Trvlsusanta

Trvlsusanta Beaty never be explained . world's everythings is beautiful if you saw it positively

31/12/2025



“Move forward. The past has taught you enough; now let it go.”....

31/12/2025

Good bye December Good bye 2k25 ✨✨

আজ ৩০ ডিসেম্বর।বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে হঠাৎই একটা ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়লাম।আকাশ জুড়ে ঘন মেঘ, কনকনে ঠান্ডা বাতাস...
31/12/2025

আজ ৩০ ডিসেম্বর।
বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে হঠাৎই একটা ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়লাম।
আকাশ জুড়ে ঘন মেঘ, কনকনে ঠান্ডা বাতাস, আর হালকা হালকা বৃষ্টির ফোঁটার মাঝে— আমরা পৌঁছে গেলাম শান্ত, নিরিবিলি ভুটানে।

পাহাড়গুলো আজ কুয়াশায় ঢাকা,
রাস্তার ধারে পতাকাগুলো ঠান্ডা হাওয়ায় ধীরে ধীরে দুলছে।
প্রকৃতির এই নীরবতা, যেন পুরো একটা বছরকে বিদায় জানিয়ে মনটাকে নতুন করে শুদ্ধ করে দিচ্ছে।

কোলাহল থেকে দূরে, শুধু প্রকৃতির ঠান্ডা হাওয়া আর কিছু নিঃশব্দ মুহূর্ত এইভাবেই শেষ হোক বছরটা। নতুন বছর আসুক আরোও অনেক প্রেম , ভালোবাসা নিয়ে, ফিরে আসুক পুরোনো সব বন্ধুরা, গড়ে উঠুক নতুন নতুন বন্ধু, তৈরি হোক নতুন প্রেমের গল্প

ওদের চাহিদার শেষ নেই—কেউ চায় chicken biryani, কেউ আবার fried rice আর chicken kosha।কেউ যেতে চায় বক্সা, কেউ স্বপ্ন দেখে...
16/12/2025

ওদের চাহিদার শেষ নেই—
কেউ চায় chicken biryani, কেউ আবার fried rice আর chicken kosha।
কেউ যেতে চায় বক্সা, কেউ স্বপ্ন দেখে কালিম্পং।
তাই আজকের পিকনিক শুধু biryani lovers দের জন্য,
আর fried rice lovers—তোমাদের দিনটা আসছে, কোনো একদিন। 😊

15/12/2025

সবুজ জঙ্গলের বুক চিরে বয়ে যাওয়া নদী আর পাহাড়ের ছায়ায় মোড়া Beautiful Dooars,
প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাইলে এ যেন শান্তির এক নীরব ঠিকানা। 🌿


✨ Explore the Wild Charm of Dooars, Darjeeling, Kalimpong & Sikkim with Travel MitraNature • Adventure • Peace — all in ...
03/12/2025

✨ Explore the Wild Charm of Dooars, Darjeeling, Kalimpong & Sikkim with Travel Mitra

Nature • Adventure • Peace — all in one unforgettable journey! 🍃🌄

Lose yourself in misty mountains, wander through emerald tea gardens, and feel the heartbeat of North Bengal’s untouched wilderness. 🐘🌲
Every trip becomes meaningful when the right companion walks beside you — and that’s where Travel Mitra makes the difference.

📍 Plan your dream getaway today — because every journey deserves perfection.

📞 Contact: 8617438592

---

মনভোলানো এক দিনের গল্পসুশান্ত রায়সেদিন সকালটা যেন অন্য রকম ছিল। ভেতরে একটা অজানা শূন্যতা—কেবলই মনে হচ্ছিল, কোথাও যেন কি...
01/12/2025

মনভোলানো এক দিনের গল্প
সুশান্ত রায়

সেদিন সকালটা যেন অন্য রকম ছিল। ভেতরে একটা অজানা শূন্যতা—কেবলই মনে হচ্ছিল, কোথাও যেন কিছুই ঠিক নেই। চারপাশে এত মানুষের ভিড়, ব্যস্ত রুটিন… তবুও মনে হচ্ছিল আমি নিজের ভেতরেই হারিয়ে যাচ্ছি।

সবাইকে এড়িয়ে বিকেলের দিকে চুপচাপ বেরিয়ে পড়লাম। ভাবলাম, দাদার বাড়িতে গেলে হয়তো একটু হালকা লাগবে। সূর্য্য প্রায় ডুবে গেলো আমি পৌঁছে গেলাম দাদার বাড়ি।
গিয়ে বসতেই ভাইজি চা এনে দিল। চায়ের গরম ধোঁয়াটাও যেন মনকে একটু নরম করছিল। চা শেষ হতেই দাদা বলল,
“চল, নদীতে মাছ ধরতে যাই!”
বৌদি হেসে বলল, “দেখবি, আজ একটু হলেও মনটা ভালো হবে।”

