Amar Barta

Amar Barta "অমর বার্তা" সত্য উদ্ঘাটনে সদা সর্বদা ?

13/09/2025

কংগ্রেস কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে উদয়পুর জেলা কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচি।
উদয়পুর: রাজ্যে কংগ্রেস কর্মীদের উপর একের পর এক রাজনৈতিক আক্রমণের প্রতিবাদে এবার পথে নামল উদয়পুর জেলা কংগ্রেস। শুক্রবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট গণ ডেপুটেশন প্রদান করা হয়।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি, যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দসহ একাধিক কর্মী-সমর্থক। তারা অভিযোগ করেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে কংগ্রেস কর্মীদের উপর হামলা চালাচ্ছে এবং প্রশাসন নিরব দর্শকের ভূমিকায়।
ডেপুটেশন প্রদানকালে কংগ্রেস নেতৃত্বের দাবি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কংগ্রেস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে
কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, প্রশাসন যদি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। news district district district m***a

"অমরপুর ব্লকে ‘গল্প বলার সন্ধ্যা’ — প্রাক্তনদের সম্মানে এক ব্যতিক্রমী উদ্যোগ।ত্রিপুরার গোমতী জেলার অমরপুর ব্লকে অনুষ্ঠিত...
13/09/2025

"অমরপুর ব্লকে ‘গল্প বলার সন্ধ্যা’ — প্রাক্তনদের সম্মানে এক ব্যতিক্রমী উদ্যোগ।
ত্রিপুরার গোমতী জেলার অমরপুর ব্লকে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া অনুষ্ঠান —‘গল্প বলার সন্ধ্যা’। গতকাল, শুক্রবার সন্ধ্যা ৬টায় অমরপুর ব্লক অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে ব্লক প্রশাসন। অমরপুর ব্লকের ৪৩ বছরের যাত্রাপথে যেসব কর্মচারী অবসর নিয়েছেন বা অব্যাহতি নিয়েছেন, তাঁদের সম্মান জানাতেই এই অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল — প্রশাসনিক পরিসরে এক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই মানুষগুলোর অবদানকে স্মরণ করা এবং তাঁদের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের সঙ্গে ভাগ করে নেওয়া। প্রাক্তন কর্মীরা নিজেদের জীবনের গল্প, কাজের অভিজ্ঞতা, সুখ-দুঃখের নানা মুহূর্ত তুলে ধরেন — আর সেইসব স্মৃতিতে যেন গোটা অমরপুর ফিরে যায় অতীতে। প্রাক্তন কর্মচারীদের বক্তব্য এই অনুষ্ঠানে এসে মনে হলো, আমরা এখনও এই পরিবারেরই অংশ। যে ভালোবাসা আর সম্মান পেলাম, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।” অনুষ্ঠানটির মূল ভাবনা ও বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন ব্লক আধিকারিক উৎপল দাস। বক্তারা তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বলেন — এটি রাজ্যের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।সম্মান, স্মৃতি আর আবেগের মিশেলে ‘গল্প বলার সন্ধ্যা’ হয়ে রইল অমরপুর ব্লকের ইতিহাসের এক গর্বের অধ্যায়।
এভাবেই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে গড়ে উঠুক প্রশাসনের প্রতিটি অধ্যায় — এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। news district district district m***a

12/09/2025

দুই সন্তানের জননীকে বহি রাজ্যে পাচার বিক্রির উদ্দেশ্যে। বিশালগড় থানায় অভিযোগ করলো মহিলার পিতা মাতা। news district district district m***a

12/09/2025

অমরপুর ব্লক এলাকার সমস্ত দিবাঙ্গ ব্যক্তিদের নিয়ে অমরপুর ব্লক অফিসে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রশাসনিক শিবির। দিব্যাঙ্গ ব্যক্তিদের সমস্ত কাগজপত্র প্রদান এবং সরকারি সহায়তা প্রদান করা হয়। news district district district m***a

তবে কি এবার অতি গরিব রেশন গ্রাহকদের গ্রাস কেড়ে নেবেন নরেন্দ্র মোদি? গণবণ্টন ব্যবস্থায় বদলের উদ্যোগ নেওয়াতেই এই প্রশ্ন ...
12/09/2025

