15/06/2025
একটা কথা বলি, মন দিয়ে শোনো — এই পার্টি-পলিটিক্স, দলাদলি, রং বদলানো স্লোগান — এগুলো একদিন থাকবে না। আজ তৃণমূল আছে, কাল বিজেপি আসবে, পরশু সিপিএম বা কংগ্রেস — এভাবেই বদলাতে থাকবে সময়ের সাথে সাথে। কিন্তু যা কখনো বদলাবে না, তা হলো মানুষের মানবিকতা, মানুষের ভালোবাসা আর মানুষের সম্পর্ক।
আজকে তুমি যে দলের জন্য গলা ফাটাচ্ছো, রাস্তায় ঝগড়া করছো, রক্ত ঝরাচ্ছো — দশ বছর পরে সেই দল না-ও থাকতে পারে, নেতা পাল্টে যাবে, প্রতীক পাল্টে যাবে — কিন্তু তোমার পাশের মানুষটা, তোমার বন্ধু, তোমার ভাই, তোমার প্রতিবেশী — সে থাকবে। বিপদে-আপদে সে-ই আগে হাত বাড়িয়ে দেবে, পার্টির পতাকা নয়।
তাই বলি — হিংসা নয়, বিদ্বেষ নয়, বিভাজন নয় — দরকার ভালোবাসা আর মিলেমিশে থাকার মানসিকতা। একে অপরকে সম্মান করো, বিপদে পাশে দাঁড়াও, ছোটো-বড়ো ভেদাভেদ ভেঙে দাও। এ পৃথিবীতে সবাই বাঁচতে এসেছে — কেউ শত্রুতা করে শেষ হতে আসেনি।
রাজনীতি যাবে, আসবে — ক্ষমতা চিরকাল কারো থাকবে না। কিন্তু মানুষের ভালোবাসা, বন্ধুত্ব আর সৌহার্দ্যই চিরস্থায়ী। আসো, সেইটাকে শক্তি বানাই, এই পৃথিবীটাকে আরেকটু সুন্দর করি —একসাথে, হাত ধরাধরি করে।🌿✨💙