Moner Golpo - Voice of Life

Moner Golpo - Voice of Life "Sharing short motivational videos & life lessons. Stay connected!"

15/06/2025

একটা কথা বলি, মন দিয়ে শোনো — এই পার্টি-পলিটিক্স, দলাদলি, রং বদলানো স্লোগান — এগুলো একদিন থাকবে না। আজ তৃণমূল আছে, কাল বিজেপি আসবে, পরশু সিপিএম বা কংগ্রেস — এভাবেই বদলাতে থাকবে সময়ের সাথে সাথে। কিন্তু যা কখনো বদলাবে না, তা হলো মানুষের মানবিকতা, মানুষের ভালোবাসা আর মানুষের সম্পর্ক।
আজকে তুমি যে দলের জন্য গলা ফাটাচ্ছো, রাস্তায় ঝগড়া করছো, রক্ত ঝরাচ্ছো — দশ বছর পরে সেই দল না-ও থাকতে পারে, নেতা পাল্টে যাবে, প্রতীক পাল্টে যাবে — কিন্তু তোমার পাশের মানুষটা, তোমার বন্ধু, তোমার ভাই, তোমার প্রতিবেশী — সে থাকবে। বিপদে-আপদে সে-ই আগে হাত বাড়িয়ে দেবে, পার্টির পতাকা নয়।
তাই বলি — হিংসা নয়, বিদ্বেষ নয়, বিভাজন নয় — দরকার ভালোবাসা আর মিলেমিশে থাকার মানসিকতা। একে অপরকে সম্মান করো, বিপদে পাশে দাঁড়াও, ছোটো-বড়ো ভেদাভেদ ভেঙে দাও। এ পৃথিবীতে সবাই বাঁচতে এসেছে — কেউ শত্রুতা করে শেষ হতে আসেনি।
রাজনীতি যাবে, আসবে — ক্ষমতা চিরকাল কারো থাকবে না। কিন্তু মানুষের ভালোবাসা, বন্ধুত্ব আর সৌহার্দ্যই চিরস্থায়ী। আসো, সেইটাকে শক্তি বানাই, এই পৃথিবীটাকে আরেকটু সুন্দর করি —একসাথে, হাত ধরাধরি করে।🌿✨💙

10/06/2025

একটা কথা বলবো… শুনে নিও
দেখো, সাময়িক আনন্দ দিয়ে জীবন চলে না।

আজকের দিনে অনেক ছেলে-মেয়ে আছেন, যারা শুধু টাইমপাস করছে।
আবার অনেক সময় একজন লয়াল থাকে, আর একজন প্রতারণা করে চলে যায়।
কেউ কেউ শুধু সেক্সের জন্য সম্পর্ক গড়ে, পরে ছেড়ে দেয় এগুলো ঠিক না ।
অনেক টাইপের লোক আছে আজকাল… কিন্তু সত্যি বলি, এসব করে কোনো লাভ নেই।

ভালোবাসলে লয়াল থাকো।

একে অপরের বুঝো, সম্মান করো।
ভালোবাসা মানে একসাথে থাকা, একে অপরকে সম্মান করা।

আবার অনেকেই আছে, যারা একে অপরের জন্য পাগল হয়ে যায়।
তবুও, অনেক সময় পরিবার বাধা হয়ে দাঁড়ায়।
বাড়ি থেকে মানতে চায় না এটা সত্যি।

অনেকে জোর করে বিয়ে দিয়ে দেয়, দুদিনের পরিচিত একটা ছেলে বা মেয়ে সাথে।
ছেলে ভালো হলে মেয়েটার ভাগ্য ভালো,
আর খারাপ হলে মেয়েটার জীবন শেষ।
আর মেয়েটা খারাপ হলে ছেলেটার জীবন তো শেষ হয়ই, সঙ্গে শেষ হয় পুরো পরিবারটাও।

আজকাল অনেক সময় দেখা যায়, মা-বাবা না মানলে কিছু ছেলে-মেয়ে পালিয়ে বিয়ে করে ফেলে।
আবার কেউ কেউ আত্মহত্যাও করে বসে ।
জন্মদাতা মা-বাবার কষ্ট, তাদের ভালোবাসা, সেসব কিছুই চিন্তা করে না।
আবার কেও মা বাবার কথা ভাবে আলাদা হয়ে যায় ।

তবে এটাও সত্যি —
মা-বাবা সন্তানের ভালো চায় বলেই কখনো কখনো বাধা দেয়।

তাদের বোঝা উচিত —
ভালোবাসা মানেই ভুল নয়।

তাদের একটু সুযোগ দেওয়া উচিত।

একটু সময় নিয়ে বুঝে দেখা উচিত —
ছেলেটা কেমন? ইন ফিউচারে সে দাঁড়াতে পারবে তো?
মেয়েটা ঠিকঠাক আছে তো?
সে আমার ছেলেকে ভালো রাখবে তো?
সে আমার মেয়েকে সম্মান করবে তো?

