উত্তরের বার্তা-Uttarer Barta News 24×7

উত্তরের বার্তা-Uttarer Barta News 24×7 this page is for news/media

18/05/2025

সিভিক ভলেন্টিয়ারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
ঘটনাটির জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ের ..
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে ভিডিওটি যাতে দেখা যাচ্ছে একজন সিভিক এক গাড়ি চালকের কাছ থেকে গাড়ির প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে না পারায় ঘুষ নিচ্ছেন । অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম কানু রায় । ঘটনাটি প্রকাশ্যে আসায় নরেচরে বসে জলপাইগুড়ি জেলা পুলিশ , অভিযুক্ত্ব সিভিক ভলেন্টিয়ার এবং তার সাথে কর্তব্যরত এক পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয় ।

17/05/2025

আজকে আলিপুরদুয়ার
শহরের রাজপথে পাশাপাশি জেলার আলিপুর দুয়ার ১ নং ব্লক ফালাকাটা তে জাতীয় পতাকা নিয়ে দলের নেতা কর্মীরা, মিছিল করেন। মিছিল শেষে আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বাড়াইক কি বললেন
শুনে নেওয়া যাক।।

17/05/2025

*আবারো সাহেবগঞ্জ থানা পুলিশের বড় সাফল্য। বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার সাহেবগঞ্জ থানা পুলিশের।*

ব্যক্তিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

Weather Update: রাত পোহালেও ফের  ৭ জেলায় সতর্কতা! কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হবে এই এই জেলা,
17/05/2025

Weather Update: রাত পোহালেও ফের ৭ জেলায় সতর্কতা! কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হবে এই এই জেলা,

17/05/2025

চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে রবীন্দ্রনাথ। কলকাতা বিকাশ ভবনের সামনে প্রতীকী রবীন্দ্রনাথ পুলিশের হাতে গোলাপ তুলে দিলেন শান্তির বার্তায়। যদিও পুলিশ সেই গোলাপ নিতে অস্বীকার করেছে। কি বললেন রবীন্দ্রনাথ শুনুন

17/05/2025

আজ মালবাজারে প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জন বার্লাকে স্বাগত জানাতে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বাংলালিংক সহ আরোও নেতৃত্ব‌‌।
সম্প্রতি কলকাতায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
খবর উত্তরের বার্তা।

17/05/2025

নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু ট্রাকের চালকের আম নিয়ে শিলিগুড়ির সুপার মার্কেটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আম বোঝাই ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হল ট্রাকের চালকের।
উত্তরের বার্তা-Uttarer Barta News 24×7

16/04/2024

আলিপুরদুয়ার: লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বারাইক এর সমর্থনে কুমারগ্রাম ব্লকের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে গিয়ে প্রচার করছেন কুমারগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেশ চন্দ্র রায়।তিনি বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঢালাও উন্নয়ন করছেন তাতে জনগন খুব খুশি। পাশাপাশি ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রথীন দাস,তুরতুরিখন্ড গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি জীব্রেল কুজুর,রায়ঢাক এর সুরেন মিঞ্জ,খোয়ারডাঙ্গা অঞ্চল সভাপতি সুদয় নার্জিনারি, কামাখ্যাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মিহির নার্জিনারি সহ প্রত্যেক অঞ্চল ও বুথ নেতৃত্ব প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন। তারা বলেন, ভালোই সাড়া পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের কাছে মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন তাতে সাধারণ মানুষ খুবই উপকৃত। চা শ্রমিকদের জন্য মজুরি বৃদ্ধি থেকে শুরু করে জমির পাট্টা ও আবাসের জন্য যেভাবে সাহায্য করছে তাতে দুহাত তুলে মাননীয়া মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করছেন সাধারণ মানুষ। এবারের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বাড়াইক বিপুল ভোটে জয়ী হয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া হবে।
উত্তরের বার্তা-Uttarer Barta News 24×7

15/04/2024

উত্তরের বার্তা-Uttarer Barta News 24×7
আলিপুরদুয়ার: নাগরাকাটা ব্লকের ব্লক সভাপতি প্রেম ছেত্রীকে নিয়ে আঙরা ভাষা ১ও২ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারলেন আলিপুরদুয়ার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বাড়াইক। পাশাপাশি বানারহাট ব্লকের ব্লক সভাপতি কে সঙ্গে নিয়ে চামর্চি এলাকায় প্রচার সারলেন এবং চায়েপে চর্চাও করলেন প্রকাশ। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা যুব সভাপতি সন্দীপ ছেত্রী। প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান প্রকাশ।

15/04/2024

উত্তরের বার্তা-Uttarer Barta News 24×7

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রকাশ চিক বারাইক এর সমর্থনে নাগরাকাটা ব্লক মাইনোরিটি সেলের ব্লক সভাপতি কাদের আলী তার এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়ে ত এলাকার বিভিন্ন বুথে বুথে গিয়ে প্রচার সারছেন তিনি বলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থীকে ভোটে জিতিয়ে দলনেত্রী তথা মাননীয়া মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া হবে।

15/04/2024


উত্তরের বার্তা-Uttarer Barta News 24×7
আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির লোকসভা প্রার্থী মনোজ টিগ্গা এর সমর্থনে রোড শো তে অভিনেতা মিঠুন চক্রবর্তী। আলিপুরদুয়ার জংশন এলাকার ডিআর‌এম চৌপথি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত রোড শো করছেন ।
Video:- Sahanand Moktan

Address

Alipurduar
736123

Telephone

+918972950494

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরের বার্তা-Uttarer Barta News 24×7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share