
11/08/2025
🤱“আমার প্রথম সন্তান কন্যা
দ্বিতীয় সন্তান কন্যা—এ আমার সৌভাগ্য”💖
সন্তান মানেই আশীর্বাদ। আর আমার সেই আশীর্বাদ এসেছে দুটি ছোট্ট পরীর রূপে। হ্যাঁ, আমার প্রথম সন্তান কন্যা দ্বিতীয় সন্তান ও কন্যা। কেউ কেউ জানতে চায়—“ছেলে হয়নি, আফসোস হয় না?” আমি অবাক হই, কেন আফসোস হবে? আমি তো জীবন পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। একজন মেয়ে আমার জীবনে এসেছে, আর সে আমার জীবনের আলো। ♥️
আমি গর্বিত একজন কন্যার মা হতে পেরে। আমি সৌভাগ্যবতী, কারণ আমি প্রতিদিন দেখি কীভাবে একটা ছোট্ট মেয়ে তার চোখে-মুখে আমার সমস্ত ক্লান্তি মুছে দিতে পারে। সে শুধু আমার সন্তান নয়, সে আমার আত্মার প্রতিচ্ছবি, আমার নিজের আরেকটা রূপ। ❤️🩹
সমাজে আজও অনেকে ভাবে—মেয়েরা নাকি বংশের প্রদীপ হতে পারে না, মেয়েরা নাকি বাবা-মায়ের মুখ উজ্জ্বল করে না। কিন্তু আমি তাদের বলতে চাই—বংশের আলো কেবল রক্তে নয়, কর্মে জ্বলে। আর মেয়েরা সেই আলো জ্বালাতে জানে, আগলে রাখতে জানে, পথ দেখাতেও জানে। 🍀
মেয়েরা ছোটবেলা থেকেই শেখে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সহ্য করতে হয়, কিভাবে দায়িত্ব নিতে হয়। একজন মেয়ে যখন মায়ের মুখের দিকে তাকিয়ে বলে—“মা, আমি বড় হয়ে তোমার পাশে থাকবো,” তখন সেই কথা কোনো ছেলে বলল কি না, সেটা আর গুরুত্ব পায় না। 🌿
আমি চাই, আমার মেয়ে বড় হোক নিজের স্বপ্ন নিয়ে, নিজের পরিচয় নিয়ে, নিজের শক্তি নিয়ে। আমি চাই সে একদিন সমাজকে দেখাক—একজন কন্যা সন্তান কতটা আশীর্বাদ হতে পারে। 🌼
এটা কোনো অভিযোগ নয়, কোনো প্রতিযোগিতা নয়, বরং একটা ছোট্ট চাওয়া—আমার মতো যারা কন্যার মা, তারা যেন গর্ব করতে পারে। যেন তারা বুঝতে পারে—তাদের কন্যা সন্তান শুধুই সন্তান নয়, একজন আশীর্বাদ, একজন আশ্রয়, একজন শক্তি। ♥️
আজ আমি শুধু বলবো—আমার প্রথম সন্তান কন্যা, দ্বিতীয় সন্তানও কন্যা আর আমি ভীষণ খুশি।
এ আমার আফসোস নয়, এ আমার অহংকার।
❤️🌸🙏🏻
আমিও খুব গর্বিত একজন কন্যা সন্তান এর মা হয়ে ♥️♥️ মেয়ে রাও তাদের কর্মের দ্বারা বংশের প্রদীপ হতে পারে I love uu mamma🥰🥰