তুঙ-Tung

তুঙ-Tung We want indigenous constitutional recognition.☘️💜

False ❌ True ✅
28/09/2025

False ❌ True ✅

Loud and clear 🗣️"স্পষ্ট ঘোষণা- তোমার সেই ব' যিয়ে শান্তি চুক্তিও নচেয়, তোমার সেই সুল্লে কলা স্বায়ত্তশাসনও নচেয়। হয় পার্ব...
28/09/2025

Loud and clear 🗣️

"স্পষ্ট ঘোষণা- তোমার সেই ব' যিয়ে শান্তি চুক্তিও নচেয়, তোমার সেই সুল্লে কলা স্বায়ত্তশাসনও নচেয়। হয় পার্বত্য চট্টগ্রাম আলাদা রাষ্ট্র দাবি তুল' না হয় স্নেহ কুমার দাগির স্ববন (ভারদত অন্তভূর্ক্ত) বাস্তবায়ন গর'।" ✊

- আমি নচেয় আর মুজুঙে সেপ্টেম্বর মাস এযোক!

Loud and clear৷ 🗣️ জানিয়ে দিন দেশ রক্ষাকারী বাহিনী নামে পাহাড়ে শাসক শ্রেণিকে - রাতে কোনো ধরনের প্রোগ্রামে উক্যনু দাদা যে...
26/09/2025

Loud and clear৷ 🗣️
জানিয়ে দিন দেশ রক্ষাকারী বাহিনী নামে পাহাড়ে শাসক শ্রেণিকে - রাতে কোনো ধরনের প্রোগ্রামে উক্যনু দাদা যেতে পারবেনা।
যা হবে দিনে এবং জনসম্মুখে প্রশ্ন ও উত্তর।✊

09/08/2025

🌿 বিশ্ব আদিবাসী দিবস 🌿
আজ বিশ্ব আদিবাসী দিবস। এই দিনে আমরা বিশ্বের সকল আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি স্মরণ করি।
আদিবাসী সংস্কৃতি আমাদের বৈচিত্র্যময় পৃথিবীর শিকড়, যা আমাদের ইতিহাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।
চলুন, আমরা সকলেই তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় সচেতন হই এবং ঐতিহ্যের আলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিই।

"বৈচিত্র্যই আমাদের শক্তি, ঐক্যই আমাদের পথ।" ✊🌏

#বিশ্বআদিবাসীদিবস

🔺চুনিলাল দেওয়ান: বাংলাদেশের আদিবাসী প্রথম মাটি ও মানুষের চিত্রশিল্পী।চিত্রশিল্পী চুনিলাল দেওয়ান ছিলেন বাংলাদেশের প্রথম প...
16/07/2025

🔺চুনিলাল দেওয়ান: বাংলাদেশের আদিবাসী প্রথম মাটি ও মানুষের চিত্রশিল্পী।

চিত্রশিল্পী চুনিলাল দেওয়ান ছিলেন বাংলাদেশের প্রথম পাহাড় ও মাটির গন্ধের চিত্রশিল্পী, তিনি নিজ হাতে একসময় তার নিজের প্রতিচ্ছবি এঁকেছিলেন — এ এক অনন্য শিল্পকর্ম, যা আজও ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করা হয়।

চুনিলাল দেওয়ান একজন আদিবাসী চাকমা শিল্পী, যিনি কিংবদন্তি শিল্পী জয়নুল আবেদীন-এর সমসাময়িক। দুজনেই পড়াশোনা করেছেন কলকাতা আর্ট কলেজে এবং সেখান থেকেই তারা একসাথে তাঁদের কর্মজীবনের যাত্রা শুরু করেন।

চুনিলাল দেওয়ানের শিল্প ও সাহিত্যচর্চার মাধ্যমে বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যকে মূলধারার মাঝে তুলে ধরেন। তার প্রচেষ্টাতেই বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি সম্পর্কে অনেক মানুষ জানতে পারে।

শুধু চিত্রকলায় নয়, আধুনিক চাকমা সাহিত্য এবং গীতিকবিতার বিকাশেও তার অবদান অনন্য। তিনি ছিলেন চাকমা ভাষার একজন অগ্রণী গীতিকার, যিনি পাহাড়ি মানুষের জীবনের সুখ-দুঃখ, প্রকৃতি আর সংস্কৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তার সৃষ্টির মাধ্যমে।

চুনিলাল দেওয়ান ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা — যিনি তার ক্যানভাস, কলম আর কণ্ঠে ধরে রেখেছেন এক অনুপম জাতিসত্তার গর্বিত পরিচয়।

ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে চুনিলাল দেওয়ান বেশ সুনাম অর্জন করেন। তাঁর মেধার স্বীকৃতি দিয়ে তৎকালীন পাকিস্তান সরকার উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠাতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্রে যাবার কয়েকদিন আগে পরলোকগমন করায় তাঁর উচ্চ শিক্ষা গ্রহণ করা হয়নি। ১৯৫৫ সালের ২৪ ডিসেম্বর তিনি মৃত্যু বরণ করেন।


দেঝকূল' মানুচ্ আহ্ এ দেঝর মানুচ্ এক লগে এক সমারে সাজেক ছড়াত গঙা মার উদিচে ফুল গোজানিত মিলনী।☘️এ সুবিবো কয় জাদর চিন মাজার...
13/04/2025

দেঝকূল' মানুচ্ আহ্ এ দেঝর মানুচ্ এক লগে এক সমারে সাজেক ছড়াত গঙা মার উদিচে ফুল গোজানিত মিলনী।☘️
এ সুবিবো কয় জাদর চিন মাজারা ধরি রাগেবার কধা -এক সমার অহ্না।হিলোত যুনি ন্যুঅ্ আভা ফিরিবার গরচ্ মনে গরন -দেঝ কূল মানুচ্ সং অই মুজুঙোত উজে এবাক।✊🏵️
সিঝি বিঝুর রংঢং ভালেদি কোচপানা। 💚
Highlight

Address

Agartala/Kolkata
Agartala

Alerts

Be the first to know and let us send you an email when তুঙ-Tung posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share