Northeast Bharat Times - NEBT

Northeast Bharat Times - NEBT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Northeast Bharat Times - NEBT, Media/News Company, Agartala.

An Updated ,Smart & Ethical online news portal based in Agartala focusing on Northeast India covering all BEATs of Political, Social, Crime, Sports & Entertainment World...

23/07/2025

কি অবস্থা দেখুন ব্যাংকে নিরাপদ নয় মানুষের টাকা ও স্বর্ণ এমন ঘটনা ঘটলো আগরতলা ব্রাঞ্চ অ্যাক্সিস ব্যাঙ্ক , রানা দেবনাথ বাড়ি রেশন বাগান এক বছর আগে ৯ লাখ ২ হাজার ৬০০ টাকা গোল্ড লোন নিয়েছিল আগরতলা ব্রাঞ্চ এক্স সিক্স ব্যাংক থেকে এখন নিজের গোল ব্যাংকে থেকে নিতে এসে প্রতারণা শিকার হচ্ছে গোল্ড মালিক রানা দেবনাথ।

ম্যানেজারের নাম কৌশিক কুন্ডু।

23/07/2025

মন্ত্রী হওয়ার পর এই প্রথম এমবিবি ইউনিভার্সিটি পরিদর্শনে যান মন্ত্রী কিশোর বর্মন। কথা বলেন আধিকারিকদের সঙ্গে, খতিয়ে দেখেন যাবতীয় পরিস্থিতি।। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

23/07/2025

বিহারের মতো ত্রিপুরাতেও SIR চালু করার দাবি জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনেরকাছে । জানালেন তিপ্রা মথা প্রতিষ্ঠাতা মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণ।

22/07/2025

অর্ধসমাপ্ত স্মোক হাউজের কাজ সমাপ্তিকরতে সংবাদমাধ্যমের দারস্ত হন স্থানীয় লোকজনেরা।

শান্তির বাজার মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া রায়পাড়া এডিসি ভিলেজে ২০২৪ সালে দক্ষিন জেলার জোনাল অফিস থেকে জায়গা নির্ধারন করে স্থানীয় জ্যোতিলাল রিয়াং এর রাবার গাছ কেটে স্মোক হাউজের কাজ শুরুকরাহয়। এই স্মোক হাউজের কাজ শুরু হোওয়াতে এলাকার লোকজনেরা খোবই খুশিহয়েছে। এই স্মোক হাউজ নির্মানহলে এডিসি এলাকায় বসবাসকারী লোকজনেরা খোবই উপকৃত হবে। কিন্তু দেখাযায় এই কাজের কিছুটা করে দীর্ঘ প্রায় অনেকমাস যাবৎ কাজ বন্ধহয়েরয়েছে। জানাযায় বহিঃ রাজ্যের এক কোম্পানিকে এই কাজের বরাত পেয়েছে। স্থানীয় লোকজনদের অভিযোগ এই কাজ অর্ধসমাপ্তি রেখে অর্থনয়ছয় করে চলেগেছে ঠিকেদার। যেটুকু কাজ করাহয়েছে তার গুনগত মান খোবই খারাপ বলে জানান স্থানীয়রা। জানাযায় এই কোম্পানি এডিসি এলাকায় ১৬ টি কাজের বরাতপেয়েছে । এইকাজগুলোর মধ্যে একটি কাজও সমাপ্তি হয়নি বলে অভিযোগ লোকজনের। সকলে চাইছে কাজের গুনগতমানবজায়রেখে কাজ দ্রুততার সহিত সমাপ্তি করাহোক। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠতদন্তকরে কাজ সঠিকভাবে সমাপ্তি করতে এডিসি প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে।

22/07/2025

ত্রিপুরা হাইকোর্টের নবযুক্ত চিফ জাস্টিসকে শপথ বাক্য পাঠ করুন রাজ্যপাল আজ রাজভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল প্রধান বিচারপতিকে

