27/05/2025
HIGHER SECONDARY 2025🎖
Ahmadpur, Birbhum
__________________________
"A good education
Is a foundation
For a better Future."
-- Elizabeth Warren
গত ইং ৭ ই মে উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে, রাজ্য জুড়ে গড় ফলাফল খুবই ভালো হয়েছে আগের বছরের তুলনায়। রাজ্য জুড়ে পাসের হার ৯০. ৭৯%।
আমাদের #আহমদপুরের দুটি উচ্চবিদ্যালয়ের গড় ফলাফল ভালো।চলুন দেখেনি দুটি উচ্চবিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর প্রাপকদের :-
#জয়দূর্গা_উচ্চবিদ্যালয়(বিজ্ঞান )
প্রথম :- মামনি দাস বৈরাগ্য , নম্বর-৪৬৩, বাবা- পিন্টু দাস বৈরাগ্য, ঠিকানা - জোটাধারী পল্লি, আহমদপুর।
দ্বিতীয় :- অভিমান মুখার্জী, নম্বর-৪৫২, বাবা - অভিজিৎ মুখার্জী, ঠিকানা - বোলপুর, বীরভূম।
তৃতীয় :- শ্রেয়সী মুখার্জী, নম্বর- ৪৪৪, বাবা - প্রসেনজিৎ মুখার্জী, ঠিকানা - সুকান্তপল্লি, আহমদপুর।
#জয়দূর্গা_উচ্চবিদ্যালয়(শিল্পকলা)
প্রথম :- স্বস্তিকা চ্যাটার্জী , নম্বর- ৪৮৬, বাবা- উৎপল চ্যাটার্জী, ঠিকানা - স্কুল বাগান,আহমদপুর।
দ্বিতীয় :- তিথি রায়, নম্বর- ৪৮২, বাবা- সুব্রত রায় , ঠিকানা - শিয়ুর, বীরভূম।
তৃতীয় :- প্রমা চ্যাটার্জী, নম্বর- ৪৫৯, বাবা- অনুপ চ্যাটার্জী , ঠিকানা - দাসপাড়া, আহমদপুর।
#জয়দূর্গা_উচ্চ_বালিকা_বিদ্যালয় (শিল্পকলা )
প্রথম :- স্বাতী মন্ডল, নম্বর- ৪৪৪, বাবা- ব্রজ গোপাল মন্ডল, ঠিকানা -পারগ্রাম, বীরভূম।
দ্বিতীয়:- স্বস্তিকা ঠাকুর, নম্বর - ৪৫৯, বাবা - লক্ষী নারায়ণ ঠাকুর, ঠিকানা - মেলানপুর, বীরভূম।
তৃতীয় :- পিয়াসা রায় , নম্বর- ৪৩৮, বাবা- সুশান্ত রায়, ঠিকানা - কুচুইঘাটা, বীরভূম।
(( বিদ্যালয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম তিনজনকে সর্ব সমক্ষে তুলে ধরা হলো ))
এর তরফ থেকে এই ৯জন ছাত্র ছাত্রীকে তথা বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা সহ অভিনন্দন জানাই এবং সকলের স্বপ্ন পূরণ হোক এই কামনা করি...
এগিয়ে চলো সকলে....✌
বিঃ দ্রঃ :- কোনো তথ্য ভুল থাকলে অথবা বাদ গেলে inbox এ জানাবেন।
(( তথ্য সংগ্রহ :- দেবরাজ দত্ত
লেখা :- ভাস্কর দত্ত
ছবি সংগ্রহ :- ভাস্কর দত্ত ))
/
Like Beauty Of Ahmadpur for more ❤️