Headlines Tripura National

Headlines Tripura National Headlines Tripura National, one of the most popular media network in Tripura.

16/10/2025

-বিলোনিয়া থানা থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালালো চো*র
চোর খুঁজতে কালো ঘাম বেরোচ্ছে পুলিশের
আজ দুপুরে জনগণ কলেজ স্কয়ার এলাকা থেকে দুজন চো*রকে ধরে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল
কিন্তু পুলিশ কয়েক ঘন্টা রাখতেই ব্যর্থ! এ নিয়ে জনমনে চা* ঞ্চল্য!

16/10/2025

-বিলোনিয়া থানা থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালালো চো*র

চোর খুঁজতে কালো ঘাম বেরোচ্ছে পুলিশের

আজ দুপুরে জনগণ কলেজ স্কয়ার এলাকা থেকে দুজন চো*রকে ধরে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল

কিন্তু পুলিশ কয়েক ঘন্টা রাখতেই ব্যর্থ! এ নিয়ে জনমনে চা* ঞ্চল্য!

16/10/2025

দু* র্নীতি বিরোধে শাসক দলের জিরো টলারেন্স নীতি থাকলেও বাস্তবে উল্টো চিত্র উঠে এসেছে অসমের বড়জা*লেঙ্গা উন্নয়ন খণ্ডে।

16/10/2025

রাজধানীর প্যালেস কম্পাউন্ডের সামনে স্থানীয় এলাকাবাসী ২ যুবককে মা*দক বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলে।

16/10/2025

নেশা* খোরদের দৌরাত্ম্যে অ*তিষ্ঠ সোনামুড়া শহরবাসী।

16/10/2025

কৈলাসহরের জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও কিট বিলি নিয়ে চা* ঞ্চল্য।

16/10/2025

কমলপুর নজরুল ভবনে বৃহস্পতিবার রেশন ভোক্তাদের মধ্যে ডিজিটাল রেশন কার্ড বিতরণ কর্মসূচির আয়োজন হয়।

16/10/2025

তেলিয়ামুড়া আইসিডিএস ও তেলিয়ামুড়া পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এক মাসব্যাপী পুষ্টি সচেতনতা অভিযান বৃহস্পতিবার সমাপ্ত হয়।

16/10/2025

সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে প্রথমে বোলিং ব্যর্থতা এরপরে জঘন্য ব্যাটিং নিদর্শনের সৌজন্যে ম্যাচে ব্যাকফুটে ত্রিপুরা। সার্ভিসেসের করা প্রথম ইনিংসে ৩৫৯ রানের জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ত্রিপুরা চার উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান সংগ্রহ করেছে।
বিজয় শংকর ১০ রানে এবং বিক্রমজিৎ দেবনাথ ৯ রানে ২২ গজে অপরাজিত রয়েছেন। এর আগে ৬ উইকেটে ২৪৬ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সার্ভিসেস। ৩০৭ রানে সার্ভিসেসের সপ্তম উইকেটের পতন হয়। শেষ পর্যন্ত ৩৫৯ রানে শেষ হয় সার্ভিসেসের প্রথম ইনিংস। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন নকুল শর্মা। ত্রিপুরার হয়ে স্বপ্নীল সিং ৫ টি এবং পারভেজ সুলতান ৪ টি উইকেট দখল করেন। একটি উইকেট পান অভিজিৎ সরকার। ম্যাচে সার্ভিসেসের থেকে এখনও ৩০৩ রানে পিছিয়ে রয়েছে ত্রিপুরা। প্রথম ইনিংসে লিড নেওয়া ত্রিপুরার কাছে এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

16/10/2025

উত্তর ত্রিপুরার ধর্মনগরে বৃহস্পতিবার সিআইটিইউ-র উদ্যোগে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

16/10/2025

সাব্রুম রেল স্টেশন থেকে ধৃ*ত পাকিস্তানি মহিলাকে গতকাল সাব্রুম মহকুমা আদালতে বিচারক আবারও ৫ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।

16/10/2025

কেন্দ্রীয় সরকারের নির্দেশে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যে সম্প্রতি জিএসটি হ্রাস করা হয়েছে।

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when Headlines Tripura National posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Headlines Tripura National:

Share