News A Bangla

  • Home
  • News A Bangla

News A Bangla News/Media updates

12.07.2025 // Karnataka Tourism Road Show, JW Marriott
12/07/2025

12.07.2025 // Karnataka Tourism Road Show, JW Marriott

07/07/2025

7.7.2025 // Mission Shakti Nari 2025

"সাকমান ভাগ্য" ফাউন্ডেশন এর উদ্যোগে "মিশন শক্তি নারী ২০২৫" নামাঙ্কিত ফ্যাশন শো !

সংস্কৃতি মন্ত্রণালয় এবং ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় "সাকমান ভাগ্য" ফাউন্ডেশন উদ্যোগে ৫ই জুলাই ২০২৫ তারিখে হাওড়ার ফরচুন পার্ক পঞ্চবটি নামক একটি বিলাসবহুল হোটেলে "মিশন শক্তি নারী" নামক একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

কারগিল বিজয় দিবস সেলিব্রেশন ও সদ্য ঘটে যাওয়া "অপারেশন সিন্দুর" বিষয়ও উদযাপন করা হয়। উক্ত ফ্যাশন শোতে আধুনিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক অভূতপূর্ব পোশাক ও রেম্প শো উপস্থাপনা করা হয়। জাতীয় সংগীত ও সিদ্ধি বিনায়ক মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। উক্ত অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় এবং ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরিষ্ঠ আধিকারিক গণ ।
"সাকমান ভাগ্য ফাউন্ডেশন" এর প্রধান পরিচালক ছিলেন আশুতোষ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার অতুল কুমার চৌধুরী। এ ছাড়াও অনেক নামি দামি ফ্যাশন ডিজাইনার উপস্থিত ছিলেন।

ড্রিম কালচারের তরফ থেকে ফ্যাশন ডিজাইনার রঞ্জিতা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তিনি একমাত্র ফ্যাশন ডিজাইনার যিনি ব্যক্তিগত সংস্থা হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল। তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ফাউন্ডেশনের একজন কর্ণধার আশুতোষ কুমার মহাশয় কে। রঞ্জিতা ভট্টাচার্য আরো জানান যে তার ফ্যাশন শো এর থিম হলো "ড্রিমল্যান্ড"। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার নিতু সাহা । তার তৈরি পোশাক সকলের মন কেড়েছে। তার বক্তব্যে তিনি "ভারতবর্ষের আর্মি বিভাগের সকল যোদ্ধা ভাইদের সাথে তাদের বাড়িতে যে নারীশক্তি একজন প্রকৃত যোদ্ধা" সে কথা তুলে ধরেন। নিতু সাহা আরো বলেন -এই সুন্দর অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পারার জন্য তিনি ভারতবর্ষের আর্মি বিভাগের প্রতি খুবই কৃতজ্ঞ।

4.7.2025 // বর্ধমান // দেশী ধান বাঁচিয়ে রাখার উদ্যোগ মঙ্গলকোট কৃষি দপ্তরের!
04/07/2025

4.7.2025 // বর্ধমান // দেশী ধান বাঁচিয়ে রাখার উদ্যোগ মঙ্গলকোট কৃষি দপ্তরের!

4.7.2025 // " তাকে আমি মন দিয়েছি "
04/07/2025

4.7.2025 // " তাকে আমি মন দিয়েছি "

News A Bangla  // 12th June 2025International Human rights anti-corruption organization
12/06/2025

News A Bangla // 12th June 2025
International Human rights anti-corruption organization

09/06/2025

News A Bangla // 9.6.2025
The Academy of Fine Arts hosts a photography exhibition by Abhishek Sarkar, a Kolkata-born NRI

News A Bangla // 4.6.2025Ek Roop Kai Pehchan
04/06/2025

News A Bangla // 4.6.2025
Ek Roop Kai Pehchan

03/06/2025

News A Bangla //. অল বেঙ্গল মেনস্ ফোরাম. // 3.6.2025
নির্যাতিত পুরুষদের সামাজিক ও আইনী সাহায্য প্রদান এবং পুরুষের সমানাধিকারের দাবীতে মঞ্চে এবার "পুরুষাধিকার DOTCOM"

News A Bangla // 28.05.2025ওয়েভস মিট গ্ল্যামার: ট্যাপশন মিডিয়া মন্দারমণিতে মিস অ্যান্ড মিসেস ওয়েভ কুইন ইন্ডিয়া ২০২৫ক...
28/05/2025

News A Bangla // 28.05.2025
ওয়েভস মিট গ্ল্যামার: ট্যাপশন মিডিয়া মন্দারমণিতে মিস অ্যান্ড মিসেস ওয়েভ কুইন ইন্ডিয়া ২০২৫

কলকাতা:
সুন্দরতা, ক্ষমতায়ন এবং ব্যক্তিত্বের এক দুর্দান্ত উদযাপনে, ট্যাপশন মিডিয়া মন্দারমণির মনোরম প্রাইম বিচ রিসোর্টে মিস অ্যান্ড মিসেস ওয়েভ কুইন ইন্ডিয়া ২০২৫ এর গ্র্যান্ড ফিনালে ১লা জুন ২০২৫ আয়োজন করেছে।
এই প্রথমবারের মতো সমুদ্র সৈকতের এই প্রতিযোগিতায় দেশজুড়ে প্রতিযোগীরা প্রতিভা, আত্মবিশ্বাস এবং সৌন্দর্যের প্রাণবন্ত প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি থাকছেন - কিংবদন্তি ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যার উপস্থিতিতে সন্ধ্যাটি আরও আনন্দ মুখর হয়ে উঠবে। বিজয়ীদের মুকুট পরিয়ে দেবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

