10/07/2025
" যে ধ্বজকে দেখিলেই আমাদের রাষ্ট্রের সমস্ত ইতিহাস, সংস্কৃতি এবং পরম্পরা আমাদের চোখের সামনে আসিয়া উপস্থিত হয়, যাহাকে দেখিলেই আমাদের হৃদয় ভাবাবেগে আকুল হইয়া ওঠে এবং মনে এক বিশেষ উৎসাহের সঞ্চার হয়, সেই ভগবাধ্বজ আমাদের আদর্শের প্রতীক স্বরূপ হওয়ায় আমরা উহাকে গুরু বলিয়া স্বীকার করিয়াছি ।" --- পরম পূজনীয় আদ্যসরসঙ্ঘচালক ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারজী ।গুরুপূর্ণিমার পবিত্রদিনে সঙ্ঘগুরু "পরম পবিত্র গৈরিক ধ্বজ" কে প্রণাম !