04/11/2025
পথ দুর্ঘটনায় মৃত্যু এক ট্রাক চালকের।
আলিপুরদুয়ার: পথ দুর্ঘটনার জেরে মৃত্যু এক ট্রাক চালকের।সোমবার রাত্রে দুর্ঘটনাটি ঘটে কুমারগ্রাম ব্লকের ২৭ নং জাতীয় সড়কের তেঁতুলতলার নারারথলি এলাকায়।পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাকের পেছনে অন্য একটি পণ্যবাহী ট্রাক সজোরে ধাক্কা মারে। পেছনে ট্রাকে থাকা চালক জিতেন্দ্র কুমার আনুমানিক বয়স (৩৫) গুরুতর ভাবে জখম হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।ঘটনায় পিছনের গাড়িটি দুমড়ে মুচড়ে যায় । এদিন রাত্রে দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়। অসমের দিক থেকে আসা গাড়ি গুলি প্রায় এক ৪০ মিনিট আটকে পড়ে। যদিও পরবর্তী সময়ে পুলিশের তৎপরতায় রাত্রেই যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির এক আধিকারিক জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার হাসপাতালে পাঠানো হবে এবং ঘটনার তদন্ত চলছে।