তবে কি এবার অতি গরিব রেশন গ্রাহকদের গ্রাস কেড়ে নেবেন নরেন্দ্র মোদি? গণবণ্টন ব্যবস্থায় বদলের উদ্যোগ নেওয়াতেই এই প্রশ্ন উঠছে। প্রায়োরিটি হাউসহোল্ড এবং অন্তোদ্যয় অন্ন যোজনা- জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এই দুই ভাগে গ্রাহকদের খাদ্যশস্য দেওয়া হয়। এখন যা বিনামূল্য পান দেশের প্রায় ৮১ কোটি নাগরিক। কোভিডের পর থেকে অবশ্য নাম বদলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নামে বিনামূল্যে ওই চাল-গম দেওয়া হচ্ছে। প্রায়োরিটি হাউসহোল্ডরা পান ‘ব্যক্তি’ পিছু মাসে পাঁচ কিলো খাদ্যশস্য। অন্তোদ্যয় অন্ন যোজনায় মেলে ‘পরিবার’ পিছু ৩৫ কিলো।
এবার এই অন্তোদ্যয় অন্ন যোজনার গ্রাহকদের ওপরই কোপ পড়তে চলেছে। সরকারের তৈরি ‘গোপন নোট’ সেকথাই বলছে। খরচ বাঁচাতেই এই পরিকল্পনা। মন্ত্রকের গোপন নোটে দেখা যাচ্ছে, অন্তোদ্যয় অন্ন যোজনার গ্রাহকদের আর ‘পরিবার’ পিছু খাদ্যশস্য দেওয়া হবে না। দেওয়া হবে প্রায়োরিটি হাউসহোল্ডের মতোই ‘ব্যক্তি’ পিছু। এতে সরকারের প্রতি মাসে ১,১৩২কোটি টাকা সাশ্রয় হবে বলেই হিসেব কষেছে খাদ্যমন্ত্রক।
দেশে এই মুহূর্তে কত অন্তোদ্যয় পরিবার রেশন দোকানের মাধ্যমে খাদ্যশস্য পায়? তারা ঠিকমতো রেশন পায় তো? নোট তৈরির আগে খাদ্যমন্ত্রকের পক্ষ থেকে রেশন দোকানদারদের সঙ্গে আলোচনা হয়েছে। যদিও ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনে’র সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সরকারের এই উদ্যোগের বিরোধিতা করেছেন। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই ‘ভাবনা’ বন্ধের দাবি করেছেন। বলেছেন, ‘এটি জনবিরোধী, গরিব বিরোধী উদ্যোগ।’
অন্তোদ্যয় অন্ন যোজনায় পরিবারে গড়ে সাতজন সদস্য, এমনটা ধরে নিয়েই মাসে পাঁচ কিলো হিসেবে রেশন দেওয়া হয়। কিন্তু মন্ত্রকের গোপন নোটে বলা হয়েছে, সাতজনের পরিবারের সংখ্যা অনেক কম। গোটা দেশে মাত্র ৮ লক্ষ ২১ হাজার ১৪৯ টি। সেই হিসেবে এক, দুই, চার সদস্য‌র মতো অন্তোদ্যয় পরিবারের সংখ্যাই বেশি। ফলে অহেতুক সরকারের ফ্রি খাদ্যশস্য প্রয়োজনের অতিরিক্ত চলে যাচ্ছে। খাদ্যমন্ত্রকের হিসেব, গোটা দেশে ২ কোটি ৩৭ লক্ষ অন্তোদ্যয় পরিবার রয়েছে। যার সদস্য সংখ্যা ৮ কোটি ৯২ লক্ষ। এর মধ্যে পাঁচ সদস্যের কম অন্তোদ্যয় পরিবারের সংখ্যা ১ কোটি ৭১ লক্ষ।
আবার পাঁচ সদস্যের অধিক অন্তোদ্যয় পরিবার রয়েছে ২৫ লক্ষ ৮২ হাজার। ফলে কম সদস্যর পরিবারও অতিরিক্ত খাদ্যশস্য পেয়ে যাচ্ছে। গড়ে অন্তোদ্যয় ব্যক্তি ৯ কিলো ৩০০ গ্রাম খাদ্যশস্য পেয়ে যাচ্ছেন। যার জেরে সরকারের ভাঁড়ার থেকে রেরিয়ে যাচ্ছে অতিরিক্ত ২ লক্ষ ৩৩ হাজার ১২১ টন চাল-গম। তাই পরিবার পিছু ব্যবস্থা বন্ধ করে ব্যক্তি পিছু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রয়োজনে অন্তোদ্যয় ব্যক্তিকে মাসে সাড়ে সাত কিলো খাদ্যশস্য দেওয়া হতে পারে। এই ব্যবস্থা কার্যকর করতে সংসদে আইন সংশোধন করতে হবে। তারই তোড়জাড় চলছে। যদিও বিরোধীরা যে মোদির এই উদ্যোগ রোখারই চেষ্টা করবে, বলাই বাহুল্য। news district district district m***a

