Vishwa Samvad Kendra Tripura

Vishwa Samvad Kendra Tripura Tripura, Bharat
(2)

VISHWA SAMVAD KENDRA is a Media Organisation with a difference - a difference defined by its Motto : Samvadat Souhardam , 'Amity through Interaction ', The Mighty national resurgence through which the country is currently passing Makes it necessary.

25/10/2025

Shillong proudly celebrates Vijaya Dashmi Karyakram.RSS' 100 years of service to the nation.From colonial rule to cultural resurgence - Bharat rises again with strength, unity,and pride.

শংকর চৌমুহনী কেশব মন্দিরে ( সংঘ কার্যালয়) সংস্কার ভারতীর ত্রিপুরা প্রান্তের  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্ষেত্র, ...
25/10/2025

শংকর চৌমুহনী কেশব মন্দিরে ( সংঘ কার্যালয়) সংস্কার ভারতীর ত্রিপুরা প্রান্তের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্ষেত্র, প্রান্ত ও জেলার প্রতিনিধিগণ উপস্থিত হয়ে নিজ নিজ মতামত ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

শান্তিরবাজার নগরের প্রারম্ভিক বর্গের সূচনা হয়। উদ্বোধনী ছত্রে বোদ্ধিক দাতা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বৌদ্বিক প্র...
25/10/2025

শান্তিরবাজার নগরের প্রারম্ভিক বর্গের সূচনা হয়। উদ্বোধনী ছত্রে বোদ্ধিক দাতা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বৌদ্বিক প্রমুখ বিকাশ মুহুরি মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা কার্জবাহ পুষ্পক দাস মহাশয় শান্তির বাজার নগর কার্যবাহ প্রসেনজিৎ বানিক মহাশয়।

বিলোনিয়া নগরের প্রারম্ভিক বর্গের সূচনা হয়। উদ্বোধনী ছত্রে বোদ্ধিক দাতা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা প্রচার প্রমুখ ...
25/10/2025

বিলোনিয়া নগরের প্রারম্ভিক বর্গের সূচনা হয়। উদ্বোধনী ছত্রে বোদ্ধিক দাতা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা প্রচার প্রমুখ মানষ মজুমদার মহাশয়, তৎসঙ্গে উপস্থিত ছিলেন বিলোনিয়া নগর কার্যবাহ স্বপন শীল মহাশয়।

21/10/2025

#শ্রীবিজয়া_দশমী #সঙ্ঘ_শতাব্দীবর্ষ

আজ কার্তিক শুক্লা প্রতিপদ তিথিতে গোবর্ধন পূজা। গোবর্ধন পূজা দীপান্বিতা/ দীপাবলীর পরের দিন পালিত হয়।  #শ্রীগোবর্ধন_পূজা ...
21/10/2025

আজ কার্তিক শুক্লা প্রতিপদ তিথিতে গোবর্ধন পূজা। গোবর্ধন পূজা দীপান্বিতা/ দীপাবলীর পরের দিন পালিত হয়।

#শ্রীগোবর্ধন_পূজা

ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের ইন্দ্রযজ্ঞের জন্য প্রস্তুতি নিতে দেখে তাদের ইন্দ্রদেবের পূজার পরিবর্তে গোবর্ধন পর্বতের পূজা করতে অনুরোধ করেছিলেন। বিষয়টি জানতে পেরে দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে সমগ্র বৃন্দাবনে প্রলয়কালীন বৃষ্টিপাত শুরু করেন। কৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুল দিয়ে ছাতার মতো গোবর্ধন পর্বত ধারন করে বৃন্দাবনের সমস্ত বাসিন্দাকে আশ্রয় দিয়েছিলেন।

পরে ইন্দ্র ভুল বুঝতে পেরে, শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এভাবে পরমেশ্বর ভগবান প্রমাণ করেছিলেন যে ভক্তিপূর্ণ সেবায় নিযুক্ত আত্মসমর্পণকারী ভক্ত, সমস্ত বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং বস্তুগত অনুগ্রহের জন্য কোনও দেবদেবীর উপাসনা করার প্রয়োজন নেই। এই লীলা "গোবর্ধন লীলা" হিসাবে পরিচিত এবং শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত আছে।

গোবর্ধন পূজা ‘অন্নকূট’ বলেও উল্লেখিত। “অন্ন” শব্দের অর্থ ভাত এবং “কূট” অর্থ পর্বত। সুতরাং “অন্নকূট” উৎসবে অন্নের ও নানাবিধ ব্যঞ্জনের পর্বত তৈরি করা হয়।

ব্রজবাসীদের পদাঙ্ক অনুসরণ করে, প্রতি বছর কার্তিক মাসে দীপাবলীর পরের দিন এই উৎসব পালিত হয়।

গোবর্ধন পুজার দিন গোমাতার পূজাও করা হয়।
এই পূজায় গোমাতাকে সজ্জিত করে উপাসনা ও ভোজন করানো হয়। এদিন গোমাতাকে সামনে রেখে ভক্তগণ গোবর্ধন পর্বত পরিক্রমা করেন।