22/07/2025

ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে জুলাই মাসের ঐতিহাসিক তাৎপর্যকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হয় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে অতীতের পদচিহ্ন বেয়ে এগিয়ে যাওয়ার পথে সম্মান, দায়বদ্ধতা ও গৌরবের বার্তা বহন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথ, শাসন মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক দীপক মজুমদার, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মুখ্য সচেতন কল্যাণী রায়, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার বার্তাই নয়, বরং রাজ্যের গণতান্ত্রিক ঐতিহ্য ও সাংবিধানিক দায়িত্ব পালনের প্রতীক হিসেবেও চিহ্নিত হয়ে উঠেছে।

রাজধানী আগরতলা চন্দ্রপুর এলাকার মনিপুরী বস্তিতে ভাসুরের ভয়ংকর হামলায় রক্তাক্ত বিধবা মহিলা নাম অর্চনা ঠাকুরি সিংহ জিবি ...
21/07/2025

রাজধানী আগরতলা চন্দ্রপুর এলাকার মনিপুরী বস্তিতে ভাসুরের ভয়ংকর হামলায় রক্তাক্ত বিধবা মহিলা নাম অর্চনা ঠাকুরি সিংহ জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে কাটা দুই হাত, গলা ও জিহ্ব নিয়ে এই পরিস্থিতি খতিয়ে দেখতে জিবি হাসপাতালে ছুটে যান রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন শ্রীমতি Madhumita Choudhury মহোদয়া ও অভিজ্ঞ কাউন্সিলর Manna Saha মহাশয় এবং আগামী দিনে মহিলার সাথে থাকার আশ্বাস দেন রাজ্য মহিলা কমিশন। মহিলাদের সার্থে রাজ্য মহিলা কমিশন সচেতন আছে আগামী দিনে ও থাকবে

Photos: Chief Minister Prof. (Dr.) Manik Saha paid floral tribute to Late Pradip Datta Bhaumik, veteran journalist and N...
21/07/2025

Photos: Chief Minister Prof. (Dr.) Manik Saha paid floral tribute to Late Pradip Datta Bhaumik, veteran journalist and News Editor of Dainik Sambad, at his residence in Indranagar.

21/07/2025

*NEBT , Agartala,21st July **

**"শহরের প্রাণকেন্দ্রে ফের চুরি, লালবাহাদুর এলাকায় প্রাক্তন বিজেপি সভাপতির বাড়িতে চুরির হানা"**

আবারও চুরির ঘটনা শহরের কেন্দ্রে—লালবাহাদুর এলাকায় প্রাক্তন বিজেপি সভাপতি মৃত ব্রজেশ্ব চক্রবর্তীর বাড়িতে চুরি হয়েছে। থানা রদবদলের পরপরই চুরি বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

21/07/2025

**NEBT,Agartala,21st July**

**"একলব্য মডেল স্কুলে পানীয় জলের সংকটে উদ্বিগ্ন মন্ত্রী বিকাশ দেববর্মা, দ্রুত সমাধানের নির্দেশ"**

সোমবার কুমারঘাটের একলব্য মডেল রেসিডেনসিয়াল বিদ্যালয়ের হোস্টেল পরিদর্শন করেন ত্রিপুরার জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। ছাত্রীদের জলের সংকটের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী কর্তৃপক্ষকে তৎপরতার সঙ্গে সমাধানের নির্দেশ দেন। ছাত্রীদের ফলাফলের উন্নতি ও পঠন-পাঠনের মান বৃদ্ধির প্রশংসা করেন তিনি। মন্ত্রী জানান, বর্তমান সরকার উপজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ।

21/07/2025

ভয়ঙ্কর হামলার শিকার মহিলা ! মহিলার মুখ থেকে জিহ্বা, এমনকি দুই হাতে গুরুতর আঘাত। নিজের ভাসুরের হাতে আক্রান্ত মহিলা চিকিৎসাধীন জিবি হাসপাতালে। ঘটনা আগরতলা চন্দ্রপুর এলাকায়। এরই প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন প্রদান করেন।

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when Northeast Bharat Times - NEBT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share