News A Bangla

News A Bangla News/Media updates

28.10.2025 // অভিনব ছট পূজা // ********************************ছট পুজো একটি প্রাচীন হিন্দু উৎসব। যা প্রকৃতির প্রতি কৃতজ্...
28/10/2025

28.10.2025 // অভিনব ছট পূজা //
********************************

ছট পুজো একটি প্রাচীন হিন্দু উৎসব। যা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা বোঝায় এবং জীবনদায়ী শক্তিকে সম্মান জানানো বোঝায়।

আর এই ছট পুজো সবাই গঙ্গায় বা কোনো বড় জলাশয়ে গিয়ে পালন করে কিন্তু ৭০ নং কেশব চন্দ্র স্ট্রিট - এর বাসিন্দা এক অভিনব ভাবে এই ছট পুজো পালন করছেন।

এই বাড়ির বাসিন্দারা নিজেদের বাড়িতে জলাশয়ে বানিয়ে এই পুজো পালন করছেন।
゚viralfbreelsfypシ゚viral

25/10/2025

25.10.2025 // কলকাতায় আইকনিকে সংগীত পরিচালক ও গায়ক রানা মজুমদার : *****

@কলকাতা - কলকাতার আইকনিক প্ল্যানার হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও গায়ক রানা মজুমদার উপস্থিত ছিলেন। লর্ড কৃষ্ণা স্টুডিও আয়োজিত এই অনুষ্ঠানে হলটি এক সঙ্গীত জগতে রূপান্তরিত হয়। রানা মজুমদার তার সঙ্গীত যাত্রা, বলিউডের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের প্রকল্পগুলি গণমাধ্যমের সাথে আলোচনা করেন।
তিনি সঙ্গীতের প্রতি তার আবেগ এবং বাংলা সঙ্গীতের প্রচারে তার ভূমিকা ভাগ করে নেন। লর্ড কৃষ্ণা স্টুডিওর শিবু সোম রানা মজুমদারের প্রতিভার প্রশংসা করেন এবং তাকে সমর্থন করার জন্য গর্ব প্রকাশ করেন। রানা মজুমদারের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়, যা দর্শকদের মুগ্ধ করে। সন্ধ্যাটি ছিল সঙ্গীত এবং শৈল্পিকতার শক্তির প্রমাণ।
゚viralfbreelsfypシ゚viral

Thu Oct 2 2025 // বিদেশে থাকলেও প্রতি দুর্গাপুজোতে  দেশের মাটিতে !***********************************************গোবরডাঙ...
02/10/2025

Thu Oct 2 2025 //
বিদেশে থাকলেও প্রতি দুর্গাপুজোতে দেশের মাটিতে !
***********************************************

গোবরডাঙ্গার খাঁটুরা গার্লস স্কুলের সন্নিকটে অবস্থিত " ইয়ুথ ক্লাবের" পুজো শুরু ২০১৭ সাল থেকে। এই পুজোতে গ্রামের সকল মানুষ আন্তরিকতার সাথে যুক্ত থাকে। পুজোর প্রথম দিন থেকেই ভরপুর আনন্দে সকলে মেতে ওঠে। মন্ত্র পাঠ,অঞ্জলি, ঢাকের আওয়াজে সকলে মাতোয়ারা হয়। পুজোর কটা দিন চলে পাড়ার সকলেরই একসাথে খাওয়া দাওয়া। ধুপধুনোর গন্ধ, ঢাকের বাদ্দিতে তাল মিলিয়ে অংশগ্রহণ করে হিন্দু মুসলিম সকল শ্রেণীর মানুষজন। জাতি ধর্ম নির্বিশেষে একাত্ম হয়ে উঠে সকলে।

বিদেশে বসবাসকারী এই পাড়ারি মেয়ে রাখি চক্রবর্তী জানালেন,- তিনি প্রথম থেকেই এই পূজোর সঙ্গে বিশেষ ভূমিকা গ্রহণ করে আসছেন। এই চিন্তাতে তিনি অনর। আগামী দিনও তিনি এইভাবেই দূর্গা পুজোর সময় দেশে ফিরে এসে মায়ের পুজোতে অংশগ্রহণ করবেন।


ছোট থেকে বড় হওয়া, লেখাপড়া করা, বিদেশের মাটিতে অবাধো বিচরণ রাজ চক্রবর্তী,- ঈশ্বর তথা মা দুর্গার প্রতি পরম ভক্তি প্রকাশ করলেন।
"ইয়ুথ ক্লাবের" অন্যান্য সদস্যদের পাশাপাশি রজত চক্রবর্তী জানালেন,- " সবই মায়ের ইচ্ছা, মা যা চাইছেন তাই হচ্ছে আর হবে। বিদেশে থাকলেও দুর্গা পুজোর সময় ব্যাকুল মন নিয়ে ছুটে আসি দেশের মাটিতে। আর অন্তর দিয়ে মায়ের কাছে নিজেকে সমর্পণ করি।
ক্লাবের অন্যান্য সদস্য এবং মেয়েরা কন্ঠ মিলিয়ে বলে এই কটা দিন আমরা সকলে খুব আনন্দ করি এবং আগামী দিন এমনিভাবেই আনন্দের জোয়ার বইবে।
゚viralfbreelsfypシ゚viral

