শাহীন আহমেদের মা আজিনা বিবির স্বাক্ষর রয়েছে। কিন্তু তখন সেই ঘটনা প্রকাশ্যে না আসলেও ইদানিংকালে দেখা যায়, মকরম আলী উক্ত জায়গা নিজের স্ত্রীর নামে এবং অবৈধ বাংলাদেশী এক মহিলা সাহিদা আক্তার এর নিকট বিক্রি করছেন।আর তাতে বাঁধা দিতে গেলে বেরিয়ে আসে আসল রহস্য।অভিযোগকারী শাহীন আহমেদ চৌধুরী সহ উক্ত জমির মালিকানাধীন সকলের কাছে সম্পূর্ণ প্রমাণ পত্র রয়েছে।তাই তারা
বিষয়টি নিয়ে চুরাইবাড়ি তহশীল অফিস ও ধর্মনগর মহকুমা সাব-রেজিস্ট্রি অফিসে গেলে সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখেন এবং দেখতে পান উক্ত ৭০ শতক(৩৫ গন্ডা) জায়গা মকরম আলীর নামে রয়েছে। এতে তিনি হতবাক হয়ে পড়েন ! তাছাড়াও উক্ত পর্চা ও দলিলের ডিড রাইডার হিসাবে বাবুল নাথের স্বাক্ষর রয়েছে। উক্ত ঘটনায় সমস্ত ফুলবাড়ী এলাকার মানুষ হতবাক হয়ে পড়েন,কি করে আট বছর পূর্বে একজন মৃত মহিলা উক্ত দলিল ও পর্চায় স্বাক্ষর করতে পারেন ? এভাবে চরম জালিয়াতি ও ভুতুড়ে কান্ডের একাধিক নজির রয়েছে ধর্মনগর সাব-রেজিস্ট্রি অফিস তথা মহকুমা শাসক অফিসে। এর পূর্বেও একাধিকবার সংবাদের শিরোনাম দখল করেছে এমন ন্যক্কার জনক কান্ড।এদিকে চুরাইবাড়ি তহশীল অফিসের কথা না বলাই ভালো। বহু মানুষ নিজের জায়গা সংক্রান্ত সমস্যায় ভুগতে থাকেন স্থানীয় কিছু ভুমি মাফিয়া তথা দালালের কারণে। অর্থের বিনিময়ে তারা এক ব্যক্তির জায়গা অপর ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দিতে পারে। এমনকি মৃত ব্যক্তির নামেও কাগজ করে দেওয়া হচ্ছে।
এদিকে উক্ত ঘটনার ন্যায় বিচার ও নিজের জায়গা পুনরায় ফিরে পেতে শাহীন আহমেদ চৌধুরী প্রথমে চুরাইবাড়ি থানায় একটি এফআইআর দায়ের করেন মকরম আলীর বিরুদ্ধে। এছাড়াও মহকুমা শাসক অফিসেও নালিশ জানিয়েছেন উক্ত ব্যক্তির বিরুদ্ধে। এখন তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার ও নিজের জায়গা ফিরে পেতে জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন।এখন দেখার বিষয় মহকুমা প্রশাসন এ বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন।

06/09/2025

মুখ্যমন্ত্রীর সমীপেষু থেকে অনুপ্রাণিত হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রত্যেক শনিবারে তার সরকারি বাসভবনে "জনতার দরবার"-এর আয়োজন করা হয় ।। যেখানে সুশান্ত চৌধুরীর বিধানসভা কেন্দ্র মজলিশপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকদের কে নিয়ে জনতার দরবারে বসে সকলের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শুনে এবং সাধ্যমতো সমাধান করার চেষ্টা করে। আজকের জনতার দরবারেও প্রচুর জনতার উপস্থিতি দেখা যায় বিভিন্ন সমস্যা নিয়ে তারা মাননীয় মন্ত্রীর দারস্ত হয়

06/09/2025

মৃত্যুকে ভয় পান না প্রতিবাদী মাতৃশক্তি ! দেখুন কি বলছেন তারা।

কুমারঘাট পুর পরিষদের ৭ নং ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল দশা এবং জল নিকাশি ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে-- উত্তর পাবিয়াছড়া এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসী।

06/09/2025

গত ২০২২ সালে এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর রামনগর এলাকাতে সম্পত্তির বিবাদ কে কেন্দ্র করে ভাগ্নে দীপক দাস কে খুন করল তার ২ মামা। ঘটনাটি ঘটার পর এয়ারপোর্ট থানার পুলিশ একটি খুনের মামলা হাতে নেয় এবং তদন্ত শুরু করে। সেই তদন্ত ক্রমে দুই মামা অর্থাৎ সুধাংশু মিত্র এবং অমিত মিত্র কে গ্রেপ্তার করেছিল। আজ পশ্চিম ত্রিপুরা জেলা দায়রা আদালতে তাদেরকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। এই বিষয়ে বিস্তারিত জানান সরকার পক্ষে আইনজীবী বিশ্বজিৎ দেব।

