তুঙ-Tung

তুঙ-Tung We want indigenous constitutional recognition.☘️💜

09/08/2025

🌿 বিশ্ব আদিবাসী দিবস 🌿
আজ বিশ্ব আদিবাসী দিবস। এই দিনে আমরা বিশ্বের সকল আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি স্মরণ করি।
আদিবাসী সংস্কৃতি আমাদের বৈচিত্র্যময় পৃথিবীর শিকড়, যা আমাদের ইতিহাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।
চলুন, আমরা সকলেই তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় সচেতন হই এবং ঐতিহ্যের আলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিই।

"বৈচিত্র্যই আমাদের শক্তি, ঐক্যই আমাদের পথ।" ✊🌏

#বিশ্বআদিবাসীদিবস

🔺চুনিলাল দেওয়ান: বাংলাদেশের আদিবাসী প্রথম মাটি ও মানুষের চিত্রশিল্পী।চিত্রশিল্পী চুনিলাল দেওয়ান ছিলেন বাংলাদেশের প্রথম প...
16/07/2025

🔺চুনিলাল দেওয়ান: বাংলাদেশের আদিবাসী প্রথম মাটি ও মানুষের চিত্রশিল্পী।

চিত্রশিল্পী চুনিলাল দেওয়ান ছিলেন বাংলাদেশের প্রথম পাহাড় ও মাটির গন্ধের চিত্রশিল্পী, তিনি নিজ হাতে একসময় তার নিজের প্রতিচ্ছবি এঁকেছিলেন — এ এক অনন্য শিল্পকর্ম, যা আজও ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করা হয়।

চুনিলাল দেওয়ান একজন আদিবাসী চাকমা শিল্পী, যিনি কিংবদন্তি শিল্পী জয়নুল আবেদীন-এর সমসাময়িক। দুজনেই পড়াশোনা করেছেন কলকাতা আর্ট কলেজে এবং সেখান থেকেই তারা একসাথে তাঁদের কর্মজীবনের যাত্রা শুরু করেন।

চুনিলাল দেওয়ানের শিল্প ও সাহিত্যচর্চার মাধ্যমে বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যকে মূলধারার মাঝে তুলে ধরেন। তার প্রচেষ্টাতেই বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি সম্পর্কে অনেক মানুষ জানতে পারে।

শুধু চিত্রকলায় নয়, আধুনিক চাকমা সাহিত্য এবং গীতিকবিতার বিকাশেও তার অবদান অনন্য। তিনি ছিলেন চাকমা ভাষার একজন অগ্রণী গীতিকার, যিনি পাহাড়ি মানুষের জীবনের সুখ-দুঃখ, প্রকৃতি আর সংস্কৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তার সৃষ্টির মাধ্যমে।

চুনিলাল দেওয়ান ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা — যিনি তার ক্যানভাস, কলম আর কণ্ঠে ধরে রেখেছেন এক অনুপম জাতিসত্তার গর্বিত পরিচয়।

ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে চুনিলাল দেওয়ান বেশ সুনাম অর্জন করেন। তাঁর মেধার স্বীকৃতি দিয়ে তৎকালীন পাকিস্তান সরকার উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠাতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্রে যাবার কয়েকদিন আগে পরলোকগমন করায় তাঁর উচ্চ শিক্ষা গ্রহণ করা হয়নি। ১৯৫৫ সালের ২৪ ডিসেম্বর তিনি মৃত্যু বরণ করেন।


দেঝকূল' মানুচ্ আহ্ এ দেঝর মানুচ্ এক লগে এক সমারে সাজেক ছড়াত গঙা মার উদিচে ফুল গোজানিত মিলনী।☘️এ সুবিবো কয় জাদর চিন মাজার...
13/04/2025

দেঝকূল' মানুচ্ আহ্ এ দেঝর মানুচ্ এক লগে এক সমারে সাজেক ছড়াত গঙা মার উদিচে ফুল গোজানিত মিলনী।☘️
এ সুবিবো কয় জাদর চিন মাজারা ধরি রাগেবার কধা -এক সমার অহ্না।হিলোত যুনি ন্যুঅ্ আভা ফিরিবার গরচ্ মনে গরন -দেঝ কূল মানুচ্ সং অই মুজুঙোত উজে এবাক।✊🏵️
সিঝি বিঝুর রংঢং ভালেদি কোচপানা। 💚
Highlight