 #শুভ_দীপাবলি  #সঙ্ঘ_শতাব্দীবর্ষসকল দেশবাসীকে শুভ দীপাবলির শুভেচ্ছা 🧡
20/10/2025

#শুভ_দীপাবলি #সঙ্ঘ_শতাব্দীবর্ষ

সকল দেশবাসীকে শুভ দীপাবলির শুভেচ্ছা 🧡

 #দীপান্বিতা_লক্ষ্মীপূজা #অলক্ষ্মী_বিদায়দীপান্বিতা অমাবস্যার প্রদোষে লক্ষ্মীপূজা এবং রাত্রিতে কালিকা পূজা : এটাই দীপাবলি...
20/10/2025

#দীপান্বিতা_লক্ষ্মীপূজা
#অলক্ষ্মী_বিদায়
দীপান্বিতা অমাবস্যার প্রদোষে লক্ষ্মীপূজা এবং রাত্রিতে কালিকা পূজা : এটাই দীপাবলির সঠিক নিয়ম। স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য #দীপান্বিতা_লক্ষ্মীপূজা করবার কথাই উল্লেখ করেছেন ও বহু পুঁথিতেই দীপাবলির দিন লক্ষ্মীপূজাকেই প্রধান কৃত্য বলা হয়েছে গৃহস্থের ক্ষেত্রে।
#কালীঘাটের পরম্পরা অনুসারে আজ দীপাবলির দিনে মহাকালিকা মহালক্ষ্মীরূপেই পূজিত হয়ে আসছেন বহু কাল ধরে।
গৃহস্থের জন্য মন্দির প্রতিষ্ঠার পর থেকেই কালীঘাট মন্দিরে দীপান্বিতাতে #অলক্ষ্মীবিদায় করে লক্ষ্মীপূজা চলন রয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকেই !
নিত্য সেবা ছাড়া আজ কালীঘাটে কালী মায়ের কোনো অন্য বিশেষ পূজা আজ হয় না।

 #বিজ্ঞানভারতী_স্থাপনা_দিবসRSS-এর আনুষাঙ্গিক সংগঠন  #বিজ্ঞান_ভারতী। বিজ্ঞান ভারতী'র শুরু : স্বদেশী বিজ্ঞান আন্দোলনের রূপ...
20/10/2025

#বিজ্ঞানভারতী_স্থাপনা_দিবস
RSS-এর আনুষাঙ্গিক সংগঠন #বিজ্ঞান_ভারতী। বিজ্ঞান ভারতী'র শুরু : স্বদেশী বিজ্ঞান আন্দোলনের রূপে IISC বেঙ্গালুরুতে হয়।
বিজ্ঞান ভারতীর স্থাপনা :- ২০-২১ অক্টোবর ১৯৯১ সালে হয় এবং স্বদেশী বিজ্ঞান সমৃদ্ধ আন্দোলনের দৃষ্টিতে গোটা দেশে কার্য করছে। অখিল ভারতীয় চর্চা-বৈঠক দু'দিন পর্যন্ত নাগপুরের পাশে একটি স্থানে সম্পন্ন হয়। অন্যান্য স্থান থেকে মোট ৬১ জন কার্যকর্তা বৈঠকে অংশগ্রহণ করেন।
বেঙ্গালুরুর শ্রী কে. আই. বাসু তাঁর রাষ্টীয় সংযোজক ছিলেন। মাননীয় শ্রী. দত্তপন্থ ঠেংড়ীজী
তথা মাননীয় প্রোফেসর রাজেন্দ্র সিংজী,
মাননীয় শ্রী. কু. সী. সুদর্শনজীর গরিমাময়ী উপস্থিতিতে উদ্বোধন এবং কার্যক্রম সমাপন সমারোহ সম্পন হয়।

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ত্রিপুরা প্রান্তের দক্ষিণ জেলায় জোলাই বাড়ী খন্ডে প্রারম্ভিক বর্গের সুচনা হয় । উদ্বধনী সত্...
19/10/2025

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ত্রিপুরা প্রান্তের দক্ষিণ জেলায় জোলাই বাড়ী খন্ডে প্রারম্ভিক বর্গের সুচনা হয় । উদ্বধনী সত্রে উপস্থিত ছিলেন বিলোনিয়া মহকুমা প্রচারক শ্রী জয়দেব দাস।

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ত্রিপুরা প্রান্তের দক্ষিণ জেলায় খন্ড প্রারম্ভিক বর্গের সুচনা হয় ।উদ্বোধনী সত্রে উপস্থিত ছি...
19/10/2025

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ত্রিপুরা প্রান্তের দক্ষিণ জেলায় খন্ড প্রারম্ভিক বর্গের সুচনা হয় ।উদ্বোধনী সত্রে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা প্রচার প্রমুখ শ্রী মানস মজুমদার মহাশয়।

Address

Agartala
799001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vishwa Samvad Kendra Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vishwa Samvad Kendra Tripura:

Share

Category