20/02/2025                                                                            
                                    
                                                                            
                                            বাংলাদেশ ফুটবল নারীদের একুশের পদক প্রদান করা হয় আজ ২০ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ বেলা এগার টা।তাঁদের মধ্যে আদিবাসী তিন নারী ফুটবলাররা এই পদক লাভ করেন।তারা হলেন মনিকা চাকমা,ঋতুপর্ণা চাকমা আর রূপনা চাকমা।এটি আদিবাসী চাকমা সম্প্রদায় তথা পার্বত্য আদিবাসীদের গর্বের অনুপ্রেরণার আনন্দের।আনাই মগিনী ও আনুচিং মগিনীরা বাংলাদেশ নারী ফুটবল দলকে অনেক এগিয়ে নিয়ছিলেন।তাঁদের অবদান কখনো কোনো দিন বাংলাদেশ নারী ফুটবল ভূলতে পারবে না।আজকে একুশের পদক প্রদানে তাঁদের নাম নেই সত্যি ব্যথিত করেছে।যেন কি এক অপূর্ণতার চাপ।🥺
-২০২২ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী দল। এরপর ২০২৪ সালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে সাবিনারা। সাফজয়ী সেই দলে ছিলেন রূপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার, মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, নিলুফা ইয়াসমিন, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মোসাম্মাৎ সাগরিকা। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন রূপনা চাকমা, আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন ঋতুপর্ণা চাকমা।💚☘️