23/07/2025
কি অবস্থা দেখুন ব্যাংকে নিরাপদ নয় মানুষের টাকা ও স্বর্ণ এমন ঘটনা ঘটলো আগরতলা ব্রাঞ্চ অ্যাক্সিস ব্যাঙ্ক , রানা দেবনাথ বাড়ি রেশন বাগান এক বছর আগে ৯ লাখ ২ হাজার ৬০০ টাকা গোল্ড লোন নিয়েছিল আগরতলা ব্রাঞ্চ এক্স সিক্স ব্যাংক থেকে এখন নিজের গোল ব্যাংকে থেকে নিতে এসে প্রতারণা শিকার হচ্ছে গোল্ড মালিক রানা দেবনাথ।
ম্যানেজারের নাম কৌশিক কুন্ডু।