22/08/2025
১. কোনটি বিশেষ্য পদ?
ক) সুন্দর
খ) যাওয়া
গ) বই
ঘ) আস্তে
সঠিক উত্তর: গ) বই
২. 'ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।' - এখানে 'ওগো' শব্দটি কোন পদ?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) অব্যয়
ঘ) ক্রিয়া
সঠিক উত্তর: গ) অব্যয়
৩. 'ধীরে ধীরে বাতাস বহে' - এখানে 'ধীরে ধীরে' কোন ধরনের পদ?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) ক্রিয়া-বিশেষণ
ঘ) অব্যয়
সঠিক উত্তর: গ) ক্রিয়া-বিশেষণ
৪. 'আকাশ' শব্দের বিশেষণ রূপ কী?
ক) আকাশী
খ) আকাশে
গ) আকাশ
ঘ) আকাশময়
সঠিক উত্তর: ক) আকাশী
৫. বাক্যে ব্যবহৃত শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয়, তখন তাকে কী বলে?
ক) শব্দ
খ) পদ
গ) কারক
ঘ) সমাস
সঠিক উত্তর: খ) পদ
৬. কোনটি নামপদের উদাহরণ?
ক) সে
খ) বই
গ) ভালো
ঘ) চলে
সঠিক উত্তর: খ) বই
৭. 'যে' ও 'সে' - এই দুটি কোন ধরনের সর্বনাম?
ক) আত্মবাচক সর্বনাম
খ) নির্দেশক সর্বনাম
গ) অনির্দিষ্ট সর্বনাম
ঘ) সাপেক্ষ সর্বনাম
সঠিক উত্তর: ঘ) সাপেক্ষ সর্বনাম