
02/06/2025
একটা সময় ছিল…
যখন মা-বাবা আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিল।
আমাদের হাসির জন্য নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়েছিল …
আজ আমরা তাদের ‘অপ্রয়োজনীয়’ ভেবে ফেলে দিচ্ছি বৃদ্ধাশ্রমে।
কিন্তু তাদের ঠিকানা কখনোই বৃদ্ধাশ্রম হতে পারে না।
তোমার আজকের এই জীবনটা গড়ে তুলতে তারা নিজেদের পুরোটা নিঃশেষ করে দিয়েছে।
নিজেদের স্বপ্ন, আরাম, সময়—সবকিছু তোমার জন্য ছেড়ে দিয়েছে।
তাদের জন্য কি সত্যিই আর একটু জায়গা নেই তোমার ঘরে?
তাদের জন্য কি সত্যিই আর একটু সময় নেই তোমার জীবনে?
বৃদ্ধাশ্রম দেয় ছাদ, দেয় বিছানা,
কিন্তু তোমার ‘ভালোবাসা’—সেটা তারা পায় না সেখানে।
একটা ফোন দাও, পাশে বসো, একটু সময় দাও…
হয়তো তাদের জীবনের সবটুকু আনন্দ হয়ে উঠতে পারে।
কারণ তারা একদিন আমাদের জন্য পুরো জীবনটা উৎসর্গ করেছিলেন।
ভালোবাসো মা-বাবাকে যতদিন আছেন…
কারণ তারা চলে গেলে শুধু স্মৃতি থাকে,
আর থাকে—অসহ্য রকমের অপরাধবোধ।
বৃদ্ধাশ্রম নয়…
তাদের প্রাপ্য শুধু তোমার ভালোবাসা।
Page: Moner Golpo - Voice of Life
লিখা :জয়দীপ দে
ভালো লেগে থাকলে প্লিজ পেজটাকে ফলো করবেন। আর সবার কাছে শেয়ার করবেন 🙏❤️
#বৃদ্ধাশ্রম #ভালোবাসা #মা_বাবা াও #কৃতজ্ঞতা #জীবনেরকথা