মৃন্ময়ী মুরারী-Mrinmoyi Murari

মৃন্ময়ী মুরারী-Mrinmoyi Murari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মৃন্ময়ী মুরারী-Mrinmoyi Murari, Digital creator, Chattogram, Alipurduar.

মৃন্ময়ী মুরারী (MRINMOYI MURARI) —
প্রেম নিধি নাট্যগোষ্ঠী-এর একটি সৃজনশীল অঙ্গ সংগঠন, যেখানে মাটির গন্ধে, হৃদয়ের সুরে আর শিল্পের আলোয় ফুটে ওঠে প্রেম, ভাবনা ও ভক্তি।

হরে কৃষ্ণ। 🙏সকলে একবার হরে কৃষ্ণ বলুন। 💗
22/09/2025

হরে কৃষ্ণ। 🙏
সকলে একবার হরে কৃষ্ণ বলুন। 💗

21/09/2025

আপনারা চাইলে আমাকে Stars পাঠিয়ে সমর্থন করতে পারেন। ⭐
এগুলো আমার জন্য শুধু অনুপ্রেরণাই নয়, বরং আপনাদের পছন্দের কনটেন্ট আরও নিয়মিতভাবে তৈরি করতে সাহায্য করবে।

যখনই আপনারা Stars আইকন দেখবেন, তখনই আমাকে Stars পাঠাতে পারেন।
আপনাদের ভালোবাসাই আমার শক্তি। 💖


রাঙ্গুনিয়ার পারুয়া গ্রামে মহাপ্রসাদের বৈদিক নাটক: ভগবান প্রসাদের আবির্ভাব কাহিনীএই নাটকে দেখানো হবে কিভাবে ভগবান শ্রীবিষ...
21/09/2025

রাঙ্গুনিয়ার পারুয়া গ্রামে মহাপ্রসাদের বৈদিক নাটক: ভগবান প্রসাদের আবির্ভাব কাহিনী

এই নাটকে দেখানো হবে কিভাবে ভগবান শ্রীবিষ্ণুর প্রসাদ—যা আজ “মহাপ্রসাদ” নামে পরিচিত—এই জগতে আগমন করল।

দেবী লক্ষ্মীর কাছ থেকে নারদ মুনি প্রসাদ লাভ করেন।
নারদের নখের কোণে থেকে সামান্য কিঞ্চিত প্রসাদ পান মহাদেব।
সেই প্রসাদ পেয়ে মহাদেব আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করেন।
দেবী দুর্গা কারণ জানতে চাইলে শিব জানান যে তিনি নারায়ণের প্রসাদ পেয়েছেন।
দুর্গা দেবীও প্রসাদ চান, কিন্তু শিব জানান তিনি আর দিতে পারবেন না।
এতে দেবী কটোর তপস্যায় লীন হন। তাঁর তপস্যায় সমগ্র সৃষ্টি রুদ্র হয়ে ওঠে।
অবশেষে ভগবান নারায়ণ প্রকাশিত হয়ে দেবী দুর্গাকে বর দেন।
দেবী শুধু নিজের জন্য নয়, মর্তলোকে জীবজন্তু ও মানুষ যেন সেই মহাপ্রসাদ পায় এবং জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি থেকে মুক্তি লাভ করে—এই বর প্রার্থনা করেন।
ভগবান নারায়ণ তাঁর প্রার্থনা পূর্ণ করেন। আর এভাবেই পৃথিবীতে মহাপ্রসাদের আবির্ভাব ঘটে।

নাটকের মূল বার্তা
এই নাটক কেবল একটি কাহিনী নয়, বরং একটি চিরন্তন শিক্ষা। ভগবানের মহাপ্রসাদ মানুষকে আধ্যাত্মিক মুক্তি দেয়, আর ভক্তির মাধ্যমে মানুষ পৌঁছায় সত্যিকারের শান্তি ও মুক্তির পথে।

মঞ্চনাটক মানেই শুধু অভিনয় নয়, মঞ্চনাটক মানেই অনুভূতির প্রকাশ…আমাদের সাম্প্রতিক নাটক দর্শকদের চোখ ভিজিয়েছে আবেগে আর ভর...
21/09/2025

মঞ্চনাটক মানেই শুধু অভিনয় নয়, মঞ্চনাটক মানেই অনুভূতির প্রকাশ…
আমাদের সাম্প্রতিক নাটক দর্শকদের চোখ ভিজিয়েছে আবেগে আর ভরিয়েছে করতালিতে। 🎭💫

👉 যদি মনে হয় আমাদের অভিনয়ে প্রাণ আছে, তবে ভালোবাসা জানাতে একটা ❤️ কমেন্টে দিন।
👉 আপনারা চাইলে আমরাই পৌঁছে যাব আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, নাটক নিয়ে।

💌 বুকিং ও যোগাযোগের জন্য ইনবক্স করুন এখনই!