06/09/2025

১৯৯ টাকায় পেয়ে যাচ্ছে স্পেশাল চিকেন আইটেম রাজধানীর কলেজ টিলা আগরতলা ক্লাবে উদ্বোধন করেন পদ্মশ্রী দীপা কর্মকার সহ আগরতলা ক্লাবের ডাইরেক্টর পান গোপাল সাহা।।

06/09/2025

জুরি নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার!

ধর্মনগর থানার অন্তর্গত জুড়ি নদী থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ।

06/09/2025

ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে প্রানী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গত বছর ভয়াবহ বন্যায় কুমারঘাট ব্লকের অধীন ক্ষতিগ্রস্ত প্রকৃত পশু পাখি পালনকারীদের আর্থিক সহায়তা প্রদান করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা।

রাজ্যের পশু পালকদের আরও বেশি উৎসাহিত করতে এবং তাদের আর্থিক ও সামাজিক মানোন্নয়নের পাশাপাশি রাজ্যে ডিম,দুধের উৎপাদন বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত এরূপ বহুবিধ সুবিধা প্রকৃত পশু পালকদের প্রদান করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

06/09/2025

স্ত্রীর নির্যাতনে রেলের নিচে ঝাঁ*প দিয়ে আ*ত্ম*ঘা*তী স্বামী!

পারিবারিক ঝামেলার জেরে রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামীর। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা নাগাদ সিপাহীজলা এসপি অফিস সংলগ্ন নলজলা আগরতলা সাব্রুম রেলপথে। ঘটনা প্রসঙ্গে জানাযায় শনিবার সন্ধ্যা নাগাদ নলজলা এলাকার দিনমজুর গরু ব্যবসায়ী জামাল হোসেন কোন এক বিষয়কে কেন্দ্র করে স্ত্রীর সাথে প্রতিনিয়ত সাংসারিক ঝামেলা হয়। ঝামেলা মাত্রাটা শনিবার দিন এতটাই বেড়ে যায় হঠাৎ করে জামাল হোসেন স্ত্রীর সাথে ঝগড়া করে আগরতলা থেকে সাব্রুমগামী রেলের নিচে ঝাঁপ দেয়। রেলের নিচে পড়া মাত্রই জামাল হোসেনের শরীর বিভিন্ন অঙ্গ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই স্থানীয়রা ঘটনাটি দেখতে পায় খবর দেয় বিশ্রামগঞ্জ থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জিআরপি থানার পুলিশ সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশ। জামাল হোসেনের মৃত্যুর খবর পেয়ে কটনস্থলে ছুটে আসে তার ছোট ভাই সহ পরিবারের সদস্যরা। মৃত জামাল হোসেনের ভাইয়ের অভিযোগ তার জামাল হোসেনের উপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক অত্যাচার করতেন তার বড় ভাইয়ের স্ত্রী। স্থির নির্যাতন সহ্য করতে না পেরে রেলের নিচে চাপ দিয়ে আত্মঘাতী করলো স্বামী। এই মৃত্যুর একমাত্র দায়ী জামাল হোসেনের স্ত্রী। এদিকে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে রেল রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জামাল হোসেনের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ সেই বিষয়টি একটি মামলা হাতে নিয়েছে। জামাল হোসেনের মৃত্যুতে ননজলা এসপি অফিস সংলগ্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে।

06/09/2025

ফায়ার সার্ভিস কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি!ঘটনাটি ঘটে গকুলনগর রাস্তারমাথা এলাকায়।

06/09/2025

গোপন খবর ভিত্তিতে পূর্ব থানা মোটর স্ট্যান্ড এলাকা থেকে ৮ জন জুয়ারী কে আটক করতে সক্ষম হয় তাছাড়া একজন কুখ্যাত চোরকে উত্তর গেট থেকে গভীর রাতে আটক করে পূর্ব থানা পুলিশ এবং চোরের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন।। এই বিষয়ে বিস্তারিত বলেন থানার ওসি সুব্রত দেবনাথ

06/09/2025

" ঘরের নারীতেই বিরাজ দেবী দুর্গা " এই থিম নিয়ে আসন্ন দুর্গোৎসব উদযাপন করতে চলেছেন রাজধানীর ছাত্রবন্ধু ক্লাব ।।
বিস্তারিতভাবে কি বলছেন শুনুন ক্লাবের কর্মকর্তারা ।।

Address

Agartala
799001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online Tripura:

Share