27/05/2025
প্রেস রিলিজ।
আগরতলা: টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার ক্যাম্পাসে একদিনব্যাপী র্যাগিংবিরোধী সচেতনতা বিষয়ক একটি ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মহেশখলাস্থিত ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই কর্মশালা উপলক্ষে ছাত্র-ছাত্রী ও ফ্যাকাল্টি মেম্বাররা একটি সচেতনামূলক র্যালী অনুষ্ঠিত করেন। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির এই র্যাগিংবিরোধী কর্মশালা ইউনিভার্সিটির আচার্য্য শ্রী সত্যম রায়চৌধুরীর দিকনির্দেশনায় অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন আগরতলার প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইনস ত্রিপুরা ন্যাশনালের সম্পাদক শ্রী প্রণব সরকার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা: রতন কুমার সাহা, আমতলী থানার সাব-ইন্সপেক্টর অভিরূপ দাস, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ বিভাগের ডিন প্রফেসর দিলীপ সরকার। উক্ত কর্মশালার মূল লক্ষ্য ছিল র্যাগিংয়ের ক্ষতিকারকদিকগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং এটি প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি গ্রহণ করা। কর্মশালাতে সাধারনত র্যাগিংয়ের সংজ্ঞা, এর প্রকারভেদ, এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। এদিন আগরতলা প্রেসক্লাবের সভাপতি শ্রী প্রণব সরকার তার ভাষণে র্যাগিংয়ের প্রভাব সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও র্যাগিংয়ের শিকার হলে কি করতে হয়, এবং কিভাবে র্যাগিংয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন এই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরাতে এখন পর্যন্ত কোন ধরনের র্যাগিংসংক্রান্ত ঘটনা শোনা যায়নি বা তার অভিযোগ ও জমা পড়েনি এতে তিনি খুশি ব্যক্ত করেন। তিনি এই ইউনিভার্সিটির অ্যান্টি র্যাগিং কমিটির সদস্য হিসেবে এই বিষয়ে গর্ববোধ করেন। অন্যদিকে আমতলী থানার সাব-ইন্সপেক্টর শ্রী অভিরূপ দাস র্যাগিং সংক্রান্ত আইন এবং বিধ সম্পর্কে আলোচনা করেন। কর্মশালা শেষে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডা: রতন কুমার সাহা তার ভাষণে বলেন আমাদের এই ক্যাম্পাসে র্যাগিংয়ের বিরুদ্ধে সব সময় ছাত্র-ছাত্রীদের সচেতনতা করা হয়, এবং কোনমতেই যাতে এই ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা র্যাগিংয়ের শিকার না হয় এই মূল উদ্দেশ্য সামনে নিয়ে ছাত্র-ছাত্রীদের প্রতি লক্ষ্য রাখা হয়। উপাচার্য আরো বলেন এই কর্মশালার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে র্যাগিংয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা এর মূল লক্ষ্য। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার অ্যান্টি র্যাগিংয় কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিভারসিটির ছাত্র-ছাত্রীসহ ফ্যাকাল্টি ও নন-ফ্যাকাল্টি মেম্বাররা। এদিন কর্মশালা শেষে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার ছাত্রছাত্রীরা র্যাগিংয়ের বিরুদ্ধে একটি সচেতনতামূলক নাটক উপস্থাপনা করেন।
ধন্যবাদ।