29/10/2025
আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে প্রতিদিন সকালে চোখ খুললেই খবরের স্রোত আমাদের চারদিক থেকে ঘিরে ধরে। টিভি, রেডিও, পত্রিকা, সোশ্যাল মিডিয়া— তথ্যের এই জগতে আমরা কতটা সচেতন হচ্ছি, আর কতটা বিভ্রান্ত— সেটাই আজকের আলোচনার বিষয়।
হ্যাঁ,তাই আগামীকাল আমরা কথা বলবো ‘সমাজে মিডিয়ার প্রভাব – সচেতনতা না বিভ্রান্তি?’ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
এই বিষয় নিয়ে আগামীকাল অর্থাৎ ৩০শে অক্টোবর আমাদের সঙ্গে আছেন একজন অত্যন্ত অভিজ্ঞ ও বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। আর থাকবেন RJ তনুশ্রী রায়।ঠিক দুপুর ২.৩০মিনিটে।
https://onlineradiofm.in/stations/all-india-air-agartala