The times 24×7

The times 24×7 সবার আগে খবর দেখতে চোখ রাখুন THE TIMES 24×7
(1)

27/10/2025

ফালাকাটা বাগানবাড়ি ছট পূজা ঘাট থেকে সরাসরি।

21/10/2025

ফালাকাটায় বৃহন্নলা(হিজড়াদের) মহামঙ্গল পূজা হল মহানন্দে!!

20/10/2025

ফালাকাটা কলেজ পাড়ায়-বৃহন্নলা(হিজরাদের)মহামঙ্গল পূজারম্ভ।

20/10/2025

ফালাকাটা জংলা কালীবাড়ি।

20/10/2025

ফালাকাটায় বৃহন্নলা (হিজড়া দের) মহামঙ্গল পূজারম্ভ,ফালাকাটা মহাকাল বাড়িতে জল ভরতে ব্যস্ত।।

20/10/2025

ফালাকাটায় বৃহন্নলাদের (হিজরা )মহামঙ্গল পূজারম্ভ।

19/10/2025

#উমরপুর বাসস্ট্যান্ডে মহিলার ব্যাগ থেকে ৫টি পিস্তল ও ৫টি অতিরিক্ত ম্যাগাজীন ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য।রঘুনাথগঞ্জ থানার পুলিশের বড়সড় সাফল্য। ৫টি পিস্তল ও ২৪ রাউন্ড কার্তুজ সহ এক মহিলাকে গ্রেপ্তার করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রবিবার বিকেলেই উমরপুরের ফারাক্কাগামী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় তাকে #

19/10/2025

# বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার গোবরডাঙা থানা এলাকায়। গোবরডাঙ্গা থানার বিভিন্ন বাজারে তল্লাশি চালিয়ে গোবরডাঙ্গা থানার পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি। পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছিল, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিতেই বুড়িমার মতো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে নিষিদ্ধ শব্দবাজি প্রায় ১০কেজির উপরে তারা বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় বেআইনি বাজি ব্যবসায়ীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে গোবরডাঙা থানার পুলিশ। #

19/10/2025

#চারচাকা গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সং*ঘর্ষ, চারচাকা পড়ল জলে,গুরুতর আহ*ত স্কুটি চালক সহ ৩,মর্মা*ন্তিক দু*র্ঘট*না,স্কুটির সঙ্গে চার চাকার মুখোমুখি সং*ঘর্ষ গুরুতর আ*হত স্কুটি চালক সহ চার চাকা গাড়ি দুই।
নিয়ে যাওয়া হলো স্থানীয় গদামথুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।এখনো পর্যন্ত স্কুটি চালকের কোন পরিচয় জানা যায়নি। মিলন মোড়ের দিক থেকে রামগঙ্গা রোড ধরে চার চাকার গাড়িতে ড্রাইভার সহ চারজন প্রচন্ড গতিতে রামগঙ্গার দিকে আসছিল, হঠাৎ করে গঞ্জের বাজার আদর্শ বিদ্যালয় সংলগ্ন গ্রামের রাস্তা থেকে একটি স্কুটি রাস্তার উপরে উঠে আসে। চার চাকার চাল সজোরে স্কুটি থেকে ধাক্কা মেরে পাশে নয়নজলিতে গিয়ে ধান খেতে পড়ে, গাড়িটি সম্পূর্ণ পাল্টি খায়! পাথর প্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে আসে ইতিমধ্যেই গাড়ি দুটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। #

19/10/2025

চলন্ত গরিব রথ ট্রেনে ভয়াবহ আ*গুন! তিনটি কোচ ক্ষতিগ্রস্ত, আত*ঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের মধ্যে!শনিবার সকালে রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা পঞ্জাবের অম্বালা ও সিরহিন্দ স্টেশনের মাঝে।

18/10/2025

সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছোবলে মৃ*ত্যু হল সর্পপ্রেমী যুবকের,ঘটনায় চাঞ্চল্য!গৃহস্থ বাড়ি থেকে সাপ ধরে সেটিকে উদ্ধার করতে গিয়ে বিষা*ক্ত চন্দ্রবোড়ার কামড়ে মৃ*ত্যু হল এক সর্পপ্রেমী যুবকের। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে নদিয়ার নবদ্বীপ থানার পালপাড়া এলাকায়।

18/10/2025

দার্জিলিং এ সড়ক দুর্ঘ*টনা। সকালে দার্জিলিং থেকে পাংখাবাড়ি রাস্তায় শিলিগুড়ি নামার পথে একটি ওয়াগনর গাড়ি দুর্ঘ*টনার কবলে পড়ে।
জানা গিয়েছে ওই দুর্ঘ*টনায় দুইজনের মৃ*ত্যু হয়েছে।
এই ঘটনায় আহ*ত হয়েছেন আরো তিনজন। গাড়িতে মোট পাঁচজন ছিলেন।

Address

Alipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when The times 24×7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share