05/11/2025
এসআইআর ইস্যুকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কে উত্তাল জাতীয় রাজনীতি। এর মধ্যেই ফের ‘ভোট চুরি’র অভিযোগ তুললেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, শুধু মহারাষ্ট্র বা কর্ণাটকই নয়, ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনেও ব্যাপক কারচুপি হয়েছে। তিনি সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছেন।
বুধবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বিস্ফোরক অভিযোগ করেন— “হরিয়ানার ভোটার তালিকায় অন্তত ২৫ লক্ষ ভুয়ো ভোটার যুক্ত করা হয়েছিল, যা মোট ভোটারের প্রায় ১২ শতাংশ। এইভাবেই সিস্টেমেটিক ম্যানিপুলেশনের মাধ্যমে কংগ্রেসকে হারানো হয়েছে।”
তিনি শুধু মুখে অভিযোগ তোলেননি, সঙ্গে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে কয়েকটি উদাহরণও তুলে ধরেন। প্রেজেন্টেশনে দেখা যায়, ভোটার তালিকায় একই ব্যক্তির ছবি বিভিন্ন নামে ব্যবহার করা হয়েছে। রাহুলের দাবি, সীমা, সুইটি, সরস্বতী নামে নিবন্ধিত একাধিক ভোটারের তালিকায় ব্রাজিলের এক মডেলের ছবি ব্যবহৃত হয়েছে, এবং ওই ব্যক্তি ‘সম্ভবত ২২ বার ভোট দিয়েছেন’।
কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, এটি কেবল প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং ভোট চুরির এক সুপরিকল্পিত রূপ। দলের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করে বিরোধীদের হারানোর চেষ্টা চলছে, এবং নির্বাচন কমিশন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।
তবে নির্বাচন কমিশন রাহুলের এই অভিযোগের পরপরই প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে— “তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যই তো এসআইআর (Systematic Information Review) চলছে। রাহুল গান্ধী কি এই প্রক্রিয়ার বিরোধিতা করছেন?” কমিশনের মতে, ভুয়ো ভোটার শনাক্তকরণের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভোটের স্বচ্ছতা বজায় থাকে।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকেও রাহুলের অভিযোগকে “ভিত্তিহীন” ও “রাজনৈতিক নাটক” বলে উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির মুখপাত্র বলেন, “রাহুল গান্ধী প্রত্যেক নির্বাচনের পর হারের দায় এড়াতে এই ধরনের অভিযোগ তোলেন। এসআইআর প্রক্রিয়া কংগ্রেসের মতোই সব দলের জন্য প্রযোজ্য।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধী শিবিরের আশঙ্কা যেমন বাড়ছে, তেমনই বিজেপি ও কমিশন একযোগে এটিকে ভোটার তালিকা পরিশোধনের কাজ বলে ব্যাখ্যা করতে চাইছে। তবে রাহুল গান্ধীর এই প্রকাশ্য অভিযোগ নিঃসন্দেহে আগামী দিনগুলোয় রাজনৈতিক পারদ আরও চড়াবে।
news district district district m***a