Northeast Bharat Times - NEBT

Northeast Bharat Times - NEBT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Northeast Bharat Times - NEBT, Media/News Company, Bardowali, Agartala.

An Updated ,Smart & Ethical online news portal based in Agartala focusing on Northeast India covering all BEATs of Political, Social, Crime, Sports & Entertainment World...

12/10/2025

150 Unclaimed Mobile Phones Seized Near Indo-Bangla Border in Sonamura

Sonamura, Oct 12 — During a routine patrolling duty in the U.N.C. Nagar area near the Indo-Bangla Border Fence, security personnel recovered and seized a total of 150 mobile phones of different brands that were found unclaimed.

Officials stated that the seizure was made after observing all necessary legal formalities, and the entire consignment has been handed over to Sonamura Police Station for further investigation.

Police have initiated an inquiry to trace the owner or source of these mobile phones, which are suspected to be part of a cross-border smuggling attempt.

The estimated market value of the seized mobile phones is approximately ₹30 lakh.

Authorities have intensified vigilance along the border areas to curb illegal activities and smuggling attempts.

মাতা ত্রিপুরা সুন্দরী দেবী মন্দির, উদয়পুর — প্রাতঃ দর্শন
12/10/2025

মাতা ত্রিপুরা সুন্দরী দেবী মন্দির, উদয়পুর — প্রাতঃ দর্শন

10/10/2025

তেলিয়ামুড়ায় লোকালয় থেকে বিষধর সাপ উদ্ধার

তেলিয়ামুড়া, ১০ অক্টোবর — তেলিয়ামুড়া বনদপ্তরের অন্তর্গত করইলং শান্তিপাড়া এলাকায় স্থানীয় এক খালের পাশে বিশাল আকারের এক কালো সাপ দেখা যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বনকর্মীরা সাপটিকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হন।

তবে, উদ্ধারকৃত সাপটির প্রজাতি সম্পর্কে বনদপ্তরের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি। পরে সাপটিকে সনাক্তকরণ ও নিরাপদ স্থানে অবমুক্ত করার জন্য বনদপ্তরের হেফাজতে নিয়ে যাওয়া হয়।

10/10/2025

তৃণমূল প্রতিনিধিদলের আগমনে মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রতিক্রিয়া

আগরতলা, ১০ অক্টোবর: আগরতলায় তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রতিনিধিদলের সফর নিয়ে প্রতিক্রিয়া জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, “তারা রাজ্যপালের সঙ্গে দেখা করেননি, তবে সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন।”

মুখ্যমন্ত্রী বলেন, “তারা যদি আসতে চান, আসতে পারেন… আমরা তাদের নিরাপত্তা দিয়েছি।”

সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে উল্লেখ করে ডা. সাহা বলেন, “তাদের লোকেরা বিজেপি সাংসদ খাদেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর আক্রমণ করেছে। এখন তারা বলছে, ওরা নাকি তাদের লোক নয়। আমরা এই ঘটনাকে নিন্দা জানাই।”

ডা. সাহা আরও জানান, রাজ্য সরকার পুরো পরিস্থিতি “খুব সুন্দরভাবে” সামলেছে এবং সফরের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে বজায় রাখা হয়েছে।

10/10/2025

প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে সামঞ্জস্য রেখে, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে পুনঃসংস্কারের ফলে রাজন্য আমলের ঐতিহ্য বহনকারী এই এমবিবি লেইকের চারপাশ এখন প্রাণবন্ত হয়ে উঠেছে যা রাজ্যের পর্যটন মানচিত্রে এক নতুন মাত্রা যুক্ত করেছে।

আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এমবিবি কলেজ লেইক সৌন্দর্যায়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন মানণীয় মুখ্যমন্ত্রী

সুন্দর ও নির্মল আগরতলা গড়ে তুলতে রাজ্য সরকারের যে অঙ্গীকার এরই একটি বাস্তবিক রূপ এই জলাশয় সৌন্দর্যায়ন প্রকল্প।

10/10/2025

Six Prisoners Escape from Dharmanagar Sub-Jail; Three Re-Arrested, Three Still at Large

09/10/2025

প্রাইভেট ট্রান্সপোর্ট শ্রমিক সংঘের প্রতিনিধি দল সোশ্যাল মিডিয়ায় মানহানির অভিযোগ নিয়ে পশ্চিম আগরতলা থানায় জমা দিল অভিযোগপত্র

আগরতলা, ৯ অক্টোবর — প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ আজ পশ্চিম আগরতলা থানায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছে, তাদের সংগঠন ও সদস্যদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়ানোর অভিযোগ জানিয়ে।

সংবাদমাধ্যমকে বক্তব্য দেওয়ার সময় সংঘের প্রতিনিধিরা অভিযোগ করেছেন যে, ধর্মনগরের নীলকান্ত চন্দ্র বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য ছড়াচ্ছেন, যা ভারতীয় প্রাইভেট মজদুর মহাসঙ্ঘের সচিব আসিম দত্তকে লক্ষ্য করে করা হয়েছে।

সংঘের সদস্যরা জানান, এই ভিত্তিহীন অভিযোগগুলি তাদের সংগঠনের সুনামকে দাগিয়ে দিয়েছে এবং যারা অনলাইন মানহানির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রতিবেদনের পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

09/10/2025

জম্পুই পাহাড়ে ৪৮০ আসনবিশিষ্ট একলব্য মডেল আবাসিক স্কুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

জম্পুই পাহাড়, ৯ অক্টোবর — উপজাতি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জম্পুই পাহাড়ে নবনির্মিত ৪৮০ আসনবিশিষ্ট একলব্য মডেল আবাসিক স্কুলের (ইএমআরএস) উদ্বোধন করেন।

এই নতুন আবাসিক বিদ্যালয়টির মাধ্যমে প্রত্যন্ত ও উপজাতি এলাকার শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধাসহ মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাবে। বিদ্যালয়টি শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ ও সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, উপজাতি সম্প্রদায়ের শিক্ষা ও ক্ষমতায়ন বৃদ্ধিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। তিনি জানান, ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে একই ধরণের আরও প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যাতে শিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী করা যায়।

স্থানীয় বাসিন্দা ও সম্প্রদায়ের নেতারা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করেন, একলব্য মডেল আবাসিক স্কুলের স্থাপনা জম্পুই পাহাড় অঞ্চলের শিক্ষাগত উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

09/10/2025

NCC ps ডেপুটেশন প্রদান তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে ।
মুখ্য বিষয়বস্তু হলো গত দুদিন আগে আগরতলা তৃণমূল রাজ্য ভবনে আক্রমণের প্রতিবাদ জানিয়ে এবং যারা ভাঙচুর করেছে পার্টি অফিস তাদের শাস্তির দাবি জানান
উপস্থিত ছিলেন কুনাল ঘোষ, সংসদ সুস্মিতা দেব সহ অন্যান্যরা

08/10/2025

তৃণমূল অফিস ভাঙচুর ! পশ্চিমবঙ্গে বিজেপি নেতার উপরে আক্রমণ সার্বিক বিষয় নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

Address

Bardowali
Agartala
799003

Alerts

Be the first to know and let us send you an email when Northeast Bharat Times - NEBT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Northeast Bharat Times - NEBT:

Share