16/04/2024
আলিপুরদুয়ার: লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বারাইক এর সমর্থনে কুমারগ্রাম ব্লকের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে গিয়ে প্রচার করছেন কুমারগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেশ চন্দ্র রায়।তিনি বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঢালাও উন্নয়ন করছেন তাতে জনগন খুব খুশি। পাশাপাশি ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রথীন দাস,তুরতুরিখন্ড গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি জীব্রেল কুজুর,রায়ঢাক এর সুরেন মিঞ্জ,খোয়ারডাঙ্গা অঞ্চল সভাপতি সুদয় নার্জিনারি, কামাখ্যাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মিহির নার্জিনারি সহ প্রত্যেক অঞ্চল ও বুথ নেতৃত্ব প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন। তারা বলেন, ভালোই সাড়া পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের কাছে মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন তাতে সাধারণ মানুষ খুবই উপকৃত। চা শ্রমিকদের জন্য মজুরি বৃদ্ধি থেকে শুরু করে জমির পাট্টা ও আবাসের জন্য যেভাবে সাহায্য করছে তাতে দুহাত তুলে মাননীয়া মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করছেন সাধারণ মানুষ। এবারের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বাড়াইক বিপুল ভোটে জয়ী হয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া হবে।
উত্তরের বার্তা-Uttarer Barta News 24×7