02/10/2025
Thu Oct 2 2025 //
বিদেশে থাকলেও প্রতি দুর্গাপুজোতে দেশের মাটিতে !
***********************************************
গোবরডাঙ্গার খাঁটুরা গার্লস স্কুলের সন্নিকটে অবস্থিত " ইয়ুথ ক্লাবের" পুজো শুরু ২০১৭ সাল থেকে। এই পুজোতে গ্রামের সকল মানুষ আন্তরিকতার সাথে যুক্ত থাকে। পুজোর প্রথম দিন থেকেই ভরপুর আনন্দে সকলে মেতে ওঠে। মন্ত্র পাঠ,অঞ্জলি, ঢাকের আওয়াজে সকলে মাতোয়ারা হয়। পুজোর কটা দিন চলে পাড়ার সকলেরই একসাথে খাওয়া দাওয়া। ধুপধুনোর গন্ধ, ঢাকের বাদ্দিতে তাল মিলিয়ে অংশগ্রহণ করে হিন্দু মুসলিম সকল শ্রেণীর মানুষজন। জাতি ধর্ম নির্বিশেষে একাত্ম হয়ে উঠে সকলে।
বিদেশে বসবাসকারী এই পাড়ারি মেয়ে রাখি চক্রবর্তী জানালেন,- তিনি প্রথম থেকেই এই পূজোর সঙ্গে বিশেষ ভূমিকা গ্রহণ করে আসছেন। এই চিন্তাতে তিনি অনর। আগামী দিনও তিনি এইভাবেই দূর্গা পুজোর সময় দেশে ফিরে এসে মায়ের পুজোতে অংশগ্রহণ করবেন।
ছোট থেকে বড় হওয়া, লেখাপড়া করা, বিদেশের মাটিতে অবাধো বিচরণ রাজ চক্রবর্তী,- ঈশ্বর তথা মা দুর্গার প্রতি পরম ভক্তি প্রকাশ করলেন।
"ইয়ুথ ক্লাবের" অন্যান্য সদস্যদের পাশাপাশি রজত চক্রবর্তী জানালেন,- " সবই মায়ের ইচ্ছা, মা যা চাইছেন তাই হচ্ছে আর হবে। বিদেশে থাকলেও দুর্গা পুজোর সময় ব্যাকুল মন নিয়ে ছুটে আসি দেশের মাটিতে। আর অন্তর দিয়ে মায়ের কাছে নিজেকে সমর্পণ করি।
ক্লাবের অন্যান্য সদস্য এবং মেয়েরা কন্ঠ মিলিয়ে বলে এই কটা দিন আমরা সকলে খুব আনন্দ করি এবং আগামী দিন এমনিভাবেই আনন্দের জোয়ার বইবে।
゚viralfbreelsfypシ゚viral