11/09/2025

অসহায় মহিলার টাকা আত্মসাৎ! গ্রামীণ ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ।
বিশালগড় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এক ক্যাশিয়ারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! বৃহস্পতিবার দুপুরে এক অসহায় সবজি বিক্রেতা মহিলা বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেছেন— ব্যাংকে ২৪ হাজার টাকা জমা দিলেও সেই টাকা জমা হয়নি তার একাউন্টে। অভিযুক্ত ব্যাংক কর্মীর নাম সূর্য্যকান্ত সাহা। অভিযোগ, কয়েক বছর আগে বিশালগড় নিউ মার্কেটের ওই মহিলা নিজের সঞ্চিত অর্থ ব্যাংকে জমা করতে গেলে, সূর্য্যবাবু ক্যাশ গ্রহণ করলেও তা একাউন্টে স্থানান্তর করেননি। বিষয়টি ওই মহিলার নজরে আসে অনেক পরে, যখন তিনি ব্যালেন্স চেক করতে গিয়ে দেখেন টাকা অনুপস্থিত।
বিষয়টি নিয়ে মহিলাটি বৃহস্পতিবার বিশালগড় থানায় লিখিত অভিযোগ করেন। থানার এক সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়দের দাবি, এই ক্যাশিয়ারের বিরুদ্ধে এর আগেও একাধিক ব্যক্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি কিছু ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশও পেয়েছে। কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।
স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা এভাবে আত্মসাৎ হলে ব্যাংকের প্রতি বিশ্বাস কমে যাবে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার বিষয়, পুলিশ ও ব্যাংক কতটা দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত ক্যাশিয়ারের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

11/09/2025

সংস্কৃতির পীঠস্থানে সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসকারী নাইট ক্লাব নয়। নেশা নয় - শিক্ষা ও কাজ চাই। এই স্লোগানকে সামনে রেখে TSU, SFI, DYFI, TYF ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়। news district district district m***a

11/09/2025

আগরতলায় নাইট ক্লাব নিয়ে সাংবাদিক সম্মেলন কংগ্রেসের। news district district district m***a

11/09/2025

সিপিআইএম এর সাংবাদিক সম্মেলন।

11/09/2025

বাগমা বাজারে আরএসএস কর্মী হত্যাকাণ্ড মামলায় কংগ্রেস নেতা টিটন পাল সহ ১৮ জন নির্দোষ ঘোষণা।
২০১৯ সালের চাঞ্চল্যকর বাগমা বাজারে আরএসএস কর্মী বিল্টু সিনহা হত্যা মামলায় বড় সিদ্ধান্ত নিল উদয়পুর জেলা আদালত। চার বছর ধরে চলা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে, কংগ্রেস নেতা টিটন পাল সহ ১৮ জন অভিযুক্তকে নিরশর্ত মুক্তি দিল আদালত।
২০১৯ সালে বাগমা বাজারে বিল্টু সিনহার রহস্যজনক মৃত্যু ঘিরে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। তৎকালীন বিরোধী দল কংগ্রেসের একাধিক কর্মী-নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতার করা হয় টিটন পাল সহ মোট ১৮ জনকে। আজ আদালতের রায়ে জানানো হয়—
তদন্তে পর্যাপ্ত প্রমাণ না থাকায় এবং অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় সকল অভিযুক্তকে *নির্দোষ* বলে ঘোষণা করা হয়েছে।
রায়ের পর কংগ্রেস নেতারা দাবি করেন, “এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। আজ ন্যায়বিচার হয়েছে।” টিটন পাল বলেন— “চার বছর ধরে আমরা অন্যায়ভাবে নির্যাতিত হয়েছি। আদালতের উপর আমাদের বিশ্বাস ছিল, এবং আজ আমরা ন্যায় পেয়েছি।