#মঞ্চনাটক #বাংলানাটক

যেখানে শেষ হয় জ্ঞানের, সেখানে শুরু হয় ভক্তির… 🌺🌿 শ্রীকৃষ্ণ — প্রেম, সঙ্গীত ও চিরন্তন সত্যের এক অপরূপ রূপ।📿 আজকের দিনে এই...
21/09/2025

যেখানে শেষ হয় জ্ঞানের, সেখানে শুরু হয় ভক্তির… 🌺
🌿 শ্রীকৃষ্ণ — প্রেম, সঙ্গীত ও চিরন্তন সত্যের এক অপরূপ রূপ।

📿 আজকের দিনে এই অপার সৌন্দর্য ও ভক্তির প্রতীক শ্রীকৃষ্ণের এই মহামূল্য ছবি আপনার হৃদয়ে শান্তি ও আনন্দের স্পন্দন জাগাক।

🎶 বাঁশির সুরে যে জাগিয়ে তোলে আত্মার গান,
🌸 যার মাধুর্য ছুঁয়ে যায় প্রাণের গভীরতা —
তিনি আমাদের সকলের প্রাণ, ভগবান শ্রীকৃষ্ণ।

👇 আপনার হৃদয়ে যদি শ্রীকৃষ্ণের জন্য প্রেম থাকে,
❤️ তাহলে এই ছবিটা শেয়ার করুন আর লিখুন —
"জয় শ্রীকৃষ্ণ" 🙏

🔁 শেয়ার করুন আপনার টাইমলাইনে যেন এই আধ্যাত্মিক সৌন্দর্য ছড়িয়ে পড়ে প্রতিটি হৃদয়ে।

📝 কমেন্টে লিখুন: "রাধে রাধে" যদি আপনি বিশ্বাস করেন, ভক্তি কখনও বৃথা যায় না।

📌 জয় শ্রীকৃষ্ণ 🙏
📷 #শ্রীকৃষ্ণ

কালীয়নাগ দমন ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার একটি ঘটনা । কালীয় নাগ ভগবান বিষ্ণুর বাহন খগরাজ গড়ুর দেবের ভয়ে বৃন্দাবনে যম...
21/09/2025

কালীয়নাগ দমন ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার একটি ঘটনা । কালীয় নাগ ভগবান বিষ্ণুর বাহন খগরাজ গড়ুর দেবের ভয়ে বৃন্দাবনে যমুনার সংলগ্ন একটি হ্রদে আশ্রয় নিয়েছিলেন। সেই কালীয় নাগের বিষ এত তীব্র ছিলো যে তার প্রভাবে যমুনার জল টগবগ করে ফুটতো। সেই বিষের প্রভাবে আশেপাশে গাছপালা , পশু মারা যেতে লাগলো। কোন পক্ষী যমুনার ওপর দিয়ে উড়ে গেলেও বিষের প্রভাবে মারা যেতো। গোপেদের খেলাধূলা বন্ধ হল। কেও যমুনার ধারে খেলতে যেতো না। যশোদা দেবী, নন্দ রাজা - কানাই বলাইকে সাবধান করলেন যেনো যমুনার তীরে না যায় । কিন্তু ভগবান আসেন দুষ্টের দমনের জন্য । কালিয়নাগকে উচিৎ শিক্ষা দিতে একদিন ভগবান শ্রীকৃষ্ণ খেলাচ্ছলে যমুনার তীরে অবস্থিত এক কদম গাছ থেকে মল্লযুদ্ধের যোদ্ধার ন্যায় যমুনায় ঝাঁপ দিলেন। এই দৃশ্য দেখে গোপ সখারা নন্দ, যশোদা দেবীকে ডেকে আনলেন। যশোদা দেবী এই ঘটনা শুনে প্রথমে ভয়ে কালীয় হ্রদে ঝাঁপ দিতে উদ্যত হলে অনান্য গোপীরা তাঁহাকে ধরলেন। বিলাপ করতে করতে যশোদা মাতা মূর্ছা গেলেন । সকলে হা হুতাশ করে ভগবান শ্রীকৃষ্ণ নিহত হয়েছেন ভেবে বিলাপ করতে লাগলেন ।

কিন্তু ভগবান পৌঁছে গেলেন একেবারে হ্রদের তলায়। সেখানে কালীয় নাগ তখন শয়ন করছিলেন । কালীয় নাগের স্ত্রীগণ , ভগবানকে দেখে অনুরোধ জানালেন- “বালক সত্বর এখান হইতে প্রস্থান করো। কালীয় জেগে গেলে সে তোমায় হত্যা করবে।” কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কালীয়কে বিতরণ না করে যাবেন কি ভাবে! এই সময় কালীয় জেগে এসে সেখানে ভগবানকে দেখে আক্রমণ করে বসলো। প্রথমে কালীয় তার বিশাল শরীর দিয়ে ভগবানকে পেঁচিয়ে দম বদ্ধ করে দিতে চাইলো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ , তাঁর শরীর কে এত বৃদ্ধি করলেন যে কালীয়ের মনে হল তার সমস্ত শরীর বুঝি ছিঁড়ে যায় । কালীয় বাঁধন উন্মোচন করে ক্রোধে নিঃশ্বাস ফেলেতে লাগলেন। ফণা গুলি দিয়ে অগ্নির ন্যায় বিষ বহির্গত হতে লাগলো। কালীয় সমানে ভগবানকে দংশন করতে গিয়ে বিফল হল। ভগবান শ্রীকৃষ্ণ মুষ্টিপ্রহারে কালীয়কে শক্তিহীন করে দিতে লাগলেন । ভগবান শ্রীকৃষ্ণ লম্ফ দিয়ে কালীয়ের মস্তকে উঠে নৃত্য করতে লাগলেন। ভগবানের নৃত্যের তালে তালে কালীয়ের মস্তক যেনো চূর্ণ হতে লাগলো। কালীয় বিষ বমন করতে লাগলো। এভাবে কালীয়র মস্তকে নৃত্য করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ জলের তল থেকে উঠে আসলেন । গোপ- গোপী, দেবতা, গন্ধর্ব, যক্ষ আদি প্রমুখেরা ভগবানের নামে জয় ধ্বনি করলেন ।