এই মনোমুগ্ধকর সন্ধ্যায় তার সাথে পাঁচজন বিখ্যাত সেলিব্রিটি জুরি সদস্য থানবেন যারা সবচেয়ে যোগ্য ফাইনালিস্টদের মূল্যায়ন এবং নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। জুরি প্যানেলে থাকছেন:• অনুপম হালদার,নিতু সাহা,মৌবানি সরকার,সৌম্য শঙ্কর বোস,সুমন পাসারি,দেবালিনা দত্ত।
তিন দিনের এই উদযাপনে থাকছে গ্রুমিং সেশন, ট্যালেন্ট রাউন্ড, থিম-ভিত্তিক শ্যুট এবং সমুদ্র সৈকতের রানওয়ে ওয়াক - যা বিনোদনের সাথে ক্ষমতায়নের সমন্বয়ে একটি শ্বাসরুদ্ধকর সমাপ্তি পর্যন্ত পৌঁছে দেবে।

দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে, ওয়েভ কুইন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং ট্যাপশন মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক নিতু সাহা বলেন:
“এই প্ল্যাটফর্মটি একটি স্বপ্ন থেকে জন্মগ্রহণ করেছে - প্রকৃত নারীদের উজ্জ্বল হওয়ার জন্য একটি বাস্তব স্থান দেওয়ার জন্য। ওয়েভ কুইন ইন্ডিয়া কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতার চেয়েও বেশি কিছু। এটি শক্তি, সৌন্দর্য এবং উচ্চাকাঙ্ক্ষার একটি বিবৃতি। বছরের পর বছর এই আন্দোলনের ক্রমবর্ধমানতা প্রত্যক্ষ করতে পেরে আমি গর্বিত।”
এই অনুষ্ঠানটি রূপসী বাংলায় সম্প্রচারিত হবে।
মিস অ্যান্ড মিসেস ওয়েভ কুইন ইন্ডিয়া ২০২৫ ভারতের জীবনধারা এবং ফ্যাশন ক্যালেন্ডারে একটি মাইলফলক হিসেবে সফল হয়েছে।

News A Bangla // 26.05.2025@আজকে সেই মানুষটার জন্মদিন যিনি সবসময় মানুষের পাশে থেকেছেন এবং মানুষের জন্য কাজ করে গেছেন সব...
26/05/2025

News A Bangla // 26.05.2025
@আজকে সেই মানুষটার জন্মদিন যিনি সবসময় মানুষের পাশে থেকেছেন এবং মানুষের জন্য কাজ করে গেছেন সবার মনের মধ্যে এখনও অব্যাহত।
@বিজয় রায় আজ 26 শে মে তোমার জন্মদিন, 1919 সালের এই দিনেই তোমার পৃথিবীতে আসা। 107 বছর অতিক্রান্ত।
ভালো থেকো ঈশ্বরের কোলে। তোমার জমানো পুনরাবৃত্ত আমানত যেমন শান্ত, মাধুর্যপূর্ন কথা বলা, আর সর্বোপরি মানুষের সেবা যা আমরা ধীরে ধীরে খরচ করছি। তোমার অদৃশ্য আর্শীবাদ এর তরঙ্গ যেন সদা আমাদের উজ্জীবিত করে।

News A Bangla // 23.05.2025 #১২ তম আমহার্স্ট স্ত্রীট আম উৎসবপ্রতি বছরের ন্যায় এবছরের আমাদের ১২ তম আমহার্স্ট স্ত্রীট আম উ...
23/05/2025

News A Bangla // 23.05.2025
#১২ তম আমহার্স্ট স্ত্রীট আম উৎসব

প্রতি বছরের ন্যায় এবছরের আমাদের ১২ তম আমহার্স্ট স্ত্রীট আম উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৩ই জুন সন্ধে ৬টায়।। আজকে শহরের নামকরা বিশিষ্ট সাংবাদিক দের নিয়ে প্রেস মিট করে ফেললেন পৌর প্রতিনিধি শ্রীমতি সোমা চৌধুরী ও ৩৭ নং ওয়ার্ড এর সভাপতি শ্রী প্রিয়াল চৌধুরী।।।

আমাদের এই আম উৎসব কে কেন্দ্র করে পুরো ৩৭ নম্বর ওয়ার্ড এর সকল পরিবার আনন্দে মেতে ওঠে।। পুরো একটা সন্ধ্যা তে খাওয়া দাওয়া হাসি গল্পঃ করেই দিন কেটে যায়।। শহরের বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে চিত্রনাট্য জগৎ থেকে শুরু করে খেলা ধুলা র দুনিয়া থেকে শুরু করে শিক্ষার সাথে যুক্ত সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।। সাথে থাকে গান বাজনার আয়োজন।। এই আমহার্স্ট স্ত্রীট আম উৎসব এর জন্য ৩৭ এর সকল পরিবার সারাবছর অপেক্ষা করে থাকে।।।

20/05/2025

News A Bangla // 20.05.2025
Calcutta High Court Mediation Committee's historic step to reduce the backlog of cases !

Address


Alerts

Be the first to know and let us send you an email when News A Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share