এসব বুঝে তারপর সিদ্ধান্ত নিলেই তো হয়।

সবসময় আলাদা করে দেওয়াটাই কি ঠিক?
বলা উচিত — “আগে নিজের পায়ে দাঁড়াও।”
আজকের যুগে ছেলে-মেয়ে দুজনকেই দাঁড়ানো উচিৎ নিজেদের ক্যারিয়ার এ।

আর হ্যাঁ —
আজ পালিয়ে না গিয়ে যদি একটু দাঁড়িয়ে লড়াই করতে পারো,
তাহলে হয়তো তোমার মা-বাবাও কষ্ট পাবে না,
আর ভালোবাসাও পূর্ণতা পাবে।

আর মা-বাবার উদ্দেশ্যেও একটা কথা বলি —
কিছু ছেলে চাকরি করলেই ভালো হয় না, সেই রকম
অনেকে বিজনেস করে, তাও অনেক ভালো মানুষ থাকে।
মানুষটা কেমন — সেটা বুঝুন।
ছেলে-মেয়েরা কী চায় — বন্ধু হয়ে জানুন।

বিয়ের পর যদি শাশুড়ি বা শ্বশুর মেয়েটাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, বন্ধুর মতো মিশে
তাহলে সেই মেয়েও আপনাদের নিজের বাবা-মায়ের মতো সম্মান দেবে ভালো বাসবে ।
তাহলেই তো ডিভোর্স কমবে, সম্পর্ক টিকে যাবে।

ছেলে বা মেয়ে — দুজনকেই বিয়ের আগে এবং পরে লয়াল থাকতে হবে।
ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে একজন মানুষকে পাগলের মতো ভালোবাসা যায়,
সারা জীবন নানা ভাবে…

আর লাস্ট একটা কথা
ছেলে মেয়ে কি চাই এটা আপনাদেরকে শুনতে হবে ।
তারা ক্যারিয়ার কি চাই ।
Force করে অনেক সময় খারাপ হয় ।
তারা হয়তো এমন আছে তাদের স্বপ্ন গুলো বিসর্জন দেয়।
এসব একটু বুঝতে শিখুন…

সমাজকে বদলাতে গেলে প্রথমে ভাবনাটাই বদলাতে হবে নিজেদের ।

কথা গুলো ভালো লাগলে প্লিজ share করবেন ।

লিখা : জয়দীপ দে

02/06/2025

একটা সময় ছিল…
যখন মা-বাবা আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিল।
আমাদের হাসির জন্য নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়েছিল …
আজ আমরা তাদের ‘অপ্রয়োজনীয়’ ভেবে ফেলে দিচ্ছি বৃদ্ধাশ্রমে।

কিন্তু তাদের ঠিকানা কখনোই বৃদ্ধাশ্রম হতে পারে না।

তোমার আজকের এই জীবনটা গড়ে তুলতে তারা নিজেদের পুরোটা নিঃশেষ করে দিয়েছে।
নিজেদের স্বপ্ন, আরাম, সময়—সবকিছু তোমার জন্য ছেড়ে দিয়েছে।
তাদের জন্য কি সত্যিই আর একটু জায়গা নেই তোমার ঘরে?
তাদের জন্য কি সত্যিই আর একটু সময় নেই তোমার জীবনে?

বৃদ্ধাশ্রম দেয় ছাদ, দেয় বিছানা,
কিন্তু তোমার ‘ভালোবাসা’—সেটা তারা পায় না সেখানে।

একটা ফোন দাও, পাশে বসো, একটু সময় দাও…
হয়তো তাদের জীবনের সবটুকু আনন্দ হয়ে উঠতে পারে।

কারণ তারা একদিন আমাদের জন্য পুরো জীবনটা উৎসর্গ করেছিলেন।

ভালোবাসো মা-বাবাকে যতদিন আছেন…
কারণ তারা চলে গেলে শুধু স্মৃতি থাকে,
আর থাকে—অসহ্য রকমের অপরাধবোধ।

বৃদ্ধাশ্রম নয়…
তাদের প্রাপ্য শুধু তোমার ভালোবাসা।

Page: Moner Golpo - Voice of Life
লিখা :জয়দীপ দে

ভালো লেগে থাকলে প্লিজ পেজটাকে ফলো করবেন। আর সবার কাছে শেয়ার করবেন 🙏❤️


#বৃদ্ধাশ্রম #ভালোবাসা #মা_বাবা াও #কৃতজ্ঞতা #জীবনেরকথা

"ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরকে বোঝার চেষ্টা করা।"সম্পর্ক টিকিয়ে রাখতে চাই শুধু সময় নয়, দরকার সম্মান, বিশ্...
13/05/2025

"ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরকে বোঝার চেষ্টা করা।"
সম্পর্ক টিকিয়ে রাখতে চাই শুধু সময় নয়, দরকার সম্মান, বিশ্বাস আর বোঝাপড়ার।
প্রতিদিন একটুখানি যত্ন, একটুখানি মনোযোগ—এই ছোট ছোট জিনিসগুলোই সম্পর্ককে করে অটুট।
রাগ, ভুলবোঝাবুঝি থাকবেই… কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে, তারা সমস্যা থেকে পালায় না—একসাথে সমাধান খোঁজে।
ভালোবাসো এমনভাবে, যেন প্রতিটা দিনই প্রথম দেখা হওয়ার দিন।
তোমার সম্পর্কের গল্পও শেয়ার করো আমাদের সঙ্গে, 'Moner Golpo' তে।

াও #জীবনেরকথা #ভালোবাসা

06/05/2025

মানুষ এবং আবহাওয়া
একই রকম!
যেকোনো সময় পরিবর্তন
হতে পারে ।

02/05/2025

বোঝার মতো একজন মানুষ
Moner Golpo | Voice of Life

সবকিছু ঠিক থাকলেই মানুষ হাসে না, আর চুপ থাকলেই সব ঠিক থাকে না।

এই জীবনে অনেক মানুষ আসে, পাশে থাকে, ভালোবাসে। কিন্তু খুব কম মানুষই আসে যারা সত্যি বোঝে। এমন একজন মানুষ...
যার সামনে অভিনয় করতে হয় না, সাজতে হয় না, বলার আগেই যে বুঝে যায়—আজ মনটা ভালো নেই।

কখনও কখনও মানুষ কাউকে চায় না ভালোবাসার জন্য, শুধু চায়—বোঝার জন্য।
কান্নার কারণ না জেনে কেউ জিজ্ঞেস করুক, "তুই ঠিক আছিস তো?"

বোঝার মতো মানুষ মানেই এমন কেউ—যে পাশে না থেকেও পাশে থাকে।
যে হাজার কথার ভিড়ে শুধু তোমার নিঃশব্দতাকেও শুনতে পায়।

এমন একজন মানুষ থাকলে, জীবনটা একটু হালকা লাগে। একটু শান্তি আসে।
আর এমন মানুষ হারিয়ে গেলে, খুব গভীর শূন্যতা তৈরি হয় ।

লিখা: জয়দীপ দে

02/05/2025

সব মেয়ে চায়—কেউ একজন থাকুক, যে না বললেও বুঝে নেবে সে কেমন আছে। বুঝবে তার মুখের হাঁসির আড়ালে লুকিয়ে থাকা না বলা কষ্টগুলো। বুঝবে তার নীরবতা, তার না বলা চাওয়া-পাওয়াগুলো।

মেয়েরা খুব বেশি কিছু চায় না। তারা শুধু চায়—কেউ একজন পাশে থাকুক, হৃদয় দিয়ে ভালোবাসুক, সম্মান করুক। সে কখনো যেন তার অস্তিত্বকে হেয় না করে, তাকে ছোট না করে।

একজন মেয়ে চায়, কেউ মন দিয়ে তার কথা শুনুক। সে হাসলে যেন কারও মন ভালো হয়ে যায়, আর সে কাঁদলে কেউ নিঃশব্দে বলুক—“আমি আছি পাশে।”

সে চায় একটু যত্ন, একটু নিরাপত্তা, আর এমন একজন মানুষ—যার কাছে নিজের সমস্ত কিছু উজাড় করে দেওয়া যায়, কোনো ভান বা লুকোচুরি ছাড়া।

মেয়েরা খুব সহজভাবে, খুব নিখাদভাবে ভালোবাসে। আর চায়—তার সেই ভালোবাসাটার মূল্য কেউ দিক... বোঝার চেষ্টা করুক তার গভীরতা।

"একটি মেয়ের না বলা গল্প"
___________________________

Moner Golpo - Voice of Life
লিখে: Joydeep Dey

16/04/2025

"আচ্ছা, কেমন লাগে জানো…
যখন মনে হয়—জীবনটা বুঝি আর আগায় না।
পকেটে কিছু নেই, পাশে কেউ নেই,
আর মনটা প্রতিদিন একটু একটু করে হারিয়ে যায়।
আমি Joydeep Dey, এই জায়গা থেকেই আজ কথা বলছি।
হয়তো তুমিও এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছো…
কিন্তু জানো, আমি হাল ছাড়িনি।
কারণ আমি বিশ্বাস করি—
আমার ভাঙা গল্পটা, একদিন কারো আলোর উৎস হতে পারে।
তাই আজ থেকে শুরু করছি Moner Golpo - Voice of Life পেজে—
আমার গল্প, তোমার কথা, আর আমাদের লড়াই।
চলো একসাথে এগিয়ে যাই।
হয়তো তোমার ভেতরের আলোও জ্বলে উঠবে আজ…"

Address

Alipurduar
736121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moner Golpo - Voice of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moner Golpo - Voice of Life:

Share

Category