11/09/2025

ডাক্তারের বদলি আটকে দেওয়ার ঘোষণা দিলেন কমলাসাগরের মণ্ডল সভাপতি কাজল সরকার
মধুপুর হাসপাতালের চিকিৎসকক ডক্টর অপর্ণ দেববর্মার বদলির প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন। মণ্ডল সভাপতি এসে সবাইকে আশ্বাস দিয়েছেন তিনি সেই ডাক্তারকে বদলি হতে দেবেন না। প্রশ্ন উঠছে এখন কি মণ্ডল সভাপতির কথায় স্বাস্থ্য দফতর চলে ? এদিকে সেই ডাক্তারের বিরুদ্ধে পূর্বেও অনেক অভিযোগ ছিল। গত ৮ মাস পূর্বে সে হাসপাতালে আসার পর অনেক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রায় সময়ই মদ খেয়ে ডিউটি অবস্থায় রোগীদের চিকিৎসা করাচ্ছে। আবার বেশিরভাগ সময়ই প্রশিক্ষণরত ডাক্তার দিয়ে রোগীদের চিকিৎসা করাচ্ছে। বেশিরভাগ সময়ই সেই কাজ করে নিজে বাড়িতে সময় কাটাতো। এই হাসপাতালে আসার পূর্বে ও তার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়েছিল। সিপাহীজলা জেলা একটি জনজাতী অংশ এলাকায় মদ খেয়ে নার্সদের নিয়ে নাচানাচি করেছিল তা ভাইরাল হওয়ার পর তাকে সেখান থেকে বদলি করা হয়েছিল। আর শেষ পর্যন্ত মধুপুর হাসপাতাল থেকেও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বদলি করা হয়।

11/09/2025

বিশালগড় জাঙ্গালিয়া মন্দির সহ একাধিক স্থানে চুরির ঘটনায় গ্রেপ্তার কুখ্যাত চোর।বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় গত ৭ই সেপ্টেম্বর গভীর রাতে কালী মন্দির, শনি মন্দির সহ এলাকার এক অসহায় মহিলার বাড়িতে হানা দেয় চোরের দল। কালীমন্দিরে হানা দিয়ে কালী মায়ের শরীরের সমস্ত স্বর্ণালংকার, শনি মন্দিরে হানা দিয়ে সমস্ত আসবাব পত্র পাশাপাশি এলাকার এক অসহায় মহিলার ঘরে হানা দিয়ে নগদ অর্থ সহ প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরের দল।এই ঘটনায় রীতিমত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে।ঘটনার খবর পেয়ে বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতুসী দাস সহ স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করেন। উক্ত তিন তিনটি চুরির ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানায় সৌরভ সিংহ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলার নাম্বার ৮৬/২৫ বিএলজি। মামলা হাতে নিয়ে বিশালগড় থানা পুলিশ আধিকারিকরা উক্ত চুরির ঘটনায় জড়িত বিপ্লব দাস নামে জাঙ্গালিয়া এলাকার এক কুখ্যাত চোরকে গ্রেফতার করে। জানাযায় গ্রেফতার চোর ইতিমধ্যে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছে। নেশার টাকার যোগাড় করতে প্রতিনিয়ত এলাকায় অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে। ৭ই সেপ্টেম্বর রাতে এলাকায় তিন তিনটি চুরির ঘটনা করার পর এলাকায় জনমনে আতঙ্ক তৈরি হয়। তার সাথে আরও অনেক চোর জড়িত রয়েছে পুলিশ চোরকে গ্রেফতার করতে পারলেও চুরির সামগ্রী উদ্ধার করতে পারেনি তবে দ্রুত সমস্ত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হবে বলে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান ওসি বিজয় দাস ‌।

Address

Amarpur Super Market
Amarpur
799101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Barta:

Share