
09/06/2025
আগরতলা পুরনিগম এর ৩২ নং ওয়ার্ড এলাকায় পানীয় জলের সমস্যা বহুদিনের। বছরের পর বছর নাগরিকরা পুর কর প্রদান করেও পানীয় জলের সমস্যা দূর করতে পারেনি। নিয়মিত জল আসেনা পাইপ দিয়ে, জল আসার নির্দিষ্ট কোন সময় নেই। এলাকার শাসক দলের নেতা-নেত্রিদের সময়মতো জল আসে। সাধারন জনগন অভিযোগ করলেও নেই সমাধান।
News Tripura - বাংলা