27/08/2025
ভালো থাকুক আমাদের লালু!
বাড়ির পাশে রাস্তায় ওকে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখলে সাথে সাথে নিয়ে আসা হয় ওর ট্রিটমেন্টের জন্য। টেস্ট করালে ধরা পড়ে ক্যানসার! মনে প্রশ্ন আসে, কুকুরেরও ক্যানসার হয়? সার্চ করে জানা যায়, প্রতি চারজন কুকুরের একজনের ক্যানসার হয়। আদর করে সবাই ওকে লালু বলে ডাকে, নাম শুনে মনে না হলেও ও কিন্তু দারুণ সাহসী ফাইটার! ট্রিটমেন্ট পেয়ে এখন সুস্থ হয়ে উঠছে, ওর খেলা করা দেখলে মনেই হবে না ও যে অসুস্থ ছিল! লালু সবার বন্ধু কিন্তু .furryfriends ওর সবচেয়ে ভালো বন্ধু! তাদের ক্যানসার ট্রিটমেন্ট ও রিহ্যাবিলিটেশন সেন্টারেই হয় লালু আর লালুর মতো অনেক কুকুরের ক্যানসার ট্রিটমেন্ট। বন্ধুর মতো ওদের সাথে থাকার জন্য Furry Friends Foundation-কে অসংখ্য ধন্যবাদ!
এখন থেকে Furry Friends Foundation-এর ক্যানসার ট্রিটমেন্ট ও রিহ্যাবিলিটেশন সেন্টারে আপনার প্রিয় বন্ধুর জন্যও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন MyGP অ্যাপ থেকেই: https://gpworld.co/cancercare.