25/02/2025

আমাদের চিন্তা ভাবনাগুলো সবসময় টাকা ওয়ালা, প্রভাবশালীদের,শাসকশ্রেণীদের উপর থাকবে।সাজেক পুড়ে গেল সেখানে বিলাসবহুল কতগুলো রিসোর্ট পুড়ে গেছে সে নিউজ পাওয়া যাচ্ছে কিন্তু সেখানে থাকা নিরীহ মানুষদের কতটা ক্ষতি হলো খেয়াল নেই।😥🥺

সম্মানিত মানবতাবাদী, গতকাল যেসব নিরীহ মানুষদের ঘর বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের খবর নিতে সাজেক ঘুরে আসুন,ত্রাণের ব্যবস্থা করুন।🙏😥

#সাজেক

বাংলাদেশ ফুটবল নারীদের একুশের পদক প্রদান করা হয় আজ ২০ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ বেলা এগার টা।তাঁদের মধ্যে আদিবাসী তিন নার...
20/02/2025

বাংলাদেশ ফুটবল নারীদের একুশের পদক প্রদান করা হয় আজ ২০ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ বেলা এগার টা।তাঁদের মধ্যে আদিবাসী তিন নারী ফুটবলাররা এই পদক লাভ করেন।তারা হলেন মনিকা চাকমা,ঋতুপর্ণা চাকমা আর রূপনা চাকমা।এটি আদিবাসী চাকমা সম্প্রদায় তথা পার্বত্য আদিবাসীদের গর্বের অনুপ্রেরণার আনন্দের।আনাই মগিনী ও আনুচিং মগিনীরা বাংলাদেশ নারী ফুটবল দলকে অনেক এগিয়ে নিয়ছিলেন।তাঁদের অবদান কখনো কোনো দিন বাংলাদেশ নারী ফুটবল ভূলতে পারবে না।আজকে একুশের পদক প্রদানে তাঁদের নাম নেই সত্যি ব্যথিত করেছে।যেন কি এক অপূর্ণতার চাপ।🥺

-২০২২ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী দল। এরপর ২০২৪ সালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে সাবিনারা। সাফজয়ী সেই দলে ছিলেন রূপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার, মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, নিলুফা ইয়াসমিন, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মোসাম্মাৎ সাগরিকা। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন রূপনা চাকমা, আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন ঋতুপর্ণা চাকমা।💚☘️

দেশে আদিবাসী ম্রো সম্প্রদায়ের- ম্রো ভাষার প্রথম চলচ্চিত্র ‘ক্লোবং ম্লা’ - যার বাংলা অর্থ 'গিরিকুসুম`।💚‘ক্লোবং ম্লা’র কাহ...
11/02/2025

দেশে আদিবাসী ম্রো সম্প্রদায়ের- ম্রো ভাষার প্রথম চলচ্চিত্র ‘ক্লোবং ম্লা’ - যার বাংলা অর্থ 'গিরিকুসুম`।💚

‘ক্লোবং ম্লা’র কাহিনি লিখেছেন ম্রো ভাষার লেখক ও গবেষক ইয়াংঙান ম্রো,পরিচালক ডা. মং উষা থোয়াই এবং নির্মাতা প্রদীপ ঘোষ।
ফিল্মের মূল আকর্ষণ ক্লোবং নামে একটি কন্যাশিশুকে নিয়ে।শৈশবে ক্লোবংয়ের মা-বাবা কলেরায় মারা যায়।তার বড়ভাই তাকে আদর,যত্ন-স্নেহ দিয়ে বড় করলেও পরবর্তীতে বৌদি ক্লোবংকে নানান অত্যাচার করে এবং নানা ঘাত-প্রতিঘাতে ফিল্মটি সমাপ্তি হয়।সম্পূর্ণ ছবিটি মোট ১৮ মিনিট, ১৫ জন ম্রো সম্প্রদায়ের লোক অভিনয় করেছেন তারমধ্যে লেখক নিজেও।☘️

-এইভাবে পরবর্তীতে সকল আদিবাসী সম্প্রদায়ের জীববৈচিত্র্য নিয়ে চলচ্চিত্র নির্মিত হোক এই প্রত্যাশা ও শুভকামনা। 💚💜

#ম্রো

ছবি দুটি আদিবাসী "চাকমা সম্প্রদায়ের" বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মুহুর্ত। দুটো কাপলকে দেখতে বেশ হাস্যোজ্জ্বল ও সুন্দর লাগছে...
08/02/2025

