Learn English Smartly

Learn English Smartly Practice makes a man perfect. Man learns from womb to tomb.

17/02/2025

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

06/02/2025

শব্দার্থ এভাবে শিখলে কেমন হয়?

♪Skillful : (স্কিলফুল) দক্ষ।
♪সে একজন দক্ষ ফুটবল খেলোয়াড়।
♪He is a skillful football player.

♪Apart : (এ্যাপার্ট) দূরে, দূরত্বে।
♪গ্রামটি তিন মাইল দূরে।
♪The village is three miles apart.
♪দ্যা ভিলেজ্ ইজ থ্রি মাইলস্ এ্যাপার্ট।

♪Give up : (গিভ আপ) ছেড়ে দেয়া, ত্যাগ করা।
♪কখনো আশা ছেড়ো না।
♪Never give up hope.
♪নেভার্ গিভ্ আপ্ হোপ।

♪Terrible : (টেরিবল) ভয়াবহ।
♪এটি ছিল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
♪It was a terrible road accident.
♪ইট ওয়াজ্ এ্যা টেরিবল রোড এক্সিডেন্ট।

♪Serve : (সার্ভ) সেবা করা।
♪আমি রোগীদের সেবা করতে ভালবাসি
♪I love to serve patients.
♪আই লাভ টু সার্ভ প্যাশেন্টস।

♪Required: (রিকয়্যার্ড) আবশ্যক, দরকারী, প্রয়োজন।
♪এই কাজের জন্য দুই লাখ টাকা প্রয়োজন।
♪Two lakh taka is required for this work.
♪টু লাখ টাকা ইজ্ রিকয়্যার্ড ফর দিস ওয়ার্ক।

♪Solution : (সলুশন)সমাধান।
♪প্রতিটি সমস্যার ই সমাধান থাকে।
♪Every problem has its solution.
♪এভরি প্রব্লেম হ্যাজ ইটজ সলুশন।

♪In the beginning : ( ইন দ্যা বিগিনিং) প্রথমে, শুরুতে।
♪শুরুতে, আমি আপনাকে এই জিনিসটি বলতে চাই।
♪In the beginning, I would like to tell you this thing.
♪ইন দ্যা বিগিনিং, আই উড লাইক টু টেল দিস থিং

♪In the end : (ইন দ্যা এন্ড) অবশেষে, পরিশেষে।
♪পরিশেষে, আমি আপনাকে সমস্ত কিছুর জন্য ধন্যবাদ জানাতে চাই।
♪In the end, I would like to thank you for everything.
♪ইন দ্যা এন্ড, আই উড লাইক টু থ্যাংক ইউ ফর এভরিথিং।

♪Sort out : (সর্ট আউট) সমাধান করা।
♪আমার এখনই এই সমস্যাটি সমাধান করা দরকার।
♪I need to sort out this problem right now.
♪আই নিড টু সর্ট আউট দিস প্রব্লেম রাইট নাউ।

♪At once : (এ্যাট্ ওয়ান্স) অবিলম্বে, তত্ক্ষণাৎ।
♪আপনি বরং তাকে এক্ষুনি কল করুন।
♪You would rather call him at once.
♪ইউ উড রেদার কল হিম এ্যাট্ ওয়ান্স।

♪Go on : (গো অন) চালিয়ে যাওয়া।
♪আপনার ভাল কাজ চালিয়ে যান।
♪Go on your good work.
♪গো অন ইউর গুড ওয়ার্ক।

♪Due to : (ডিউ টু) কারণে।
♪এটা তার অপেশাদারিতার কারণে ঘটেছিল।
♪It happened due to his unprofessionalism.

♪Huge : (হিউজ) অনেক বড়, চরম।
♪ঐটা একটা চরম সাফল্য ছিলো.
♪It was a huge success.
♪ইট ওয়াজ এ্যা হিউজ সাকসেস।

♪Keen on :(কিন অন) আগ্রহী।
♪তিনি গানের প্রতি আগ্রহী।
♪She is keen on music.
♪শী ইজ্ কীন অন মিউজিক।

♪Fond of : (ফন্ড অফ) পছন্দ করা, উপভোগ করা।
♪আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি।
♪I am fond of speaking English.
♪আই এ্যাম্ ফন্ড অব স্পিকিং ইংলিশ।

♪Emphasize : (এম্ফেসাইজ) গুরুত্ব আরোপ করা, জোর দেওয়া।
♪আপনার নিজের কাজের উপর জোর দিন।
♪Emphasize your own work.
♪এম্ফেসাইজ ইউর ওন ওয়ার্ক।

♪Talk it over : ( টক্ ইট ওভার) আলোচনা করা।
♪চলো এই বিষয়ে কিছুক্ষণ পরে আলোচনা করি।
♪Let's talk it over a bit later.
♪লেটস্ টক ইট ওভার এ্যা বিট লেটার।

♪Likely to : (লাইকলি টু) সম্ভাবনা আছে।
♪এটা হওয়ার সম্ভাবনা আছে।
♪It's likely to happen.
♪ইটজ লাইকলি টু হ্যাপেন।

♪Unlikely to : ( আনলাইকলি টু) সম্ভাবনা নেই।
♪তার আাসার সম্ভাবনা নেই।
♪She is unlikely to come.
♪শী ইজ্ আনলাইকলি টু কাম্।

♪Undoubtedly : (আনডাউটেডলি) নিঃসন্দেহে।
নিশ্চিতভাবে।
♪নিঃসন্দেহে ভাগ্য আমাদের পাশে থাকবে।
♪Undoubtedly luck will be on our side.
♪আনডাউটেডলি লাক উইল বি অন আওয়ার সাইড।

♪Wake up : (ওয়েক আপ) জেগে উঠা।
♪আমি খুব সকালে ঘুম থেকে উঠি।
♪I wake up very early in the morning.