স্বামীর মৃত্যু আসন্ন দেখে কালীয়ের পত্নীগণ বুঝলো এই বালক সাধারণ কেও নন। উনি ভগবান। নাগ পত্নীরা অনেক স্তবস্তুতি করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণকে । কালীয় নিজেও অনুতপ্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বারবার ক্ষমা চাইলেন। নাগ পত্নীরা দিব্যবস্ত্র, পুস্পমালা, মণি, রত্ন, দিব্যগন্ধ, অনুলেপন, পদ্মামালা দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ পূজা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের প্রার্থনায় তুষ্ট হয়ে কালীয়কে ক্ষমা করলেন। কালীয়কে আদেশ দিলেন যমুনা ছেড়ে চলে যেতে। কালীয় জানালো – সে গড়ুর দেবের ভয়ে এখানে আশ্রয় নিয়েছে। কারণ ভগবান বিষ্ণুর বাহন গরুড় দেব সর্প আহার করেন। ভগবান শ্রীকৃষ্ণ অভয় দিয়ে জানালেন- কালীয়ের নাগের মস্তকে ভগবানের চরণের যে চিহ্ন পড়েছে, তা দেখে গরুর দেব আর তাকে আক্রমণ করবে না। এরপর ভগবান শ্রীকৃষ্ণ , কালীয়কে আদেশ দিলেন রমণক দ্বীপে পরিবার নিয়ে চলে যেতে। কালীয় নাগ , ভগবানের আদেশ মেনে যমুনা ছেড়ে চলে গেলেন । এখনও কিছু জায়গায় কালীয়ের মস্তকে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্যরত বিগ্রহ পূজিত হয় ।

( শ্রীমদ্ভাগবত )


゚viralシfypシ゚ #শ্রীমদ্ভাগবত

ওঁ তৎ সৎ ঋগ্বেদোক্তং দেবীসূক্তং।🦋অহং সুবে পিতারমস্য মূর্ধ্বন্মম যোনি রপ্‍স্বন্তঃ সমুদ্রে।ততো বিতিষ্ঠে ভুবনানি বিশ্বোতামূ...
21/09/2025

ওঁ তৎ সৎ
ঋগ্বেদোক্তং দেবীসূক্তং।

🦋
অহং সুবে পিতারমস্য মূর্ধ্বন্মম যোনি রপ্‍স্বন্তঃ সমুদ্রে।
ততো বিতিষ্ঠে ভুবনানি বিশ্বোতামূন্দ্যাং বর্ষ্মণোপস্পৃশামি।।৭।।

বঙ্গানুবাদ –
আমি এই পরমাত্মার উপরিভাগে পরিব্যাপ্ত আকাশকে প্রসব করেছি। আমি চৈতন্যরূপে ত্রিভুবন জুড়ে অবস্থান করছি। আমি সকল প্রাণীর দেহে প্রবেশ করে নানা রূপে আছি। আবার আমি স্বর্গকেও নিজের মায়াদেহ দ্বারা পরিব্যাপ্ত করে আছি।।৭।।

🦋
অহমেব বাত ইব প্রবাম্যারভমাণা ভুবনানি বিশ্বা।
পরো দিবা পর এনা পৃথিব্যৈতাবতী মহিমা সম্বভূব।।৮।।

বঙ্গানুবাদ -
আমিই পঞ্চভূতকে সৃষ্টি করে বায়ুর ন্যায় স্বাধীনভাবে রয়েছি। আমি বিশ্বের যাবতীর বিকারের উর্ধ্ব অবস্থান করি। আমি স্বয়ং নির্লিপ্তা।।৮।।

ওঁ তৎ সৎ ওঁ
ইতি ঋগ্বেদোক্তং দেবীসূক্তং সমাপ্তম্।🙏

#ঋগ্বেদোক্তংদেবীসূক্তং

14/03/2025
14/03/2025
09/03/2025
09/03/2025
08/03/2025

Address

Chattogram
Alipurduar

Alerts

Be the first to know and let us send you an email when মৃন্ময়ী মুরারী-Mrinmoyi Murari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মৃন্ময়ী মুরারী-Mrinmoyi Murari:

Share