
25/07/2023
অনেক দিন দীর্ঘ প্রতিক্ষার পর পাথারকান্দি ছাত্র পরিষদের সমষ্টি কমিটির অনুমোদন কপি অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় সভাপতি তথা আসামের বরিষ্ট মন্ত্রী অতুল ভরা মহাশয় ও ত্রিনয়ন বড়ুয়া মহাশয় সমষ্টি প্রেসিডেন্ট আমাদের প্রিয় ভাই মুরাদ হারুনের হাতে তুলে দেন । এবং কেন্দ্রীয় সভাপতি কমিটির সকল কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং সবাইকে উৎসাহিত করে বলেন তোমরা আজকের ছাত্র আগামী দিনের এই দেশের ভবিষ্যৎ ||