01/10/2025

1.10.2025
Heartiest greetings and congratulations on Durga Puja, Diwali, Chhath Puja organized by West Bengal Jaiswal Youth Forum !!
゚viralfbreelsfypシ゚viral

23/09/2025

23rd September,2025 // রাজ্য জুড়ে বিশেষ মিডিয়েশন ক্যাম্পেইনে মিটছে হাজার হাজার গুরুত্বপূর্ণ মামলা //
পারিজাত মোল্লাঃ
কলকাতা হাইকোর্টের পাশাপাশি রাজ্যের ৭২ টি এডিআর সেন্টার (বিকল্প বিবাদ নিস্পত্তি কেন্দ্র) রয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্রী সৌমেন সেন এবং মেডিয়েশন কমিটির সভাপতি বিচারপতি শ্রী অরিজিৎ ব্যানার্জি মহাশয়ের নেতৃত্বধীন মিডিয়েশন এবং কনসলিয়েশন কমিটি সারা বছর বিচারাধীন মামলা গুলি বা প্রাক বিচারাধীন বানিজ্যিক মামলাগুলি দু পক্ষের সম্মতিতে নিস্পত্তি ঘটাচ্ছে বলে জানা গেছে ।
উক্ত কমিটির সদস্য সচিব হিসাবে রয়েছেন শ্রীযুক্ত সুদীপ ব্যানার্জি । কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের রেজিস্ট্রার ইনসলভেনসি এবং মিডিয়েশন ও কনসিলিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড: শুভাশিস মুহুরী জানিয়েছেন - " রাজ্যের সমস্ত নিম্ন আদালতে ২২ হাজারের বেশি এবং কলকাতা হাইকোর্টে ১৮০ এর কাছাকাছি মামলা মিডিয়েশন সেন্টারে পাঠানো রয়েছে। যার সিংহভাগ নিস্পত্তির মুখে"।জানা গেছে, আইনী সংবাদদাতা ও কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন কলকাতা হাইকোর্টে দায়িত্বপ্রাপ্ত 'মিডিয়েটর' হিসাবে কাজ করছেন।
゚viralfbreelsfypシ゚viral

23rd, September,2025 // সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক সন্ধ্যা প্রকাশন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রিগাল নেক্সা...
23/09/2025

23rd, September,2025 // সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক সন্ধ্যা প্রকাশন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রিগাল নেক্সাস!!
゚viralfbreelsfypシ゚viral

22.09.2025 // ঝাড়গ্রামে ২০০জন শিশুকে নতুন বস্ত্র বিতরণ কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট _এর !!  ゚viralfbreelsf...
22/09/2025

22.09.2025 // ঝাড়গ্রামে ২০০জন শিশুকে নতুন বস্ত্র বিতরণ কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট _এর !!
゚viralfbreelsfypシ゚viral

21/09/2025

21.09.2025 // গ্লোবাল ভিশন প্রোডাকশন' // এর পুজোর গান // 'আলোতে হাসিতে দুর্গা মা' !
゚viralfbreelsfypシ゚viral

21.09.2025 // গ্লোবাল ভিশন প্রোডাকশন // পূজোরগান // আলোতে হাসিতে দুর্গা - মা !  ゚viralfbreelsfypシ゚viral
21/09/2025

21.09.2025 // গ্লোবাল ভিশন প্রোডাকশন // পূজোরগান // আলোতে হাসিতে দুর্গা - মা !
゚viralfbreelsfypシ゚viral

21.09.2025 // কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে বস্ত্রদান !  ゚viralfbreelsfypシ゚viral
21/09/2025

21.09.2025 // কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে বস্ত্রদান !
゚viralfbreelsfypシ゚viral

20/09/2025

20.09.2025 // 'Coffee House' // movie screening // Roop Kala Kendra in Salt Lake
Kolkata
゚viralfbreelsfypシ゚viral

20.09.2025 // কফি হাউস//স্ক্রিনিং//রূপ কলা কেন্দ্র//সল্টলেক//      ゚viralfbreelsfypシ゚viral
20/09/2025

20.09.2025 // কফি হাউস//স্ক্রিনিং//রূপ কলা কেন্দ্র//সল্টলেক//
゚viralfbreelsfypシ゚viral

Address

Alipurduar
PIN.736208

Alerts

Be the first to know and let us send you an email when News A Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share