তিনজন মিলে নদীর ধারে পৌঁছলাম। নিস্তব্ধ নদীর বুক ভেঙে জাল বসাতেই এক-একটা করে মাছ উঠে আসতে লাগল। কতক্ষণ যে সেই খেলায় মেতে ছিলাম, বুঝতেই পারিনি। মনে হচ্ছিল, সারারাত নদীর পাড়েই বসে থাকি। কিন্তু চারদিকে অন্ধকার ঘনিয়ে এলে বৌদি ফিসফিস করে বলল,
“চল এবার, রাতের জঙ্গল যে সবসময় আপন নয়… হাতি-বাঘের আনাগোনা আশেপাশে।”নিঃশব্দ নদীর পাড়ে সত্যিই তখন একটা ভয় ভাসছিল। তাই দ্রুত বাড়ি ফিরে এলাম। আর নিয়ে আসলাম টাটকা মাছ।

পরদিন সকালটা ছিল একেবারে অন্যরকম। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ছিল। ছোট্ট ভাইজিদের হাত ধরে রওনা দিলাম চা-বাগানের দিকে। বাগানের সবুজ সমুদ্রের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চা ফুল তুললাম। সেই হাসিমুখগুলো দেখে মনে হচ্ছিল, যেন প্রকৃতি আমাদের খেয়াল রাখছে।

বাড়ি ফিরতেই বৌদি বলল,
“আজ যেহেতু তুই এসেছিস, চল নদীর ডোবাগুলোতে জল ছেকে মাছ ধরি!”
আমরা আবার ছুটলাম নদীর দিকে। ঠাণ্ডা জলে পা ডুবিয়ে ডোবার জল ছেকে ছেকে উঠিয়ে আনলাম টাটকা মাছ।
তুলে নিলাম নদীর ধারে জন্মানো হেলেঞ্চা আর কলমিশাক।

দুপুরে ফিরে আমি নিজেই মাটির উনুনে ভাত বসালাম। ছোট মাছ দিয়ে মজাদার চর্চরি হলো, আর বড়ো মাছ আলু-ফুলকপি দিয়ে ঝোল। চা ফুলের বড়া, হেলেঞ্চা শাকের ভাজা, আলু দিয়ে কলমি শাক—সব মিলিয়ে যেন একটা ঘরোয়া ছোট্ট পিকনিকই হয়ে গেল।

দাদা-বৌদির ভালবাসা, ভাইজিদের দৌড়াদৌড়ি—সব মিলে যেন মেঘলা মন পুরোপুরি সরে গেল।

বিকেল শেষে যখন সূর্য আড়ালে নামতে শুরু করল, আকাশটা কমলা রঙে রাঙিয়ে উঠল। সেই আলোতে বাড়ির দিকে ধীরে ধীরে বাইক স্টার্ট দিলাম ।

কখনো কখনো সুখ খুঁজে পাওয়া যায় খুব সামান্য কিছুতে… একটু পথ হাঁটলে, একটু নদীর গন্ধে, আর আপনজনের স্নিগ্ধ ছোঁয়ায়।

এইভাবেই এক বিষণ্ন দিনের ভেতর লুকিয়ে ছিল এক টুকরো সুন্দর স্মৃতি।
30/11/2025

কোচবিহার শহর থেকে ২২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দিনহাটার খলিশা গোসানিমারিতে অবস্থিত কামতাপুর দুর্গ। এটি গোসানিমারি গড় বা ...
23/11/2025

কোচবিহার শহর থেকে ২২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দিনহাটার খলিশা গোসানিমারিতে অবস্থিত কামতাপুর দুর্গ। এটি গোসানিমারি গড় বা রাজপাট নামে পরিচিত। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ১৯৯৮ সালে রাজ রাজপাঠে খননকার্য চালানোর সময় সেখান থেকে প্রচুর পরিমাণে পাথরের মূর্তি, রুপোর মুদ্রা, টেরাকোটার সামগ্রী, লোহার চেন, বালা তীর এবং নানান সামগ্রী আবিষ্কার করেন। উৎখননের ফলে পাওয়া তথ্য এবং ধ্বংসাবশেষ থেকে অনুমান করা যায় যে, এটি খেন বংশীয় রাজাদের আমলে নির্মিত হয়েছিল। যদিও এর সত্যতা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। অতীতে এখান থেকেই প্রাচীন কামরূপ বা পশ্চিম কামরুক কিংবা কামতা রাজ্যের শাসন কার্য পরিচালিত হতো বলে মনে করা হয়...

14/11/2025

নিঃশব্দ শান্তি
মায়ের কোলে মাথা রাখলেই শিশুর চোখে নেমে আসে নিশ্চিন্ত আকাশ।
তার ছোট্ট হৃদয় জানে—এই দু’টি বাহুই তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ দ্বার,
যেখানে ভয় গলে যায় মায়ের নিঃশ্বাসের উষ্ণতায়।

ঠিক তেমনই, দীর্ঘ পথের ধুলো মাখা মানুষটি
প্রকৃতির কোলে বসেই খুঁজে পায় তার নিজের হারানো নীরবতা।
সবুজের স্পর্শ, নদীর সুর, বাতাসের মৃদু আলিঙ্গন—
সব মিলিয়ে তাকে বলে দেয়,
“বিশ্রাম নাও, তুমি আর একা নও।”
✍️সুশান্ত
ডুয়ার্স, 14/11/2025

Address

Shankar Mandal Road
Alipurduar

Alerts

Be the first to know and let us send you an email when Trvlsusanta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trvlsusanta:

Share