
13/06/2025
নিজের দিকে নিজে তাকালে এখনো একটা ছোট্ট বাচ্চাকে দেখি। যে কিছুই জানেনা দুনিয়া সম্পর্কে, শুধু কান্না ভরা ছলছল চোখে তাকিয়ে থাকি আকাশের দিকে, যাতে চোখের জল না গড়ায়। মাঝে মাঝে আমার খুব বিষন্ন লাগে, আশেপাশের মানুষগুলোকে আমি বুঝতে পারিনা, কাকে জড়িয়ে ধরলে একটু ভাল্লাগবে সেটাও ভেবে পাইনা, গলার মধ্যে কী যেনো আটকে থাকে, দম বন্ধ লাগে। দৌড়ে গিয়ে মাকে জিজ্ঞাসা করতে মন চায়, মা আমি কি খুব খারাপ মেয়ে? বয়স বাড়াতে এটাও করতে পারিনা, লজ্জা লাগে।
#বাংলা #মনেরকথা