Verb forms in the different tenses
17/07/2024

Verb forms in the different tenses

Preposition "Near"
16/07/2024

Preposition "Near"

18/02/2024

🎼𝟏.নিজে চেষ্টা কর - 𝐓𝐫𝐲 𝐢𝐭 𝐲𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟.
🎼𝟐.চিন্তা করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐰𝐨𝐫𝐫𝐲.
🎼𝟑.প্রশ্নই ওঠে না - 𝐔𝐧𝐪𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐚𝐛𝐥𝐞.
🎼𝟒.একটু বুঝতে চেষ্টা কর - 𝐓𝐫𝐲 𝐭𝐨 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝.
🎼𝟓.কথাটা মন্দ না - 𝐓𝐡𝐚𝐭’𝐬 𝐧𝐨𝐭 𝐚 𝐛𝐚𝐝 𝐢𝐝𝐞𝐚.
🎼𝟔.বিশেষ কিছুই না - 𝐍𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥.
🎼𝟕.আদৌ নয় - 𝐍𝐨𝐭 𝐚𝐭 𝐚𝐥𝐥.
🎼𝟖.হতাশ হবেন না – 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐝𝐢𝐬𝐚𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐞𝐝.
🎼𝟗.হাল ছেড়ে দেবেন না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐢𝐯𝐞 𝐮𝐩.
🎼𝟏𝟎.সংকোচ করবে না - 𝐃𝐨𝐧’𝐭 𝐡𝐞𝐬𝐢𝐭𝐚𝐭𝐞.
🎼𝟏𝟏.ঠিক ঠিক উত্তর দাও - 𝐀𝐧𝐬𝐰𝐞𝐫 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐢𝐧𝐭.
🎼𝟏𝟐.মূল বিষয়ে আসো - 𝐂𝐨𝐦𝐞 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐢𝐧𝐭.
🎼𝟏𝟑.ব্যাপারটা দারুন হবে - 𝐓𝐡𝐚𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐠𝐫𝐞𝐚𝐭.
🎼𝟏𝟒.ওটা হলে খুব ভালোহয়-𝐓𝐡𝐚𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐯𝐞𝐫𝐲 𝐧𝐢𝐜𝐞
🎼𝟏𝟓.মাথা গরম করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐥𝐨𝐬𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐭𝐞𝐦𝐩𝐞𝐫.
🎼𝟏𝟔.আর কিছুই বলবে না - 𝐃𝐨𝐧’𝐭 𝐬𝐚𝐲 𝐚𝐧𝐲𝐦𝐨𝐫𝐞.
🎼𝟏𝟕.বাজে কথা বলো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐭𝐚𝐥𝐤 𝐧𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐞.
🎼𝟏𝟖.আপনি যেতে পারেন - 𝐘𝐨𝐮 𝐜𝐚𝐧 𝐠𝐨.
🎼𝟏𝟗.পরে দেখা হবে - 𝐒𝐞𝐞 𝐲𝐨𝐮 𝐚𝐠𝐚𝐢𝐧
🎼𝟐𝟎.পরে কথা হবে - 𝐓𝐚𝐥𝐤 𝐭𝐨 𝐲𝐨𝐮 𝐥𝐚𝐭𝐞𝐫.
🎼𝟐𝟏.বকবক কর না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐚𝐛.
🎼𝟐𝟐.পাগলামি করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐞𝐭 𝐦𝐚𝐝.
🎼𝟐𝟑 ভয় পেয়ো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐚𝐟𝐫𝐚𝐢𝐝.
🎼𝟐𝟒.সন্তোষজনক নয় - 𝐍𝐨𝐭 𝐬𝐚𝐭𝐢𝐬𝐟𝐚𝐜𝐭𝐨𝐫𝐲.
🎼𝟐𝟓.এদিকে এসো - 𝐂𝐨𝐦𝐞 𝐡𝐞𝐫𝐞.
🎼𝟐𝟔.শান্ত হও - 𝐊𝐞𝐞𝐩 𝐪𝐮𝐢𝐭𝐞.
🎼𝟐𝟕.দয়া করে বসুন - 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐡𝐚𝐯𝐞 𝐚 𝐬𝐞𝐚𝐭.
🎼𝟐𝟖.বোকামী করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐬𝐢𝐥𝐥𝐲.
🎼𝟐𝟗.এতো অধৈর্য হয়ো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐬𝐨 𝐢𝐦𝐩𝐚𝐭𝐢𝐞𝐧𝐭
🎼𝟑𝟎.চলো শুরু করি - 𝐋𝐞𝐭’𝐬 𝐠𝐞𝐭 𝐬𝐭𝐚𝐫𝐭𝐞𝐝

14/02/2024

🌸গল্পে গল্পে Parts of speech🌸

Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।

১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা ।

২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।

৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।

৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।

৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।

৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(Noun ➕ Verb➕Pronoun, Noun➕ Noun)

৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(Sentence ➕ Sentence)

৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ

08/02/2024

1.আপাতত আমি বাড়িতেই থাকবো।
I shall stay home for the time being.

