15/09/2023
পাহাড়ি ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা যারা এনজিওতে কর্মরত রয়েছেন খুব সাবধানতা অবলম্বন করবেন।এখন রাউজানের ঘটনাটি কেন্দ্র করে বিভিন্ন এলাকায় পাহাড়িদের উপর দুষ্কর অমানুষেরা আক্রমণ চালাচ্ছে তাই খুব সাবধানতা সহিত চলাচল করবেন। পাহাড়িরা চাই যেই ব্যাক্তি অপরাধের সাথে জড়িত থাকুক না কেন,তাদের উপযুক্ত শাস্তি পেতেই হবে। তাই পাহাড়ে যে সমস্ত ঘটনা ঘটেছিল সব আইনের মধ্য দিয়ে সমাধানের চেষ্টা করে আসছে যদিও কখনো সমাধান এযাবৎ পেয়েছে বলে সঠিক জানা নেই আমার।কিন্তু আজ পর্যন্ত কনো দুষ্কর বাঙালি দ্বারা পাহাড়ি গুম খুন অপহরণ নারী নির্যাতনের স্বীকার হয়েও উপযুক্ত বিচার পাবার জন্য আইনের সহযোগিতা চাওয়া হয়েছিল, তবুও পুলিশের কাজ থেকে চিনিয়ে আইন নিজের হাতে নেয়নি কনো পাহাড়ি।
কিন্তু রাউজানের ঘটনাটি প্রমান করে দিলো পুলিশ প্রসাশন তথা সকল আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে কিভাবে মানুষকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নেয় সেটি দেখিয়ে দিল।
তাই অনুরোধ পর্যতন কেউ আসবেনা কারণ হাড্ডি কখনো গোস্ত হয়না, পাহাড়ি কখনো বন্ধু হয়না।
পাহাড়িরা মানুষের মাংস খায়। দয়া করে কেউ পাহাড়ে এসে নিজের গোস্তটা পাহাড়িদের পেতে দিয়েননা।
আর বেশি বারাবাড়ি করবেন না, এখন কিন্তু পাহাড়িরা জানে পুলিশের হাত থেকে কিভাবে ছিটিয়ে গণপিটুনি দিতে হয়।