16/07/2025
🔺চুনিলাল দেওয়ান: বাংলাদেশের আদিবাসী প্রথম মাটি ও মানুষের চিত্রশিল্পী।
চিত্রশিল্পী চুনিলাল দেওয়ান ছিলেন বাংলাদেশের প্রথম পাহাড় ও মাটির গন্ধের চিত্রশিল্পী, তিনি নিজ হাতে একসময় তার নিজের প্রতিচ্ছবি এঁকেছিলেন — এ এক অনন্য শিল্পকর্ম, যা আজও ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করা হয়।
চুনিলাল দেওয়ান একজন আদিবাসী চাকমা শিল্পী, যিনি কিংবদন্তি শিল্পী জয়নুল আবেদীন-এর সমসাময়িক। দুজনেই পড়াশোনা করেছেন কলকাতা আর্ট কলেজে এবং সেখান থেকেই তারা একসাথে তাঁদের কর্মজীবনের যাত্রা শুরু করেন।
চুনিলাল দেওয়ানের শিল্প ও সাহিত্যচর্চার মাধ্যমে বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যকে মূলধারার মাঝে তুলে ধরেন। তার প্রচেষ্টাতেই বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি সম্পর্কে অনেক মানুষ জানতে পারে।
শুধু চিত্রকলায় নয়, আধুনিক চাকমা সাহিত্য এবং গীতিকবিতার বিকাশেও তার অবদান অনন্য। তিনি ছিলেন চাকমা ভাষার একজন অগ্রণী গীতিকার, যিনি পাহাড়ি মানুষের জীবনের সুখ-দুঃখ, প্রকৃতি আর সংস্কৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তার সৃষ্টির মাধ্যমে।
চুনিলাল দেওয়ান ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা — যিনি তার ক্যানভাস, কলম আর কণ্ঠে ধরে রেখেছেন এক অনুপম জাতিসত্তার গর্বিত পরিচয়।
ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে চুনিলাল দেওয়ান বেশ সুনাম অর্জন করেন। তাঁর মেধার স্বীকৃতি দিয়ে তৎকালীন পাকিস্তান সরকার উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠাতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্রে যাবার কয়েকদিন আগে পরলোকগমন করায় তাঁর উচ্চ শিক্ষা গ্রহণ করা হয়নি। ১৯৫৫ সালের ২৪ ডিসেম্বর তিনি মৃত্যু বরণ করেন।