2. আমি আপাতত এখানে থাকবো।
I shall stay here for the time being.

3.তোমার আপাতত তার সাথেই খেলা উচিৎ।
You should play along with him for the time being.

4.আপাতত আমি ঐ সুপারমার্কেটে কাজ করতে চাই।
For the time being I want to work at that supermarket.

5.আপাতত সে বইটি পড়া বন্ধ রেখেছে।
He stopped reading the book for the time being.

6. আপাতত সে উপন্যাস টি লেখা বন্ধ রেখেছে।
He stopped writing the novel for the time being.

7. আমার গাড়িটা রিপেয়ার হচ্ছে, তাই আপাতত আমার বাস ব্যবহার করতে হবে।
My car is being repaired, so for the time being I'll have to use the bus.

8. শাফিন আপাতত অবসর নিয়েছে।
Safin is retired for the time being.

9. আপাতত সে তার বর্তমান চাকরিটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
He's decided to remain in his present job for the time being.

10. আপাতত আমি এই মোবাইলটি ব্যবহার করবো।
I will use this mobile for the time being.

Let's start to learn
04/02/2024

Let's start to learn

03/02/2024

শিক্ষা বিষয়ক বিভিন্ন শব্দের পুর্নাংজ্ঞ রূপ:
১। GPA – এর পূর্ণরূপ—Grade point Average
২। J.S.C – এর পূর্ণরূপ — Junior School Certificate.
৩। J.D.C – এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate.
৪। S.S.C – এর পূর্ণরূপ — Secondary School Certificate.
৫। H.S.C – এর পূর্ণরূপ — Higher Secondary Certificate.
৬। A.M – এর পূর্ণরূপ — Ante meridian.
৭। P.M – এর পূর্ণরূপ — Post meridian.
৮। B. A – এর পূর্ণরূপ — Bachelor of Arts.
৯। B.B.S – এর পূর্ণরূপ — Bachelor of Business Studies.
১০। B.S.S – এর পূর্ণরূপ — Bachelor of Social Science.

১১। B.B.A – এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
১২। M.B.A – এর পূর্ণরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
১৩। W. B.C.S – এর পূর্ণরূপ — West Bangal Civil Service.
১৪ । M.A. – এর পূর্ণরূপ — Master of Arts.
১৫। B.Sc. – এর পূর্ণরূপ — Bachelor of Science.
১৬। M.Sc. – এর পূর্ণরূপ — Master of Science.
১৭। B.Sc. Ag. – এর পূর্ণরূপ — Bachelor of Science in Agriculture .
১৮। M.Sc.Ag.- এর পূর্ণরূপ — Master of Science in Agriculture.
১৯ । M.B.B.S. – এর পূর্ণরূপ — Bachelor of Medicine, Bachelor of Surgery.
২০। M.D. – এর পূর্ণরূপ — Doctor of Medicine./ Managing director.
—–
২১। M.S. – এর পূর্ণরূপ — Master of Surgery.
২২। Ph.D./ D.Phil. – এর পূর্ণরূপ — Doctor of
Philosophy (Arts & Science)
২৩। D.Litt./Lit. – এর পূর্ণরূপ — Doctor of
Literature/ Doctor of Letters.
২৪। D.Sc. – এর পূর্ণরূপ — Doctor of Science.
২৫। B.C.O.M – এর পূর্ণরূপ — Bachelor of
Commerce.
২৬। M.C.O.M – এর পূর্ণরূপ — Master of
Commerce.
২৭। B.ed – এর পূর্ণরূপ — Bachelor of education.
২৮। Dr. – এর পূর্ণরূপ — Doctor.
২৯। Mr. – এর পূর্ণরূপ — Mister.
৩০। Mrs. – এর পূর্ণরূপ — Mistress.
—–
৩১। M.P. – এর পূর্ণরূপ — Member of Parliament.
৩২। M.L.A. – এর পূর্ণরূপ— Member of Legislative Assembly.
৩৩। M.L.C – এর পূর্ণরূপ — Member of Legislative Council.
৩৪। P.M. – এর পূর্ণরূপ — Prime Minister.
৩৫। V.P – এর পূর্ণরূপ — Vice President./ Vice Principal.
৩৬। V.C- এর পূর্ণরূপ — Vice Chancellor.
৩৭। D.C- এর পূর্ণরূপ— District Commissioner/ Deputy Commissioner.

Address

Alipurduar
736208

Alerts

Be the first to know and let us send you an email when Learn English Smartly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share