ছবি দুটি আদিবাসী "চাকমা সম্প্রদায়ের" বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মুহুর্ত। দুটো কাপলকে দেখতে বেশ হাস্যোজ্জ্বল ও সুন্দর লাগছে।তাদের দাম্পত্য জীবন সুন্দর হোক এই শুভকামনা ও প্রত্যাশা রইল। 💜🌹

১ম ছবি- তাদের রিলেশন ছয় বছরের। বিয়েটা হয় কেক কেটে ও খুব সিম্পল করে। বর্তমান সময়ে বিলাসবহুল বিয়ে দেখে বিয়ে করে নেওয়াটা দোটানায় পড়ে গেছে অনেকে।আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব বিয়ের জন্য সোনাদানা,খাবার দাবার ইত্যাদি খরচ নিয়ে বিয়ে করাটা অসম্ভব হয়ে পড়েছে।সত্যি বলতে মানুষ লজ্জায় পড়ে গেছে।এই অবস্থায় তাদের সিম্পল বিয়ে হওয়াটা বেশ প্রসংশনীয়।আমিও ব্যক্তিগতভাবে তাদের এমন বিয়ে হওয়াটা দেখে সত্যি মুগ্ধ। 💙☘️

২য় ছবি- তাদের দেখে মনে হচ্ছে যেন রাজপুত্র আর রাজকন্যার বিয়ে হচ্ছে। বেশ সুখী লাগছে তাদের।যারা মনে করে বিলাসবহুল বিয়ে কেন হবে?-তাদের জন্য যার সামর্থ্য আছে তারা বিলাসবহুল বিয়ে করবে।বিয়ে করাটা জীবনে মাত্র একবার। এই একটি বার বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে সামর্থ্য অনুযায়ী আয়োজন করুন। এখানে বিলাসবহুলতা বলতে কিছু নেই।💚☘️

সমালোচনা কেন করব? আমরা সমালোচনা তখনি করব -যখন নিজস্ব সংস্কৃতি পেলে অপর সংস্কৃতি ও জাতির প্রশ্নের হবে তখন।আমরা শুধুমাত্র সমালোচনা করব তা নয় প্রতিবাদও করব। প্রয়োজনে আমাদের রীতিগত প্রথা অনুযায়ী তাদের জন্য শাস্তি বিধান করব।প্রশ্ন থাকবে যেভাবে বিলাসবহুল বিয়ে করতেছে সেটা কি অপর সংস্কৃতি নয়?-সদুত্তর হলো আগেকার সময়ে বর্তমান সময়ের মতো আধুনিক নয়, এত উন্নত প্রযুক্তিও ছিল না। সেজন্য তখনকার সময়ে খুব সাদামাটা ভাবে বিয়ে হত।যাদের সামর্থ্য ছিল তারা দু-চারটি পাঁচ মুঠি শুকর জবাই করে আর নানান আয়োজনে ও অসংখ্য মানুষের দাওয়াত দিয়ে বিয়ে করত।যাদের সামর্থ্য ছিল না তারা খুব সাধারণভাবে বিয়ে করত।

সুতরাং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বিয়ে করুন।এতে কে কি বলল দেখার বিষয় নয়।বিয়েটা আপনি করবেন অন্য কেউ না।সংস্কৃতি, অস্তিত্ব ও স্বকীয়তা যেন ঠিক থাকে সেটা মাথায় রাখলে চলবে।💙☘️💛

আমার বিয়েটা আমি খুব সাধারণভাবে করব। সবাইকে বিয়ের সময় অগ্রীম দাওয়াত রইল।😊

তুঙ, তর মর যদনর পর মোন জুম ছাবত নিরিবিলি গরি থেবঙোই। ইরুক অক্তত যে দগ দেঘা যার হিলোত ন্যুঅ্ আভাহ্ ফিরিবার আঝা নেই।🙄থুমেদ...
29/01/2025

তুঙ,
তর মর যদনর পর মোন জুম ছাবত নিরিবিলি গরি থেবঙোই। ইরুক অক্তত যে দগ দেঘা যার হিলোত ন্যুঅ্ আভাহ্ ফিরিবার আঝা নেই।🙄

থুমেদি,
তুঙ-Tung 💚

Address

Agartala- Kolkata
Agartala

Alerts

Be the first to know and let us send you an email when তুঙ-Tung posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share